নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৫০

২৭ শে মে, ২০১৮ রাত ৯:৪১



১। প্লেট থেকে চানাচুর খেতে গেলে দেখবেন সবাই বেছে বেছে আগে বাদাম খাওয়া শুরু করে। এটা একটা সহজাত প্রবৃত্তি। আপনি আমি সবাই একই___বেছে বেছে বাদাম খাওয়া শুরু করি!

২। বই আর বউ একবার চলে গেলে আর ফিরে আসে না।
অধিকাংশ লোকই ঝরাপাতার মতো হাওয়ায় উড়ে যায়, ভেসে বেড়ায় কিছুক্ষণ, তারপর মাটিতে মুখ থুবড়ে পড়ে। অল্প কয়েকজন আছেন যাঁরা আকাশের নক্ষত্রের মতো নির্দিষ্ট কক্ষপথে চলেন।
আমার ধারনা ব্লগাররা বই কম পড়ে। একজন ব্লগারকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, হুম আসলেই ব্লগাররা বই কম পড়েন। তাদের এত সময় কই?" যতটূকু সময় পায় ব্লগ লিখে আর মন্তব্য করে। তাদের বই পড়ার সময় নাই।

৩। সবুজ রঙটি অনেক বেশি সহনশক্তি এবং আশার অর্থ বহন করে থাকে। যারা সবুজ রঙটি পছন্দ করেন তারা অনেক বেশি সাধারণ জীবন যাপনে আগ্রহী থাকেন। তারা সবার কথা চিন্তা করতে পছন্দ করেন। তারা অনেক ধৈর্যশীল এবং দায়িত্বপরায়ণ হয়ে থাকেন। সমস্যা হলো তারা অনেক বেশি আদর্শ থাকেন ফলে মাঝে মাঝে নিজের নীতিতে এতো বেশি অটল থাকেন যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

৪। আমি মুগ্ধ হই, অবাক হই। মানুষের হাজারো সীমাবদ্ধতার মাঝেও তার সৃষ্টিশীলতার বিশালত্ব আমাকে অবাক করে, বিস্মিত করে, আশাবাদী করে। তাই চারপাশের হাজারো খারাপ লাগা অনুভূতির মধ্যেও অসাধারণ ভালো লাগার কিছু অনুভূতি আমাকে প্রবলভাবে আবার জীবনে ফিরিয়ে আনে।

৫। ঢাকা শহরে রাস্তার পাশে সর্বরোগের ঔষুধ পাওয়া যায়! দশ টাকার বিনিময়ে ক্যান্সার থেকে বাত সব নিমিষেই সমাধান। আর যৌন রোগ নিয়ে তো কথাই নেই। চারপাশে ঘিরে থাকা আগ্রহী জনতা ওষুধ বিক্রেতার কথা খুব মন দিয়ে শুনছে। ওষুধ কিনছে।
আমি এক আকাশ আগ্রহ নিয়ে ওষুধ বিক্রেতার কথা শুনি। মুগ্ধ হই ! আশ্চর্য হই!

৬। ভালো কিছুর অনুকরণ করাটা- মন্দ কাজ নয়। যেমন আমি হুমায়ূন আহমেদকে অনুকরন বা নকল করতে চেষ্টা করি। এটা কিছুতেই খারাপ কাজ হতে পারে না। খারাপ কাজ হলো সেটা- ধরুন কিছু ছেলে মেয়ে মদ খাজা বা ইয়াবা খাচ্ছে- এখন আমি যদি তাদের অনুকরণ করে মদ খাজা বা ইয়াবা খাই সেটা অবশ্যই খারাপ। সেটা আমার জন্যও খারাপ, আমার পরিবারের জন্যও খারাপ, দেশের জন্যও খারাপ। মানুষকে ভালো বাসুন। ক্ষমা করতে শিখুন। ত্যাগ কতে শিখুন। তাহলে আপনি সুখী মানুষ হতে পারবেন।

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:০৩

সৈয়দ ইসলাম বলেছেন: রাজীব নুর ভাই,
ভালবাসা নিবেন। ব্লগাররা বেশি বই পড়ে না এটা মানার মত কোন কথা না। আপনি নিজেও দেখেছেন বইমেলার সময় ব্লগে বইয়ের আরেক মেলা বসে। তাছাড়া, ব্লগে পাঠকের পরিমাণ দেখেই বুঝা যায় ব্লগারদের লেখা কী পরিমাণে গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য লেখক হতে হলে একজন লেখককে বিপুল পরিমাণে বই পড়তে হয়; সেটা আপনিও জানেন। সুতরাং আমাদের গ্রহণযোগ্য লেখক ব্লগাররা অবশ্যই উচ্চমাত্রার পাঠক।

২৭ শে মে, ২০১৮ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: কোনো তর্ক না করে আমি আপনার কথা মনে ও মেনে নিলাম।

২৭ শে মে, ২০১৮ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: কোনো তর্ক না করে আমি আপনার কথা মনে ও মেনে নিলাম।

২| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:১১

শামচুল হক বলেছেন: যারা বই পড়ে তারা ব্লগার হয়েও বই পড়ে।

২৭ শে মে, ২০১৮ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: সহমত।

৩| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ সু-চিকিৎসা পাচ্ছেনা তাই ফুটপাতের লাইন ধরে।

২৭ শে মে, ২০১৮ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: তাই তো নির্বাচনী প্রচারে নামতে চিকিৎসকদের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর।


৪| ২৭ শে মে, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


বই তো দুরের কথা, চোখের সমস্যার কারণে আজকাল আমি দরকারী কাগজও পড়ে দেখছি না; সেদিন না দেখেই এক ভিক্ষুককে টাকা দিলাম।

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: আহারে---
তাহলে আপনার ব্লগ পড়তে এবং লিখতে প্রচন্ড বেগ পেতে হয়।

এটা কি বয়সজনিত সমস্যা?

৫| ২৭ শে মে, ২০১৮ রাত ১১:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইদানিং আপনি দায়সারা প্রতিউত্তর করছেন!!:(

@"১। প্লেট থেকে চানাচুর খেতে গেলে দেখবেন সবাই বেছে বেছে আগে বাদাম খাওয়া শুরু করে।"

আমি বাদাম খাই না!X(

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: না না। কই? মন দিয়েই মন্তব্যের উত্তর দেই।
বাদাম খান না কেন? বাদামের শরবত একদিন খেয়ে দেখেন। মন ভরে যাবে।

৬| ২৮ শে মে, ২০১৮ রাত ১২:৪৩

কিশোর মাইনু বলেছেন: ১বাদাম খুব একটা পছন্দ করিনা আমি।চানাচুর খেতে গেলে বাদামগুলো আলাদা করে আরেকজনকে দিয়ে তারপর খেতে শুরু করি। :#)
২বই না পড়েই আমি থাকতে পারিনা।আমার বাবা-মায়ের কাছে আমার জন্য সবচেয়ে বড় নেশা হল বইয়ের নেশা।হাইস্কুল পর্যন্ত প্রতি জন্মদিনে আমাকে কম করে হলে ২৫/৩০টা বই কিনে দিতে হত। B:-/ :-B
এবং আমি চেস্টা করছি একজন ব্লগার হয়ে উটার।
So,আমি আপনার এই দুটো পয়েন্টের ঘোর বিরোধিতা করছি। X((

btw,পোস্টটি ভাল ছিল ভাইয়া। :)

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৭| ২৮ শে মে, ২০১৮ রাত ৩:২৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বই পাবে কোথায়?বই এর তো অগ্নিমূল্য।২১ শে বই মেলা আর বিশ্ব সাহিত্য কেন্দ্র একমাত্র ভরসা।

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: দেশের অবস্থা দেখুন-
সাইনবোর্ড লাগিয়ে, সামিয়ানা টানিয়ে মাদক বিরোধী অভিযান !!!!!

৮| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৪৬

একদম_ঠোঁটকাটা বলেছেন: বাদাম খেলে গ্যাস হয় :P

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: ও--
জানতাম না।

৯| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বই আমার প্রিয় জি‌নিস। আ‌মি বই জি‌নিস। বি‌দে‌শে আ‌ছি ব‌লে সংগ্রহ কর‌তে পা‌রিনা। তাই ব‌লে পড়া বাদ দিই‌নি। প্রচুর পি‌ডিএফ বই প‌ড়ি। আমার প্রচুর টাকা থাক‌লে অ‌নেক বই কিনতাম। শিশু‌দের‌কে বই গিফট করতাম। পৃ‌থিবী‌তে শিশুরা সব চে‌য়ে নিষ্পাপ। তা‌দের খুশী দেখ‌তে আমার ভা‌লো লা‌গে। তারা যখন হা‌সে আমার মন ভ‌রে যায়। প্র‌তি দিন সকা‌লে আমার দু‌টি শিশু এক‌টি আমার মাম‌ণি আ‌রেক‌টি আমার বাবা যখন স্কু‌লে যায় আ‌মি তা‌দের‌কে ভাত খাই‌য়ে দিই। এই সময়টি‌তে দুজন খুব আগ্রহ নি‌য়ে খায়। সারা দি‌নে আর খে‌তে চায় না।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১০| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:০৮

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আপনি আগে আমাকে বলেন টুকরো টুকরো সাদা মিথ্যা বই রকমারিতে কেন নেই, আমি কিনতে চাই।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: কেন নেই জানি না।
অনুপ্রানন প্রকাশনি থেকে বইটি বের হয়েছে।

১১| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার কতটা বই প্রকাশ হয়েছে?

২৮ শে মে, ২০১৮ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: দুইটা।
১। বিল্পহীন রবীন্দ্রনাথ- রোদেলা প্রকাশনী।
২। টুকরো টুকরো সাদা মিথ্যা- অনুপ্রানন প্রকাশনী
এছাড়া ছন্নছাড়াভাবে বেশ কয়েকটা অনলাইন আর লিটল ম্যাগাজিনে কবিতা ও গল্প।

১২| ২৯ শে মে, ২০১৮ ভোর ৪:৪৩

জাহিদ অনিক বলেছেন:
ব্লগারদের বেশী বেশী বই পড়া উচিত।
আপনার প্রিয় কবি কে ?

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: আমার প্রিয় কবি একজন না।
রবীন্দ্রনাথও ভালো লাগে। আবার জীবনানন্দও ভালো লাগে। আবার জয় গো স্বামী বা সুনীলও ভালো লাগে।
এমন কি রবার্ট ফস্টও ভালো লাগে।

১৩| ২৯ শে মে, ২০১৮ ভোর ৪:৪৪

জাহিদ অনিক বলেছেন:

আপনার এই বইটা আছে ? এক কপি নেয়া যাবে ?

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: আমার কাছে তিন কপি আছে। আপনাকে এক কপি দিব। দিতে চাই।

১৪| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

জাহিদ অনিক বলেছেন:
অবশ্যই আমি এক কপি নিতে চাই রাজীব ভাই

২৯ শে মে, ২০১৮ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: আপনাকে আগ্রহ নিয়ে আমি এক কপি দিতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.