নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১।
একবার নাসিরুদ্দিন হোজা দেখলো, এক লোক পথের ওপর বসে আছে খুব বিমর্ষ হয়ে। কী হয়েছে জিজ্ঞেস করতেই লোকটি বললো, তার অনেক ধন-সম্পত্তি। খাওয়া-পরা নিয়ে কোনো ভাবনা নেই। কিন্তু তার কিছুই ভালো লাগে না। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। ঘর-বাড়ি, স্ত্রী-সন্তান কোনোকিছুই আর তাকে আকর্ষণ করে না। এ অস্থিরতা সইতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে সে।
হোজা মনোযোগ দিয়ে শুনলেন। হঠাৎ কিছু না বলেই পাশে রাখা লোকটির কাপড়ের বোচকা নিয়ে দিলেন এক ছুট এবং নিমেষে হয়ে গেলেন চোখের আড়াল। বিস্ময়ের ঘোর কাটতেই লোকটিও পিছু ধাওয়া করলো। কিন্তু হোজাকে পায় কে?
অনেকদূর যাওয়ার পর রাস্তার ওপর এক জায়গায় বোচকাটি রেখে গাছের আড়ালে অপেক্ষা করতে লাগলো হোজা। এদিকে ছুটতে ছুটতে ক্লান্ত অবসন্ন উদ্বিগ্ন লোকটি যখন এখানে এসে তার বোচকা খুঁজে পেলো, আনন্দে চিৎকার করে সে বলে উঠলো, পেয়েছি! পেয়েছি! এইতো আমার বোচকা। বহুদিন সে এত খুশি হতে পারে নি। হোজা আড়াল থেকে হেসে বললেন, দুঃখবিলাসীদের এভাবেই শায়েস্তা করতে হয়।
২। রফিক সাহেব এবং লীনা বেগমের ৪টা ছেলে আছে।প্রত্যেকটা ছেলের আবার ১টি করে বোন আছে। তাহলে বলুন তো ঐ ফ্যামিলিতে কত জন বাস করে ??
৩। আমি বুঝি না মানুষ কেন কবিতা লিখে?কবিতা লিখলে দেশ ও দশের কি উপকার হয়?
৪। 'জাহান্নাম হইতে বিদায়' উপন্যাসটির লেখক কে?
৫। একটা সুন্দর জীবন আপনা থেকেই তৈরী হয়না তৈরী হয় প্রতিদিনের প্রার্থনা, সততা, নম্রতা,ধৈর্য্য এবং পরিশ্রমের মাধ্যমেই ।
৬। আমাদের বই পড়তেই হবে, কেননা, বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ন্তর নেই। ধর্মের চর্চা চাইকি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে; কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। ও চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়।
২৪ শে মে, ২০১৮ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: ভাই কিছু মনে করবেন না। অন্য ভাষায় মন্তব্যের উত্তর দিচ্ছি-
昨天的心情,昨天的光,昨天的脚步,明天的希望!
在多伦多大学参观经典的建筑,感叹号!哇呀哇呀!
২| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
২ নং: পরিবারে মোট ৭ জন মানুষ
২৪ শে মে, ২০১৮ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: সিউর???
কিভাবে বুঝিয়ে দেন।
৩| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:২৯
জোকস বলেছেন: ১। হোজ্জার গল্পটি ভালো লেগেছে।
২। ১০ জন।
৩। শিয়ালের লেজ কাটা গল্প শুনেছেন?
৪। পারিনা, বলে দেন!
৫। ঠিক।
৬। কয়েকটা বইয়ের নাম দিন।
২৪ শে মে, ২০১৮ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: ৬। গুগলে সার্চ দেন; ''মৃত্যুর আগে যে ১০০ টি বই পড়তেই হবে''।
পেয়ে যাবেন সেই রকম কিছু বই। আমি'ই লিখেছি।
৪| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:৩৬
ANIKAT KAMAL বলেছেন: অসাধারণ মনে না হলেও অনন্য সাধারণ লেখনির জন্য ধন্য
২৪ শে মে, ২০১৮ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
ভালোবাসা নিরন্তর।
৫| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
২নং:
প্রতি ছেলের (৪ ছেলে) ১ টি করে বোন মানে, পরিবারে ১টি মাত্র মেয়ে ( মেয়েটি প্রতি ছেলের জন্যই বোন) আছে; বাবা + মা + ৪ ভাই +১ বোন = ৭ জন
২৪ শে মে, ২০১৮ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন।
৬| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
বদিকে ক্রস ফায়ারে দিতে অসুবিধা হলে, তাকে দেশ থেকে বের করে দেয়া হোক, সাথে ওয়ায়দুল কাদেরকেও
২৪ শে মে, ২০১৮ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন। অসাধারন বলেছেন।
৭| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:৪৮
পবন সরকার বলেছেন: শেষের কথাগুলো খুবই ভালো লাগল। ধন্যবাদ
২৪ শে মে, ২০১৮ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:৫০
কাওসার চৌধুরী বলেছেন:
ইয়াবা বাবা + ফাটাকেস্টো = সোনার বাংলা।
২৪ শে মে, ২০১৮ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: গলায় তারা কি পড়েছে?
বিনোদন।
৯| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:৫৪
একদম_ঠোঁটকাটা বলেছেন: ২ এর উত্তর হবে ৭জন ।
২৪ শে মে, ২০১৮ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: ৩ নং মন্তব্যকারী গন্ডগোল পাকিয়েছেন। তিনি বলছেন দশ জন।
২৪ শে মে, ২০১৮ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: ৩ নং মন্তব্যকারী গন্ডগোল পাকিয়েছেন। তিনি বলছেন দশ জন।
১০| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার পোস্ট খানা পড়িয়া খুবই চমৎকার হইলাম।
২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৪৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ১.হোজা লোকটা চালাক হলেও উনি একটা মিথ- কথা কি সত্য?
২.চাদঁগাজী আগেই বলে দিলেন, নয়তো আমি বলতাম।
৩.আপনি বলুন কোন গ্রিক মনীষী কবিদের জঙ্গলে পাঠাতে বলেছেন?
৪.শওকত ওসমান মুক্তিযুদ্ধ নিয়ে ভালো একটা উপন্যাস লিখেছেন।
৫.সুন্দর জীবন- কথাটি জটিল
৬. প্রমথ চৌধুরীর নাম বলে দিলাম।
২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: শারলক হোমস।
১২| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০০
আবু তালেব শেখ বলেছেন: বাহ চমৎকার লাগলো হোজ্জার গল্পটা।
২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তালেব ভাই।
১৩| ২৫ শে মে, ২০১৮ রাত ১:০৭
আলআমিন১২৩ বলেছেন: ছবিটা দেখে কষ্ট লাগলো।একসময় ওনাকে অনেক ভাল জানতাম।বদি কে না।পাশের জনকে।
২৫ শে মে, ২০১৮ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ২৫ শে মে, ২০১৮ রাত ২:৫৯
এমজেডএফ বলেছেন: উপরে আপনার অন্য ভাষার মন্তব্যেটির ভাবানুবাদ সব ব্লগরারের অবগতির জন্য এখানে দেওয়া হল:
গতকালের মুড, গতকালের আলো, গতকালের পদচিহ্ন, আগামীকালের আশা!
বই পড়া থেকে আনন্দ, বুদ্ধি ও সক্ষমতা অর্জিত হয়। বুদ্ধি আসে বইয়ের কথামালা থেকে, আর সক্ষমতা আসে গ্রন্থগত বিদ্যার সঙ্গে বিষয়বুদ্ধির সংশ্লেষে। বই পড়ে একজন বিশেষজ্ঞ খুঁটিনাটি বিষয় ভালোভাবে বিচার-বিশ্লেষণ করতে পারেন। বই পড়া শুধু যে মানুষকে মানসিক শক্তি দেয় তাই না বরং মানসিকভাবে সুস্থও করে।
বই পড়া না থাকলে কি হয় তার ব্লগীয় প্রমাণ ব্লগার চাঁদগাজী । ড.মুনতাসীর মামুনের একটি বইও না পড়ে তাঁর লেখা ২২০টি বই সম্পর্কে মহাবোকা চাঁদগাজীর চরম ঔদ্বত্যপূর্ণ মন্তব্য - "২২০টা গ্রন্হ প্রকাশ করেছেন উনি, কেহ পড়ে? ঝালমুড়ি বিক্রয়ের কাজে লাগে হয়তো!"
আশা করি বুদ্ধিমান ও মানসিকভাবে সুস্থ হওয়ার জন্য চাঁদগাজী ভাই ব্লগ লেখার পাশাপাশি এখন বইও পড়বেন।
২৫ শে মে, ২০১৮ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: আমার ধারনা আমাদের ব্লগাররা বই কম পড়েন।
তারা ব্লগ পরে আর মন্তব্য করে হয়তগো সময় পান না।
১৫| ২৫ শে মে, ২০১৮ রাত ৩:৩৩
নিশাচড় বলেছেন: শেষের কথপগুলু ভিলো লেগেছে। ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য।
২৫ শে মে, ২০১৮ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৬| ২৫ শে মে, ২০১৮ রাত ৩:৪৬
জাহিদ অনিক বলেছেন: ৬ নম্বর মন্তব্যের উত্তর ভালো লাগছে।
নজরুল জন্মজয়ন্তীতে আজ সারাদিন নজরুলগীতি শুনব।
আপনার প্রিয় কিংবা অপ্রিয় নজরুল সঙ্গীতের নামটি লিখুন।
২৫ শে মে, ২০১৮ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: মোর প্রিয়া হবে এসো রানী
শাওনও রাতে যদি সরণে আসে মোরে ---
১৭| ২৫ শে মে, ২০১৮ রাত ৩:৪৭
জাহিদ অনিক বলেছেন:
মানুষ কেন কবিতা লেখে আমিও জানি না। কেন যে লেখে !!! কেন যে লেখে !!!
২৫ শে মে, ২০১৮ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: মনে করে বলুন।
১৮| ২৫ শে মে, ২০১৮ ভোর ৪:৪১
অনুতপ্ত হৃদয় বলেছেন: গতকালের মুড, গতকালের আলো, গতকালের পদচিহ্ন, আগামীকালের আশা!
একটি বিস্ময়বোধক পয়েন্ট সঙ্গে টরন্টো বিশ্ববিদ্যালয় এ ক্লাসিক বিল্ডিং দেখুন! বাহ, বাহ!
২৫ শে মে, ২০১৮ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৯| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:০১
অনুতপ্ত হৃদয় বলেছেন: শুধুই ধন্যবাদ
২৫ শে মে, ২০১৮ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: আমি এতটুকুতেই খুশি।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:২১
অনুতপ্ত হৃদয় বলেছেন: সুন্দর লেখনি রাজীব ভাই……
বই পড়তেই হবে, কেননা আমার কাছে একেকটা বই একেকটা জগত মনে হয়।