নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছদ্মনাম ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনো ব্যক্তির প্রকৃত পরিচয় গোপন রাখা

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৬



১। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেনঃ লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন ধর্মের সমন্বয় করে কী যেন একটা বলতে চেয়েছেন - আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিৎ। আরেকটি গানে লালন বলেছেন“ সব লোকে কয়, লালন ফকির হিন্দু কি যবন ।/ লালন বলে, আমার আমি না জানি সন্ধান।

কৈশোরে রবীন্দ্রনাথ ঠাকুর "ভানুসিংহ ঠাকুর" ছদ্মনামে কয়েকটি কবিতা রচনা করেছিলেন। আধুনিক লেখক মণিশংকর মুখোপাধ্যায় তাঁর শংকর ছদ্মনামেই সর্বাধিক পরিচিত। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের বিখ্যাত চরিত্র লালমোহন গাঙ্গুলি "জটায়ু" ছদ্মনামে পরিচিত ছিলেন।
ছদ্মনাম ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনো ব্যক্তির প্রকৃত পরিচয় গোপন রাখা।

২। পশু পশুত্ব নিয়ে জন্মায় এবং সারাজীবন পশুই থাকে । কিন্তু মানুষ মনুষ্যত্ম নিয়ে জন্মায়না তাকে মনুষ্যত্ম অর্জন করতে হয় । ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে শুরু করে অনেক প্রাণী আছে যারা জন্ম থেকেই আত্মনির্ভরশীল হয়, কিন্তু মানব শিশু তা পারেনা । মানুষ জন্ম হয় পরনির্ভরশীল হয়ে পরে সে আত্মনির্ভরতা অর্জন করে । সকল প্রাণী আহার করে, বিশ্রাম করে, ভোগ করে, যৌন তারনা অনুভব করে, ক্ষুধার তীব্রতা বুঝতে পারে, মানুষও এসব পারে । মানুষ আরো অনেক কিছু পারে যা অপর কোন সৃষ্টি পারেনা।

৩। পবিত্র কোরআনে আছে, একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো, যার শেকড় রয়েছে মাটির গভীরে আর শাখা-প্রশাখার বিস্তার দিগন্তব্যাপী, যা সারা বছর ফল দিয়ে যায়।
প্রতিটি ভালো কাজই মানুষের মন জয় করে করতে হয়। আর মানুষের মন জয় করার একটি অব্যর্থ অস্ত্র হলো সুন্দর কথা।

৪। শার্লক হোমস একজন গোয়েন্দা, আর প্রফেসর শঙ্কু একজন পাগলাটে টাইপের বিজ্ঞানী। মিসির আলি সম্পূর্ণ অন্য রকম। গোয়েন্দাও নয়, আর পাগলাটে টাইপের বিজ্ঞানীও নয়।
মিসির আলি অত্যন্ত ঠাণ্ডা মাথার একজন যুক্তিবাদী মানুষ, যার জীবনের পথচলার সম্বল হলো লজিক। প্রফেসর শঙ্কুর জীবনের চালিকাশক্তি হলো বিজ্ঞান। মিসির আলির চালিকাশক্তি লজিক। তিনি লজিক দিয়ে সব কিছু ব্যাখ্যা করতে চান। কিন্তু কোনো কোনো সময় থমকেও যান, যখন দেখেন এমন বিষয় বা পরিস্থিতির তিনি মুখোমুখি হচ্ছেন, যা তিনি লজিক দিয়ে ব্যাখ্যা করতে পারছেন না।

৫। অন্যের কথা মতো নিজের জীবনকে না গড়ে, অন্যের ইচ্ছা মতো নিজেকে পরিচালিত বা ব্যবহৃত না হয়ে নিজের মধ্যের গুপ্ত সম্পদের আহোরণই আপনাকে প্রকৃত মানুষ হতে সহায়তা করবে।বিখ্যাত হওয়ার চেয়ে ভাল মানুষ হওয়া বেশি কঠিন।

৬। কবি ঢোল বাজানোর কাজ পায় এক মেয়ের দলে। সেই মেয়ে দিনে গান গেয়ে নেচে জীবন চালাতো আর রাতে দেহ বেঁচে। দলে বেহালা, হারমোনিয়া, বাঁশি বাজানোর লোকও ছিল। ওলাওঠাতে সেই মেয়ের মৃত্যু হয়। কাওকে না পেয়ে কবি একাই লাশ দাহ করে। কিন্তু এমন পাপিকে আগুন ছোঁয়ানো ছিল মস্ত পাপ। সবাই কবিকে বলে, তুমি এটা কি করলে? ভগবান যখন প্রশ্ন করবে তখন কি জবাব দেবে? কবি বলেছিল- কোন জবাব দিব না, মাথাটা নীচু করে চুপচাপ দাড়ায়া থাকবো। কবির কাছে আমিও শিখলাম নিরব বিদ্রোহ। যা আজো আমার পথ চলার পাথেও।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আগের লেখকরা ছদ্মনাম ব্যবহার করেছে ভালো কাজের জন্য, আর এখন নিকনেম ব্যবহার করা হয় ফ্লাডিং করার জন্য।

ফেলুদা, শঙ্কু, মিসির আলী আমার পছন্দের চরিত্র। নীলা, হিমু নয়।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লাগল। আপনি মাঝেমধ্যে খুবই ভাল কথা বলেন আবার কোন কোন সময় মনে হয় সবকিছুকে তালগোল পাকিয়ে ফেলেন।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলেছেন।
তবে একটু একটু করে নিজেকে শুধরে নিচ্ছি।

৩| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৬

বারিধারা ৩ বলেছেন: রাজীব নূর কার ছদ্মনাম?

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: ছদ্ম নাম আমি ব্যবহার করি না।

৪| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: @বারিধারা ৩ আপনার আগের আইডিগুলার কি হইছে?

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: হা হা হা

৫| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭

আবু আফিয়া বলেছেন: লেখাটি বেশ ভাল লেগেছে, আসলে আমরা শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও আমাদের দ্বারাই সংঘটিত হচ্ছে সবচয়ে নিকৃষ্ট কাজ। কে কোন নাম ব্যবহার করল এটা মূল বিষয় না, মূল বিষয় হল তার উদ্দেশ্য মহৎ কি না। আল্লাহ মানুষের অন্তর দেখেন।

১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৬| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেক ভালো ভালো কিছু কথা বলেছেন। ধন্যবাদ ভাই।

১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জুনায়েদ ভাই।

৭| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২

বারিধারা ৩ বলেছেন: @ অয়ন, সামুর 'উপর্যুপরি নিয়ম' ভঙ্গের (আমি জানিনা এইটা কি জিনিস - খায় না মাথায় দেয়) অপরাধে সামু'র বিচক্ষণ কর্তৃপক্ষ সেগুলো ব্লক করে দিয়েছে।

১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: সামু যা করে বুঝেই করে। কিন্তু কিছু দুষ্ট ব্লগার বুঝে না বুঝে ব্লগের পরিবেশ নষ্ট করে।

৮| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬

ঠ্যঠা মফিজ বলেছেন: লেখাটি আমার কাছে বেশ ভাল লেগেছে ।

১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই।

৯| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: নিরব বিদ্রোহের জয় হোক।

১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪২

মুচি বলেছেন: একটু গভীর চিন্তা-ভাবনা।

১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৯

টারজান০০০০৭ বলেছেন: ছদ্মনামের সুবিধা হইল ব্যক্তিসত্তার মননে যাহা আছে, যাহা কোনো কারণে ব্যাক্তির পরিবেশে প্রকাশযোগ্য নহে, ব্যক্তিসত্তার সাথে মিল খায় না, তাহা ছদ্মনামে প্রকাশ করা যায় ! যেমন , চাঁদগাজী, টারজান :D ! তবে রবি ঠাকুরের ছদ্মনাম ধারণ পুরোটাই বৃথা ! ভানুসিংহের রচনা, আর রবি ঠাকুরের রচনার পার্থক্য দেখিনা !

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

১২| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪২

নিচু তলাৱ উকিল বলেছেন: লাস্ট দুটো বাক্য লা জবাব,দারুণ লেগেছে,,,আর হ্যাঁ ছদ্মনাম কিংবা ছদ্মবেশ বলুন এটা আমার মানুষকে চিনতে একটু হলেও সাহায্য করে যা বাস্তবিক হলে হয়তবা এতটা সহজে হত না

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ উকিল সাহেব।

১৩| ২১ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এমন ই হওয়া উচিত।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০২

নতুন বিচারক বলেছেন: বেশ ভালো লিখেছেন।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

বর্ষন হোমস বলেছেন:
আমি এখন পর্যন্ত যত গোয়েন্দা গল্পপড়েছি মিসির আলীর মত উদ্ভট আর পড়িনি।গোয়েন্দা রা যুক্তি নির্ভর হয়।তাদের কাছে অযোক্তিক সব কিছুই ভিত্তি হীন।কিন্তু মিসির আলী ভুত প্রেতেও বিশ্বাস করেন।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: মিসির আলি কখনও ভূত প্রেত বিশ্বাস করে না।
আপনি আবার সব গুলো বই পড়ুন।

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭

বর্ষন হোমস বলেছেন:
ওনার গল্পে হয়ত সরাসরি কোথাও বলা নেই উনি ভুত প্রেতে বিশ্বাস করেন কিন্তু যখন উনি কোন সমস্যা সমাধান করতে ব্যার্থ হন তখন তিনি আনরিয়াল ওয়ার্ল্ডের দিকে ইঙ্গিত করেন।গোয়েন্দারা কখনো এমনটি করেন না।বরঞ্চ তারা মানুষের মন থেকে এসব কুসংস্কার দূর করে সমস্যা সমাধান করেন।মিসির আলির লজিকের অভাব পড়ে বোধ হয়!

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: মিসির আলী গোয়েন্দা না। তিনি একজন কুসংস্কার মুক্ত বিজ্ঞানমনস্ক মানুষ। তিনি মানুষের ভুল গুলো ধরিয়ে দেন।
আমি গত এক মাস মিসির আলীর সব গুলো বই পরেছি।
যাই হোক। আপনার এবারের মন্তব্য ঠিক আছে।
কয়েকদিন আগে আমি ব্লগে মিসির আলীকে নিয়ে একটা গল্প লিখেছি পড়েছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.