নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৪৭

১২ ই মে, ২০১৮ রাত ৯:৫১



বর্তমান জগত হচ্ছে প্রতিযোগিতার।
একজন বন্ধু অথবা সহকর্মী আমার যতটা সহযোগী তার চেয়ে অনেক বেশি প্রতিযোগী।
যতই সময় গড়াচ্ছে পৃথিবীর মানুষগুলো যেন একেকটা নির্জন দ্বীপের মত একাকী হয়ে যাচ্ছে। ভোগবাদী পুঁজিবাদী সমাজ'ই আমাদেরকে এখানে টেনে নিয়ে নিয়ে যাচ্ছে?

কেউ ধর্ষক হিসাবে জন্মায় না। প্রকৃতি কাউকেই ধর্ষক হিসাবে পৃথিবীতে তৈরী করেনি। বরং এই সমাজব্যবস্থা'ই ধর্ষক তৈরী করছে। পর্নোগ্রাফি সব গুলো সাইট বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক। পৃথিবীতে শীর্ষ দ্বিতীয় রমরমা ব্যাবসার নাম পর্নগ্রাফি। অস্ত্রের পরেই পর্নগ্রাফির স্থান। বিনোদনের এত এত মাধ্যম থাকতে কেন পর্ণগ্রাফিই হয়ে ওঠে তরুন সমাজের আনন্দের আশ্রয়? কারন খুব সহজেই পর্ণগ্রাফি দেখার সুযোগ আছে। ছেলে মেয়েরা বিপথে যাচ্ছে। এই বিপথে যাওয়া ছেলে মেয়েরা দেশের হাল ধরবে কি করে?

শারিরীক চাহিদার মিটানোর জন্য কেউ কাউকে ধর্ষণ করে না। একটা মানুষ আরেকটা মানুষকে ধর্ষণযোগ্য তখনই মনে করে যখন পর্নগ্রাফি দেখতে-দেখতে, দৃষ্টিভঙ্গি হয় ধর্ষকামী। যে দিনের পর দিন পর্ণ ভিডিও গুলো দেখে- তার রুচিবোধ নষ্ট হয়ে যায়। হিতাহিত জ্ঞান কমতে থাকে। মনের মধ্যে তীব্র ইচ্ছা জাগে পর্ণভিডিও গুলোর মতো কিছু করতে। রাস্তা ঘাটে, বাসে, লঞ্চে, অফিস আদালতে একটা মেয়েকে দেখলেই প্রথমেই তার অবচেতন মন পর্ণ ভিডিও'র মতোন মেয়েটাকে নিয়ে ভেবে কিছুক্ষন কুৎসিত আনন্দ পেতে চায়। এবং যারা প্রচুর পর্ণ দেখে তারাই মেয়েদের দিকে কুৎসিত ভাবে তাকিয়ে থাকে। মনে মনে মেয়েটার সাথে....

আজ যদি আমাদের চারপাশে প্রচুর শিল্প-সাহিত্যের চর্চা হত। প্রতিটা পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায়, গ্রামে-গ্রামে একটা করে লাইব্রেরী থাকতো। তাহলে, আমাদের দৃষ্টিভঙ্গিই বদলে যেত। এই জন্যই বলি, আমাদের দেশে যে পরিমান মসজিদ আছে, সে পরিমান লাইব্রেরী নাই। বিশ্বাস করুন আযানের সময় পাঁচটা সাতটা মসজিদ থেকে একই সময় আযান শুরু হয়। যেন তাদের প্রতিযোগিতা। একটা আযানের ধ্বনিও স্পষ্ট শোনা যায় না।
মানুষ তো শুধু সৃষ্টিশীল হয়ে উঠতে পারে অথবা বিধ্বংসী হয়ে উঠতে পারে। এই সমাজে সৃষ্টিশীল হওয়ার পথ খুব কম। আর মোবাইল অথবা কম্পিউটার টিপলেই- মুহূর্তেই রঙিন দুনিয়ার হাতছানি। আবার যারা সংস্কৃতি চর্চা করে তাদেরকেও আমি পুরোপুরি ভালো মানুষ বলব না। তাদের বেশির ভাগ'ই হয় লুচ্চা। এই সমাজে একটা মাস্টার্স পাশ করা মেয়ে একা ইন্টারভিউ দিতে যেতে সাহস পায় না।

এই ভয়াবহ বিধ্বংসী পরিস্থিতি থেকে উত্তরণের পথ একটাই— পর্নগ্রাফি নির্মূলের মাধ্যমে একটা সৃষ্টিশীল নির্মল বিশুদ্ধ চিত্ত-বিনোদনভিত্তিক সমাজের নির্মাণ করা। প্রচুর লাইব্রেরী করতে হবে। খেলার আয়োজন করতে হবে। সবার আগে বাবা ও মাকে খুব খুব সচেতন হতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা আপাতত দেখতে পাচ্ছি না।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৮ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


বাবা-মা নিশ্চয় বিরাট ভুমিকা রাখার কথা; কিন্তু রাস্ট্রকে ব্যবস্হা নিতে হবে, পর্ণ যেন সব যায়গা দখল করতে না পারে।

১২ ই মে, ২০১৮ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: অলরেডি দখল করে ফেলেছে।
ইংলিশ মিডিয়াম স্কুল গুলোতে আমি নিজের চোখে ভয়াবহ অবস্থা দেখেছি।

২| ১২ ই মে, ২০১৮ রাত ১০:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নুর ভাই!!!

লাবনী(ছদ্মনাম) কে???:P

আপনার লেখার হার তো রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে যাবে।।;)

১২ ই মে, ২০১৮ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: লাবনী কেউ না। এই নামে আমার পরিচিতদের মধ্যেও কেউ নাই।

আপনাদের দোয়া আর ভালোবাসা।

৩| ১২ ই মে, ২০১৮ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: শারিরীক চাহিদার মিটানোর জন্য কেউ কাউকে ধর্ষণ করে না। একটা মানুষ আরেকটা মানুষকে ধর্ষণযোগ্য তখনই মনে করে যখন পর্নগ্রাফি দেখতে-দেখতে, দৃষ্টিভঙ্গি হয় ধর্ষকামী।
সুন্দর কথাই বলেছেন। ধন্যবাদ

১২ ই মে, ২০১৮ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১২ ই মে, ২০১৮ রাত ১০:২৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পারফেক্ট অবজার্ভেশন

১২ ই মে, ২০১৮ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
ভালো থাকুন।

৫| ১২ ই মে, ২০১৮ রাত ১০:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রত্যক্ষণটা বেশ ভাল। এমন উপলব্ধি বাড়লে সমাজের চিত্রটা বদলে যাবে বলে আমার ধারনা।

শুভকামনা রইল ছোট ভাইকে।

১৩ ই মে, ২০১৮ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

৬| ১২ ই মে, ২০১৮ রাত ১০:৪৫

সাইন বোর্ড বলেছেন: ভাল একটা বিষয়ের অবতারণা, অনেক ভাল লাগা রইল ।

১৩ ই মে, ২০১৮ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ১৩ ই মে, ২০১৮ রাত ১২:০০

শহীদ আম্মার বলেছেন: এমন রূঢ় সত্য সিন্ধান্তগুলো রাষ্ট্রীয় অভিভাবকদেরকেই বাস্তবায়ন করতে হবে।

১৩ ই মে, ২০১৮ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৮| ১৬ ই মে, ২০১৮ দুপুর ২:২৪

জাহিদ অনিক বলেছেন:

একটা মানুষ আরেকটা মানুষকে ধর্ষণ করে কেন, আমার মনে হয় তার খারাপ মানসিকতার পরিচয় এটা। ধর্ষকেরা ভাবে এতে তার পৌরুষের বহিঃপ্রকাশ ঘটে।
ধর্ষন তো অনেক প্রকার কাছে। কয়টা ধর্ষনের খবর পাই আমরা। স্বামী ধর্ষন করে স্ত্রীকে।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা সবাই (ভালো,মন্দ) ভালো কথাই বলি
অথচ আমাদের দ্বারাই মন্দ কাজগুলে সংঘটিত
হয়ে থাকে। কেই মন্দ কাজ করে তা সে স্বীকার করবে না।
তা হলে কে এর নেপথ্য নায়ক !!

১৭ ই মে, ২০১৮ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: আমরাই দায়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.