নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
নীলার বিয়ে হয়ে গেছে-
নীলার কি আমার কথা মনে পড়ে?
সেই থেকে আমি আজও পরাজিত
মানব জন্ম পেয়েও আমি সৌভাগ্যহীন।
বছর চারেক আগে একদিন-
নীলার সাথে হঠাৎ নিউ মার্কেটে দেখা
এখনও বেশ সুন্দর আছে, মেদহীন
চোখে কাজল, কুমারী মেয়ে বলে মনে হয়,
জর্জেট শাড়ির উপর এ্যান্টিকের কাজ করা
মাথা ভরতি এক আকাশ চুল।
নীলাকে আমি ভালোবাসি-
কিন্তু কখনও নিজের করে চাইনি।
সাঁতার জেনেও সুমুদ্রে ডুবে যাওয়ার ভয়
একদিন আমার হাতের উপর ছিল নীলার হাত।
ইচ্ছা করে এক ভর দুপুরে নীলার বাসায় যাই
ভাবতে ভালো লাগে, নীলার স্বামী অসৎ, ঘুষখোর
দেখলাম ঘুষখোর পরীবাগের সামনে দাঁড়িয়ে
ইচ্ছা করছিল, ধাক্কা দিয়ে বাসের নিচে ফেলে দেই।
সুন্দর ফুটফুটে দু'টা ছেলে হয়েছে নীলার
বাচ্চা দু'টার হাসিমুখ খুব ভালো লাগে
নীলা, আমি তোমাকে কোনো দোষ দেই না
শুধু মনে রেখ আমি তোমাকেই ভালোবাসি।
(আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। তারপরও অবসর সময়ে দুষ্টলোকদের সাথে আড্ডা না দিয়ে কবিতাটা লিখে ফেললাম।
ছবিটা সুরভি তুলেছে। মডেল আমি। ধন্যাব্দ। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। )
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবির ভাই।
ভালো থাকুন।
২| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৩
তারেক_মাহমুদ বলেছেন: ভাই আপনার সাহস দেখে অবাক হয়ে যাই, ভাবি আপনার লেখা পড়েনা?
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: সুরভিকে সব লেখা পড়তে দেই না।
এখন তো সুরভি বাসায় নাই। পার্লারে গেছে।
এই ফাঁকে লিখে ফেললাম।
বুঝেন নাই ব্যাপারটা?
৩| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৭
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর ।
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪২
আবু তালেব শেখ বলেছেন: ভ্যালা হয়েছে ম্যাভাই
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আবু ভাই।
৫| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছবিটা ভাল লাগছে না।
আমারো ২/৩ জন নীলা ছিল। জীবন স্রোতে তারা হারিয়ে গেছে, আমিও ভাল আছি। আপনার লেখা পড়লে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, বুকের বম পাশটায়----------
নীলারা ভাল থাকুক।।
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: ছবিটা অন্ধকারে মোবাইল দিয়ে তোলা হয়েছে।
ইলেকট্রিসিটি ছিল না।
৬| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৬
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর লিখেছেন স্যার। অসাধারণ কাব্যভাবনা।
কবিতার গভীরে ভালবাসার পরশ। প্রিয়কবিকে অভিনন্দন।
সুন্দর উপস্থাপনা। কাব্যশৈলীতে মুগ্ধ হলাম।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল প্রতিনিয়ত ও সর্বদা।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: আমি আপনার মতোন সুন্দর লিখতে পারি না।
আপনি খুব সুন্দর করে মিল দিয়ে-দিয়ে লিখেন। খুব ভালো লাগে।
অজয় নদী নিয়ে আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ!
৭| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসা একটা স্বগীয় অনুভুতি, সেটা থেকে যায়
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: এইটা একটা দামী কথা বলেছেন ওস্তাদ।
৮| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪২
মিঃ সালাউদদীন বলেছেন: বাহ ! বেশ ভালো লেখেছেন তো !
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৭
কামরুননাহার কলি বলেছেন: ও ভাইয়া এই কবিতার ব্যপারটা কি আমার দুষ্ট-মিষ্টি ভাবি জানে?
আর ছবিটা হেব্বি হয়েছে।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১০| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩০
মিঃ সালাউদদীন বলেছেন: আমার মনে হয় কবিতাটা আমাদের মহীয়সী ভাবী-কে নিয়ে-ই লেখা ।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: হা হা হা------
১১| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬
ফারাবি রাকিব বলেছেন: বেশ
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৮
শায়মা বলেছেন: ভাইয়া ভাবীর ফোন নাম্বারটা আমার একটু লাগবে।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: ভাই, আমার সর্বনাশ করো না।
১৩| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০২
শায়মা বলেছেন:
১৪| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পরকীয় ভাবনা খুব খারাপ। ছিছিছি
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: না এখানে পরকিয়ার কিছু নেই।
১৫| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিয়ের আগে কয়টা প্রেম ছিল?
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: বিয়ের আগে প্রেম ভালোবাসা আমি বুঝতামই না।
১৬| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩০
খাঁজা বাবা বলেছেন: সতর্কীকরনঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
১৭| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১১
রাজীব নুর বলেছেন: জানি। তাই কম খাই।
১৮| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি হিট তাই দেখে আমি ফিট
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: দয়া করে ফিট হবেন না।
আরও অনেক কিছু দেখার বাকি আছে জনাব।
১৯| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৪
নীল আকাশ বলেছেন: প্রথম প্রেম অনেকটা জন্ম দাগের মতো । চেস্টা করেও মুছে ফেলা যায় না। হৃদয়ের ঠিক কোনো এক গোপন জায়গায় কিভাবে যেন লুকিয়ে থাকে। কোনো এক অসর্তকতা, অমনোযোগের মাঝে হুট করে এসে আবার সব কিছু উলট পালট করে দিয়ে যায়। ঠিক যেন - না পারি সইতে না পারি মুছতে।
ভালো থাকুন রাজীব ভাই। মাঝে মাঝে নিয়মের বাইরে লেখা কবিতা পড়তে ভালোই লাগে। হৃদয়ের ভাব আগে, ছন্দ পরে। দারুন।
১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভরসা পেলাম।
২০| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যারা বলেছে কবিতা সুন্দর হয়েছে তারা আপনাকে শান্তনা দিয়েছে।
ছবিটাই কাব্যিক, লেখাটা গল্পের মত।
১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: সত্য মন্তব্য করেছেন। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি হাসি মুখে মন্তব্যটা গ্রহন করলাম।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল হয়েছে +