নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আসুন লেবানন দেশটি সম্পর্কে জানি

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:০১



আরব বিশ্বের সবচেয়ে সুন্দর লেবানন। লেবানন এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত পশ্চিম এশিয়ার একটি দেশ। বিশ্বের অন্যতম পুরাতন শহর হিসেবে বিবেচনা করা হয়। লেবাননের রাজধানী বৈরুত। বৈরুতের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান রাওশি। লেবাননের তিনটি গুরুত্বপূর্ণ শহর বৈরুত, বালবেক ও ত্রিপোলিত। পুরো দেশটিতে খ্রিস্টান, সুন্নী মুসলমান ও শিয়া মুসলমানেরা একত্রে বাস করেন। তাদের সংসদের আসনসমূহের অর্ধেক খ্রিস্টান ও অর্ধেক মুসলমানদের জন্য সংরক্ষিত। আরবি ভাষা লেবাননের সরকারি ভাষা। দেশটির ৯০%-এরও বেশি লোক আরবি ভাষাতে কথা বলে। লেবাননে মোট ১৮টি ধর্মীয় গোষ্ঠী বিদ্যমান। কিন্তু তাদের মধ্যে নজিরবিহীন সমঝোতা বিদ্যমান। লেবাননের প্রতিটা শহরে বাংলাদেশিরা ছড়িয়ে-ছিটিয়ে আছে।

বারবার যুদ্ধের কবলে পড়েও নিজেকে ফিরিয়ে আনার তাগিদ লেবাননের মধ্যে ছিল সব সময়ই। প্রথম বিশ্বযুদ্ধের পর লেবাননের দায়িত্ব দেয়া হয় ফ্রান্সের ওপর। ১৯৭৫-৯০ সালের গৃহযুদ্ধের আগ পর্যন্ত দেশটিতে বিরাজ করছিল শান্তি ও সমৃদ্ধশীল অবস্থা। পর্যটন, কৃষি, ব্যাংকিং ইত্যাদি নিয়ে বেশ ভালো সময়ই কাটায় লেবানন। বলা হতো সুইজারল্যান্ডের মতোই পূর্ণ বিকাশ ঘটেছিল লেবাননে। এক সময় আলেকজান্ডার এসে বিধ্বস্ত করে দিয়ে যায় লেবাননকে। লেবাননের আদালত তিন স্তরের। প্রথমত, প্রারম্ভিক পর্যায়, দ্বিতীয় পর্যায়টি হলো আপিলের, তৃতীয় পর্যায়টি হলো চূড়ান্ত ফয়সালা বা মীমাংসার। শান্তি সহযোগীতা এবং বন্ধুত্বের মাধ্যমে সুদূর লেবাননে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যরা।

১৯৮২ সাল থেকে লেবাননে শুরু হয় রক্তয়ী গৃহযুদ্ধ। যার কবলে পড়ে নিহত হয় দেড় লাখ মানুষ, আহত হয় আরো দুই লাখ। আর ঘরবাড়ি হারিয়ে বাস্তুহীন হয়ে পড়ে নয় লাখ মানুষ। ১৯৯০ সালে তায়েফ চুক্তির মাধ্যমে এ গৃহযুদ্ধ বন্ধ হয়। লেবাননের সেনাবাহিনীর সদস্যসংখ্যা ৭২ হাজারের কিছু বেশি। ভ্রমণ করার স্বাধীনতা এবং সীমাবদ্ধতার দিক দিয়ে বিবেচনা করলে লেবাননের পাসপোর্ট বিশ্বের সেরা দশটি বাজে পাসপোর্টের মধ্যে অন্যতম। লেবাননের ভিসা আপাতত সাধারন বাঙালিদের জন্য বন্ধ। ১৯৮০/৮২ সাল থেকে লেবানন বাংলাদেশীদের প্রবেশ আরম্ভ হয়।তখন হয়ত ৮০/৯০ জন লোক থেকে আজ বাংলাদেশের শ্রম বাজারে লেবানন প্রবাসীদের এত লোকের আগমন। এটা বাংলাদেশের অনেক বড় গর্বের বিষয়।

লেবাননের ইতিহাসে সবচেয়ে বেশি পর্যটকও বেড়াতে যায় গত বছর। লেবাননের দক্ষিণে আছে ইসরাইল। লেবাননের বেশির ভাগ স্থান জুড়েই রয়েছে পাহাড়। দেশটির মোট আয়ের ৬৭ শতাংশ আসে এই পর্যটন খাত থেকেই। লেবাননে মোট ৪১টি বিশ্ববিদ্যালয় রয়েছে। লেবাননের মানুষ প্রবাসের জন্য বেশি পছন্দ করে ব্রাজিলকে। প্রবাসী ১৩ মিলিয়ন লোকের মধ্যে ৭ মিলিয়নই থাকে ব্রাজিলে। অস্ট্রেলিয়ায় রয়েছে দুই লাখ ৭০ হাজার লেবাননি।

লেবাননে দেড় লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করছে। তাদের মধ্যে বাংলাদেশি নারী অভিবাসীর সংখ্যা লক্ষাধিক। তাদের মধ্যে প্রায় ২০ হাজার বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। লেবাননের অনেক সম্ভাবনার শ্রমবাজার নষ্ট করছেন বাংলাদেশি দালালরাই। লেবাননের প্রবাসী কর্মীরা যা বেতন পান, তার অর্ধেকের বেশী খরচ হয়ে যায় আকামার জন্য, তারপর থাকা খাওয়া সহ অন্যান্য যাবতীয় খরচতো রয়েছেই।

১৯৫৯ সালে লেবাননের মানুষ প্রথম টিভির দেখা পায়। বর্তমানে সেখানে নয়টি জাতীয় টিভি চ্যানেল আছে। যার একটি মাত্র সরকারি, আর বাকি সব বেসরকারি। লেবাননের প্রধান খেলাগুলোর মধ্যে বাস্কেটবল, ফুটবল ও রাগবি বেশ জনপ্রিয়। সাহিত্যের আকাশে লেবাননের বড় তারকা ছিলেন খলিল জিবরান। তার লিখিত দ্য প্রপেট বিশ্বের বিশটি ভাষায় অনূদিত হয়েছে।


রমজানে লেবাননের জনপ্রিয় খাবার কাটায়েফ প্যানকেক। সেই কেক বানানোর প্রস্তুতি চলছে। সে দেশের মানুষ কাটায়েফ প্যানকেক দিয়ে ইফতার করতে খুবই পছন্দ করে।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:১০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! অজানা লেবানন জ্ঞাত হল।

শুভ কামনা রইল।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: অনেক কিছু জানলাম রাজীব ভাই। সুন্দর পোষ্ট+
আপনি কি লেবাননের আবর্জনা সমস্যার কথা শুনেছেন?
এই নিন একটি লিংক click HRW

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: ভিডিও টি দেখলাম।

এই রকম সব দেশেই আছে।

৪| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


লেবানন খুবই সুন্দর দেশ ছিলো, মানুষজনও সুন্দর। এখন খৃষ্টানরা পালিয়ে যাচ্ছে; দেশটিকে ইরান সন্ত্রাসীদের দেশে পরিণত করেছে, পুরোপুরি সন্ত্রাসীদের দেশ।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:২২

আবু আফিয়া বলেছেন: অনেক কিছু জানলাম, ধন্যবাদ আপনাকে

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকবেন।

৬| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:২৯

সনেট কবি বলেছেন: সুন্দর পোষ্ট+

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।

৭| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৪০

ভুয়া মফিজ বলেছেন: আরব বিশ্বের সবচেয়ে সুন্দর দেশে তাহলে একবার যেতে হয়, কি বলেন? আপনার লেখায় অনেক তথ্য পেলাম। চলেন, ঘুরে আসি।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: না, এবছর আমি যেতে পারবো না।

৮| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৫

খালেদা শাম্মী বলেছেন: তথ্যবহুল লেখা। ধন্যবাদ আপনাকে।

১১ ই মে, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৯| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

তারেক_মাহমুদ বলেছেন: জানলাম

১১ ই মে, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: অনেক ধন্যবাদ লেবানন সম্পর্কে জানানোর জন্য।

১১ ই মে, ২০১৮ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১১| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:০৫

জাহিদ অনিক বলেছেন:

আমার কেবল এইটুকুই মুখস্থ ছিল লেবাননের রাজধানী বৈরুত

১১ ই মে, ২০১৮ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ১১ ই মে, ২০১৮ রাত ১১:৫৯

প্রামানিক বলেছেন: লেবাননের বর্ননা পড়ে খুব ভালো লাগল। ধন্যবাদ

১২ ই মে, ২০১৮ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১৩| ১২ ই মে, ২০১৮ সকাল ১১:৪৩

নীল মনি বলেছেন: কেকটা খেয়ে দেখতে পারলে হত! রেসিপি পেলেও হবে :)

তথ্য সমৃদ্ধ লেখা।

১২ ই মে, ২০১৮ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: রেসিপি সংগ্রহ করে আপনাকে দিব।

১৪| ১২ ই মে, ২০১৮ বিকাল ৫:০২

স্োরনাভ বলেছেন: অসাধারন লেখনি।

১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ২০ শে মে, ২০১৮ ভোর ৪:১০

নীল মনি বলেছেন: শুকরিয়া, মনে থাকে যেন!

২০ শে মে, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.