নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গতকাল সুরভিকে নিয়ে ইফতারী করতে বুমারসে গিয়েছিলাম। প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই । যাই হোক, আমাদের টেবিলে এক পিচ্চিকে বসিয়ে পিচ্চির মা গিয়েছে ইফতারী আনতে। পিচ্চির মা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছেন- পিচ্চিকে দেখে শুনে রাখতে। বাচ্চাটা খুবই কিউ। খুব মায়া কাড়া চেহারা। ইফতারী আনতে যাওয়া মানে যুদ্ধে যাওয়া এমন অবস্থা। সেখানে প্রচন্ড ভিড়। যাই হোক, ভদ্রমহিলা ইফতারী আনতে সক্ষম হয়েছেন।
মহিলা ফিরে এসে আমাদের ধন্যবাদ জানালেন। আযান দিতে এখন পনের মিনিট বাকি। মহিলা হঠাত বললেন, আমার একটা ওষুধ কিনতে হবে। ওষুধ খেয়েই ইফতারী খেতে হবে। আমি যাবো আর আসবো। আপনারা মেয়েটাকে দেখে রাখুন। মহিলা ছুটে চলে গেলেন। বাচ্চাটা এসে আমার পাশে বসলো। আমি বললাম, তোমার নাম কি? বাচ্চা বলল- রাইবা। আযান দিয়ে দিল। রাইবার মা ফিরে এলো না। রাইবার মা'র কিনে আনা একগাধা ইফতারী টেবিলেই পরে থাকলো।
আমরা রাইবাকে নিয়ে ইফতারী শেষ করলাম। সুরভি রাইবাকে নিজের হাতে খাইয়ে দিল। আমি রাইবাকে বললাম, তুমি ভয় পেও না, মন খারাপ করো না। কিছুক্ষনের মধ্যেই তোমার মা চলে আসবেন। আর যদি না-ও আসে, তাহলে তোমার কোনো সমস্যা নাই। আমি তোমাকে নিয়ে যাবো আমার বাসায়। আমি দুষ্টলোক নই। রাইবা'র কাছ থেকে জানলাম- তার বাবা মালোশিয়া থাকে। বাসা খিলগা। রাইবার আর কোনো ভাই বোন নেই।
পুরো বুমারস খালি হয়ে গেল। রাইবা'র মা আর ফিরে এলেন না। আমি আর সুরভি এক ঘন্টা বসে থাকলাম। আমি মন স্থির করে ফেললাম- রাইবাকে আমার বাসায় নিয়ে যাবো। তবে পুরো ঘটনা পুলিশকে জানিয়ে রাখবো। রাইবা মন খারাপ করে গেটের দিকে তাকিয়ে আছে। বুঝাই যাচ্ছে মাকে দেখা গেলে রাইবা ছুটে দৌড় দিবে মার দিকে।
রাইবাকে নিয়ে বুমারস থেকে নিচে নামলাম। কি করবো(?) বুঝতে পারছি না। বাসায় নিয়ে যাবো, না আরও কিছু সময় অপেক্ষা করবো। ঠিক এই সময় দেখি রাইবা'র মা কাঁদতে কাঁদতে ছুটে আসছেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরে কি কান্না! জানতে পারলাম, ওষুধ কিনতে ফার্মেসী গিয়ে হঠাত অজ্ঞান হয়ে যান। কয়েকজন ধরাধরি করে ফার্মেসীতেই শুইয়ে রাখেন। মাথায় পানি দেন। জ্ঞান ফিরলেও, শারীরিক দুর্বলতার কারনে উঠতে পারছিলেন না।
মেয়েকে মা'র কোলে ফিরিয়ে দিলাম। ভদ্রমহিলা সুরভিকে জড়িয়ে ধরে কি কান্না! আমাদের তার বাসার ঠিকানা দিলেন। এবং জোর করে আমাদের কাছ থেকে কথা নিলেন- একদিন আমরা যাবো। যেতেই হবে। তাদের রিকশা করে দিলাম। রাইবা তার চোখের পানি মুছতে মুছতে আমাদের টা টা দিলো। রাইবার মা-ও চোখের পানি মুছতে মুছতে আমাদের টাটা দিলেন। আমরাও রাইবা ও তার মা উদ্দ্যেশে হাত নাড়লাম।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
২| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:০৫
শিমুল_মাহমুদ বলেছেন: অনেক সুন্দর একটি ঘটনা বর্ণনা জন্য ধন্যবাদ রাজীব ভাইয়া। মেয়েটির সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে স্যালুট
আমি নতুন আপনাকে আমার ব্লগে নিমন্ত্রণ।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:০৯
কথার ফুলঝুরি! বলেছেন: আলহামদুলিল্লাহ! যে রাইবার মা ফিরে এসেছিল।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:১২
লাবণ্য ২ বলেছেন: সুন্দর পোস্ট ভালো লাগলো।আমার ব্লগে ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৫| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাইবার মা ভদ্রমহিলা কি বাসায় ইফতার করতে পারে না? রমজান নিয়ে ফ্যাশন করা ভালো না। ছোট্ট বাচ্চাকে রেস্টুরেন্টে রেখে বাইরের আরেক দোকানে যে যেতে পারে তার কান্ডজ্ঞান কম।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: শপিং করতে বের হয়েছিলেন।
দেরী হওয়াতে মনে হয় বাসায় আর যাননি।
৬| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:২৪
অচেনা হৃদি বলেছেন: যাক বাবা, মেয়েটা মাকে ফিরে পেলো ।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: সব আল্লাহর ইচ্ছা।
৭| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:২৭
অনুতপ্ত হৃদয় বলেছেন: রাইবা এখন কোথায় যাবে শিরনামে খটকা লেগেছিলো, মনে হয় যাওয়ার জায়গা নেই রাইবার।
যাক ভালো হয়েছে পড়ে ত গেছে রাইবা মায়ের কাছে,
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আল্লাহ কে।
৮| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭
একদম_ঠোঁটকাটা বলেছেন: রাইবার ভাগ্য ভালো যে আপনার মত একজন ভালো লোকের পাল্লায় পরেছিল। নাহলে কি ওর ভবিষ্যৎ কি হত তাভেবেই শিউরে উঠছি ।
জনপ্রিয় একনায়ক থমাস শঙ্কর (১৯৪৯ -১৯৮৭ )
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
৯| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮
দিলের্ আড্ডা বলেছেন: শেষ পরযন্ত শিশুটি মায়ের কোলে ফিরে গেছে ।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১০| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:১১
ভুয়া মফিজ বলেছেন: আপনি কি পণ করেছেন যে, প্রত্যেকটা পোষ্টেই ''ছবি, শিরোনাম, বিষয়বস্তু'' এই তিনটার মধ্যে কোথাও না কোথাও কোন ভজঘট করবেন? এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত?
যাই হোক, হৃদয়বানের পরিচয় দিয়েছেন দেখে ভালো লাগলো।
আর উত্তরে রোবটর মতো শুধু "ধন্যবাদ" না দিয়ে ২/৪ টা কথাও বইলেন!!
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: মফিজ ভাই কেমন আছেন?
রোজা কি রাখছেন?
দেখেছেন আজ কি প্রচন্ড রোদ উঠেছে!
১১| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২
কাওসার চৌধুরী বলেছেন: পড়তে পড়তে রাইবার মায়ের উপরে রাগ হচ্ছিল। কিন্ত শেষ দিক এসে মহিলার জন্য মায়া হলো। যাক শেষ পর্যন্ত মা মেয়ের মিলন হয়েছে। জয় হোক মানবতার।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
১২| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:৫১
জুন বলেছেন: অনেক বাবা মাকে দেখি এত দায়িত্বজ্ঞ্যানহীন বিশেষ করে ঈদ উপলক্ষে শপিং মলে আর বানিজ্য মেলায় । ৫০ টাকার প্লাস্টিকের একটি জিনিস অথবা এই টাইপেরই কিছু কিনতে গিয়ে বাচ্চাদের হাত ছেড়ে দিয়ে দরদাম করতে বেহুশ । কারো কোলে একেবারেই কচি শিশু সারাদিনের ঘুর ঘুরে ক্লান্ত বিপর্যস্ত হয়ে মায়ের কোলে নেতিয়ে পরেছে তাও হুশ নাই। বিবেকহীন এমন বাবা মা দেখলেও অবাক এর সাথে রাগ ও হয়।
আর বাইরে ইফতার সেহেরী খাওয়া মনে হয় ইদানীং একটা ফ্যশনে পরিনত হয়েছে। ধর্মীয় ব্যপারটা কোন বিষয় না মনে হয়।
আধুনিক ছেলেপুলেদের কাছে একটা হ্যাংআউট আরকি ।
আপনার দায়িত্বজ্ঞ্যান দেখে ভালোলাগলো।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
মা বাবা আরও সচেতন হোক।
১৩| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১:৩৯
তারেক_মাহমুদ বলেছেন: রাইবা জন্য শুভকামনা, আপনার জন্য ভালবাসা রাজীব ভাই।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: কেমন আছেন?
১৪| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১:৫৪
কাইকর বলেছেন: সুন্দর লিখেছেন।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: তাই নাকি?
১৫| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: কি?
ছবি?
লেখা?
১৬| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:২৭
আরাফআহনাফ বলেছেন: শিরোনাম দেখে মনে ভয় কাজ করছিলো, দম বন্ধ লাগছিলো।
যাক, অবশেষে রাইদা মাকে ফিরে পেলো।
আপনাদের সহযোগিতা ধন্যবাদার্হ।
ভালো থাকুন।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: এটা আমার দায়িত্ব।
১৭| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৩৬
বিজন রয় বলেছেন: নামের কাজ করেছেন।
২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: আমার জায়গায় আপনি থাকলেও এমনটাই করতেন।
১৮| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:৩০
মৌরি হক দোলা বলেছেন: এরকমই......জীবনের ছোট ছোট ঘটনাগুলোকে লিখলেই সেটাকে গল্প মনে হয়!
২৭ শে মে, ২০১৮ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: সে জন্যই বলে জীবনের গল্প।
১৯| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:০৭
নুরউদ্দিন আহমেদ শ্যামল বলেছেন: ভাইয়া ঘটনাটির শুরুটা ভালো লেগেছে, মাঝখানে খারাপ লেগেছে আবার শেষটাও ভালও হয়েছে তবে শেষে যদি গল্পের আকাংখ্যা থাকতো তবে স্বার্থক ছুট গপ্ল হয়ে যেতো।
২৭ শে মে, ২০১৮ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: ঘটে যাপ্যা ঘটনা গুলোকেই তো আমরা গল্প বলি।
২০| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মধুরেণসমাপয়েৎ
খুব টেনশনে ছিলাম,
সুন্দর যবনিকার জন্য
সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি
২৭ শে মে, ২০১৮ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নূর ভাই।
২১| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৫
বৃষ্টি বিন্দু বলেছেন: ঘটনা যখন পড়ছিলাম কতো কিছু মনে আসছিলো। কিন্তু মেয়েটা অবশেষে মায়ের কাছে এর চেয়ে শান্তির আর কিছু নাই। আপনি যে এতো বড় সাপোর্ট দিলেন তার জন্য মহান রব আপনাকে উওত্তম প্রতিদান দিন, আমিন।
২৭ শে মে, ২০১৮ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধনবাদ।
২২| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:২৭
সনেট কবি বলেছেন: এটা কি গল্প না সত্য ঘটনা?
২৭ শে মে, ২০১৮ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী গল্প না। বাস্তব।
২৩| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০
ব্লগার_প্রান্ত বলেছেন: ছবিরবাবুটিকে চেনা চেনা লাগে।
২৭ শে মে, ২০১৮ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: সব বাবুই দেখতে প্রাউ একরকম।
২৭ শে মে, ২০১৮ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: সব বাবুই প্রায় একরকম।
২৪| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: একদিন বাইরে ইফতার করতে গেলেন আর কত ঘটনা ঘটে গেল!
যা হোক, আপনি আর সুরভি ভাল মানুষ। আমি কখনও দায়িত্ব নেই না। জীবনের নানা দায়িত্বে আমি এমনিতেই খুব ক্লান্ত। বাংলাদেশে যারা রয়েছেন তারা বড় সুখী মানুষ।
২৭ শে মে, ২০১৮ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে যারা আছে তারা বড় দুঃখী মানূষ।
২৫| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
আদম বেপারী সরকারের জন্য 'রেমিট্যান্স' ও পরিবারের জন্য আয় করতে গিয়ে ৩ কোটীর কাছাকাছি পুরুষ দেশে স্ত্রীর হাতে পরিবার রেখে বিদেশে গিয়েছে; এদের শতকরা ৬০ ভাগ পরিনার কোন না কোনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শতে ২০ জনের ব্উ অন্যদের সাথে চলে গেছে, ছেলেমেয়ে ভালোভাবে পড়ালেখা করেনি, শতকরা ৬০ ভাগের ছেলেরা বাবার মত বিদেশে গেছে।
২৭ শে মে, ২০১৮ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: বউ যাক, ছেলে মেয়ের লেখা পড়া না হোক, কিন্তু তিনবেলা পেট ভরে খেতে তো পেয়েছে।
২৬| ২৭ শে মে, ২০১৮ রাত ৮:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদগাজী স্যারের বক্তব্যের সাথে আমি এক মত। কষ্ট করে দেশে টাকা পাঠায় আর বিবি সাহেবারা ইফতার ফ্যাশন করে বেড়ান। দেশের শ্রমিকদেরকে দেশেই কাজ করতে দেয়া হোক। তাদের পারিবারিক জীবন হোক। এটা তাদের অধিকার।
২৭ শে মে, ২০১৮ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: ভাই রে কেউ শখ করে বিদেশ যায় না। দেয়ালে পিঠ ঠেকে গেলেই যায়।
পদ্মা নদীর মাঝি পড়েছেন না?
ময়না দ্বীপে কেউ যেতে চায়? কিন্তু শেষ মেষ কুবের নিজেই যায়।
২৭| ২৭ শে মে, ২০১৮ রাত ৮:৫৮
বিষাদ সময় বলেছেন: আপনি এমন এমন শিরোনাম দেন যে আঁতকে উঠতে হয়!!! যাহোক রাইবার জন্য শুভকামনা।
২৭ শে মে, ২০১৮ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: দুঃখিত।
২৮| ২৭ শে মে, ২০১৮ রাত ৯:০৪
জুন বলেছেন: আরেকটি কথা লিখতে ভুলে গেছি সেটা হলো বর্তমান পরিস্থিতিতে যেখানে বাচ্চারা আপন আত্মীয় দ্বারা অপহৃত হচ্ছে । টাকার জন্য তাদের হত্যা করছে চাচা মামারা সেখানে আপনাদের মত অপরিচিত কারো কাছে সে তার বাচ্চাকে রেখে গেলো কোন ভরসায় ? রেস্টুরেন্টে যখন খেতে গেছে তখন বোঝা যায় মহিলা দুনিয়াদারীর কিছু খবর হলেও রাখে । মহিলাকে আমার সুবিধার মনে হলো না। আপনারাও ভবিষ্যতে সাবধান থাকবেন । কারন কখন তার বাচ্চা অপহরন করেছেন বলে আপনাদের নিয়ে টানাটানি করেনি এটাই ভাগ্য লাজীব নুর । আপনার লেখাটির বিষয়বস্ত আমি ভুলতে পারছি না। তাই আবার আসলাম খেলা দেখার ফাকে।
২৭ শে মে, ২০১৮ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: আরে না। সব মানুষ তো আর খারাপ না।
আমরা কেন ধরেই নিই সব মানূষই খারাপ?
২৯| ২৮ শে মে, ২০১৮ রাত ১২:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেই ঘটনা রহস্যময়। জুন-এর মন্তব্যে সহমত। এখনকার অভিভাবকরা অনেক সচেতন কন্যা শিশুর ব্যপারে। সেখানে অচেনা এক পরিবারের কাছে ২ বার এভাবে একা রেখে যাওয়া ব্যতিক্রম। আবার মহিলা হয়তো আসলে সরল মনের। কিন্তু বর্তমানে ঢাকায় বাচ্চা নিয়ে একা বাজার বা কোথাও যাওয়া অনেক সমস্যা। বিশেষ করে শিশুদের নিয়ন্ত্রণ রাখাটা একটু কঠিন। আমার স্ত্রীও একা বাচ্চা নিয়ে বাজার করতে হয়, বাইরে যেতে হয়। আমি বুঝি কতটা কঠিন জীবন ঢাকার...
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: যাই হোক, বাবা মা'রাআরও সর্তক হোক।
৩০| ২৮ শে মে, ২০১৮ রাত ১:০০
হুমায়রা হারুন বলেছেন: আপনি মানুষ নাকি ফেরেশতা, বলেন তো?
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: আমি অতি সামান্য ক্ষুদ্র একজন মানুষ।
৩১| ২৮ শে মে, ২০১৮ সকাল ৭:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! খুব ভালো লাগলো। দারুণ একটা সামাজিক বার্তা দিলে ছোট ভাই। সত্যিইতো আমরা সবাই নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকি যে পাশের মানুষটির সামান্য খোঁজ নেবার প্রয়োজন বোধকরি না, বা নিই না। ছোট্ট ফুটফুটে রাইবা যে শেষ পর্যন্ত মায়ের কোলে ফিরতে পারলো, ততক্ষণ সময় দিয়ে লেখক যে সামাজিক বার্তা দিলেন, তার প্রতি রইল অন্তরের কুর্নিশ ।
অনেক অনেক শুভ কামনা প্রিয় ছোট ভাইকে।
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শুকরিয়া। ভালো থাকুন।
৩২| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাদের দায়িত্ববোধ দারুণ।
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: আমার জাগায় আপনি থাকলেও এমনটাই করতেন।
৩৩| ২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৫২
ধ্রুবক আলো বলেছেন: আপনার দায়িত্বজ্ঞান দেখে ভালোলাগলো।
মা বাবার আরও সচেতন হওয়া উচিত।
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: এত দিন কোথায় ছিলেন।
৩৪| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:০৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সাবাস!
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩৫| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:০৩
অদৃশ্য বালক বলেছেন: জেনে ভালো লাগলো অনেক ভালো কাজ করেছেন দু'জন মিলে।
এইবার আসি অন্য বিষয়ে ঐ দিন পোষ্ট দিলেন টাকা আছে টাকা নাই। বাইরে ইফতারি করতে গিয়ে নাস্তানাবুদ হলেন, আজ আবার গেছেন!!! আপনি তো লোক সুবিধার না... ...
ওহ্ আরেকটা বিষয় গতকাল টিভি নিউজে দেখলাম, বাসি-পঁচা খাবার, আর রান্না ঘরের অপরিচ্ছন্ন পরিবেশের কারনে বুমারসকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। আপানর জন্য মায়া লাগছে কি সব বাসি পঁচা খাবার টাকা দিয়ে খেয়ে এলেন!!!
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৩৬| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২০
সামিয়া বলেছেন: রাইবার জন্য টেনশন হচ্ছিলো।
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: তারমানে আপনি একজন ভালো মানুষ,।
৩৭| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: খুবই চমৎকার ও নিপুন লেখা, তা না হলে কেউ পড়বে, এক টানে পড়ে ফেলেছি, সুধুই নাম করনের কারনে। ভাল থাকুন, আরও লেখা চাই।
৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৬
রাজীব নুর বলেছেন: সব সময় আপনাকে পাই না কেন?
আমি চাই সব সময় আপনি আশে পাশেই থাকুন।
৩৮| ০৫ ই জুন, ২০১৮ রাত ১২:২৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: শিরোনাম দেখে ভাবলাম ওর মা আর ফেরেনি, কারণ এদেশে এটা অহরহ ঘটে যাক ফিরেছে খুশি হলাম
০৫ ই জুন, ২০১৮ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
না ফিরলেও সমস্যা ছিলনা। মেয়েটাকে আমার বাসায় নিয়ে আসতাম। এক আকাশ ভালোবাসা দিয়ে মেয়েকে বড় করতাম।
৩৯| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনি এক আকাশ ভালোবাসা দিলেও ওর মা ওকে এক মহাকাশ ভালোবাসা দেয়। দুধের স্বাধ কি আর ঘোলে মিটে?
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:০২
নাজিম সৌরভ বলেছেন: রাইবা কোথায় যাবে মানে ? রাইবা তো ঘরেই ফিরে গেছে । ভালো লাগলো, শিরোনাম দেখে মনে করেছিলাম রাইবার মা আর ফেরেনি ! এদেশে তো এই যুগে মানুষ সহজেই হারিয়ে যায় !