নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

লেখালেখির ভেতর একটা অকৃত্রিম সুখ আছে

২৯ শে মে, ২০১৮ রাত ৯:৩১



১। কয়েকদিন ধরে দাবদাহে জীবন অতিষ্ঠ। বাতাস এত আর্দ্র যে সামান্য পরিশ্রমে ঘেমে যাচ্ছি। ভয়াবহ অবস্থা।

২। কোনো মানুষই ভালো নেই, সুখে নেই। মানুষের দিকে তাকালেই আমি তা টের পাই। আমি কান পেতে শুনি তাদের বুকে কত দুঃখ, কত ঝড়, কত না পাওয়ার হাহাকার। আমি জানি, তাদের কত বিপদ-আপদ, নানান রকম যাতনা পোহাতে হয়, কারো অর্থ কষ্ট, কারো পুত্র কন্যাকে নিয়ে, কারোবা ভুল মানুষ অনুপ্রবেশ করায় সংসার ভেঙ্গে গেছে, চাকরির লাঞ্ছনা, জীবিকার গ্লানি, কাছের মানূষের কপটতা।
তাই, মানূষকে কখনো আমি দোষ দেই না। তার উপর মন খারাপ করি না। এই মানুষকে আমি কতবার আড়ালে দুহাতে মুখ ঢেকে কাঁদতে দেখেছি। কেউ যখন আমার দিকে চোখ তুলে তাকায়, আমি দেখি তার চোখে কত বর্ষা জমা হয়ে আছে।

৩। এক রাজার হটাত শখ হলো নিজের ছবি আঁকাবে। রাজ্যের সমস্ত চিত্রশিল্পীদের খবর দিয়ে আনানো হল। বলা হল যে সবচেয়ে সুন্দর এবং নিখুঁত ছবি আকবে তাকে পুরস্কৃত করা হবে। তবে যদি ছবি দেখতে সুন্দর না হয় তাহলে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড। কেউ রাজার ছবি আঁকতে রাজি হল না। কারন রাজার এক পা এবং এক চোখ ছিল না এবং তাকে দেখতে ভয়ঙ্কর লাগত! হটাত ভীরের মধ্য থেকে অল্প বয়সী এক ছেলে সামনে এসে দাঁড়ালো। সে রাজার ছবি আঁকতে চায়। ছবি আঁকা শেষ হল। রাজা ভীষণ খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন। সবাই খুব অবাক। এটা কিভাবে সম্ভব! দেখা গেলো ছেলেটি একেছে রাজা একটি কাটা গাছের গুঁড়ির উপর এক হাটু ভাজ করে এক চোখ বন্ধ করে হরিন শিকার করছে। ছবি টি দেখে বুঝাই যাচ্ছে না রাজা অন্ধ এবং খোঁড়া।
এটাই হচ্ছে দৃষ্টি ভঙ্গির তফাৎ। আপনি একটা নির্দিষ্ট বিষয় কে কিভাবে দেখছেন তার উপর অনেক কিছু নির্ভর করে।

৪। " ইসলামী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হইতেছে সুন্দর অর্থাৎ সংস্কৃতিবান মানুষ সৃষ্টি করা । আচারে, ব্যবহারে, শিক্ষায়, দীক্ষায় এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ব্যক্তি কলুষতা ও কুসংস্কার পরিহার করিয়া চলে সেই হইল সুন্দর মানুষ । "
- মাওলানা ভাসানী

৫। ২০৪ টি দেশ। ৬ বিলিয়ন মানুষ। তবু মানুষ মাঝে মাঝে একা হয়ে পড়ে... ।

৬। ব্লগে বেশ কিছু নতুন নতুন ছেলে মেয়ে এসেছে। তাদের মধ্যে এখনও অনেকে প্রথম পাতায় লেখার সুযোগ পায়নি। আমি তাদের সবার লেখা পড়েছি। তারা ভালো লিখেন। মন্তব্যও করেন বুদ্ধিমত্তার সাথে। তাদের নিয়ে আমি আশাবাদী। তারা বাংলা ব্লগকে অনেক দূর নিয়ে যাবে আমার বিশ্বাস। আমি মনে প্রানে চাই তাদের প্রথম পাতায় লেখার সুযোগ দেওয়া হোক। যদি তারা ব্লগের নিয়ম ভঙ্গ করে অথবা অযথা ঝামেলা সৃষ্টি করে তখন তাদের প্রথম পাতায় লেখার সুযোগ কেড়ে নেওয়া হবে। আমি জানি, তারা খারাপ কিছু করবে না। তাদের কাছ থেকে আমরা ভালো ভালো লেখা পাবো। তারা এযুগের অন্য ছেলে মেয়েদের মতোন ফেসবুক, আড্ডা, টিভি ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত না থেকে তারা ব্লগে আসছেন। তাদেরকে সাদরে গ্রহন করা উচিত আমাদের। লেখালেখির ভেতর একটা অকৃত্রিম সুখ আছে, তারা সেই সুখের সন্ধান খুঁজে পেতে চায়। তাদেরকে সেই সুযোগ অতি দ্রুত দেওয়া উচিত।

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সেই জন্যই তো বিনা পয়সায় লি‌খে যা‌চ্ছি।

২৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: লেখা অব্যহত রাখুন।

২| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


৪ নং: মওলানা করেছেন সমাজতান্ত্রিক রাজনীতি, বলেছেন ইসলামের কথা, মানুষের কথা। জামাত-শিবির করেছে ইসলামী রাজননীতি, চালায়েছে গণহত্যা

৫ নং: বিশ্বের জনসংখ্যা এখন সাড়ে ৭ বিলিয়ন থেকে বেশী; হ্যাঁ, অনেক মানুষ একাকিত্বে ভুগছেন।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: ৫ নং এ আমার ভুল শুধরে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

৪ নং এ সঠিক কথা বলেছেন।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: ৬ নং নিয়ে কিছু বলুন---

৩| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:৫৭

অর্থনীতিবিদ বলেছেন: টুকরো টুকরো কিছু ঘটনার চমৎকার সমাবেশ।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: একজন ব্লগার বললেন, আমার এরকম টূকরো টুকরো লেখা তার ভালো লাগে।
তাই আজ তার সম্মানে এই রকম পোষ্ট দিলাম।

৪| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:০৯

শিখণ্ডী বলেছেন: অন্ধ রাজার গল্পটা ভাববার মত। দৃষ্টিভঙ্গি জীবনকে পাল্টে দিতে পারে। কোথায় যেন পড়েছিলাম; এক লেখক কোনও এক শহরের বর্ণনায় নাম না জানা অসংখ্য ফুলের প্রশংসা করেছিলেন। এক সমালোচক তাকে মিথ্যা বর্ণনার দায়ে অভিযুক্ত করলে সত্যিই লেখক অসংখ্য ফুলের সামনে তাকে নিয়ে গেলেন। সেটা ছিল একটা নর্দমা। পাশে হাজার হাজার বুনো ফুল। যেখানে ঘৃণায় কেউ তাকায়নি;সেখানে শিল্পী খুঁজে পেলেন আনন্দ!

২৯ শে মে, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: গল্পটি বেশ ভালো লাগলো।

৫| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:০৯

কিশোর মাইনু বলেছেন: ২/কোন মানুষই সুখে নেই কথাটা আমি মানতে রাজিনা।কারণ সুখের সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম।কেউ দুবেলা খেতে পেয়েই নিজেকে সুখী মনে করে,কেউ বস্তায় বস্তায় খাবার খেয়েও নিজেকে সুখী ভাবতে পারেনা।কেউ বাবা-মার মুখে হাসি ফোটাতে পেরে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হিসেবে দাবি করে,আর কিছু অধম বাবা-মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে।
আমার মতে সুখের থেকে ও বেশী জরুরী শান্তি।
যে সুখে শান্তি নেই,সেই সুখের থেকে শান্তি এনে দেওয়া দুঃখকে উত্তম বলে মনে হয় আমার কাছে।
৩/মানুষের চিন্তাভাবনার বিষয়টি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া।আসলে দেখার দৃষ্টি লাগে।তাহলে তথাকথিত দুনিয়ার সবচেয়ে কুৎসিত জিনিসের মাঝে ও আপনি সৌন্দর্য খুজে পাবেন।
৬/নতুনদের পাশে দাড়িয়ে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।যদিও আমার পোস্ট প্রথম পাতায় স্থান পেতে দেখছি তবুও আমি নিজেকে নবীন ই মনে করি।

সর্বোপরি সুন্দরভাবে উপস্থাপিত সুন্দর পোস্টটির জন্য রাজীব ভাইকে ধন্যবাদ।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: সময় নিয়ে পোষ্ট পড়েছেন এবং মন দিয়ে মন্তব্য করায় অনেক ধন্যবাদ।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: ৬ নং এর উত্তর
প্রতিটা ব্লগারকে আমার আত্মার আত্মীয় বলে মনে করি।

৬| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৪১

নিশাচড় বলেছেন: পড়া শেষে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়লো। ভালোবাসা নিবেন।
১। আমি জানি আমার লেখার দৌড় কতটুকু তারপরও আপনি প্রত্যেকটা লেখা পড়েন মন্তব্য করেন। এতে লেখা উন্নত করার অনেক খোরাক পাই। সেটা কেনো করেন আজ বুঝলাম। আবারো ভালোবাসা নিবেন। আরো খোলাখুলি মন্তব্য চাই যাতে নিজেকে আরেকটু শক্ত করা যায়। লেখালেখি নিয়ে বড় কোনো স্বপ্ন নাই ভালো লাগা থেকেই লেখি।আর বংশগত দিক থেকেও লেখালেখির অভ্যাস। ব্লগ খুলেছি দুই বছর নয় মাস প্রথম প্রথম দু একটা লেখা দিলেও মাঝে দীর্ঘ দিন লেখি নাই নিজের জরতার কারণে। এখন আবার সাহস করেছি।যদিও অনেক দিন আগেই প্রথম পাতায় সুযোগ পেয়েছি।

২। রাজার গল্পটা ভালো লেগছে একটা নতুন শিক্ষা পেলাম। একটা ইয়ুথ ভলান্টিয়ারি সংগঠনের ট্রেইনার হিসেবে কাজ করি সেখানে দৃষ্টিভঙ্গি নিয়ে একটা সেশন আছে দারুন একটা উদাহরণ পেয়েছি।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ১। আপনার লেখা আমি নিজে থেকেই পড়ি। আপনাকে বুঝতে চেষ্টা করি। একজন মানুষের মনের রহস্য বুঝতে চেষ্টা করি।
কারো লেখা ভালো না লাগলেও কঠিন মন্তব্য করি না। কেন শুধু শুধু তাকে কষ্ট দিব? মনের সব কথা ব্লগে লিখবেন। নিয়মিত লিখবেন। লিখে যাবেন।
২। এরকম গল্প আমার স্টকে ভুরি ভুরি আছে। চাইলেই পাবেন।

৭| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৫১

জুন বলেছেন: ভালোলিখেছেন রাজীব নুর। ৬ নং পয়েন্টে আমিও একমত।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: আমি আশা করি ব্লগের সমস্ত ব্লগাররা আমার সাথে একমত হবেন।

৮| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ঘুমোতে যাব। শুভ রজনি।

২৯ শে মে, ২০১৮ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: এত তাড়াতাড়ি??
বোকা নামি আপনি?
আরে মিয়া রাতটাকে এনজয় করুন। ঘুমিয়ে পার করে দিলে হবে?
এক গবেষনায় দেখা গেছে, একজন মানুষ যদি ৬০ বছর বাঁচে আর প্রতিদিন ৭/৮ ঘন্তা করে ঘুমায় তাহলে দেখা যায় সে বিশ বছরের উপরে ঘুমিয়ে কাটিয়ে দেয়।

৯| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:০৭

নিশাচড় বলেছেন: কষ্ট পাবো না মন্তব্য করবেন, লেখার দুর্বলতাগুলি ধরে দিলে কৃতার্থ হবো। আর গল্প আরো চাই।

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।
এখন থেকে তাই হবে।

১০| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:০৮

জাহিদ অনিক বলেছেন:
লেখালেখির মধ্যে অবশ্যই এক ধরনের ঐশ্বরিক আনন্দ আছে রাজীব ভাই। আবার এমনো অনেক দিন গেছে কলম হাতে নিয়ে, কিবোর্ড হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি একটা শব্দও বের হয়নি।

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: লেখা বের হবে কি করে? সারারাত জেগে থাকেন।
কমপক্ষে ৮ ঘন্টা শান্তির ঘুম দিতে হবে। তখন মাথা ফ্রেশ থাকবে। সুন্দর সুন্দর লেখা বের হবে।

১১| ৩০ শে মে, ২০১৮ রাত ১২:৫৬

শামচুল হক বলেছেন: নুতনদের সুযোগ দেয়া দরকার। ধন্যবাদ

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১২| ৩০ শে মে, ২০১৮ রাত ১:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বরাবরের মতো ভালো লেগেছে ভাই। এমন পাঁচমিশেলি পোস্ট ভালোই লাগে। একসাথে অনেক বিষয়ে জানা যায়।

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
ভালোবাসা নিন্তরন।

১৩| ৩০ শে মে, ২০১৮ রাত ২:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাক, এই প্রথম শিরোনামের কথা লেখাতেই পাওয়া গিয়েছে...

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ সময়ই মিল থাকে। চোখে নেই বলে দেখতে পান না শুভকংকরের ফাঁকি।

১৪| ৩০ শে মে, ২০১৮ ভোর ৪:১২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাল লেগেছে লেখাটি। পূর্বে আমাদের যেভাবে সুযোগ দেওয়া হয়েছে প্রথম পাতায় লেখবার সেভাবে নতুনদেরো দেওয়া হবে আশা করি।

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: আমিও তাই আশা করি।

১৫| ৩০ শে মে, ২০১৮ ভোর ৪:৪৭

ভুয়া মফিজ বলেছেন: ৫ নং পয়েন্ট: পৃথিবীতে দেশ আছে ১৯৭ টা। বিশ্ব জনসংখ্যা ৭.২ বিলিয়ন। আপনার হিসাব কই পাইলেন ভাইজান?
৬ নং পয়েন্টের সাথে পুরাই একমত! সামুর আরেকটু এক্টিভ হওয়া উচিত, নাহলে এরা আবার ফিরে যাবে ফেবু, আড্ডা আর টিভির ভিশাস সার্কেলের মাঝে; যা আমাদের কারোরই কাম্য না।

১৬| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: ৫ নং আমার ভুল হয়েছে। শুধরে নিলাম।
৬ নং সঠিক।

১৭| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: ১ নং- কথা সত্যি ভাইয়া, অফিসে আসতে গিয়ে ১২ টা বেজে যায়, ঘড়ির কাঁটার বারোটা না কিন্তু, আমার অবস্থার ১২ টা :P
২ নং- আসলেই কেউ সুখে নেই। ঠিক এই বিষয়েই আমার লাস্ট লেখা
সুখের সন্ধানে

৩ নং- খুবই ছোট একটি গল্পের মাধ্যমে অনেক দামী একটি কথা, আসলেই কোন বিষয়কে দেখার দৃষ্টিভঙ্গি ই বদলে দিতে পারে সবকিছু, ভালো কে মন্দ কিংবা মন্দ কে ভালো।
৪ নং- এটা ও সত্যি কথা, তবে ভাইয়া আমরা যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নেই শুধুমাত্র পড়াশোনা শেষ করে একটা চাকরী করার জন্য, তেমনি ইসলামি শিক্ষা ও নেই, শুধু ওই কোরআন পড়ে কিভাবে তা খতম দিতে হবে তার জন্য। প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে ও আমরা বই এর লেখা মুখস্ত করি শুধু শিক্ষা নেই কম ইসলামি শিক্ষা ও সেইরকম।
৫ নং- একটা মানুষ যখন একা থাকে তার চেয়ে যখন আশে পাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও একাকী বোধ করে সেই সময় টা অনেক বেশী কষ্টের।
৬ নং- আমিও প্রথম পাতায় লেখার সুযোগ চাই :(

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: পয়েন্ট ধরে ধরে সুন্দর মন্তব্য করেছেন।
অনেক ধন্যবাদ।
খুব শীঘ্রই প্রথম পাতায় লেখার সুযোগ পাবেন।

১৮| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:২০

আকতার আর হোসাইন বলেছেন: সহমত পোষণ করছি ভাই....

সদ্য এস এস সি পাশ কর ছেলে মেয়েরা ব্লগিং করতে এসেছে। এরা আমাদের ব্লগের ভবিষ্যৎ সম্পদ। এদের সুযোগ দেয়া উচিৎ। অশোভন কিছু করলে তখন না হয় এদের সুযোগ কেড়ে নেয়া হবে।

গল্পটা ভালো ছিল, শিক্ষণীয়...

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: মন্তব্য ভালো করেছেন।

১৯| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:০৩

প্রজ্জলিত মেশকাত বলেছেন: অসাধারণ শিরোনাম।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: আপনিও অসাধারন।

২০| ৩০ শে মে, ২০১৮ রাত ৯:১৯

ফয়সাল হাওড়ী বলেছেন: সুখপাঠ্য ও তথ্যবহুল লেখা। অসাধারণ লিখছেন।

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

২১| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: আমরা স্বপ্ন দেখি এই ব্লগটিকে অনেক দূর নিয়ে যাবো। ধন্যবাদ রাজীব ভাই।

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই।
সেই চেষ্টা অব্যহত রাখতে হবে।

২২| ৩১ শে মে, ২০১৮ রাত ১২:০৬

পল্লব কুমার বলেছেন: লেখালেখির ভেতর একটা অকৃত্রিম সুখ আছে- কথাটি অসম্ভব সত্যি। সুন্দর লিখাটির জন্য অশেষ ধন্যবাদ।

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.