নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
লায়লা রাত তিনটায় আম গাছের সাথে গলায় ফাঁস নিয়ে মারা গেল। গলায় ফাঁস নেওয়ার আগে সে গোছল করে নামাজ পড়েছে। তারপর তার তিন বছরের মেয়েকে কোলে নিয়ে কিছুক্ষন কেঁদেছে। এক আকশ ভালোবাসা নিয়ে ঘুমন্ত মেয়ের কপালে চুমু দিয়েছে। তারপর সে পৃথিবী থেকে বিদায় নিলো। মানুষের জীবন বহমান। জীবনের গতি আছে, স্রোত আছে, বেগ আছে, আবেগ আছে। বহমান নদীর মতোই মানুষের জীবন, তাই নয় কি? নদীরও গতি আছে, স্রোত আছে, বেগ আছে, কিন্তু আবেগ নেই। তবে মানুষের জীবনে আরো কিছু প্রভেদ রয়েছে। লায়লা কেন ফাঁস নিলো তা জানার আগে আসুন তেলাপিয়া মাছটি সম্পর্কে কিছু জেনে নিই। কারন তার মৃত্যুর সাথে তেলাপিয়া মাছের সম্পর্ক আছে।
মাছ হিসেবে তেলাপিয়া এখন খুবই জনপ্রিয়। এর কারণ হলো, এই মাছটি দামে সস্তা, রান্না করা সহজ এবং এর কাঁটা কম। চাষ করা সহজ এবং খরচ কম বলেই তেলাপিয়া মাছ খাদ্য হিসেবে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। তেলাপিয়া মাছে অনেক কম পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে। রক্তে কোলোস্টেরলের মাত্রা কমিয়ে রাখার মতো উপকারি উপাদানও রয়েছে। চাহিদা বেশি বলে তেলাপিয়া এখন খামারে চাষ করা হয়। একেকটা খামারে বিপুল মাছ চাষ করা হয়ে থাকে। কিন্তু এদের খাবার হিসেবে বাজারের বিক্রি হওয়া কোনো মাছের খাবার দেওয়া হয় না। খাবার হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই যা দেওয়া হয় তা হলো, হাঁস-মুরগির বিষ্ঠা। তেলাপিয়া খাওয়া মানেই হার্ট অ্যাটাকের পথ সুগম করা।
এখন আমি মুল গল্পে প্রবেশ করবো। লায়লার স্বামী নজরুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী। নজরুল বাজার থেকে তেলাপিয়া মাছ কিনে আনে। মাসের শেষ, হাতে টাকা নেই। তাই সে ১৮০ টাকা দিয়ে এক কেজি তেলাপিয়া মাছ, আর আলু কিনে বাসায় ফিরে। তেলাপিয়া মাছ দেখেই লায়লার মাথায় আগুন ধরে যায়। সে তার স্বামীকে বলল, কোন আক্কেলে তুমি এই মাছ আনলে? তাও আবার কেটে আনো নাই!
নজরুল বলল, মাছ কেটেই আনতাম, কিন্তু এত ভিড় ছিল তাই না কেটেই নিয়ে আসছি। এই মাছ কাটা তো খুব সোজা। তিনটা মাছ কাটতে দশ মিনিটও লাগবে না। নজরুলের কথা শুনে লায়লার মাথায় আগুন ধরে যায়।
লায়লা চিৎকার করে বলল, এই মাছ তুই কাটবি। তুই রান্না করবি।
নজরুল বলল, এত সামান্য বিষয় নিয়ে তুই তুকারি করছো কেন? তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? ছিঃ।
লায়লা হঠাৎ খুব বেশি রেগে গিয়ে, তার স্বামী নজরুলকে তরকারির চামুচ উড়িয়ে মারলো। স্টীলের চামুচটি এসে নজরুলের বা হাতে লাগে। তবুও লায়লার রাগ কমলো না। তারপর সে চুলায় থাকা গরম ভাতের পাতিলটি ফ্লোরে ফেলে দেয়। এবং নজরুলের দিকে তাকিয়ে বলে, কুত্তার বাচ্চা।
এবার নজরুল তার রাগ আর সামলাতে পারলো না। সে লায়লার চুলের মুঠি ধরে ঠাস ঠাস দুই টা থাপ্পড় দেয়। তারপর শরীরের সব শক্তি দিয়ে লায়লাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলল, যা বলার আমাকে বলো। আমার বাবাকে কেন টেনে আনলে? ছোটলোক কোথাকার।
লায়লা আর নজরুলের মেয়ে মিশু এসবের কিছুই দেখলো না। তখন সে পাশের ফ্লাটে খেলতে গিয়েছিল।
এই ঘটনার পর লায়লা থানায় যায়, পুলিশ নিয়ে এসে স্বামীকে ধরিয়ে দেয়। নজরুল পুলিশকে বুঝিয়ে বলে, তার স্ত্রী লায়লা মানসিকভাবে অসুস্থ। কি বলতে কি বলে, সে নিজেই জানে না। নজরুল একরাত হাজতবাসের পর থানা থেকে ছাড়া পায়। পরের দিন সকালে নজরুল বাসায় ফিরে দেখে লায়লা ও তার মেয়ে নেই। তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। সে লায়লার মোবাইলে ফোন দেয় কিন্তু লায়লা ফোন ধরে না। শেষ গ্রামের বাড়িতে ফোন দিয়ে নজরুল জানতে পারে তারা গ্রামে গিয়েছে।
সাত দিন পার হয়ে যায়। নজরুলের ফোন লায়লা ধরে না। নজরুল তার শ্বশুরকে ফোন দেয়। শ্বশুর রেগেমেগে তাকে খারাপ গালাগালি দিয়ে ফোন রেখে দেয়। কোনো উপায় না দেখে, নজরুল লায়লার মোবাইলে একটা ম্যাসেজ দেয়, ''আসলে তোমাকে থাপ্পড় দেওয়া আমার মোটেই ঠিক হয়নি। আমি খুব দুঃখিত। বাকি জীবনে তোমার গায়ে আর হাত দিব না। কথা দিলাম। আমি কথা দিলে, কথা রাখি। লায়লা মেয়েটাকে কতদিন হয়ে গেল দেখি না। আমার বুকের মধ্যে কেমন করে বুঝ? তোমরা কাল সকালে প্রথম বাসে করে ঢাকা চলে আসো। প্লীজ প্লীজ। অনেক ভালোবাসি তোমাদের''।
কিন্তু অভিমানী লায়লা আত্মহত্যা করে ফেলল। লায়লার বাবা নজরুলের বিরুদ্ধে তিনটা মামলা করলো। নজরুল এখন পলাতক। পুলিশ তাকে খুঁজছে। একই গ্রামে তাদের বাড়ি। দুই পরিবারের সম্মতিতে তাদের ধুমধাম করে বিয়ে হয়। সারা গ্রামের মানুষ বিয়েতে এসেছিল।
(সত্য ঘটনা অবলম্বনে। এ মাসেই এই ঘটনাটি ঘটে।)
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: না।
২| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১০
সৈয়দ তাজুল বলেছেন: প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটছে আমাদের চারপাশে। কিছু খবরের কাহজে আসে, কিছু অস্পষ্ট ধুলাবালিরর সাথে উড়ে যায়।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: কিন্তু সব খবর আসা দরকার। যত খবর আসবে মানুষ তত সচেতন হবে।
৩| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪
চাঁদগাজী বলেছেন:
আমি এ সপ্তাহে তেলাপিয়া মাছ কিনেছিলাম ৪ পাউন্ড, ৬টি মাছ; স্ত্রী রান্না করার শুরুতে সবজি কাটছিলো, আমি মাছ কেটে দিলাম। সামান্য তেলাপিয়ার জন্য প্রাণ দিলো মেয়েটি, মেয়েটির ভাবনাশক্তি এত ছোট ছিলো যে, অনেক মানুষকে কষ্ট দিয়ে গেলো, নিজে কষ্ট পেলো।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: বোকা মেয়ে। আসলে বোকা না নির্বোধ বলা যেতে পারে।
৪| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গল্পের নাইকা সাইকো। আর তার বাপ ফাউল। তবে নায়ক বাস্তব চরিত্র। ওখানে আমি হলেও মিসেস কে সাইজ করতাম।
@শাহরিয়ার কবীর: নাইলোটিকা বা তেলাপিয়া মাছ আলাদা।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: আসলে মেয়েটির খুব বেশি দোষ নাই।
আমার ধারনা মেয়েটির যে পরিমান ভালোবাসার দরকার ছিল তা নজরুল দিতে পারছিল না। এদিকে নজরুলের দোষ দেওয়া যাবে না, সে বেচারা ঘর সংসার আর চাকরি নিয়ে হিমসিম খাচ্ছিল।
৫| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬
হাসান৭৮৬ বলেছেন: হায়রে!!! তেলাপিয়া!!
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩
রাজীব নুর বলেছেন: তেলাপিয়া মাছটি আমার পছন্দ না।
একবার গ্রামে গিয়েছিলাম। তখন আমার চাচী খুব সুন্দর করে রান্না করেছিল। খাওয়ার পর চাচীকে জিজ্ঞেস করলাম- কি মাছ এটা চাচী। চাচী বললেন তেলাপিয়া।
আমি কখনও তেলাপিয়া মাছ কিনি না। একবার কিনে ছিলাম সুরভির জন্য। সে একাই খেয়েছে। আমি খাইনি।
৬| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: তেলাপিয়া নিয়ে এত মর্মান্তিক কান্ড ঘটে গেল। আফসোস!!!!!!
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: কখন মানুষের মাথায় রক্ত উঠে যায়। তারপর এই রকম ঘটনা ঘটে। পত্রিকাতে প্রায়ই পড়ি পাঁচ টাকার জন্য খুন।
৭| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪
নোয়াখাইল্ল্যা বলেছেন: সমাজে অস্থিরতা চক্রবৃদ্ধি হারে বেড়ে গেসে।কেউ কাউরে না পারতে ছাড় দেয় না।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: আপনাকে একটা দামী কথা বলি, সব সময় এই কথাটা মনে রাখবেন।
সব সময় ছাড় দিয়ে চলবেন। সব সময় শুধু ত্যাগ করবেন।
জীবনে যত বেশি ছাড় দিবেন, যত বেশি ত্যাগ করবেন- তত ভালো থাকবে।
৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪
তারেক ফাহিম বলেছেন: লায়লার জন্য দুঃখ হচ্ছে।
এইরকমের ঘটনা প্রায় ঘটে।
রজিব ভাই, অনেক দিন হল প্রেরণাদায়ক মন্তব্য পাই না।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৯
রাজীব নুর বলেছেন: প্রিয় ফাহিম ভাই, কারো কাছ থেকে প্রেরণা পাওয়ার দরকার নাই।
আমি চাই আপনি অন্যদের প্রেরণা দিন।
৯| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭
শাহ আজিজ বলেছেন: আমি তেলাপিয়া খাওয়া বাদ দিয়েছি লেগুনে বা নোংরা পানিতে চাষ হয় বলে। তার থেকে নদীর মাছ ভালো। আনুষঙ্গিক বিষয় না টেনে গল্পটিকে গল্প করা যেত ।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: এটা শুধু গল্প হলে সুন্দর করে লিখতে পারতাম। বাস্তব ঘটনা তাই গল্পের মতো করে লিখতে পারিনি।
সবচেয়ে দুঃখের বিষয় লায়লা মেয়েটা ঘটনা চক্রে আমার পরিচিত।
১০| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: হায়রে তেলাপিয়া!!!!
এক তেলাপিয়া মাছ এত কাহিনী? আসলে সিজোফ্রেনিয়া রোগীরা সামান্য ব্যাপারেই রেগে গিয়ে উল্টাপাল্টা কাজ করে ফেলে।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: লায়লার মতো মেয়েরা ভালোবাসার বড় কাঙ্গাল। নজরুল সেটা ধরতে পারেনি। তবে নজরুল তাকে ভালোবাসে কিন্তু মুখে সেটা কখনও প্রকাশ করতো না।
১১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬
শামচুল হক বলেছেন: আহারে তেলাপিয়া মাছ, তুই করলি সর্বনাশ!
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: তেলাপিয়া মাছ তো উছিলা। এমনটা ঘটবে আল্লাহ তা আগেই ঠিক করে রেখেছিলেন।
আল্লাহর নির্দেশ ছাড়া দুনিয়াতে কিছুই ঘটে না। এমনকি গাছের পাতাও নড়ে না।
১২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫৭
সাগর কর্মকার বলেছেন: তেলাপিয়া মাছ
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: এই মাছের উপর আমার অনেক রাগ।
১৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৫৭
পাকাচুল বলেছেন: মাছ কাটা আসলেই একটা সমস্যা। এইটা নিয়ে সংসারে কত খিটিমিটি লেগে থাকে। আমার কই মাছ পছন্দ। বাজার থেকে কিনে আনলে কাটিয়ে আনতাম। এক কেজি কই মাছ ৩০-৪০ টাকা নিত শুধু কেটে দেওয়ার জন্য। বাসায় গিয়ে আবার গালমন্দ শুনতে হত। কারণ ঐ মাছ কোন মতে কেটে দিয়েছে। সেটা আবার ১-২ ঘন্টা নিয়ে পরিষ্কার করা লাগতো।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: বাস্তব এই রকমই ভাই।
১৪| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:২৪
জাহিদ অনিক বলেছেন:
এই সামান্য তেলাপোকা মাছ নিয়ে এত হুলস্থূল কাণ্ড!
মেয়েটা বোকা
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: তুচ্ছ ঘটনাই অনেক সময় বুকের মধ্যে খুব বেশি আঘাত করে।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: দুই টাকা পাঁচ টাকার জন্য খুনোখুনি হয়।
১৬| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষের রাগ একটি বিরাট শত্রু। রাগ কমাতে হবে। অভাবের সঙ্গে সংগ্রাম করেই তো চলতে হবে। রাগের মাথায় মানুষ যা তা করে ফেলে।
মাছা কাটা, ধোয়া এসবই খুব কঠিন কাজ। আমি যখন শ্রীলঙ্কাতে ছিলাম তখন বাজারে মাছ বিক্রির দোকানের পাশেই আবার মাছ কাটানোর দোকান থাকতো। মাছ কাটাতে বেশ কিছু অর্থ খচর হয়ে গেলেও মাছ কাটিয়ে আনতাম।
মালয়েশিয়াতে মাছের বাজারে বেশীর ভাগ কর্মচারী বাংলাদেশী। এরা মাছ বিক্রির পর কেটে দেয়। অতিরিক্ত সু্বিধা হলো এখানে মাছ কাটাতে অতিরিক্ত কোন টাকা দিতে হয় না। মাছ কিনলেই কেটে দেবে।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: রাগ সবাই কন্টোল করতে পারে না।
আমাদের দেশে মাছ কাটতে টাকা একটু বেশিই নেয়।
১৭| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৪
নতুন নকিব বলেছেন:
অতি সাধারন বিষয়কে কেন্দ্র করে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। লায়লার বুঝ ব্যবস্থায় কোনো সমস্যা ছিল। ছোট বাচ্চাটির জন্য দু:খ হয়। সে জীবনে না পাবে মায়ের আদর আর না পাবে বাবার স্নেহ। কারন, মামলা মোকদ্দমা শেষে একসময় তার বাবা মুক্তি পেলেও সংসারের প্রয়োজনে তাকে আরেকটি বিয়ে হয়তো করতে হবে। তখন এই বাচ্চাটির প্রতি ইচ্ছে থাকলেও পরিপূর্ন দায় দায়িত্ব পালনের সুযোগ তার হয়তো ততটা থাকবে না। যেমনটা আমাদের সমাজে সচরাচর দেখা যায়।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: এই জন্য দরকার একান্নবর্তী পরিবার। এই সব পরিবারে প্রতিদিন ঝগড়া লেগে থাকলেও গলায় ফাঁসের ঘটনা ঘটে না। যদিও আজকালকার বউরা সবাই বিয়ের পরই আলাদা হতে চায়।
১৮| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৯
ক্স বলেছেন: আপনার এই গল্প (সত্যি যদিও) নারী জাতি সম্পর্কে মানুষের মনে ভুল ধারণা তৈরি করবে। সব স্ত্রী লায়লার মত নয়। বেশির ভাগ স্ত্রীই আগে হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে নেয়, স্বামীর কপালের ঘাম আচল দিয়ে মুছিয়ে দেয়, ধৈর্য্য ধরে মাছ কেটে রান্না করে দেয়, তারপর ঠান্ডা গলায় স্বামীকে বলে, 'পরের বার মাছ কেনার আগে আমাকে ফোন করে জেনে নেবে - দেখেছ, এই মাছ কাটতে আমার কত কষ্ট হয়েছে?'
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: বাস্তবে এই রকম খুব কম হয়।
নাটক সিনেমাতে এই রকম বেশি হয়।
১৯| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলে আমাদের সামাজিক জীবন, দাম্পত্য জীবন অস্থির সময় পার করছে।
সামন্য তুচছ ঘটনা থেকে বিড়াট কান্ড ঘটে যাচ্ছে। সহনশীলতাও কমে আসছে।
লায়লার জন্য দুঃখ হয়।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: এই রকম যেন আর না হয়।
২০| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৬
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় লেখক রাজীব নুর ভাই, আপনি খুব সহজ-সুন্দর ক'রে ঘটনার উপস্থাপন করেছেন। আমার মনে হয়, এখনও আমাদের সমাজে অধিকাংশ নারীকে অশিক্ষার অন্ধকারে রাখা হয়েছে। আর তারই প্রতিফলন আমরা সমাজের বিভিন্ন স্তরে দেখতে পাচ্ছি। একই সঙ্গে পুরুষের নারীর প্রতি একচ্ছত্র অধিকার স্থাপনের প্রচেষ্টা--- পারিবারিক জীবনে অশান্তির অন্যতম কারণ। দাম্পত্য জীবন অনেকটা ঠুনকো কাচের মতো।সাম্য কারণে ভেঙে যেতে পারে। সুশিক্ষা এবং সুন্দর চরিত্র না থাকলে সংসার জীবন কখনও সুখের হতে পারে না। ...একটু অন্যভাবে বলি-- এই তেলাপিয়া মাছ কেটে, বেছে, সাফ-সাফাই ক'রে রান্না করায় লায়লার আপত্তি ছিল; তাহলে নজরুলই সেকাজ করতে পারতো। সে করল না কেন? মেয়েরা কি শুধু রান্না-বান্না আর স্বামীসেবা করার জন্য জন্মেছে? আপনি কী বলবেন জানি না, তবে আশা করি ইতিবাচক উত্তর দেবেন ! শুভেচ্ছা সর্বক্ষণ !!
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: আপনি লায়লা আর নজরুলের সমস্যায় গোঁড়ায় হাত দিয়েছেন। আপনার দেখার দৃষ্টি বেশ গভীর।
ভালো থাক্লুন। সুস্থ থাকুন।
২১| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০
গায়েন রইসউদ্দিন বলেছেন: দুঃখিত উপরে আমার মন্তব্যে একটু ভুল আছে 'সাম্য' নয়-- 'সামান্য', হবে।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২২| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৩
ক্স বলেছেন: @গায়েন রইসউদ্দিন, নজরুল হয়তোবা মাছ কেটে দিত, রান্নাও করে দিত, কিন্তু লায়লা কি তাকে সেই সুযোগ দিয়েছে? তার আগেই তো তুই তুকারি করে, কুত্তার বাচ্চা গালি দিয়ে পরিস্থিতি খারাপ করে দিয়েছে। নিজ বাবা-মাকে গালিগালাজ শোনানোর পরেও যদি স্ত্রীকে একটা চড় না দেয়, তবে তো পুরুষত্ব নিয়েই প্রশ্ন ওঠে। একজন পুরুষ মানুষকে কঠিন হতে হয়। যেসব পুরুষ স্ত্রীর ভালবাসার কাছে পরাজিত হয়ে ভেড়ুয়া বনে যায়, তাদের সংসারে শান্তি হয়না।
তবে আমার মনে হয়, লায়লা/নজরুল পরকীয়ায় আক্রান্ত। তা না হলে এত অভিমান হবার কথা না।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: কঠিন সত্য মন্তব্য করেছেন।
২৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: দুঃখজনক ঘটনা।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: আসলেই।
২৪| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৯
আকবার বলেছেন: লেখক বলেছেন: তেলাপিয়া মাছ তো উছিলা। এমনটা ঘটবে আল্লাহ তা আগেই ঠিক করে রেখেছিলেন।
আল্লাহর নির্দেশ ছাড়া দুনিয়াতে কিছুই ঘটে না। এমনকি গাছের পাতাও নড়ে না
এই জগৎ চলে নিয়মের মধ্যে। কেহ নিয়মের বাহিরে কিছু করলে তার বিচার হয়। যদি সবকিছু আল্লাহর নির্দেশে হয়, তাহলে বিচার হওয়া একটি প্রহষণ মাত্র।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: ঠিক।
২৫| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৮
Ashfi Tuhin বলেছেন: লায়লা না হয় দেশের মাথাপিছু আয় বাড়াতে সহযোগিতা করেছে।।
আর নজরুল কেন ৩য় শ্রেণির কর্মচারী হয়ে এত বড় জায়গায় বিয়ে করতে গেছে, যে পরিবারের আগাগোড়া অহং।
এটা তো কলির যুগ।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: সমস্যা হলো-
মানুষ যখন ভুল করে তখন বুঝতে পারে না।
২৬| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
সনেট কবি বলেছেন: মানুষ যেখানে বাঘ সিংহ পোষ মানাতে পারে, সেখানে নজরুল একটা বউ পোষ মানাতে পারল না। আসলে সে একটা অপদার্থ। আমার মা খুব হট হলে আমার বাবাকে দেখতাম এক্কবারে হিম শীতল। সুতরাং সংঘর্ষ নেই। নজরুল বল্লেই পারতো ওকে আমি সব করব। তাহলে আর কুত্তার বাচ্চা পর্যন্ত ঘটনা গড়াতোনা। আর রাগের সময় বউ একটু তুই তোকারী করলে এমন কি ক্ষতি? আমি ভাবি রোগে পড়লেতো স্ত্রী খুব দরকারী হয়ে পড়ে। কাজেই ওটাকে বশে রাখা খুব দরকারী। যাক নজরুলের আম-ছালা দুটাই গেল। আর লায়লার জন্য অপেক্ষা করছে মহা বিপদ। সংসারের সাধারণ নিয়ম একজন রাগ হলে অন্য জনকে উল্টা দিকে যেতে হয়। আমার মা বলেছেন এমন সময়ে অন্য জনের কর্তব্য হলো ‘কি কও বাপু শুনিনা’ নীতি অবলম্বন। এ নীতি গ্রহণ করলে কুত্তার বাচ্চার কথাটা কানে না তুল্লেই চলতো। এটা বুঝলেই হতো যে এটা রাগের কথা। কথায় বলে রাগ হলে কি না বলে। যারা স্ত্রী ইউজ করতে জানেনা তাদের একস্ত্রীতে জীবন কাটে না। দেখা যায় এমন অনেক পুরুষ স্ত্রী ছাড়াই জীবন কাটায়। এদের জীবনে সবটাই ক্ষতি। কারণ স্ত্রী খুবই উপকারী প্রাণী। স্ত্রীর উপকার যারা পায় এটা তারা খুব বুঝে।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: আপনি জ্ঞানী মানুষ। আপনার মন্তব্য পড়ে বুঝা যায়।
গ্রেট মন্তব্য করেছেন।
আসলে সবার চিন্তা ভাবনা এক না। স্ত্রীলোকদের বশে আনা খুব কঠিন কিছু না।
২৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০২
উম্মু আবদুল্লাহ বলেছেন: লায়লা সম্ভবত মানসিকভাবে অপ্রকৃতস্থ ছিল। কিন্তু নজরুলকে কেন পুলিশি হয়রানি করা হয়েছে?
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১০
রাজীব নুর বলেছেন: লায়লার মৃত্যুর জন্য নজরুলকে দায়ী করা হচ্ছে।
২৮| ১৫ ই মে, ২০১৮ ভোর ৬:২৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: তার স্বামী ধরা পড়লে বিচার হবে। বিচার শেষে যখন সে বেরুবে তখন আবার বিয়ে করবে, সংসার করতে থাকবে। স্ত্রী লোকটি আত্মমর্যাদা বোধের জায়গাটিতে ছোট হয়েছিল বোধ হয়, কিন্তু স্বামীকে বলতে পারেনি আপনি আমার যোগ্যতম হন। তাই অপমানের ফলে সে রেগেছিল স্বামীর প্রতি। এমন ক্ষেত্রে সবকিছু মেনে নেওয়া ছাড়া সত্যিই কিছু করার থাকে না। কিন্তু তিনি মেনে নেননি, আত্মহত্যা করেছেন।
১৫ ই মে, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: নাইলোটিকা বা তেলাপিয়া মাছ কী এক ?