নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৪৭

০৮ ই মে, ২০১৮ রাত ৯:৫৫


কবি গুরু তার নিজের কুঠি বাড়িতে ।

১। রবি ঠাকুর ১২ বার বৈদেশ ভ্রমন করে ৫টি মহাদেশসহ ৩০টির বেশী দেশ ভ্রমন করেন। প্যারিস হয়ে লন্ডন থেকে শুরু করে রাশিয়া, আমেরিকা, ইরাকসহ নানা দেশে ঘুরে সর্বশেষ শ্রীলঙ্কা এসে থামেন। এই বিশাল ভ্রমনে তিনি তার সাহিত্যের শিল্পগুণের যেমন বিকাশ ঘটিয়েছেন তেমনি সেখানে নিজের সাহিত্যের প্রচারও করেছেন। যা তাকে বিশ্বকবি ও নোবেল বিজয়ী হতে সাহায্য করেছে।

২। শুধু রুটির দোকানে চাকরি করলেই নজরুল হওয়া যায় না। কিংবা স্কুল-কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না, বেশির ভাগই তো সারাজীবন বই বাঁধাই করেই কাটিয়ে দেয়।
আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর। আপনাকে পৃথিবীর পথে নামতে হবে।

৩। রাতে স্বপ্নে দেখি, আমি রবীন্দ্রনাথের সাথে দেখা করতে শিলং পাহাড়ে যাই। রবীন্দ্রনাথ পাহাড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে দূরে নদীর দিকে তাকিয়ে আছেন। তার হাতে 'বাইবেল'। আকাশ ভয়ানক মেঘলা। যে কোন সময় বৃষ্টি নামবে। আমার হাতে ভদকা'র পেট চ্যাপ্টা বোতল। আমি খুব নিরবে রবীন্দ্রনাথের পাশে গিয়ে দাঁড়াই। তিনি আমার দিকে না তাকিয়েই বললেন- এই বিশ্রী জিনিস খাও কি করে তোমরা? ওয়াক থু! এর চেয়ে চিরতার রস অনেক ভালো। আমি বললাম, আমি খাব। আজ নেশা করে ছাড়ব। রবীন্দ্রনাথ খুব'ই কোমল গলায় বললেন- দেখিস আবার মাতলামো শুরু করিস না যেন। তারপর বিড়বিড় করে বললেন- আশ্চর্য মানুষ, আর তাদের আশ্চর্য জীবন।

৪। আমার এক সময় ধারনা ছিল রবীন্দ্রনাথ চা খেতেন না। বিশেষ করে রাস্তার পাশের কোনো দোকান থেকে। কখনও খেলে- শখ করে খেতেন। চার পাশের মানুষদের খেতে দেখে হয়তো একটু শখ করে খেলেন, জিনিসটা কেমন!
ঢাকা শহরের সব রাস্তার ফুটপাতে অসংখ্য চায়ের দোকান আছে। একদিন দুপুরবেলা হঠাত আকাশ কালো করে ঝুম বৃষ্টি নামল। আমি ভিজতে ভিজতে রাস্তার পাশের এক দোকান থেকে এক কাপ চা খেলাম। খুব মুগ্ধ হলাম। আশ্চর্য ব্যাপার সাথে সাথে আমার রবীন্দ্রনাথের কথা মনে পড়ল। রবীন্দ্রনাথ কি কখনও বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তার পাশের দোকান থেকে চা খেয়েছেন? খেলেও আমার মতো মুগ্ধ কী কখনও হয়েছেন !

৫। প্রেম অতি সস্তা একটা বিষয়।
প্রেমের সময় বেশির ভাগ ছেলেই নির্জন জায়গা খুঁজে বেড়ায়। একশো টা প্রেম করা যায় অনায়াসে। প্রেমে কোনো দায়-দায়িত্ব থাকে না। রিকশায় করে ঘুরো। গিফট দাও। ফাস্ট ফুডে যাও। মুভি দেখো। রাতে মোবাইলে কথা বলো। আজাইরা রাগ দেখানো। সব কিছু মিলিয়ে মিথ্যা কথা আর মিথ্যা অভিনয়। যার কোনোটাই বাধ্যতামূলক নয়।
পারলে বিয়ে করে দেখা।
তারপর বউ নিয়ে ফাস্ট ফুডে যা, রিকশায় করে ঘুর। গিফট দে। মুভি দ্যাখ। তাহলেই বুঝা যাবে তুমি কেমন ব্যাটা। তোমার কত মুরোদ।

৬। ব্লগের সবচেয়ে খারাপ দিক এবং সুবিধাটা হলো নিজের আসল নাম ব্যবহার না করে লেখার সুযোগ মিলে। তাই যাচ্ছেতাই লেখা যায়।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৮ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


বর্তমান প্রেমিকদের ( প্রেমের অভিনেতা) উপর আপনি কি ক্ষেপে আছেন?

০৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

২| ০৮ ই মে, ২০১৮ রাত ১০:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: ১, ২, ৩, ৪, সব ঠিক আছে। নেই কেবল নং ৫। এমনকি ৬ ও ঠিক আছে।

০৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: হা আহ হা

ধন্যবাদ।।

৩| ০৮ ই মে, ২০১৮ রাত ১০:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: মনের মতন লিখেছেন ভাইয়া!

০৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: ব্লগের সবচেয়ে খারাপ দিক এবং সুবিধাটা হলো নিজের আসল নাম ব্যবহার না করে লেখার সুযোগ মিলে। তাই যাচ্ছেতাই লেখা যায়।[/sb
হু কথা সত্য।

০৮ ই মে, ২০১৮ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: দুইটি বিষয়ে জ্ঞান অর্জন করা যায়।
১. বই পড়ে।
২. দেশ ভ্রমণ করে।
দেশ করে রবি ঠাকুর অনেক অভিজ্ঞা অর্জন করেন। আর দেশে দেশে প্রচার করেন বাংলা সাহিত্য।

আর রুটির দোকানে কাজ বইয়ের দোকানে কাজের কথা বলেছেন তো!
আসলে সৃজনশীল যেকোন কাজে সফল হতে হলে সাধনা করতে হয়। রবীন্দ্রনাথ, নজরুল, শেখ সাদি, আল্লামা ইকবাল, আলাওয়াল, হোমার, সেক্সপিয়ার, মো ইয়ান, এলিস মুনরো আপনি যে সাহিত্যিকের কথাই বলেন না কেন, তারা সবাই ছিলেন সাহিত্যের একনিষ্ঠ সাধক। গবেষণা করে যেমন হয় গবেষক তেমনি ভাবে সাধনা করে হয় সাহিত্যিক।
বর্তমানে বাংলা সাহিত্যে সাধক নেই বললেই চলে। এজন্য বিগত একশ বছরের বেশী সময় ধরে বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার নাই।

০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য।

৬| ০৮ ই মে, ২০১৮ রাত ১১:০১

রেজওয়ান সিদ্দিকী অর্ণ বলেছেন: বেশ তো।

০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০৮ ই মে, ২০১৮ রাত ১১:৪১

সুদীপ কুমার বলেছেন: আমি জানতাম রবি ঠাকুর সোমরস খেতেন।তবে ওই যে-মাতলামো করিসনে।

০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: হা হা হা।

৮| ০৮ ই মে, ২০১৮ রাত ১১:৪৩

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার বিশ্লেষণ, রাজীব ভাই। কবিগুরু সম্বন্ধে অনেক নতুন তথ্য জানলাম। ছবিটি চমৎকার হয়েছে।

০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৯| ০৮ ই মে, ২০১৮ রাত ১১:৪৩

সুদীপ কুমার বলেছেন:

০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: যুগে যুগে আরও দেখবেন।
অনেকেই রবীন্দনাথকে বিক্রি করে।

১০| ০৮ ই মে, ২০১৮ রাত ১১:৪৬

শাহারিয়ার ইমন বলেছেন: ভাই প্রেম করে বিফল হয়েছিলেন বুঝি

০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: না।
একটাই প্রেম করেছি। এবং তাকেই বিয়ে করেছি।

১১| ০৯ ই মে, ২০১৮ রাত ১২:৩৬

ওমেরা বলেছেন: ভাল লিখেছেন একটা ধন্যবাদ আপনার জন্য।

০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১২| ০৯ ই মে, ২০১৮ সকাল ১০:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: কিছু বিশেষ কারনে মনটা খুব বিষিয়ে ছিল। কিন্তু সকাল সকাল আপনার লেখাটি পড়ে মনটা কিছুটা হালকা হয়ে গেল। "আপনাকে পৃথিবীর পথে নামতে হবে" কথাটি খুব ভাল লেগেছে।
ঠিক বলেছেন, প্রেম অতি সস্তা একটি বিষয়, শুধু ভালোবাসা টা অনেক বেশী দামী। তবে আমরা অনেকে নিজের সেই ভালোবাসা কে অসম্মানের জায়গায় নিয়ে যাই।
যদিও কথা সত্যি, কিন্তু শেষ লাইন টা পড়ে মনটা একটু কেমন কেমন লাগছে। কারন আমি নিজেও তো ব্লগে নিজের আসল নাম ব্যবহার করিনা। লেখা যেমন ই হোক কিন্তু আমার লেখাগুলো সবাই আমার নামে জানলে খুবই ভাল লাগত , কিন্তু একটু বাক্তিগত কারনে ইচ্ছে থাকা সত্ত্বেও সেটি সম্ভব হয়নি।

০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ভালো থাকুন।

১৩| ০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৮

বিপরীত বাক বলেছেন: ৫ নং টা একবারেই ভূল। উগ্র মানসিকতার ফসল।
ইনডোর প্রাকটিস না করে ডাইরেক্ট মাঠে খেলতে গেলে পারফরমেন্স খারাপ হবে। বউ কে নিয়ে যে ঘুরতে হবে সেটা কিন্তু প্রেম থেকেই শিখেছে মানুষ।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: হতে পারে।

১৪| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:২১

জাতির বোঝা বলেছেন: আসলে নামে ব্লগ লিখেন খুব কম । তাদেরকে আমি খুব সাহসী বলবো। এই স্বাধীন দেশে আসল নামেই ব্লগ লেখা উচিত।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: সহমত।

১৫| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বরবারের মতোই আপনার লেখাটি খুব সুন্দর হয়েছে। খুবই সুন্দর।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৬| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:২৬

জাহিদ অনিক বলেছেন:

রবীন্দ্রনাথকে নিয়ে আপনার একটা বই বের করার কথা শুনেছিলাম। বের হলে কিন্তু জানাবেন !
অবশ্যই অবশ্যই সংগ্রহে রাখব

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথকে নিয়ে আমার বইটি প্রায় ৪ বছর আগে বের হয়েছে।
দেখুন

১৭| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:০১

শামচুল হক বলেছেন: কবি গুরু সম্পর্কে অনেক কিছু জানলাম নিচের কথাগুলাও সুন্দর, ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১৮| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:০০

শিখা রহমান বলেছেন: রাজীব কবিগুরুর বিষয়ে কতোকিছু যে জানার আছে। লেখাটা পড়ে আপনাকে একটা কবিতাংশ দিতে ইচ্ছে হলো।

"রবিকবি তুমি না কি ফেসবুকেতে আছো?
স্টেটাসে তে কাব্যি ঝরাও মনের সুখে বাঁচো।
রবীন্দ্রনাথ আছো তুমি যন্ত্রজালে বন্দী
ট্যুইট দেখি মাঝেসাঝে বুঝি নাকি ফন্দী?

রবিঠাকুর রবিঠাকুর খোলা খেরোখাতা
ছিটেফোঁটা দাওনা লিখে মনের দুটো কথা।" --- ইন্দিরা মুখোপাধ্যায়

শুভকামনা। আনন্দে থাকবেন।

১০ ই মে, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: চমতকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.