নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শ্রমিক ব্লগার

০১ লা মে, ২০১৮ রাত ১১:২২



ব্লগাররাও এক অর্থে শ্রমিক। তাদেরও অনেক দাবী-দাওয়া থাকে। প্রতিটা ব্লগার দেশের ভালোর জন্য প্রতিনিয়ত সোচ্চার আছেন। কারখানার শ্রমিকদের মতো ব্লগারদেরও অনেক অত্যাচার সহ্য করতে হয়। শ্রমিক ব্লগারদের ভয় কখন যেন মালিকপক্ষ ব্লক করে দেয়। কখন যেন প্রথম পাতা থেকে লেখার ক্ষমতা কেড়ে নেয়। দেশের মেহনতি মানূষের পক্ষ নিয়ে ব্লগাররা তাদের সমস্ত দাবি দাওয়া নিয়ে ব্লগে নিয়মিত লিখে যাচ্ছেন। সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। ব্লগাররা তাদের মেধা, জ্ঞান, বুদ্ধি কিছুই জমিয়ে রাখেন না। সব দেশের মানূষের কল্যাণের জন্য অকাতরে বিলিয়ে দেন। ব্লগারদেরও শোষন করা হয়। ব্লগের মালিকও শোষন করে, প্রথম পাতায় লেখার সুযোগ দেয় না। দিনের পর দিন অপেক্ষা করতে হয়- ব্লগে প্রথম পাতায় লেখার সুযোগ পাওয়ার জন্য। আবার ৫৭ ধারা দিয়ে সরকারও ব্লগারদের উপর চড়া হয়। ক্ষমতাবানদের হাতে ব্লগাররা শ্রমিকের ন্যায় শোষনের স্বীকার হয়। কোনো কোনো ক্ষেত্রে একজন শ্রমিকের চেয়ে ব্লগাররা বেশি সোচ্চার। প্রতিদিন শ্রমিক ব্লগাররা তাদের লেখার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে।

আপনি কি কখনও ভেবে দেখেছেন-
যে শ্রমিক গুলো দিন-রাত কাজ করে- মৃত্যুর ঝুঁকি নিয়ে আকাশ ছোঁয়া বিল্ডিং বানায়, রাতে এসে সে বস্তিতে ঘুমায়। যে ছেলেটি সারাদিন পথে
ঘুরে-ঘুরে জুতো পালিশ করে, সে একজোড়া ভালো জুতো পড়েনি কোনোদিন। যে লোকটা বারো মাস বাড়ি-বাড়ি গিয়ে দুধ বিক্রি করে, সেই'ই সারাটা বছর পুষ্টিহীনতায় ভোগে। যে লোক গুলো বড় বড় মঞ্চ বানায়, তারা কোনোদিন সে মঞ্চে বসার দাওয়াত পায় না।

আপনি কখনও ভেবে দেখেছেন-
গ্রাম বাংলার কৃষক গুলো সারা বছর চাষ-বাস করে, তারা হয় মূর্খ- দরিদ্র-অনাহারি ও অসহায়- আর এই কৃষকদের নিয়ে যারা গল্প, কবিতা
উপন্যাস লিখে- তারা হয় সাহিত্যিক, বুদ্ধিজীবি। যুগ-যুগ ধরে যে শ্রমিক চা বাগানে কাজ করে, তার ঘরে এক সেট ভালো চায়ের পেয়ালা নেই, কিন্তু একজন মডেল টিভিতে একটা চায়ের বিজ্ঞাপন করে হয়ে যায় তারকা, সেলিব্রেটি। ধনী লোকেরা জাহাজে করে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যায় অবসর যাপন করতে আর পরিবারের সুখের জন্য, জীবিকার সন্ধানে যে লোক গুলো রাতের অন্ধকারে সমুদ্র পাড়ি দেয়- তারা হয় অবৈধ্য অধিবাসী। শ্রমিকেরা সারাদিন কাজ করে সন্ধ্যার পর রাস্তার পাশের চায়ের দোকানে বসে আড্ডা দেয়- ধনীরা যায় তাদের রঙ মহলে, পেগ এর পর পেগ চলে মধ্যরাত পর্যন্ত।

---যদিও ধনীরাই চাকুরী সৃস্টি করতে সক্ষম, দরিদ্রা চাকুরী সৃস্টি করতে পারে না! তবে, একজন ধনী এবং গরীব একটা জায়গায় সবাই সমান হয়- সবার শেষ ঠিকানা- সাড়ে তিন হাত মাটি।

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ রাত ১১:২৯

নীলপরি বলেছেন: প্রথমটা একটু মজা করে শুরু করলেও সমাজের চিত্র তুলেছেন । ++

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।

২| ০১ লা মে, ২০১৮ রাত ১১:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধনীরা সাড়ে তিন হাত মাটির কথা মাথায় রাখলে শ্রমিকদের সাথে ব্যবধান আরো কমে আসত...

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: ধনী গরবী এইখানে সবার মিল আছে।
কেউই সাড়ে তিন হাত মাটির কথা মনে রাখে না।

৩| ০১ লা মে, ২০১৮ রাত ১১:৩৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: শ্রমিক ব্লগার নাকি ব্লগশ্রমিক?
শুভেচ্ছা।

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: অই একই কথা।

৪| ০১ লা মে, ২০১৮ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা নিজেদের ও দেশের সাধরণ মানুষকে সহজে বুঝতে পারেন।

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: দেশের সমস্যা গুলোও তাদের চোখে আগে ধরা পড়ে। কিন্তু একজন এমপি মন্ত্রীর চোখে ধরা পরে না।

৫| ০১ লা মে, ২০১৮ রাত ১১:৪২

শামচুল হক বলেছেন: যদিও ধনীরাই চাকুরী সৃস্টি করতে সক্ষম, দরিদ্রা চাকুরী সৃস্টি করতে পারে না! তবে, একজন ধনী এবং গরীব একটা জায়গায় সবাই সমান হয়- সবার শেষ ঠিকানা- সাড়ে তিন হাত মাটি।
শেষের কথাগুলো চমৎকার

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ০১ লা মে, ২০১৮ রাত ১১:৫৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভেবেছিলাম মজা করে পোস্ট করেছেন। কিন্তু সম্পূর্ণ পড়ে আবারো পড়লাম আবারও...

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ০১ লা মে, ২০১৮ রাত ১১:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি পোস্ট দিয়েই ডুব দিবেন।X(

আবজেকশনঃ
১/ শ্রমিকরা মজুরি পায়, আপনি কি পান??
২/ শ্রমিকরা পেটের দায়ে কাজ করে, আপনি কেন ব্লগিং করেন??
৩/ ৫৭/৩২ ধারা নিয়ে অনেকেই কথা বলে। কিন্তু ১০০জন ব্লগারও ধারাগুলো বোঝে না। (আইনটা সঠিক, কিন্তু প্রয়োগে ভুল হয়।)


বি. দ্রঃ ব্লগে ৫৭ ধারা প্রয়োগ করা হলে মিনিমাম ৫-৭ জন ধরা পড়বে। কোন ধারায়?

(কেউ যদি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের প্রপাগান্ডা চালায়, তাহলে ১৪ বছরের জেল ও এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রায়েছে।)

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: আপনি বিদ্ধিমান লোক হয়ে কেন প্যাচাচ্ছেন?

৮| ০২ রা মে, ২০১৮ রাত ১২:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কালকে ঠান্ডা মাথায় উত্তরগুলো দেবেন। দায়সারা ধন্যবাদ দিলে আপনাকে আর কমেন্ট করবো না। শ্রমিক ব্লগার আপনি হতে পারেন, আমি নই!!!


অবজেকশন ওভাররুল।:)

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: কিছু কিছু প্রশ্নের উত্তর না দেওয়াই ভালো।
পোষ্ট দিয়েই ডুব দেই কথাটা ঠিক না।
ব্লগিং ছাড়াও আরও অনেক কাজ থাকে।

৯| ০২ রা মে, ২০১৮ রাত ১২:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "ধারা ২৮-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধে আঘাত করার জন্য ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ করে তাহলে সাত বছরের কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। একই অপরাধ দ্বিতীয়বার বা বারবার করলে ১০ বছরের কারাদণ্ড, ২০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।"
--- এই ধারাতেও কয়েক জন পড়বে!!!


আপনার টেনশনের কিছু নাই। ওসব দুষ্টদের উপর প্রয়োগ করা হবে। আমার প্রিয় নাচ দেখুন।

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: নাচ এবং গান দু'টাই খুব উপভোগ করলাম।

১০| ০২ রা মে, ২০১৮ রাত ১২:২৭

রোকনুজ্জামান খান বলেছেন: নিজাম ভাই আপনিও দেখছি কম না.......
উনি চেতনা ভাবনা থেকে লিখেছেন....
শ্রম কে টাকার সাথে কেন তুলনা করছেন........।
এতো বোকা কেন আপনি...।
@ভাইয়া

০২ রা মে, ২০১৮ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: সহমত।

১১| ০২ রা মে, ২০১৮ রাত ১২:৩১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: অনেক সুন্দর পোস্ট ভালো লাগলো। ১ লা মে দুপুর ২-৩৭ মিঃ এর দিকে আমার পরিচিত একজন ফেসবুকারের আইডিতে পড়লাম আবার আপনার এখানেও বিষয় টি খটকা লাগলো।

০২ রা মে, ২০১৮ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: এখনও আমারও খটকা লাগছে।
ঘটনা কি?

১২| ০২ রা মে, ২০১৮ রাত ১২:৩১

কবি হাফেজ আহমেদ বলেছেন: আগের দিনে পড়তাম। পুষ্প আপনার জন্য ফোটে না।

০২ রা মে, ২০১৮ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: স্কুলে ভাব সম্প্রসারন আসতো।

১৩| ০২ রা মে, ২০১৮ রাত ১২:৪২

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার একটি লেখা। মে দিবসের সেরা লেখা রাজীব ভাই। পড়ে মুগ্ধ হয়েছি। আর ব্ললগারদের নিয়ে যা লেখলেন, তা দুঃখজনক। ব্লগাদের নিজস্ব কোন স্বার্থ নেই। সবাই দেশ জনগনের স্বার্থে লেখে। অতএব, এখানে ৫৭ ধারা চলবে না।

মে দিবসের শুভেচ্ছা।

০২ রা মে, ২০১৮ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: আপনি একজন ভালো ব্লগার। পরিশ্রমী ব্লগার।

১৪| ০২ রা মে, ২০১৮ রাত ১২:৫২

মুচি বলেছেন: Just wow, brother ! just wow ! এটাই জীবনের রূঢ় বাস্তবতা।

০২ রা মে, ২০১৮ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ০২ রা মে, ২০১৮ সকাল ৯:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: রাজীবভাই কমেন্টে গিয়ে দেখলাম, মহান মে দিবসে আপনি লম্বা ছুটি নিয়ে মে ডেকে সম্মান জানিয়েছেন।শ্রম দিবসে কিছুটা রম্যের মতই আপনার রম্য নিরাবতাই মুগ্ধ হয়ে ব্লগ ছাড়লাম।মন্ডল ভায়েরা অবশ্য আপনার লগে কান্নাকাটি করছে , কোন উত্তর পায়নাই বলে।

অনেক ভাল লাগা আপনাকে।

০২ রা মে, ২০১৮ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: যুক্তিসঙ্গত অবশ্যই আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য।

ভালোবাসা নিরন্তর।

১৬| ০২ রা মে, ২০১৮ দুপুর ১:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: শেষ লাইনের মতো দাবায় একটা কথা আছে,
সাদা বা কালো যেই জিতুক, খেলা শেষে সবাই এক বাক্সে যায়
আজকে তো ছুটির দিন, কি নিয়ে লিখবেন ভাবছেন?

০২ রা মে, ২০১৮ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: ''আমার গ্রামের বাড়ি'' নিয়ে অলরেডি একটা লেখা পোষ্ট করে দিয়েছি। দেখুন।

১৭| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

তারেক ফাহিম বলেছেন: শেষের উক্তিগুলো গত কয়েক বছর মে দিবসে আরও পড়েছি।


ভালোলাগা

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

বিদেশে কামলা খাটি বলেছেন: সবার জন্য নিজ দেশে কাজ চাই।

০২ রা মে, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: দেশে দুর্নীতি বন্ধ হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

১৯| ০২ রা মে, ২০১৮ রাত ১০:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার একটি লেখা।

০৩ রা মে, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচা।

২০| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৫:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: শ্রমিক শ্রম দেন জীবিকা নির্বাহের জন্য..?
কিন্তু একজন ব্লগার ব্লগিং করেন কেন..?

এটা সম্ভবত আপেক্ষিক বিষয়ের মধ্যেই পড়ে। তাই এই বিষয়ে এখন বলতে চাচ্ছিনা...

আপনার শেষোক্ত কথাটি যদি সবাই মনে রাখত তবে ধনী গরিব আরো কাছাকাছি চলে আসত।

সবাইকে মনে রাখতে হবে কাজী নজরুল ইসলামের গানের বাণী,

নদীর একূল ভাঙে, ওকূল গড়ে, এই তো নদীর খেলা
সকাল বেলার আমিররে তুই ফকির সন্ধ্যাবেলা

অথবা লালন ফকিরের জাত গেলো গানটি,,,

ব্রাহ্মণ চন্ডাল, চামার মুচী,
এক জলেই সব হয়গো সূচি
দেখে শুনে হয় না রুচি
জমে তো কাউরে ছাড়বে না....

০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: ভালো মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.