নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১।
২। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে প্রিয় মানুষটাকে কি উপহার দেব?
আমি দুটো জিনিস দিতে বলি- এক বই অন্যটি গাছ।
সামনে বর্ষাকাল, আমরা পরিচিত মানুষকে গাছ উপহার দিয়ে পারষ্পরিক সৌজন্যতা বিনিময় করতে পারি। আপনার দেওয়া গাছ একদিন পত্র পল্লবে বিকশিত হয়ে ফল দিবে, আশ্রয় দিবে, দিবে ছায়া।
বর্ষার রিমঝিম বৃষ্টিতে অবসর সময়ে প্রিয় মানুষকে বই উপহার দিন, একটা ভালো বই একটা মানুষকে নতুন পৃথিবীর সন্ধান দিবে।
৩।
মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামাল।
৪। একবার আইনস্টাইন আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আমার নানা তাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন। আইনস্টাইন শান্তিনিকেতন ঘুরে আমার নানা বাড়ি এসেছিলেন। তখন আমার নানান বয়স ছিল সতের বছর। আইনস্টাইন তিন দিনের জন্য এসে তের দিন থেকে গেলেন আমার নানা বাড়ি। নানা বাড়ির পুকুর থেকে আইনস্টাইন তিন কেজি ওজনের একটা কাতলা মাছ ধরেছিলেন। এবং আইনস্টাইন নিজে কাতলা মাছ কেটে ধুয়ে রান্না করে নানা বাড়ির সবাইকে খেতে দিয়েছেন। আইনস্টাইন চলে যাওয়ার সময় আমার নানা তার কাঁধে হাত রেখে বেশ কয়েটা ছবি তুলেছিলেন।
৫।
৬। মাদার তেরেসা বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন। কিন্তু কোনো বারই তার সাথে দেখা করতে পারছিলাম না। বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। মাদার তেরেসার সাথে দেখা হয় আমার কলকাতায় ( সালটা মনে করতে পারছি না)। আমি তার সামনে গিয়ে বললাম- প্লীজ আপনি একটু আমার মাথায় হাত রাখুন, যেন আমার সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা মুছে যায়। সেদিন তেরেসা অনেকক্ষন আমার মাথায় হাত রেখে দোয়া করে দিয়েছিলেন। মার্বেল পাথরের ছোট্র একটা যিশু খ্রিস্টের মূর্তি উপহার দিয়েছিলেন। তখন আমার ক্যামেরা ছিল না- তাই তেরেসার ছবি তোলা হয়নি।
২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ছবি কোথায় পেলাম তা তো বলবো না।
ভালো থাকুন।
২| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
সনেট কবি বলেছেন: ভাতিজা ওসব নিয়ে পোষ্ট দিতে নেই। তবে তুমি যখন পোষ্ট দিয়েই ফেলেছ তবে এটা হিট করবেই।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২২
রাজীব নুর বলেছেন: আপনাদের দোয়া চাচাজ্বী।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন:
বাড়ী থেকে দুরে গিয়ে ফুটবল খেলা, ও খেলা দেখা নিয়ে মা আমাকে দু'একটা গলা ধাক্কা সুযোগ পেয়েছিলেন প্রথম দিকে; পরে উনি আমাকে নাগালের মাঝে পেতেন না; খেলা থেকে দেরীতে ফিরলে, আমি কাছারীতে থাকতাম, কিংবা খামারে থাকতাম; অবস্হা শান্ত হলে ঘরে আসতাম।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪
রাজীব নুর বলেছেন: আপনি ফুটবল কেমন খেলতেন?
ডিফেন্সে খেলতেন? না গোলকিপার? না বেগি?
৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫
সৈয়দ তাজুল বলেছেন: রাজিব ভাই, আমার স্মরণ হওয়ার পর থেকে মায়ের হাতে মাইর খেয়েছি বলে মনে হয় না। আমার মা আমাকে খুব ভালবাসেন। এই বয়সেও আমার সাথে বাচ্চাকাচ্চা সাথে যেমন আচরণ করা হয় তেমনটাই করেন! আল্লাহ আমার মাকে সহ সকল ব্লগারদের মাকে জান্নাতের তালিকাভুক্ত করে নিন, আমীন।
আপনি মনে হয় এসবগুলোর দ্বারা বরকত লাভ করেছেন
শেষের দু'টা ছবি লজ্জিত বাঙালিদের জন্য গর্বের!
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬
রাজীব নুর বলেছেন: মা আমাকে অনেক রকম অত্যাচার করেছেন। এর মধ্যে একটা হলো- খেলার সময়, পড়তে বসা। আরেকটা হলো ঢলে ঢলে গোছল করানো। চামড়া লাল করে ফেলতো।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩
শাহ আজিজ বলেছেন: মা কখনও আমায় মারেননি মায় কি কোন সন্তানকে মারেন নি কখনো ।
কামাইল্যা তো রথে উঠছে মাগার নামবে কেমুন কইরা ।
গাছ লাগানো একটি প্রার্থনার মতো ।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: শাহ আজিজ ভাই বলেছেন, কামাইল্যা তো রথে উঠছে মাগার নামবে কেমুন কইরা ।
হা হা হা---- চরম বলেছেন।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮
নোয়াখাইল্ল্যা বলেছেন: আইনস্টাইন মনে হয় এতদিনে টাইম মেশিন আবিষ্কার করে ফেলছে।।নইলে আসতে পারত না!! ;-)
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩
রাজীব নুর বলেছেন: আপনি আসলে শারলক হোমস। নোয়াখাইল্ল্যা না।
কল্পনার জগতে সব সম্ভব।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮
শাহারিয়ার ইমন বলেছেন: মাদার তেরেসার দেয়া উপহার কি এখনো আছে নাকি ?
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩
রাজীব নুর বলেছেন: আছে, আছে।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০
কাওসার চৌধুরী বলেছেন:
ছয় নম্বরটা।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথম পদক্ষেপটা দারুণ, একদম সময়উপযোগি ও পরিবেশবান্ধব চিন্তাভাবনা।
ভালো লাগছে,
নিচের ছবিটি দেখে হাসলাম কিছুক্ষণ, ভাতিজি কয় কাক্কু হাসো কেন, আমি কইলাম এমনেই।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: হাসুন। হাসা ভালো।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি কোন মা 'বেত' ছাড়া অন্য যে সকল ছবি দিয়েছেন সেগুলো দিয়ে সন্তানদের মারে তাহলে সেটা নিম্ণ রুচির পরিচায়ক। আমি বেতের মার খেয়েছি।
মাদার তেরেসার ছবি রাখলেন না কেন? কাউকে বলতেন ছবি তুলতে। এই মুহূর্ত আর কি কখনো পাবেন??
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭
বনসাই বলেছেন: কিছুক্ষণ ভাবলাম; মনে করতে পারলাম না, আম্মার হাতে কখনো মার খেয়েছি কি না। তবে আব্বার হাতে ছেলেবেলায় বেশ খাওয়া-দাওয়া চলতো।
আর মৃত্যুর আগে খাটিয়ায় চড়া বেশ সাহসী পদক্ষেপ ; আমাদের মন্ত্রীরা কবে মানুষ হবে? সপ্ত কোটির মুগ্ধ জননীর কথা আজ আবার মনে পড়লো।
আইনস্টাইন কাহিনী আর মাদার টেরেসার গল্প আগেই লিখেছিলেন।
বই আর গাছ অপাত্রে উপহার দেয়া মোটেও ঠিক নয়। দু'টোর অযত্ন আমাকে পীড়া দেয়।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: বনসাই !!!
এবার বৃক্ষ মেলায় খুব সুন্দর একটা বনসাই দেখেছিলাম। কিনতে চেয়েছিলাম। লাখ টাকার উপরে দাম চাইলো।
খুব সুন্দর মন্তব্য করেছেন।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
১২| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭
নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন । প্রত্যেকটাই ।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
১৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমি মিড-ফিল্ড ও স্কোরে খেলতাম; আমাদের এলাকায় "কাপের খেলা" হতো আশে পাশের গ্রামগুলোর মাঝে; আমরা ৩ বন্ধু বিভিন্ন টিমের হয়ে খেলেছি ১০ শ্রেণী অবধি। আমাদের ৩ জনের মাঝে বুঝাপড়া ছিলো, আমরা প্ল্যান করে খেলতাম; ভালো খেলতাম।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: আমিও খুব ভালো ফুটবল খেলতাম। ডিফেন্সে খেলতাম। খুব ভালো দৌড়াতে পারতাম। গোলকিপার হিসেবে বেশ সুনাম কুড়িয়ে ছিলাম।
আপনার ওই দুই বন্ধুর সাথে যোগাযোগ আছে? তারা এখন কোথায়? আপনি কখনও খেপ খেলতে গিয়েছিলেন?
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯
সোহানী বলেছেন: ৩ নং ছবিটা অসাম............. কোন দেশে আছি পথ্থমে বুঝি নাই ভাবছিলাম ইইন্ডয়া বুঝি.................. হাহাহাহাহাহাহা
দেশ এগিয়ে যাচ্ছে, আমরা এখন গাড়ি নয় সোনার পালকিতে চড়ি !!!!!!!!!!!
২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: তিনি আমাদের বিনোদনের খোরাক জুগিয়েছেন।
১৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৫
রকি বিশ্বাস বলেছেন: ১) ১,৫,৬
২) বাগানের সবজি , বই
৩) কামালী
৫) যে কোন আকাম করে ধরা খাওয়ার আগ মূহুর্তে শুধু মুখ দিয়ে উচ্চারন করুন " জয় বাঙ্গলা জয় --- "
আমি ছাতরো লীগ , আমি অমুক মুনত্রির আত্বিয় ।
২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: আমি রাজনীতির ছত্রছায়ায় কোনো দিন যেতে চাই না।
১৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৬
বিদেশে কামলা খাটি বলেছেন: মানুষ দ্বারা টানিত কিংবা বাহিত কোন পরিবহন থাকা উচিত না। এটা মানবতার অপমান। উনি কেন এমন রথে উঠে আরাম করলেন বুঝতে পারছি না। তবে উনি যে ভয় পাচ্ছেন এটা বুঝা যাচ্ছে।
২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: হা হা হা ---
১৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৯
টারজান০০০০৭ বলেছেন:
২ আর ৩ ব্যাবহৃত হইছে ! টারজান কিনা !!
শিশু লীগ, বয়স্ক লীগ, মহিলা লীগ সবই তো হইল ! পুরুষ লীগ খানাই বাকি আছে ! আমি ভাবতাছি ঐটা খুলমু ! কেডা কেডা আছেন আমার লগে , হাত তুলেন !!
আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজী কি মাননীয় রেল মন্ত্রী মহোদয়ের মতন কারখানা খুলিতে যাইতেছেন ?
আইনস্টাইন মাছ রাঁধিতে পারিত ইহা জানিতাম না !
২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: আমি খুলবো বাংলাদেশ ফোটোগ্রাফারলীগ।
১৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮
মৌরি হক দোলা বলেছেন: সুন্দর পোস্ট
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩
রক বেনন বলেছেন: বুঝলাম, এই জন্যই মনে হয়ে আমার কাছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ কে মাঝে মাঝে সরকারী দলের অঙ্গ সংগঠন মনে হয়।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২০| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৮
সৈয়দ তাজুল বলেছেন: নূর ভাই, এজন্যই বুঝি আপনি এতো টুকটুকে লাল!
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: একসময় এমন ছিলাম।
এখন কালো হয়ে গেছি।
স্কুলে সবাই আমাকে সাদা বিড়াল বলতো।
২১| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪
সৈয়দ তাজুল বলেছেন: হা হা হা হা হা.....
মজা দিলেন
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২০
ব্লগার_প্রান্ত বলেছেন: পড়ে মজা পেলাম।
২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: আমি কাউকে দুঃখ দিতে চাই না। তাই মজা পেয়েছেন।
২৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০
জুন বলেছেন: খুব মজার লেখা রাজীব নুর ।
মায়ের হাতে ছোটবেলায় একবারই যেটার বাড়ি একবার খেয়েছি তা আপনার ছবিতে নেই ।
বলুনতো কি হতে পারে
আচ্ছা যাক একটা ছবিই দিয়ে দেই সুবিধার জন্য। মাগরেবের আজানের দু মিনিট পর ঘরে ঢুকেছিলাম বলে
২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: হা হা হা------
ওগুলো মার না আদর এবং আশীর্বাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
করুণাধারা বলেছেন: দ্বিতীয় আর তৃতীয় ছবিটা অসাধারণ? কোথায় পেলেন?