নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ফালতু কিছু ছবি ও তার ইতিহাস

০২ রা মে, ২০১৮ রাত ৯:২২


১। অফিস যাবো। মগবাজার মোড়ে পৌঁছে দেখি আকাশের এই অবস্থা। মনে মনে আল্লাহকে বললাম, আমি অফিসে পৌঁছাবো তারপর বৃষ্টি দিও, প্লীজ। এই ফাঁকে কয়েকটা ছবি তুললাম। এবং ভাবলাম এক কাপ চা খেয়ে নিই। চা খেয়ে আমি হাঁটা দিলাম অফিসের উদ্দ্যেশে কিছু দূর যাওয়ার পর ঝুম বৃষ্টি নামলো। আমি বৃষ্টিতে ভিজে চুপচুপা।


২। বৃষ্টির পরপর রাস্তা গুলো কেমন ফাকা ফাকা হয়ে যায়। ফাঁকা রাস্তায় আমি চা খেতে বের হই। তখন এই ছবিটি তুলি।



৩। আমার মেয়ের খেলনা। আমিই খেলি। রিমোট টিপাটিপি করলে এটা আকাশে উড়ে। খেলনাটার রঙ নীল। নীল হেলিকাপ্টার ভালো লাগে না। তাই এডিট করে সবুজ করেছি।


৪। এটাও আমার মেয়ের খেলনা। মেয়ে এটা জীবনে ছুঁয়েও দেখেনি। কে যেন দিয়েছিল। আমিই এটা দিয়ে খেলি। পিস্তলটা হাতে নিলেই নিজেকে জেমস বন্ড মনে হয়।


৫। গ্রামের বিয়ে বাড়ির গেট। কার বিয়ে কে জানে! কোনো আলোকসজ্জা করেনি। বিয়ে বাড়িতে আলোকসজ্জা না থাকলে ভালো লাগে? বিয়ে বাড়ি মানেই তো গান বাজনা, হই চই।


৬। এটা আজকের বিকেলের ছবি। হঠাত জানালায় তাকিয়ে দেখি আকাশের এই অবস্থা। দৌড়ে ছাদে গেলাম। কি বাতাস, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়- এমন অবস্থা। আকাশে মেঘ করলেই প্রতিটা বাঙ্গালীর মন অচেনা অজানা এক আণন্দে নেচে উঠে।


৭। বৃষ্টি থেমে গেলে যে যার গন্তব্যে ফিরে যায়। সবার মধ্যে কি ভীষন তাড়া। চোখে মুখে অজানা এক আতঙ্ক- যদি আবার নামে।


৮। এই ছবিটা তুলি রাত ৩ টায়। চোখে কোনো ঘুম ছিল না। সুরভি ছিল গভীর ঘুমে। বই পড়ছিলাম। হঠাত দেখি ফ্লোরে পড়ে আছে। আমিই ফ্লোরে ফেলেছি। ভাগ্যিশ সুরভি ঘুমে। ফ্লোরে কিছু ফেললে সুরভি রেগে যায়।


৯। এই সেই ভিক্ষুক হাতি। সারা দিন ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর ভিক্ষা করে। হাতিটা পায়ে ব্যথা পেয়েছে। সেদিন দেখলাম খুড়িয়ে হাঁটছে। আমার ইচ্ছা এই হাটি টাকে একদিন পেট ভরে ভালোমন্দ খাওয়াবো।


১০। এই ছবির দু'জনকে আমি চিনি না। হয়তো আপনাদের চেনা চেনা লাগতে পারে। তবে ওদের জন্য আপানারা স্বচ্ছ মনে প্রার্থনা করবেন।


১১। আমার বাসার রান্না ঘর থেকে এই ছবিটি তুলি। সুরভি রান্না করছিল। আমাকে ডেকে বলল দেখো আকাশের কি অবস্থা। তখন দৃশটাকে বন্ধী করে ফেলি।


১২। সেদিন অফিস থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। কথা নেই, বার্তা নেই শুরু হলো বৃষ্টি। এক লোক ভ্যানে করে সবজি বিক্রি করছিল। বৃষ্টি নামতেই লোকটা কোথায় যেন চলে গেল। দেখুন পানি পেয়ে সবজি গুলো কেমন চকমক করছে।

সব গুলো ছবিই ফালতু। তবে প্রতিটা ছবির পেছনের ইতিহাস আমাকে নাড়া দেয়। ভাবায়। হাসায়। মন খারাপ করে দেয়। ভুলে যাওয়া ঘটনা মনে করিয়ে দেয়। ছবি গুলো তুলেছি আমার সস্তা সিমফনি পি ৬ মোবাইল দিয়ে।

মন্তব্য ৫৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জীবন যেখানে যেমন...

০২ রা মে, ২০১৮ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: জীবন যেখানে যেমন এই কথাটার মানে কি? বুঝি না।

২| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৩৫

আবু আফিয়া বলেছেন: আমরা কেউ থাকব না কিন্তু এই ছবিগুলো ইতিহাস হয়ে থাকবে,

০২ রা মে, ২০১৮ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: হুম। একদিন আমরা কেউই থাকবো না।

৩| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার ছবি ও তা পিছনের ইতিহাস
বর্ণনা করার জন্য ধন্যবাদ আপনাকে রাজীব ভাই।
সত্যি আপনি ভাগ্যবান কারন আপনার আছে...................

০২ রা মে, ২০১৮ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


আকাশে বেশী কালো মেঘ থাকলে, ইলেকট্রোনিক অফ রাখবেন; বাংলাদেশে অধিক সেলফোন এন্টেনা সমস্যার সৃষ্টি করছে।
ছবিগুলো আপনার তোলা, সেটাই বড় কথা।

০২ রা মে, ২০১৮ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

৫| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৪৫

আল আমিন সেতু বলেছেন: মেঘের ছবি তুলতে আমার ও খুউব ভাল্লাগে। এমন টাইপের কিছু ছবিও আছে আমার শখের তোলা। ব্লগে ও এক দুটো দিয়েছি।

০২ রা মে, ২০১৮ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা সম্ভবত কোন পত্রিকার কলাম বা টিভির কোন প্রোগ্রামের নাম ছিল। 'জীবন যেখানে যেমন'

০২ রা মে, ২০১৮ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: না না। তা না।
আমি আসলে ব্যাখ্যা চাইছি।

৭| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছবিগুলো ভালো হয়েছে। আপনার কি আজও অফিস ছিল?

০২ রা মে, ২০১৮ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: না।
সারাদিন বাসায় শুয়ে বসে কাটিয়েছি।

৮| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৫২

শামচুল হক বলেছেন: ভা্লই লাগল ছবি এবং বর্ননা।

০২ রা মে, ২০১৮ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৫৩

ঢাকাবাসী বলেছেন: ছবি আর কথা দুটোই সুন্দর!

০২ রা মে, ২০১৮ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যাখ্যা আর কী! আপনি যেমন বললেন প্রতিটা ছবির একটা ইতিহাস আছে। ঠিক তেমনি প্রতিটা মানুষের জীবনের আলাদা আলাদা গল্প আছে। জীবন(গল্প) যেখানে(অবস্থান) যেমন(ভালো/মন্দ)...

০২ রা মে, ২০১৮ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: এই সহজ জিনিসটাই এতক্ষন ধরতে পারি নাই।

১১| ০২ রা মে, ২০১৮ রাত ১০:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! দেখার বৈচিত্র , মুগ্ধতা ছুঁয়ে গেল।

অনেক শুভ কামনা ১০ নং ছবিটির আপনার অপরিচিত দুজনকে।

আর হাতিটাকে দেখে কষ্ট হচ্ছে। আসলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বিশ্বের বহু দেশ, এভাবে খেলা দেখানো বন্ধ করে দিয়েছে। যেকারনে সার্কাস শিল্পে এখন মন্দা পড়েছে।আশাকরবো একদিন না একদিন এসব বন্ধ হবে।

অনেক ভালো লাগা আপনাকে।

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুচিন্তিত মন্তব্যের জন্য।

১২| ০২ রা মে, ২০১৮ রাত ১০:১১

নূর-ই-হাফসা বলেছেন: ছবি আর ছবির পিছনের কাহিনী দুটোই ভালো লাগলো ।

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন হাফসা।

১৩| ০২ রা মে, ২০১৮ রাত ১০:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগল খুব।

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ০২ রা মে, ২০১৮ রাত ১০:৫৭

বিষাদ সময় বলেছেন: ছবিগুলো ভাল লেগেছে। তবে দুটো কথা না বললেই না-
১) ৩ নং ছবিতে বলেছেন " আমার মেয়ের খেলনা। আমিই খেলি। রিমোট টিপাটিপি করলে এটা আকাশে উড়ে।...."
কিন্তু বেশ কিছু কারণে আমার দৃঢ় বিশ্বাস এ হেলিকাপটারটি উড়তে পারেনা। বিষয়টি একটু ভেবে সঠিক তথ্যটি জানালে খুশি হবো।

২। ১০ নং ছবির ক্ষেত্রে বক্তব্য হচ্ছে- কিছু তিক্ত অভিজ্ঞতার কারণে আপনিই প্রতিজ্ঞা করেছিলেন ব্লগে আর ব্যাক্তিগত ছবি ব্যাবহার না করার, কিন্তু সে প্রতিজ্ঞা আপনি ভ্ঙ্গ করলেন।

অবশ্য রবীন্দ্রনাথ বলেই গেছেন মানুষ পন করে পন ভেঙ্গে হাঁফ ছাড়ার জন্য।

ভাল থাকুন মনে-প্রাণে সেই কামনা।

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: এটার ভেতরে ৫ টি পেন্সিল ব্যাটারি।

রিমোট টিপলে এটা বেশ খানিকটা উপরে উঠে। এটার পাখাটা যে স্প্রীডে ঘুরে আমার অবাক হয়ে শো শো শব্দটা শুনি।

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: প্রতিজ্ঞতা করে ভুলেই গিয়েছিলাম। স্যরিল খুব স্যরি। তবে প্রতিজ্ঞতা মনে হয় করিনি। মনে হয় বলেছিলাম, ''ঠিক আছে আর ছবি দিব না।''

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৫| ০২ রা মে, ২০১৮ রাত ১১:২০

কাওসার চৌধুরী বলেছেন: একটা ছবিও ফালতু মনে হয়নি। বিশেষ করে (৩) এক্কেবারে রিয়েল মনে হয়!! সবচেয়ে ভাল লেগেছে (৭), আর (১০) অচেনা বেগানা পুরুষ মহিলাদের নিয়ে মন্তব্য করাটা সমীচীন নয়, তাই কিছু বল্লাম না!!! তবে দোয়া দূরুদ পড়লাম।

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: হা হা হা ---
ধন্যবাদ।

১৬| ০২ রা মে, ২০১৮ রাত ১১:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: দুটি ছবি অবৈধ ভাবে ডাউনলোড করলাম, =p~



০৩ রা মে, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: কোনো সমস্যা নাই।
যা ভালো লাগবে নিয়ে নিবেন।
এটা কোনো ব্যাপারই না।

এখানে আমার তোলা কিছু ছবি আছে, ভালো লাগলে নিয়ে নিবেন।
এই যে

১৭| ০৩ রা মে, ২০১৮ রাত ১২:২৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: ৩ নম্বর ছবির ক্যাপশনটা ভালো লাগলো। আসলে আমাদের ইচ্ছে অনুযায়ী, নিজেদের চাহিদা প্রত্যাশা অনুযায়ী যদি সব কিছুকে নিজের মতো করে এডিট করে ফেলতে পারতাম জীবনটা কতইনা সুন্দর হত!

০৩ রা মে, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৮| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: থ্যাংকয়ু ভাইয়া।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ কয়েকটি ছবি দেখলাম। আপনি অনেক ভালো ছবি তুলেন।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:৪৯

সুমন কর বলেছেন: ফালতু ছবিগুলো দেখে ভালো লাগল।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

২১| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: যেমন ছবি তেমন বর্ননা। ধন্যবাদ

০৩ রা মে, ২০১৮ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

২২| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ফ্লিকারের ছবিগুলো চমৎকার

০৩ রা মে, ২০১৮ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৩| ০৩ রা মে, ২০১৮ রাত ১১:২৫

করুণাধারা বলেছেন: আপনি ছবি তোলেন অতি চমৎকার, এমনকি আঙুরের ডাটির ছবিও খুব সুন্দর হয়েছে।
মেয়ের খেলনা নিয়ে গেলেন? দারুন!

০৪ ঠা মে, ২০১৮ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৪| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১২:১৫

এজাজ ফারিয়া বলেছেন: বেশ ভালো লাগলো। ছবিগুলোও বেশ সুন্দর :)

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২৫| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৫:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিক্রমপুরের বিয়ের গেট কালচার নিয়ে একটা পোস্ট দিন।
সেখানকার গেটগুলো গর্জিয়াস।

০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: একদিন গ্রামে কোনো এক বিয়ের অনুষ্ঠানে যাবো। নিজের চোখে সব দেখে শুনে পোষ্ট দিব।

২৬| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৮:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: দয়া করে ব্লগার দোলার এই গল্পটি পড়ে আপনার মতামত দিন
click

০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

২৭| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৪

গরল বলেছেন: আপনার জন্য আমার একটা তোলা বসন্তের ছবি দিলাম, সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখে ভালো লাগলো তুলে ফেললাম।
আপনার জন্য আমার একটা তোলা বসন্তের ছবি দিলাম, সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখে ভালো লাগলো তুলে ফেললাম।


একটি বনফুলের ছবি, আপনাকে ফুলেল শুভেচ্ছা
আপনার জন্য আমার একটা তোলা বসন্তের ছবি দিলাম, সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখে ভালো লাগলো তুলে ফেললাম।
আপনার জন্য আমার একটা তোলা বসন্তের ছবি দিলাম, সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখে ভালো লাগলো তুলে ফেললাম।


একটি বনফুলের ছবি, আপনাকে ফুলেল শুভেচ্ছা

০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.