নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই হলো অবস্থা

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৮



১। প্রতিদিন অফিস থেকে ফিরে মার সাথে কিছুক্ষন গল্পগুজব করি। একদিন মার সাথে গল্পগুজব না করলে মা গাল ফুলিয়ে থাকে।
সেদিন মাকে বললাম, সুরভি খুব বিপদে পড়েছে। বুয়া ঠিক ভাবে আসে না। একদিন আসে তো, তিন দিন আসে না। বেচারি ঘরের কাজ করতে করতে শেষ। ঘরের কাজ তো কম না। অনেক কাজ।
মা বলল, হুম, ঠিক। এক কাজ কর- তুই আরেকটা বিয়ে করে ফেল। তাহলে দুইজন মিলে কাজ ভাগাভাগি করে করবে।

২। আমার নানী'র শেষ অবস্থা। যে কোনো সময় মৃত্যু হবে। কিন্তু মৃত্যু আর হয় না। এভাবে তিন মাস কেটে গেল। একদিন রাত তিনটা। মা জেগে বসে আছে নানীর কাছে। আব্বাও জেগে ছিল কিন্তু হঠাত ঘুমিয়ে পড়েছিল। ঠিক এই সময় নানী মারা গেলেন। মা দৌড়ে এসে আব্বাকে ডেকে বলছে, শোনো মা নেই। এই উঠো। মা নেই। আব্বা পাশ ফিরতে ফিরতে বলছেন, বুড়ো মানুষ কোথায় আর যাবে(?) দেখো বারান্দায় অথবা বাথরুমে গেছে।

৩। বাসায় তিনটা এসিতে ময়লা জমেছে। মিস্ত্রি এসেছে ঠিক করতে। তারা বলছে সাত হাজার টাকা দিতে হবে। সাত হাজার টাকার কথা শুনে বড় ভাই রেগে গেলেন। এরপর বড় ভাই নিজেই এসি পরিস্কার করার যন্ত্র কিনে নিজেই এসি গুলো পরিস্কার করে ফেললেন। শুধু এসি না, ঘরের যে কোনো জিনিস নষ্ট হলেই বড় ভাই এখন মিস্ত্রি ডাকে না। সব রকম যন্ত্রপাতি কিনে ফেলেছে। ডিল মেশিন'ই আছে দুইটা। করাত, সেলাই রেঞ্চ। সে নিজেই সব মেরামত করে। পানির মটর, বিদ্যুৎ সমস্যা, এমন কি কাঠ মিস্ত্রির কাজও তিনি নিজের হাতেই করেন। শুক্রবার, শনিবার তার ছুটি। এই দুই দিন সে ঘরের কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন।

৪। একদিন এক চোর চুরী করতে এসে ধরা পড়ে গেল। বাসার সবাই বলছে মারো, চোরটাকে মারো। আব্বা বললেন, আমি ভদ্রলোকের ছেলে আমি কেন চোর মারবো? আর চোর বলেই তাকে মারতে হবে? পারলে তাকে একটা চাকরী দাও। তারপর সে আর চুরী করবে না। সেই চোরকে আব্বা মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। খুব সুন্দর করে বুঝালেন যেন আর চুরী না করে। এইখানেই শেষ না, চোরকে ভাত খাওয়ালেন। দুইটা শার্ট আর লুঙ্গি দিয়ে দিলেন। হাতে কিছু টাকাও দিয়ে দিলেন। এদিকে আশে পাশে অনেক লোকজন চোরকে মারার জন্য প্রস্তুত কিন্তু আব্বাকে চোরকে মারতে দিলেন না।

৫। সুরভির সাথে রাস্তায় বের হলেই পকেটে অনেক ভাংতি টাকা রাখতে হয়। কারণ রাস্তায় বয়স্ক ভিক্ষুক দেখলেই সুরভি বলবে এই বুড়োকে টাকা দাও। পাঁচ টাকা, দশ টাকা দিলে হবে না। কমপক্ষে পঞ্চাশ টাকা দিতে হবে। দশ টাকা দিলে বলবে, এক কেজি চালের দামও ৭০ টাকা। তুমি কোন আক্কেলে দশ টাকা দিলে? ভালো করে তাকিয়ে দেখো, বুড়োর হাসিটা কি সুন্দর! দেখো, দেখো ফোকলা দাঁতে বুড়িটা কি সুন্দর করে হাসছে! একবার এক বুড়িকে টাকা দিতে পারি নাই। সাথে ভাংতি টাকা ছিল না। বাসায় এসে দেখি সুরভি গাল ফুলিয়ে আছে। রাতে না খেয়েই ঘুমুতে গেল।

মন্তব্য ৬৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০২

শাহারিয়ার ইমন বলেছেন: বেশ ভাল অবস্থা বলতে গেলে

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: তাই নাকি??!!!

২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০২

নীল মনি বলেছেন: পরিবারের সবাইকেই তো আমার পছন্দ হয়েছে :) খুব আনন্দের সাথে পড়লাম।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালোবাসা নিরন্তর।

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


২ নং'টা টপ হয়েছে। আমাকে কাঁচা থেকে কেহ তুললে আমি জানি না, আমি কি বলতে কি বলি!

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: আব্বার সেই ঘটনা মনে পড়লে আমি আজও হাসি।

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৪

কাওসার চৌধুরী বলেছেন:


সুন্দর লেখা। চোরকে চাকরি দেওয়ার বিষয়টি ভাল লেগেছে।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: আব্বা এই রকমই।
আব্বার অসংখ্য কাহিনি আছে। সামুতে লেখার ইচ্ছা আছে।

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


২ নং'টা টপ হয়েছে। আমাকে কাঁচা ঘুম থেকে কেহ তুললে আমি জানি না, আমি কি বলতে কি বলি!

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর ঘুমের দরকার আছে। এক টানা ঘুমাতে পারলে, পরের দিনটা ব্বেশ ভালো কাটে।

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯

স্বপ্ন কুহক বলেছেন: সেই চোর চাকরি পেয়ে চুরির অভ্যাস ত্যাগ করেছিলো হয়ত

অভিজ্ঞতা ভালো লাগোলো

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: জানি না।
সেই চোরের সাথে আর দেখা হয়নি।

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

তারেক_মাহমুদ বলেছেন: মা বলল, হুম, ঠিক। এক কাজ কর- তুই আরেকটা বিয়ে করে ফেল। তাহলে দুইজন মিলে কাজ ভাগাভাগি করে করবে। এটাই ভাল বুদ্ধি, কারো জীবনকে নরক বানাইতে হলে তাকে ফুসলিয়ে আর একখানা বিয়ে করাই দাও, ব্যাস পৃথিবীটাই নরক হয়ে যাবে।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: বিয়ে করলে দুনিয়া নরক হয়ে যায় না। বরং বিয়ে করলে জীবন আরও বেশি সুন্দর হয়। গোছানো হয়। তবে দুই টা বিয়ে করলে জীবন নরকে পরিনত হয়।

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১২

ঢাবিয়ান বলেছেন: যৌথ পরিবার নাকি আপনার? আজকালতো যৌথ পরিবার একেবারেই দেখা যায় না।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: যৌথ পরিবার বলা যেতে পারে।
আমাদের ছয় তলা বাড়ি। আমরা একেক জন একেক ফ্লাটে থাকি।

৯| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩

সুমন কর বলেছেন: আপনার বড় ভাই ভালো মানুষ।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: বড় ভাই আসলে খুব ভালো মানূষ। সবচেয়ে বড় কথা প্রচন্ড মেধাবী। ক্যাডেট কলেজ থেকে পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে। এমবিএ করেছে।

১০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: লেখা সুন্দর। প্রত্যেকটা পয়েন্ট অন্যকে উৎসাহিত করার মত ভালো কাজ। তবে ২ নং পয়েন্ট আমার ভালো লাগে নি। কারণ, মৃত্যু ব্যক্তিকে নিয়ে কৌতুক করা মোটেও উচিত নয়।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: আরে আব্বার তো বুঝতে পারেনি নানী মারা গেছেন। তাছাড়া আব্বা তখন গভীর ঘুমে।

১১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়লাম। ভালো লিখেছেন।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

১২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবগুলোই ভালো লিখেছেন। অন্যান্য বার ২/৩ টার আগা মাথা থাকতো না...

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আপনাদের কারনেই লেখার উৎসাহ পাই।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২০

জাহিদ অনিক বলেছেন:


আমাকে একবার আমার রুম মেট কাচা ঘুম থেকে ডেকে তুলেছিল- তাকে আমি থাপ্পড় দিয়েছিলাম !

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: আহারে--- থাপ্পড় দেওয়া ঠিক হয় নাই।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালোলাগা নুর ভাই।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: অত জানিনা নীলা কই? দুদিন পাচ্ছিনা। আপনার বড় ভায়ের মতো আমিও চেষ্টা করি। ৪ নং বেশি ভালো লাগল

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭

মোহাম্মদ শাহারিয়া বলেছেন: ভালো লাগলো

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রায় সবগুলোই মহানুভবতার গল্প।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: না না মহানুভবতা নয়। রসিকতা বলা যেতে পারে

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ রসময় সব গুলো।
ভালো লাগলো ভাই আপনার রম্যবোধ

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫

মিরোরডডল বলেছেন: অনেক দিন আগে আমি আপনার পোস্টে মন্তব্য করেছিলাম কিন্তু আপনি উত্তর দেন নি
এই জন্য আমি আপনার পোস্ট পড়ি কিন্তু মন্তব্য করি না
আজ আমি মন্তব্য করব if you don't mind please
আপনি সবসময় জীবন সম্পর্কে অভিযোগ করেন
always
I’m not talking your complain about society politics or anything else
You always complain about your life too

After today's post please don’t do that
You are a very happy lucky and blessed person
You got a sweet cute happy family
আপনার স্ত্রী বাবা মা ভাই সবাই আপনার সাথে আছে
There are millions of people who don’t have what you have
So please no complain about your life anymore
Good post!

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলছেন।
একসময় মাই মন্তব্য করতাম না ব্যস্ততার কারনে। তবে এখন নিয়মিত মন্তব্যের উত্তর দেই।

২০| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২১

জসীম অসীম বলেছেন: আপনার লেখা কিন্তু আমি দীর্ঘদিন ধরেই পড়ি। কিন্তু সময়ের অভাবে মতামত লেখা হয় না। ভালো লেগেছে। মায়ের আরেকটি বিয়ের প্রস্তাবে আমার অসুবিধা নেই, যদি প্রথম বউয়ের কোনো রকম আপত্তি না থাকে। আমি বিয়ের আগেই আমার বউদের সারা জীবনের নেতিবাচক ঘটনাগুলো জানিয়ে দিয়েছিলাম। তাই অন্তত এসব নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি। আপনার স্বচ্ছ ভাষা পাঠের দারুণ অনুকূল। আমার তোলা এ ছবিটি পোস্ট করলাম আপনাকে অতিরিক্ত ধন্যবাদ দিতে। ভালো থাকবেন।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: মা তো ওই কথা সিরিয়াস বলে নাই।
মজা করে বলেছে।

২১| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯

নীলপরি বলেছেন: প্রতিটাই দারুণ লাগলো । :)

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।

২২| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৫

হাসান রাজু বলেছেন: খালা বললেন - তোর জন্য দুইটা মেয়ে দেখেছি, একটা মেয়ে ...... আরেক টা ......
- ঠিক আছে এই দুই মেয়েকে বিয়ে করে ফেলব । এ ই শেষ । এরপর আর শত বললেও কাজ হবে না ।
কিছুক্ষণ সময় লেগেছিল বুঝতে । যথারীতি খালার ইয়ার্কি পছন্দ হয় নাই ।

*** ছেলেদের জীবনের একমাত্র মধুর সময় । বিয়ের বয়স হয়েছে, নিকটাত্মীয়রা মেয়ে খুজছেন । মেয়ের ছবি আসছে। খালা, মামী, চাচীরা চাপাচাপি করছেন । পাত্র আহ্লাদী হয়ে বলছে, আরেকটু সময় দাও একটু গুছিয়ে নিই। আহা ! সে কি দিন ছিল । ওইটাই জিবনের শেষ মধুর সময় ।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১

ইমরান আল হাদী বলেছেন: প্রতিটা ঘটনা চমৎকার।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: বাস্তব ঘটনা।
আমাদের বাসার সবাই রসিক।
অনেক মজার মজার গল্প আছে।
ব্লগে লিখলে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন।

২৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৬

নতুন নকিব বলেছেন:



ভাল লিখেছেন। ধন্যবাদ।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নকিব ভাই।

ভালোবাসা নিরন্তর।

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালই তো চলছে। এক প্রকার সুখে আছেন।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: আসলেই সুখে আছি।
আমৃত্যু এমনটাই থাকতে চাই।

২৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

মৌরি হক দোলা বলেছেন: আরে এগুলো সব সত্যি ঘটনা না কি!! আমি তো প্রথমে ভেবেছিলাম জোকস বুঝি!

ঘটনাগুলো তো ভালো মজার। ভাইয়া, আপনি বলেছেন এধরনের ঘটনা আরো আছে। পড়লে না কি খুব মজা পাবো।

তাড়াতাড়ি পোস্ট দিয়েন ভাইয়া। আপনার মজার অভিজ্ঞতার সাথে আমরাও পরিচিত হই। :) :)

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ব্লগে চোখ রাখুন।
লেখা পাবেন।
ভালোবাসা নিরন্তর।

২৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

নাহিদ০৯ বলেছেন: শুনে ফেলেন মায়ের কথা। :P

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: এমন কাজ করলে মা আমাকে জুতা পিটা করবে।

২৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

করুণাধারা বলেছেন: মা একটা কথার কথা বলেছেন। সেটা আবার আপনি মনে রেখে দিলেন আর ব্লগে লিখে ফেললেন?

বেশি ভাল লেগেছে ২ নম্বরটা। অবশ্য সবই ভালো।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: ব্লগের সবাইকে আমার আপন ভাবতে ইচ্ছা করে। ব্লগও তো একটা পরিবার। কাজেই সবার সাথে এসব ব্যাপার শেয়ার করতে খারাপ লাগে না।

২৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯

মাহের ইসলাম বলেছেন:
সাবলীল লেখনী।

ভালো লাগলো।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩০| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: মায়ের কথা কি বাস্তবে রুপ দিবেন নাকি?

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: মা আমাকে জুতা দিয়ে পিটাবে। এবং বাড়ি থেকে বের করে দিবে।

৩১| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫

সোহানী বলেছেন: মা বলল, হুম, ঠিক। এক কাজ কর- তুই আরেকটা বিয়ে করে ফেল। তাহলে দুইজন মিলে কাজ ভাগাভাগি করে করবে। ............

আমি ও তাই বলি সবাইকে। কারন ছেলেরা বিয়ের সময় সুন্দরী, শিক্ষিতা, স্মার্ট, ধার্মিক সবই চায় কিনা........ হাহাহহাহহা

আর মিস্ত্রিগিরি.............. কত প্রকার কিকি বিদেশ আসলে বুঝবেন..............

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩২| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৮

শিখা রহমান বলেছেন: বাহ!! আপনার পরিবারের সবাইতো দারুন মানুষ। আপনার মতোই সহজ, সরল, সুন্দর।

সবাইকে নিয়ে ভালো থাকুন। শুভকামনা।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: সবাই বেশ রসিক। কারো চেয়ে কেউ কম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.