নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৪৫

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭



১। সামনে রোজার মাস আসছে। বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে। বাড়বেই। প্রতি বছর একই ঘটনা। যদিও বানিজ্যমন্ত্রী কঠিন হুশিয়ারী দিবেন। প্রতি বছরই দেন। ফলাফল শূন্য। মন্ত্রী বলবেন, রোজাকে সামনে রেখে ইতোমধ্যে পর্যাপ্ত পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হয়েছে। তাই রোজায় নিত্যপণ্যসহ সব ধরনের জিনিসপত্রের দাম স্বাভাবিক থাকবে। কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বৃদ্ধি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি উচ্চারণ করবেন বানিজ্যমন্ত্রী। মন্ত্রীদের কথায় আমার হাসি পায়। প্রতি বছর একই কথা বারবার শুনতে শুনতে এখন ঘৃণা লাগে।
সকল জিনিসের দাম বাড়ার পরও দশ রোজার পরে মন্ত্রী বলবেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি যৌক্তিক ও স্বাভাবিক রয়েছে। অন্য মন্ত্রীরা গলা ফাটিয়ে বলবেন, সরকারের কঠোর নজরদারির কারণে রোজায় বাজার আর অস্থিতিশীল হচ্ছে না। খবরের কাগজের শিরোনাম হবে, ''আসন্ন রোজায় যেকোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে সরকার''। কোনো কোনো পত্রিকা লিখবে, ''সরকারি মনিটরিং অনেক বেশি হচ্ছে, ক্রেতারা খুশি।'' বছরের পর বছর একই ঘটনা। একই কাহিনি।



২। রোজার শেষে ঈদে মানুষের বাড়ি যেতে ভয়াবহ কষ্ট হবে। ট্রেনের টিকিট পাওয়া যাবে না। অসংখ্য মানুষ শেষে বাধ্য হয়ে ট্রেনের ছাদে চেপে বাড়ি যাবেন। টিভি চ্যানেল গুলো সেই সব দৃশ লাইভ দেখাবে। রেলমন্ত্রী বলবেন, 'তারা নির্বিঘ্নে বাড়ি ফিরছে।' প্রতি বছর একই অবস্থা। একই কথা। কিন্তু কোনো পজেটিভ পরিবর্তন নেই। রেলমন্ত্রী চিৎকার করে বলবেন, ''ঈদে যাত্রীদের বাড়ি ফেরা ও পুনরায় বাড়ি থেকে ঢাকায় ফেরা নির্বিঘ্ন করতে সাত জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে''। সংবাদ পত্রের শিরোনাম হবে, ''ঝুঁকিপূর্ণ জেনেও আনন্দ উৎসাহের সঙ্গে ট্রেনের ছাদে করেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।'' সরকার হাসি মুখে বলবেন, আমরা ক্ষমতায় আছি বলেই, 'বাড়ি ফেরা মানুষদের ভোগান্তি কমানোর জন্য নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।'
সাধারন যাত্রীরা আগের দিন রাত থেকে লাইনে দাড়িয়েও টিকিট পাবে না। তারপরও মন্ত্রী বলবেন, ট্রেনের টিকেটে কোনো ধরণের কালোবাজারি ও হয়রানি হবে না, হয়নি। খবরের কাগজের শিরোনাম হবে, ''ট্রেনের টিকিট কালোবাজারি শূন্যের কোঠায়।'' টিভি চ্যানেল গুলোতে বলা হবে, টিকেট কালোবাজারি রোধে কমলাপুর রেলস্টেশনে সিটিটিভি স্থাপন, গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছে। ফলাফল শূন্য। প্রতি বছর একই ঘটনা।



৩। ঈদে যারা লঞ্চে করে বাড়ি ফিরবেন তাদের উদ্দ্যশে লঞ্চ মালিকরা বলবেন, কালোবাজারি রোধে ১০ রমজান থেকে যাত্রীদের মাঝে ঈদের অগ্রিম টিকেট সরাসরি বিক্রি শুরু করা হবে। টিকিট কালোবাজারি ঠেকাতে কঠোর নজরদারির কথা জানাবেন নৌমন্ত্রী। মন্ত্রী আরও বলবেন, সরকার ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। যদি কোনো লঞ্চ মালিক বেশি মুনাফার লোভে অতিরিক্ত যাত্রীবহন করে তাকে শাস্তি পেতেই হবে। প্রতি বছর একই কথা শুনতে শুনতে আর ভালো লাগে না আমার। সরকার বলবে, লঞ্চ, ফেরিসহ বিভিন্ন যানবাহনে যাতে নৌ দুর্ঘটনা না ঘটে, সে ব্যাপারে কঠোর নজরদারি রাখা হবে।
নৌমন্ত্রী টিভি চ্যানেলের সামনে বলবেন, যাত্রীদের যাত্রা নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঘাটের ইজারা প্রথা বাতিল করা হয়েছে। প্রত্যেকটি লঞ্চঘাটে আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে, মন্ত্রণালয়ের লোক থাকবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


৪। ঈদে 'বাড়ি ফেরা' প্রতিবছর এক মানবিক বিপর্যয়ের জন্ম দেয়, অন্তহীন দুর্ভোগ। টিভিতে লাইভ দেখাবে, রাজধানীর লাখ লাখ মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ, বাস-লঞ্চে বাড়তি ভাড়া আদায়, তীব্র যানজট- এসব ঝক্কি পেরিয়ে যারা যাত্রা শুরু করেছেন, তাদেরও পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। দেশের কয়েকটি মহাসড়কের অবস্থা নাজুক। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে থেমে ... প্রতি বছর একই ঘটনা। একই কথা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট লোকজনকে নির্দেশ দিবেন, মানুষের যেন ভোগান্তি না হয়। কিন্তু সাধারন মানুষের ভোগান্তির শেষ নেই। সীমাহীন কষ্ট।


ঈদের দিন সকালবেলাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ উপলক্ষে তাঁর সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। দেশবাসী ও সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। পৃথক পৃথক বাণীতে তাঁরা সবার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করবেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশবাসী নির্বিঘ্নে ঈদ পালন করতে পারছে। ওই বিএনপি জামাত ....

মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪

নীল মনি বলেছেন: দারুণ পর্যবেক্ষণ তো। তবে সাদা মিথ্যা কিন্তু মানুষের উপকারের জন্য বলা হয়ে থাকে।

যাইহোক অনেক কিছু জানলাম।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


জনসাধারণের উচিত হবে শিক্ষা, খাদ্য, পরিবহন, চিকিৎসা ও রিয়েলষ্টেটের ব্যবসায় প্রবেশ করা।


১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: জনগন চায় একটু শান্তি।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহাহা!

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: হাসুন। মানুষের হাসি আমার ভালো লাগে।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০১

কাওসার চৌধুরী বলেছেন:


খুব সুন্দর। দরকারী বিষয় নিয়ে লেখা। পড়ে অনেক ভাল লাগলো।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কাওসার সাহেব।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

আজকের লেখাটা ভাল হয়েছেঃ তাই গ্যাপে নেবার দরকার নাই।

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশবাসী নির্বিঘ্নে ঈদ পালন করতে পারছে। ওই বিএনপি জামাত ....???:D


আসেন ঈদে বুক মেলাই।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

নীল মনি বলেছেন: রাজীব ভাইয়া বেশি ব্যস্ত নাকি!
আসেন,বসেন চা খানের মত হয়ে গেল তো।

শুকরিয়া। আমি আবার এলাম জ্বালাতন করতে।ব্লগে একজন জ্বালাতনকারী থাকা উচিত।
যখন সে থাকবে না তখন তাকে মনে করে কেউ কিছু লিখে ফেলতে পারে :)

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: ব্যস্ত না। মাথা ব্যাথা।
চা আমার সবচেয়ে প্রিয় খাবার।

ওটা জ্বালাতন না, এটা আন্তরিকতা।
থাকবেন না মানে, সব সময় থাকবেন।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২

নীল মনি বলেছেন: আমারও চা ভীষণ প্রিয়।সুরভি আপু এখন ভালো আছে?
রেস্ট করেন।মাথা ব্যথা বড় কষ্টের।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: সুরভি ভালো আছে। এবং সে চা খুব ভালো বানায়।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: এই সাদা মিথ্যাচার করা আর সাধারণ জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া একই। যারা যেসব নেতা এমন মিথ্যাচার করে সেসব নেতা জনসাধাণের কাছে মুখ দেখায় কিভাবে সেটা আমার বুঝে আসে না।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: তাদের 'লজ্জা' বোধটাই নাই। রাজনীতি করলে এই বোধ থাকে না।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: সেই গরু প্রেমী ছাত্রের রচনার মত সব কথার সাথেই তারপর গরু একটি গৃহ পালিত প্রানী_ _ _
চলছে তো চলছেই ঐ _________

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: এখন কি এরকমই সারা জীবন চলবে?
কোনো পরিবর্তন হবে?

১০| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এই লেখাটা প্রতি বছর রোজার আগে পোস্ট করবেন, নিয়ম, সমস্যা চলমান থাকবে আপাতত বিশ বছর ধরা যায় তা যে সরকারই আসুক না কেন, তাই লেখাটা রোজার আগে রিপোস্ট করবেন জাস্ট এতটুকুই।
রোহিঙ্গারা যেমন ফেরত যাবেনা ঐ নিয়ম ও তেমন চেন্জ হবেনা।
পড়ে খুব ভালো লাগল।
ঢাকায় আপার বাসায় বেড়াতে এসেছি, খোজ দিলে চা কফি খাওয়াব দাওয়াত রইল।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: আসুন আমার বাসায়।
খিলগা।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এগুলো তো বুঝতে শেখার পর থেকেই দেখে আসছি। এখন গা সওয়া হয়ে গেছে।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: সরকারের উচিত এই ধরনের কর্মকান্ডের পরিবর্তন আনা। আসলে সবার আগে তাদের মানসিকতা বদলাতে হবে।

১২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৮

ঢাকার লোক বলেছেন: ইন্টারভিউতে এইসব কথা মুখস্ত আছে কিনা পরীক্ষা করে তবেই মন্ত্রী নিয়োগ করা হয় !

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: বেশ বলেছেন।

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪০

হাসান রাজু বলেছেন: সবশেষে । ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভির্য্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উদযাপন করা হবে । এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিবেন । আর রাজধানীর বিনোদন কেন্দ্রগুলি থাকবে শিশুদের কোলাহলে আনন্দ মুখর ।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: হা হা হা ঠিক তাই।

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৬

উদাসী স্বপ্ন বলেছেন: ছোট্ট একটা দেশে এত মানুষ... আর কত!

এই দেশের এত জনসংখ্যা আর এদের নিম্ন মানের শিক্ষা দীক্ষা বলেই দিনকে দিন পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে গেছে

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: পরিস্থিতি হাতের নাগালে বাইরে যাচ্ছে না, কিছু লোক তাদের নিম্ম মানের বুদ্ধি দিয়ে পরিস্থিতি হাতের নাগালের বাইতে নিয়ে যাচ্ছে।

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৭

বিদেশে কামলা খাটি বলেছেন: অনেক দেশেই ঠিক এর উল্টোটা ঘটে। এমনকি এই মালয়েশিয়াতেও রমজান মাসে দোকানগুলোতে জিনিসপত্রের দাম কমে। নানা ধরনের অফার দেয়া হয়। অতিরিক্ত মাত্রায় মুসলমান বাংলাদেশের মানুষদের মাঝে এই সবের বালাই নেই। তারা বড়ই হারামজাদা টাইপের মানুষ।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। সঠিক মন্তব্য করেছেন।

১৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫১

রকি বিশ্বাস বলেছেন: ‌মিথ্যা দুই প্রকার ১) প্রত্যক্ষ ২) পরোক্ষ
আপনার অবজার‌ভেশন গু‌লো হল প্রত্যক্ষ মিথ্যা , যা খা‌লি চো‌খে বা উপর থে‌কেই ব্ঝো যায় / দেখা যায় ।
‌দে‌শের বা প্র‌তিষ্ঠা‌নের কর্তা ব্য‌ক্তি গু‌লো যখন প্রকা‌শ্যে মিথ্যা ব‌লে / অ‌ভিনয় ক‌রে তখন নাগ‌রিক হি‌সে‌বে খুব হতাশা গ্রস্ত ও শ‌ঙ্কিত বোধ ক‌রি ।
ত‌বে এবার রোজা‌তে ছোলা ও ডালের না কমই থাক‌বে । কারন বৈশ্বিক বাজা‌রে ডা‌লের দাম কম , উৎপাদন বে‌শি ।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: হতে পারে আপনার কথা সঠিক।

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৭

টারজান০০০০৭ বলেছেন: মিথ্যার কোন সাদা কালো নাই ! মিথ্যা পুরোটাই কালো, ভালো মন্দ যেকোন উদ্যেশ্যেই হউক ! মিথ্যারে সাদা কইলেই সত্য হইবে না, সমর্থনযোগ্যও হইবে না !

রাজনীতিজীবীদের আমার কাছে যাত্রাদলের অভিনেতা/অভিনেত্রী মনে হয়। জনগণ দর্শক, আর ইহারা প্রতি বছর একই নাটক মঞ্চস্থ করিয়া থাকে ! উনারা হইলেন শিয়াল পন্ডিত ! যতদিন জনগণ কুমির থাকিবে উনারা জনগনের ৬ বাচ্চা খাইয়া এক বাচ্চাই ৭ বার দেখাইবে !

১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: মিথ্যা দুই রকমের, সাদা মিথ্যা আর কালো মিথ্যা। সাদা মিথ্যায় কারো ক্ষতি হয় না। বরং আনন্দ পাওয়া যায়। তবে কালো মিথ্যায় ক্ষতি। মনে আঘাত পায়।

মন্তব্য ভালো করেছেন।

১৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৯

ওমেরা বলেছেন: জী এতো প্রতি বছর ই একই চিত্র ।

১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: সমাধান কি কখনও হবে?

১৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মিথ্যার কোন সাদা কালো নাই। মিথ্যে সবসময়ই মিথ্যে।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: মিথ্যা দুই রকমের, সাদা মিথ্যা আর কালো মিথ্যা। সাদা মিথ্যায় কারো ক্ষতি হয় না। বরং আনন্দ পাওয়া যায়। তবে কালো মিথ্যায় ক্ষতি। মনে আঘাত পায়।

২০| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: মিথ্যা দুই রকমের, সাদা মিথ্যা আর কালো মিথ্যা। সাদা মিথ্যায় কারো ক্ষতি হয় না। বরং আনন্দ পাওয়া যায়। তবে কালো মিথ্যায় ক্ষতি। মনে আঘাত পায়।

২১| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ভবিষ্যত বলেছেন: মিথ্যা - মিথ্যায় ... মন্দের ভাল আর কি

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: হুম টিক তাই।

২২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল ।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৫

লিংকন১১৫ বলেছেন: বাসভবন গণভবনে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
সর্বস্তরের বলতে কি বুঝিয়েছেন ভাই? আমরা যেটা বুঝি সেটা নাকি সরকারী অর্থ হবে :)
অনেক ভালো লিখেছেন শুভেচ্ছা রইল
আমরা আমের জনতা কষ্ট পেতে পেতে আর কোন কষ্ট কে কষ্টই মনে হয়না X((

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.