নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সোমবার মঙ্গলবার

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:০২



সোমবারের ঘটনা।
রিকশা করে যাচ্ছি খিলগা কমিউনিটি সেন্টারের সামনে। গুলবাগ থেকে রিকশায় উঠেছি। রিকশা চালকের বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি। মাথায় লাল কাপড় প্যাঁচিয়ে রেখেছেন।
গুলবাগ বাজার পার হতেই রিকশাওয়ালা বলল, বাবা তুই কেমন আসিছ?
আমি প্রচন্ড অবাক হয়ে বললাম, আমাকে বলছেন?
রিকশা চালক বললেন, হ তোরেই কইতাছি।
আমি প্রচন্ড মর্মাহত। অপরিচিত কেউ আমাকে তুই করে বললে মেনে নিতে পারি না। অপমান বোধ হয়, কষ্ট হয়।
আমি চুপ করে আছি। রিকশা চালক তুই করে বলাতে খুব মন খারাপ হয়েছে।
রিকশাচালক বললেন, বাবা তুই একটা সরিষা তেলের বোতল কিন। আমি ফু দিয়ে দিব। তাতে তোর মঙ্গল হবে।
সারা জীবন আমি কুসংস্কার অবিশ্বাস করে গেছি। আর রিকশাওয়ালা বলে কি! প্রচন্ড রাগ লাগছে। এর চেয়ে ভালো হতো যদি- রিকশাওয়ালা বলতো- আমি দরিদ্র মানুষ আমাকে সাহায্য করুন। আমি অবশ্যই তাকে সাহায্য করতাম।
রিকশাওয়ালা বলল, আমি আগে বোবা ছিলাম। বিশ বছর কথা বলতে পারি নাই। একজন স্বপ্নে দেখা দিয়ে আমাকে অলৌকিক একটা জিনিস দিছে। আর আমার মুখের জবান ফিরায়ে দিয়েছে।
আমি বললাম, চুপ করো। সামনে তাকিয়ে রিকশা চালাও। তুমি তো একসিডেন্ট করবে।
রিকশাওয়ালা হঠাৎ এক দোকানের সামনে রিকশা থামিয়ে একটা মাম পানির বোতল কিনল। তারপর অনেকক্ষন সময় নিয়ে কি কি পড়ে পানিতে ফু দিল। আমাকেও ফু দিয়ে বলল, এই পানি ওজু করে খাবি। মনের ইচ্ছা পূর্ণ হবে। আরে ভয় পাচ্ছিস নাকি? ভয় পাওয়ার কিছু নেই। আমি টাকা পয়সা নিই না। তোকে ভালো লাগলো, তাই ফু দিয়ে দিলাম। তোর মঙ্গল হবে।
আমি আমার গন্তব্যে নামলাম। রিকশাভাড়া দিলাম। তখন রিকশাওয়ালা বলল, কিছু বেশি দে। যদিও আমি কারো কাছ থেকে ফু-টু দিয়ে টাকা পয়সা নিই না। তবে তোর কাছ থেকে নিবো। দে বাবা দে। মন খুলে দে।
আমি বললাম, ভন্ডামি বাদ দেন। আমি অন্য জিনিস। আপনি ভুল মানুষের কাছে এসে নাটক করেছেন। এইসব বাদ দেন। মানুষ ঠকানো ভালো নয়। যদিও আমার উচিত আপনাকে পুলিশে দেওয়া। কিন্তু আমি আপনাকে ভালো হওয়ার জন্য সুযোগ দিলাম।



মঙ্গলবারের ঘটনা
প্রতিদিনের মতো অফিস শেষ করে হেটে হেঁটে বাসায় ফিরছি। রাস্তায় ভয়াবহ জ্যাম থাকে ইফতারীর আগে। ইফতারী বলে কথা না, সব সময়'ই জ্যাম থাকে। তাই হেঁটে হেঁটেই রোজ বাসায় ফিরি। বাসায় ফেরার পথে প্রতিদিন কিছু না কিছু সুরভির জন্য কিনে নিয়ে যাই। ভাবলাম আজ আম নিয়ে যাবো। এবছর এখনও আম কিনি নাই। চলতি পথে কয়েক জায়গায় আম দেখলাম, এক শ' টাকা কেজি চায় কিন্তু আমের মান ভালো না, তাই কিনি নি।
গুলবাগ রেল লাইনের কাছে একলোক আম বিক্রি করছে। আমি বললাম, এগুলো কি আম?
লোকটি বলল, এগুলো হিমসাগর।
আমি বললাম এখনও তো হিম সাগর বাজারে আসেনি। মিথ্যা বলছো কেন? এগুলো তো গুটি আমি। আমি আম খুব ভালো চিনি। আম আমার প্রিয় ফল।
আমওয়ালা রেগেমেগে অস্থির। বলল, এগুলো হিমসাগর না হলে আমি আপনাকে এক লাখ টাকা দিমু।
আমি বললাম, ঠিক আছে তুমি আমার সাথে বাসায় চলো। আমার বাসায় আম বিশেষজ্ঞ আছে। যদি সত্যি এগুলো হিমসাগর হয় তাহলে সব আম কিনবো।
আমওয়ালা বলল, আমি যামু না। আপনি কারে দিয়া পরীক্ষা করবেন তারে নিয়া আসেন। আমি আছি এইখানে।
আমি বললাম, এসে যদি দেখি তুমি চলে গেছো?
তখন আমওয়ালা তার মোবাইল নম্বর দিল আমাকে। তারপর রাস্তার ওইপারে একটা ছয় তালা বাড়িয়ে দেখিয়ে বলল, আমি অই বিল্ডিং এর তিন তালায় থাকি।
আমি আমওয়ালার মোবাইল নম্বর টুকে নিলাম।
আমওয়ালা বলল, এখন'ই একটা ফোন দেন। আমিও আপনার নাম্বার সেভ করে রাখি। আমওয়ালা আম দেখিয়ে বলল, এগুলো হিমসাগর না প্রমান করে এক লাখ টাকা নিয়ে যাবেন। ব্যস।
বাসায় এসে আমি আমওয়ালার কথা পুরোপুরি ভুলে গেলাম। পথে ঘাটে তো এরকম কত কিছুই ঘটে।
পরের দিন একজন ফোন করে বলল, কিরে কি খবর? আমাকে চিনতে পেরেছিস? আমি আমওয়ালা।
আমি প্রচন্ড অবাক!! আমওয়ালা আমাকে তুই তুই করে বলছে!!!
আমি বললাম, তোমার সমস্যা কি?
আমওয়ালা বলল, ইফতারী কি দিয়ে করলি? আমি কি ছিল? ও ভালো কথা, পরে আম কি কিনেছিলি?
আমি ফোন কেটে দিলাম।
আমওয়ালা একঘন্টা পর-পর ফোন দিয়েই যাচ্ছে। আমি ফোন ধরছি না।

মন্তব্য ৯১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ব‌দের হা‌ড্ডি দুটা‌কে চড় দেয়া দরকার ছিল। নেহা‌য়েত ভা‌লো মানু‌ষের কা‌ছে প‌ড়ে‌ছিল ব‌লে রক্ষা।

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: আমি ভাই মারামারি বা ঝগড়া করতে পারি না। আসলে এগুলো থেকে ছোটবেলা থেকেই দূরে থেকেছি।
আমি নিজে ঠকি কিন্তু অন্যকে ঠকাই না।

২| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:১৯

সুমন আকরাম বলেছেন: তাইলে বোধায় আম গুলো আসলেই হিমসাগর ছিল!!

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: এখন আমার তাই'ই মনে হচ্ছে।

৩| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:২৯

শিখণ্ডী বলেছেন: যারেতারে ফোন নাম্বার দিতে নেই। নতুন করে শিক্ষা হল।

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: প্রতিদিন একটু একটু করে শিখছি।

৪| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:০৪

বিজন রয় বলেছেন: আপনাকে আমি মাঝে মাঝে মৌচাক মোড়ে বা মগবাজার টু মৌচাক রাস্তায় হেঁটে যেতে দেখি, অনুমান করেছিলাম আপনার বাসা এদিকেই হবে, আজ তা সত্যি হলো।

যাইহোক, এরকম ঘটনা আমার সাথেও ঘটে।
নকল জিনিষ যাচাই করার জন্য আমিও বিক্রেতাদের বিভিন্ন সময় টেস্ট করি।
তারা আমাকে তাদের মতোই বোকা ভাবে, হা হা হা তারা মনে করে আমি ঢাকা শহরের হাবা-গোবা।

তবে আপনার সাবধান থাকা উচিৎ, যাকে তাকে মোবাইল নম্বর দেওয়া ঠিক না।
অবশ্য আপনিও একটু কম বৃদ্ধির মানুষ।

৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: হুম মৌচাক মগবাজার প্রায় প্রতিদিনই আমাকে যেতে হয়। জ্যাম থাকলে হেঁটেই যাই।

৫| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:২৩

আমি ব্লগার হইছি! বলেছেন: সারাজীবন এরকম সহজ সরল থাকেন ভাই। কোন ক্ষতি নেই। মাঝে মাঝে হয়তো কিছু ধান্দাবাজের পাল্লায় পড়বেন কিন্তু একটু সতর্ক থাকলে তেমন কোন সমস্যা হবে না।

৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

৬| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:২৫

লাবণ্য ২ বলেছেন: হিমসাগর মনে হয় জুনের মাঝামাঝি থেকে বাজারে আসে।এখন রমজানে কেমিক্যাল মিশ্রিত আম না খাওয়াই ভালো।

৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: আমি আমার প্রিয় ফল। লোভ সামতালে পারি না।

৭| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৪২

বিজন রয় বলেছেন: গাছ হতে পেড়ে আম আনাবো, রাজশাহী থেকে।

নিবেন?

৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: না। আমরা দুইজন মানুষ। এত আম লাগে না।

৮| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৪৮

মোছাব্বিরুল হক বলেছেন: মানুষের মানবিকতা এখন শূন্যের কোঠায়। ব্যবহার দেখে মাঝে মাঝে আমারো প্রচন্ড রাগ হয়। কারন আমিও আপনার মত অপরিচিত জনের তুই বলাটা একেবারে সয্য করতে পারিনা।

৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: সমাজের বেশির ভাগ লোকই অভদ্র।

৯| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০৭

বিজন রয় বলেছেন: ভয় পেয়েছেন।
আসলে আপনি মানুষকে বোকা ভাবেন।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ মানুষ আসলেই বোকা। বোকা বলেই বোকা ভাবি।

১০| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৩৪

ভুয়া মফিজ বলেছেন: বিজন রয় বলেছেন: ভয় পেয়েছেন। আসলে আপনি মানুষকে বোকা ভাবেন।

দাদা, আমাদের রাজীব নূর নিরীহ মানুষ!

শুধু শুধু লাইরছেন ক্যান??? (রাজশাহীর ভাষায় বললাম =p~ =p~ )

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: মজা করছেন?
করুন।

১১| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৩৫

কাওসার চৌধুরী বলেছেন: আপনার লেখাগুলো পড়লে আপনার সম্বন্ধে একটি সুন্দর ধারণা পাওয়া যায়। এত ভেজাল আর বাটপারদের ভীড়ে ভাল মানুষেরা অসহায়। সব জায়গায় চিটিংবাজি। ফলবিক্রেতাদের বিশ্বাস করা বোকামি।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: আমি মানুষকে বিশ্বাস করতে পছন্দ করি।

১২| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৪৪

ভাবুক কবি বলেছেন: আমাদের সমাজটাই অসভ্য হয়ে গেছে। যেখানে মানুষের নরম যায়গা ঠিক সে যায়গাটাতেই আঘাত করবে। এই যেমন, আমরা আমকে খুব ভালোবাসি বলেই আমার মধ্যে ফরমালিন। কখনো কখনো চেনাই যায়না এটা কোন জাতের এবং কোন রঙের। তবে এসবের খপ্পরে না পরাই শ্রেয় ভাই।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

১৩| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! ভাইয়া, আজকে তো বুধবার :P আজকে কি হয় দেখেন :P

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: খুবই যন্ত্রনায় পড়েছি।

১৪| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৩

তাহমিনা আক্তার সুইটি বলেছেন: সুন্দর

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: কি সুন্দর?

১৫| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:০৩

মৌরি হক দোলা বলেছেন: হা....হা....। ২ নম্বরটা পড়ে খুব হেসেছি :)

কিন্তু প্রথমটা পড়ে রাগ লেগেছে X( মানুষ এত বাটপার হয় কেন ?? X( X(

তবে ভাইয়া, আপনার অভিজ্ঞতার ঝুলিতে কিন্তু খুব মজার মজার ঘটনা আছে। :)

হা....হা...... :) :) :)

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: আর মজা! জীবন টাই শেষ হয়ে যাচ্ছে।

১৬| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:০৪

আকতার আর হোসাইন বলেছেন: হা হা... আজকে যত পোস্ট পড়তেছি সবগুলোই অদ্ভুদ আর হাস্যরসাত্মক...

আমওয়ালার তোহ দোষ ছিল না... রিক্সাওয়ালারে কড়া গলায় কিছু বলা উচিৎ ছিল।

আর তুই তুকারি ভাষা সহ্য করুন, মেনে নিন...

সবাই তোহ আর ভদ্রতা জানে না.

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: দিন দিন মানুষ বদলে যাচ্ছে।

১৭| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: বেশ মজার ছিল দুটি ঘটনাই, রিকশাচালক ব্যাটা লোক সুবিধার নয়, ২য় গল্প থেকে শিখলাম আপরিচিত লোককে মোবাইল নং দিতে নেই।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: প্রতিদিন শিখছি।

১৮| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪২

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভাই আসলে আমাদের দেশের মানুষ গুলো অনেক বোকা তবে বোকা হলে ও বেশির ভাগ লোকই অভদ্র এবং চাপাবাজ।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: সহমত।

১৯| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৮

সানজিদা আক্তার স্বর্ণা বলেছেন: ভাল পোষ্ট

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন সানজিদা।

২০| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৯

জুজুগাগা বলেছেন: বিশ্বাস করেছেন ত বিষ পান করেছেন।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: বিশ্বাস তো করতেই হবে। বিশ্বাস না করাটাই বরং পাপ।

২১| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বদের হাড্ডি এগুলো,
যত পারা যায় এদেরকে
এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
মনে হচ্ছে আপনি অনেক বুদ্ধি রাখেন।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: আমার নিজেরও ধারনা আমার অনেক বুদ্ধি। যদিও অনেকে তা মানতে চায় না।

২২| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৭

নিশাচড় বলেছেন: আমার সাথে প্রায় ঘটে: ভন্ডামি করতে এলে সরাসরি ধরা আমার কাছে। কারণ আমার বাপ দাদাও তাবিজ কবজ দিতো মানুষকে খন্দকার গোষ্টি বলে কথা। বাজারে জামেলা বাধে মাছ কিনতে গেলে। দেশি শিং আর চাষের শিং। চাশের মাছ বিলের মাছ নিয়ে।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: ভাইরে সব জাগায় প্রতারনা। দেশটা ভরে গেছে প্রতারনায়। মিথ্যায়।

২৩| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২২

ফেনা বলেছেন: বেইজ্জতি ...

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: কি করবো? কিছু তো করার নেই।
আমি তো কুকুর কে কামড় দিতে পারি না।

২৪| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২৯

নিশাচড় বলেছেন: সে আর বলে লাভ নাই ভাই। সব প্রতারক। যে অন্যকে প্রতারিত করার মাঝেই সব গর্ব।

৩০ শে মে, ২০১৮ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: প্রতারকরা ভাবে কাউকে ঠকাতে পারলেই বুঝি জিত্তা গেলাম।

২৫| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: রিকশাওয়ালা ভেবে বসেছে যে, আপনি পীর ফকিরের ভক্ত!
আমওয়ালার নাম্বারটা র‌্যাবের কাছে দেন, গুম করে দিক।

৩০ শে মে, ২০১৮ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: আমি বিক্রেতা দুষ্টলোক। আমি তো ভালো লোক।
রিকশাওয়ালা এক্সট্রা ধান্ধা করতে চেয়েছিল।

২৬| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্যান্ড অফ ব্রাদার্স সিজন ১ এপি ১
click

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২৭| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৪৭

একদম_ঠোঁটকাটা বলেছেন: ২নং পড়ে মনে হল আমওয়ালা লোকটা সৎ ছিল।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: হতেও পারে। কারন সৎ লোকের রাগ বেশি থাকে।

২৮| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমার নিজেরও ধারনা আমার অনেক বুদ্ধি। যদিও অনেকে তা মানতে চায় না।

আমার ধারণা একমাত্র সুরভী ভাবীই মানেনা !!

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: হা হা হা -----

২৯| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিজন রয় বলেছেন: -----
অবশ্য আপনিও একটু কম বৃদ্ধির মানুষ।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: মানি না। আমি মানি না।

৩০| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৩

ক্স বলেছেন: ওগুলা অবশ্যই হিমসাগর ছিলনা। হিমসাগর আম এখনও খাওয়ার উপযোগী হয়নি।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: আমিও আপনার সাথে একমত। এই কথা আমি আমওয়ালাকে বলেছি।

৩১| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৪

উদাস মাঝি বলেছেন: রাজীব সাহেব, আমওয়ালা এমন কেন করল বুঝলাম না ?
হয়ত হিমসাগর আম ছিল না কিন্ত তাইবলে ভদ্র মানুষকে ফোনে বকা ঝকা কেন করবে ?

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: বকা দেয়নি। শুধু তুই করে বলেছে।

৩২| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার বাসা কি খিলগাঁর এই দিকে ???

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: জ্বী।

৩৩| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৮

আবু ছােলহ বলেছেন:



কাহিনী ভাল লাগলো। ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: বাস্তব কাহিনি।

৩৪| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

উদাস মাঝি বলেছেন: ভাই আপনি মনে হয় একটু আতেল আই মিন সহজ সরল টাইপের মানুষ ;)

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: না আতেল নই।
সহজ সরল হওয়া মানে কি আতেল?
জ্ঞান বুদ্ধি এবং মানসিকতা উন্নত করতে চেষ্টা করুন।

৩৫| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমওয়ালা আপনার জন্য অপেক্ষা করেছে। তাই বোধহয় তুইতোকারি করেছে।

রিকশাওয়ালাকে শিক্ষা না দিয়ে ছেড়ে দেওয়া যথাযথ হয়নি। এরা এভাবেই সাদাসিধে মানুষদের ঠগায়।

৩০ শে মে, ২০১৮ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: আম ওয়ালা দুষ্টলোক। সমাজে আমওয়ালা থেকে হাজার গুন বেশি দুষ্টলোক আছে।

রিকশাওয়ালা অভাবে পড়ে এমন করছে। ধর্ম দিয়ে মানুষকে ঠকানো সব চেয়ে সহজ।

৩৬| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:০৭

শামচুল হক বলেছেন: হুম, দুইটা ঘটনাই বেহুদা হলেও মজা লাগল।

৩০ শে মে, ২০১৮ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

৩০ শে মে, ২০১৮ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

৩৭| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:১০

উদাস মাঝি বলেছেন: সহজ সরল মানুষগুলো একটু বোকাই হয়, এটা স্বীকার করে নিন

৩০ শে মে, ২০১৮ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: আচ্ছা, স্বীকার করে নিলাম।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

৩৮| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:২০

উদাস মাঝি বলেছেন: রাগ করবেন না রাজীব ভাই, নিজের বাবাকে দেখলাম তো ।তাই বলছি সহজ সরল মানুষ বোকা হয় ।
জ্ঞানের দিকে নয় বরং, মানুষকে ঠকায় না বলে, নিজের কথা না ভেবেই অন্য কে সাহায্য করে বলে ।

আশা করি এবার বুঝেছেন ।

৩০ শে মে, ২০১৮ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: হুম খুব সুন্দর বুঝতে পেরেছি।

ভালো থাকুন।

৩৯| ৩১ শে মে, ২০১৮ রাত ১২:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুইজনই রাবিশ! টোটালি রাবিশ! আমার তো প্রত্যেকটা বিক্রেতাকে ভয় লাগে...

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: সহমত।

৪০| ৩১ শে মে, ২০১৮ ভোর ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


রিকসা-ড্রাইবার, আম-বিক্রেতাদের পৃথিবীকে ছোট করে দিয়েছে আমাদের সরকার; ওদেরকে পড়তে দিলে, ওরা হয়তো আমাদের মতো, বা আরো ভালো হতে পারতেন।

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: সহমত।

৪১| ৩১ শে মে, ২০১৮ সকাল ৭:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: সরি, আমিতো আর তুমি বলতে পারবোনা। যদিও সেদিন অনুমতি পেয়েছিলাম। তবে আজ রিকশাচালকের কথাটি ভেবে একথা মনে হল। আম বিক্রতার অভিজ্ঞতাটিতে বরং মজা পেয়েছি। ভাগ্যিস এরা আজও আছে, নতুবা এমন পোষ্ট পাওয়া হয়তো যেতনা।

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: দাদা কেমন আছেন।

৪২| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি নিতান্ত একজন ভালো মানুষ তাই এরা আপনাকে বোকা ভাবে।

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৪৩| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:২১

কামরুননাহার কলি বলেছেন: ঠাস ঠাস দিলেন না কেনো ভাইয়া।

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: ঠাস ঠাস দেয়াটা ঠিক হবে না। রমজান।

৪৪| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:০৪

তারেক ফাহিম বলেছেন: রাজিব ভাই.।
কেমন আছেন।
নেট লাইনগত সমস্যার কারনে নিয়মিত হতে পরিনি।

আপনাদের লেখা অনেক মিস করছি।

চলার পথে অনেক কিছু শেখার আছে।
যেমন নাম্বারের ব্যাপারটি আপনার কাছ থেকে শিখলুম।
রিক্সা ড্রাইভারটিকে উল্টো তুই সম্মোধন করতেন তাহলে বেটা পরের বার এই রকম করতে ভাবতো।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: নেট সমস্যার সমাধান দ্রুত হোক।

৪৫| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:০৯

শিখা রহমান বলেছেন: রাজীব আপনি আপনার মতোই। আপনার দিনগুলোও একঘেঁয়ে আটপৌরে নয়। অবশ্য সবাই আপনার মতো এতো গুছিয়ে সুন্দর করে প্রত্যাহিক ঘটনা লিখে রাখতেও পারে না।

আপনি যেমন, তেমনটাই থাকুন। সহজ, সরল, সরল। একটু এলোমেলো। অন্ত্যঃমিল নেই এমন কোন কবিতার মতো।

ভালো থাকবেন। শুভকামনা। পোষ্টটা ভালো লেগেছে।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: বোন আপনি সুন্দর মন্তব্য করেছেন। আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.