নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ভোরবেলা এক নারী সীমাহীন বাগানে হাঁটছে
নানান ফুল ফুটেছে চারপাশে, শুনসান নিরবতা
স্নিগ্ধ বাতাস, স্বচ্ছ ঝরনা কিছুটা যেন কুয়াশা
আস্তে আস্তে হাঁটছে নারীটি, মারা ভরা চুল তার
একাএকা ভালো লাগে না বাগান, ঝরনা, ফুল
একাকিত্ব বড় অসহ্য, ঝুম বৃষ্টিও লাগে না ভালো
গভীর রাতে বুক ভরে কান্না পায়, ঘুম আসে না।
এক পুরুষ ঝরনার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে
মেয়েটির ইচ্ছা করলো পুরুষটিকে জড়িয়ে ধরতে
আকাশ থেকে যেন বলছে তোমরা আলিঙ্গন করো
তারা ঝরনার পাশে বসলো, পরম যত্নে হাত ধরলো
মেয়েটি আশ্রয় নিলো পুরুষের বুকে, পেল উঞ্চতা
তারপর এক আকশ আনন্দে বিভোর, কিছুটা ক্লান্ত
অবিলম্বে গভীর ঘুমে তলিয়ে গেল মানব মানবী।
শীত গেল, বর্ষা গেল, পুরুষ হুকুমের স্বরে বলল-
পুরুষের ইচ্ছাই নারীর মান্য, কারন নারী দুর্বল
ভালোবাসা দাও, আমি তোমায় রক্ষা করে যাবো
পুরুষের প্রীতি অর্জনই তোমার একমাত্র ধ্যানজ্ঞান
পুরুষের প্রয়োজনেই তোমাকে সৃষ্টি করা হয়েছে
সব চিন্তার ভার পুরুষের, তোমরা শুধু আনন্দ ছড়াও
প্রকৃতি চায় এভাবেই কেটে যাক বহু যুগের পর যুগ।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: পুরুষের প্রয়োজনেই তোমাকে সৃষ্টি করা হয়েছে
সব চিন্তার ভার পুরুষের, তোমরা শুধু আনন্দ ছড়াও
প্রকৃতি চায় এভাবেই কেটে যাক বহু যুগের পর যুগ
নারী পুরুষ উভয়েরই উভয়কে প্রয়োজন।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: সঠিক বলেছেন প্রিয় ব্লগার।
৩| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
আদম ও হাওয়ার প্রথম দেখার উপর কবিতা
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: জ্বী।
৪| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর উপভোগ করার মত কবিতা ।
২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মামা।
৫| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৬
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগা রইল
২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতার ভূবনে স্বাগতম
ধন্যবাদ রাজীব ভাই
মাঝে মাঝে এমন ২/৪টা
কবিতা হলে মন্দ হয় না।