নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
শাহেদ আজ একটা কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেলল।
সে চাকরি ছেড়ে দিবে। আর না, অনেক হয়েছে। গত পাঁচ বছর ধরে সে একটানা চাকরি করে যাচ্ছে। প্রতিদিন মনে মনে সে একবার করে বলেছে, চাকরির মায়রে বাপ। চাকরি করতে এসে তার অনেক অভিজ্ঞতা হয়েছে। মানুষের বদমাশি গুলো তার চোখে স্পষ্ট ধরা পড়েছে। এই চাকরি করে-করে তার সাহিত্যিক মন নষ্ট হয়ে গেছে। গত পাঁচ বছর সে ঠিক মতো সাহিত্য চর্চা করতে পারেনি। সারাদিন গাধার মতো পরিশ্রম করে, রাতে বাসায় ফিরেই কিছু খেয়ে ঘুম। বউ নিয়ে যে শাহেদ চাঁদনী রাতে একটু ছাদে যাবে সেই উপায় নাই। শরীর ভরা থাকে ক্লান্তিতে।
শাহেদের বউ আছে। একটা পরীর মতো সুন্দর ফুটফুটে মেয়ে আছে। আপনারা হয়তো ভাবছেন, চাকরি ছেড়ে দিলে- শাহেদের সংসার চলবে কি করে? সেই ব্যবস্থা শাহেদ করতে সক্ষম হয়েছে। সে অনেক কষ্ট করে একটা ছোট ফ্লাট কিনতে সক্ষম হয়েছে। এই ফ্লাট থেকে প্রতিমাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা ভাড়া সে পাবে। এই ভাড়ার টাকা দিয়ে সে কোনো রকমে ডাল ভাত খেয়ে বউ বাচ্চা নিয়ে জীবন যাপন করতে পারবে। যদিও ৩৫ হাজার টাকা এযুগে কিছুই না। তারপরও ভালো। কারো কাছে হাত তো পাততে হবে না। মানুষের কাছে হাত পাতা প্রচন্ড কষ্টের।
শাহেদের সহকর্মীরা একেকটা শুয়োরের বাচ্চা। অমানুষের বাচ্চা। পাঁচটা বছর তার সীমাহীন কষ্ট হয়েছে একদল শুয়োরের সাথে অফিস করতে। বিবেকহীন মানুষ তারা। শাহেদকে সহজ সরল পেয়ে কুকুরের মতোন খাটিয়েছে। তারপরও শাহেদ মুখ বুঝে হাসি মুখে সব সহ্য করেছে। কারন এই চাকরি ছেড়ে দিলে, অন্য চাকরি পাওয়া মুখের কথা না। দেশে চাকরির বাজার একেবারেই মন্দা। ক্ষমতাবান মামা চাচা অথবা টাকা ছাড়া চাকরি সম্ভব না। নো নেভার। অবশ্য অল্প ক'জন আছেন ভাগ্যবান- মামা চাচা অথবা টাকা ছাড়াই চাকরি পেয়ে যান।
শাহেদ ঠিক করেছে বাকি জীবন আর কাজ করবে না। ফ্লাট ভাড়ার টাকা দিয়ে চলবে। অলরেডি তার পয়ত্রিশ বছর পার হয়ে গেছে। আর পয়ত্রিশ বছর কি সে বাঁচবে? কাজেই যতদিন বাঁচে হাসি আর আনন্দে বাঁচবে। সে সারাদিন তার প্রিয় মুভি গুলো দেখবে। প্রিয় বই গুলো পড়বে। আর ঘুরে বেড়াবে পছন্দের জায়গা গুলোতে বউ বাচ্চা নিয়ে। সকালে সুন্দর ঘুম বাদ দিয়ে অফিস যাওয়ার তাড়া থাকবে না। বাস আর রাস্তা ঘাটের যে অবস্থা, সকালে অফিসে যেতেই সব শক্তি শেষ হয়ে যায়। শাহেদ আজ আনন্দিত, ওই বদ সহকর্মীদের সাথে উঠা বসা করতে হবে না। তাদের মুখ দেখতে হবে না। তাদের কটূ কথা বা গা জ্বালানো কথা শুনতে হবে না। আল্লাহ তার দিকে মুখ তুলে তাকিয়েছেন এতদিন পর।
গত দশ বছরে শাহেদ অনেক কষ্ট করে, জীবনটা তেজপাতা করে একটু একটু করে টাকা জমিয়েছে এবং তার বাবা তাকে কিছু দিয়েছে তাই দিয়েই সে ফ্লাট কিনেছে। মানুষের জীবন অনেক ছোট। এই জীবনটা শুধু দুঃখে, কষ্টে পার করাটা কি ঠিক? আপনারা হয়তো বলবেন, কাজের মধ্যেই আনন্দে খুঁজে নিতে হয়। কাজ'ই মানুষকে মহৎ করে। যার কাজ সুন্দর, তার সব সুন্দর। এইসব ভাবের কথা দিয়ে জীবন চলে না। সহজ সরল সত্য কথা হলো- কোনো চাকরিজীবি সুখে নেই। তাদের পোহাতে হয় সীমাহীন কষ্ট। আর অপমান। মাস শেষে অল্প কয়টা টাকার জন্য কি প্রচন্ড কষ্ট'ই না করতে হয়। শাহেদের ঢাকা শহরের সব অফিস ঘুরা হয়ে গেছে। সে জানে কোন অফিসের কি অবস্থা।
শাহেদ বাচ্চাকে পড়াবে। স্কুলে নিয়ে যাবে। বউকে ঘরের কাজে সহায়তা করবে। চাকরি করলে তো বউকে সময় দেওয়ার সময়'ই পাওয়া যায় না। সেই সকালে বের হতে হয়। ফিরতে হয় রাতে। শুক্রবার ছুটির দিনেও অফিস কোনো না কোনো কাজ দিয়ে ব্যস্ত রাখে। আর তাদের কথা মতো কাজ না করলে অফিস থেকে বের করে দিবে। শাহেদের তো আরামের চাকরি না। সারাটা দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে লোকাল বাসে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। সে তো জমিদারের মতো- এসি রুমে বসে অফিস করে না। এক কথায় তার চাকরি কামলার চাকরি। আর এই চাকরি করতে গিয়েই সে বুঝেছে, ঢাকা শহরের সব মানূষ নষ্ট হয়ে গেছে, পচে গেছে। তার প্রমান পাওয়া যায়- রাস্তা ঘাটে, বাসে, অফিস আদালতে।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: কি খাবেন বলুন?
২| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:২৮
ব্লগার_প্রান্ত বলেছেন: লক্ষণ তো ভালো না, এই শাহেদ আমাদের বড্ড প্রিয় ও পরিচিত। তবে যদি চাকরি ছেড়ে দিলে বাসায় কোন সমস্যা না হয় তাহলে দোষ কি? ব্যবসা করলে মন্দ হয়না।
তবে গুরুজন বলেন, ভাবিয়া করিয়ো কাজ, করিয়া ভাবিয়ো না।
যাহোক, শাহেদের জন্য শুভকামনা
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩১
রাজীব নুর বলেছেন: সহজ সরল মানুষ এই দেশে ব্যবসা করতে পারবে না। বহুত হারামি হতে হবে ব্যবসা করতে হলে।
৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন: চাকুরীটা ছেড়ে দিন ।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩০
স্ব বর্ন বলেছেন: বাংলার ইতিহাসে যেমন চাঁদ সওদাগরও ছিলেন তেমনি বিদ্যাসাগর ও ছিলেন।ভালো লাগল লেখাটা পড়ে।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৩
রসায়ন বলেছেন: যাই বলেন না কেন ভাই , কাজ ছাড়া জীবন খুবই বোরিং। মুভি বা ঘুরে বেড়ানো রেগুলার করলে বোরিং লাগবে এগুলো । আমার ক্ষেত্রেই ধরেন !
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: না বোরিং লাগবে না।
বই আছে, মুভি আছে। বউ আছে, বাচ্চা আছে। থাকা খাওয়ার নিশ্চিত ব্যবস্থা আছে।
৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৫
আকতার আর হোসাইন বলেছেন: হুমায়ুন আহমেদ এর একটা গল্পের মতো হয়েছে যেন এই লেখাটা। শাহেদ চরিত্রটাও ছিল।
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: মাই গড কি বলেন !!!
৭| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৪৮
পবন সরকার বলেছেন: লেখাটা খুব ভালো লাগল। ধন্যবাদ
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৮| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৫৬
কাইকর বলেছেন: খুব ভাল লিখেছেন।
২৫ শে মে, ২০১৮ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: কাইকর মানে কি?
২৫ শে মে, ২০১৮ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: কাইকর মানে কি?
৯| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:০২
পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি ছোট ভাই ভাল আছো। আচ্ছা স্বাধীনচেতা শাহেদ চাকরি ছেড়ে দিল, মানলাম । কিন্তু সাম্প্রতিককালে দেখছি লেখকের টেম্পোটা চলে যাচ্ছে। আমি শ্রদ্ধেয় সুনীল গাঙ্গুলীর মধ্যে এরকম প্রচুর গালি দেখেছি। এখন আবার প্রিয় ছোট ভায়ের মধ্যেও এমন টেম্পো দেখছি। মন্দ নয়। সার্বিকভাবে বেশ ভালো লাগলো ।
শুভ কামনা রইল।
২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: চার পাশের পরিবেশ দেখে, নিজের অজান্তেই মুখে গালি এসে পড়ে দাদা।
১০| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:৩০
অনুতপ্ত হৃদয় বলেছেন: শাহেদ খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে ………পাশের মানুষ গুলো সহজ সরল পেয়ে খাটিয়েছে, একথা দুর্বলের প্রতি অত্যাচার।
সে বাকি টা জীবন, জীবনকে তেজপাতা না করে সুখি থাকতে চায়।
তবে বলি কি হেরে যাবার নাম জীবন নয়।
হেরে যাওয়াটা জীবনের একটি অংশ মাত্র। যে হারতে পারে, সে জিততেও জানে।
হেরে গিয়ে জীবনকে স্থবির করে দেওয়ার কোন মানে নেই, বরং জয় লাভ করে প্রশান্তির হাসি দেওয়ার নামই "জীবন"।
সেই প্রচেষ্টা থাকার দরকার ছিলো শাহেদের।
২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর বলেছেন।
১১| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:৪৩
কাওসার চৌধুরী বলেছেন: "সহজ সরল মানুষ এই দেশে ব্যবসা করতে পারবে না। বহুত হারামি হতে হবে ব্যবসা করতে হলে।"....... রাজীব ভাই অতি হক কথা।
২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| ২৫ শে মে, ২০১৮ রাত ১:৪৮
চাঁদগাজী বলেছেন:
এত তরুণ বয়সে বাংগালীরা অবসরে চলে গেলে, রিয়েলষ্টেটের আয়ে চললে, কয়েক কোটি বয়স্কদের পেনশন, এককালীন পে, বৃদ্ধ-ভাতা কোথা থেকে আসবে?
২৫ শে মে, ২০১৮ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: সরকারের কাছে অনেক মজুত আছে।
১৩| ২৫ শে মে, ২০১৮ ভোর ৪:০১
জাহিদ অনিক বলেছেন:
ঢাকা আমার প্রাণের ঢাকা
২৫ শে মে, ২০১৮ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: এই কথা আর বইলেন না। ঢাকা পচে গেছে, নষ্ট হয়ে গেছে।
১৪| ২৫ শে মে, ২০১৮ দুপুর ২:০২
ব্লগার_প্রান্ত বলেছেন: my way movie link
২৫ শে মে, ২০১৮ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
১৫| ২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৩৯
নীহার দত্ত বলেছেন: শাহেদের মত মাঝেমাঝে হতে ইচ্ছে করে- নির্ভেজাল নির্লোভ নির্লিপ্ততা ছোট একটা পরিপাটি লাইফ
২৫ শে মে, ২০১৮ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: চেষ্টা করে দেখুন। অসম্ভব কিছু না।
১৬| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:৫৩
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই মাফ করবেন, বাইশে শ্রাবণ পাইনি।
কিছু দিন আগে Beasts of no nation মুভিটি দেখে কয়েকবার কেঁদেছি। লিংক দেই, তবে মন খারাপ করার ছবি।
Beasts of no nation
ফুল HD
২৫ শে মে, ২০১৮ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: ঠিক আছে।
খুব খুশি হবো যদি ভালো ভালো মুভির লিংজ আমাকে দেন।
১৭| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
কাম-কাজ বাদদিয়া অলস মস্তিষ্ক শয়তানের কারখানা হবে।
তখন মেজাজ খিটখিটে হয়ে যাবে, অকারণ বিবাদে লিপ্ত হবেন ফ্যাটের প্রতিবেশীদের সাথে।
এখানে ময়লা জমাইল কে
শিরির চিপায় এতক্ষন মোবাইলে কি কথা?
দরজার বাইরে স্যান্ডেল কেন
এই ফ্ল্যাটের মহিলা প্রতিদিন রাত ১২টায় ফিরে কেন।
মিটিং ডাক, ক্যাচিগেইট বানাইতে হবে। ১১ পর তালা।
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: না শাহেদ এরকম করবে না।
সে তার সংসার নিয়ে ব্যস্ত থাকবে।
তার প্রিয় লেখকের বই পড়বে, মুভি দেখবে। বাচ্চা কে পড়াতে বসাবে। তার এত সময় কই?
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:২৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ওকে আবারো প্রথম মন্তব্য।