নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ম্যাও ম্যাও পোষ্ট

৩০ শে মে, ২০১৮ রাত ১১:১১



১। ছাত্র : স্যার একটি কথা বলবো?
স্যার : কি বলবে বলো?
ছাত্র : আমার খুব লজ্জা লাগছে।
স্যার : লজ্জার কি আছে বল?
ছাত্র : আস্তে বলব না জোরে বলব স্যার?
স্যার : আরে বেটা যা বলবি জোরে বল ক্লাশের সবাই শুনুক।
ছাত্র : চিত্কার করে বলে- স্যার আপনার পেন্টের চেইন খোলা।

২। পৃথিবীর ৭৫% মানুষ দাঁত ব্রাশ করার আগে টুথপেষ্ট সহ ব্রাশটাকে পানিতে ভেজাবে।
আর আমি মনের ভুলে পেষ্ট ছাড়াই দাঁত ব্রাশ করে ফেলি। পরে মনে পড়ে, হায় হায় আমি তো পেষ্ট নিতেই ভুলে গেছি।

৩। আমি লক্ষ্য করে দেখেছি- বেতনের দিন গুলো একটু অন্য রকম। সেদিন সবার মুখ হাসি হাসি থাকে। অতি তুচ্ছ বিষয় নিয়েও গল্প-গুজব বেশি বেশি হয়। চা খাওয়া বেশি হয়। অন্য দিনের চেয়ে সবাই ভালো কাপড় পড়ে আসে। শুধু ম্যানেজারের- যার হাত দিয়ে টাকা বের হয় তার মুখটা থাকে গম্ভীর। মেজাজ থাকে খিটখিটে।
বেতনের দিনে বাসের মধ্যে কেউ পালিশ করা জুতো পাড়া দিলেও একটুও রাগ লাগে না। রাস্তার যানজটেও বিরক্ত লাগে না। ভিক্ষুককে দুই টাকার বদলে দশ টাকা দিতে ইচ্ছে করে। বাসায় ফেরার পথে- গাদাগাদি করে বাসে না গিয়ে দুই হাত ভরতি বাজার নিয়ে রিকশায় ফিরতে ইচ্ছে করে।

৪। “বাংলা ভাষায় রবীন্দ্রনাথ-জীবনানন্দের মতো কবি এসেছেন, আরও কত কবি আছে বিশ্বসাহিত্যে, কবির কোনো শেষ নেই, শেষ নেই কবিতারও৷ তোমাদের মধ্যে কে জোর দিয়ে বলতে পারবে যে সে জীবনানন্দ দাশের চেয়ে ভাল কবিতা লিখতে পারবে? যদি না পার তাহলে কেন কবিতা লেখা?

৫। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতারী খাওয়ার পর মনে হয়-
বেঁচে থাকাটা বড় আনন্দের ব্যাপার।
কত রকম উপভোগের ব্যাপার যে আছে এই পৃথিবীতে।

মন্তব্য ৬৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:১৭

শামচুল হক বলেছেন: হুম প্রথমটা বেশি মজা লাগল।

৩০ শে মে, ২০১৮ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: হা হা হা---

২| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:১৮

বিজন রয় বলেছেন: আপনার এই পোস্ট পড়ে আমার লজ্জা লাগছে।

৩০ শে মে, ২০১৮ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: কেন?

৩| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:২২

কাইকর বলেছেন: ৪ নাম্বার টা খুব ভাল লাগছে।স্যালুট

৩০ শে মে, ২০১৮ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: দূর মিয়া লজ্জা দ্যান ক্যা?

৪| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:২৩

সনেট কবি বলেছেন: আপনার পোষ্ট পড়ে আমারো লজ্জা লাগছে।

৩০ শে মে, ২০১৮ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: ক্যান চাচাজ্বী?

৫| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:২৮

উদাস মাঝি বলেছেন: আত্নকথা ? নাকি স্মৃতিচারনা ?

৫নম্বরে আমার অবস্থা হল, সারাদিন রোজা থাকার পরে একটি বিড়ি স্বর্গীয় সুখ এনে দেয় । :)

৩০ শে মে, ২০১৮ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: আমার তো একটা বিড়িতে পোষায় না।

৬| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:৩১

কাওসার চৌধুরী বলেছেন: তখন ক্লাস সেভেনে পড়ি। আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী আর মেধাবী মেয়েটিকে বাংলা স্যার কয়েকটি শব্দ বোর্ডে লেখে তা থেকে উপসর্গ বের করতে বল্লেন।
সে লেখালো- প্রস্তান, পরাজয়, অনুকূল, বিচরণ, সুপ্রিয়, প্রতিধ্বনি, উপগ্রহ ও আপেল।

সবগুলো সলভ্ করে, আ-পেলে এসেই সমস্যাটা বাঁধলো। তখন কী যে হাসি!!!

৩০ শে মে, ২০১৮ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: হা হা হা======
মেয়েটির নাম কি? এখন কোথায় থাকে? আপনার সাথে যোগাযোগ আছে?

৩০ শে মে, ২০১৮ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: হা হা হা======
মেয়েটির নাম কি? এখন কোথায় থাকে? আপনার সাথে যোগাযোগ আছে?

৭| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:৪৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: উপরের সুন্দরীটা কে ভাইজান ?

৩০ শে মে, ২০১৮ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: আপনার পরিচিত নাকি?

৮| ৩১ শে মে, ২০১৮ রাত ১২:২২

কাওসার চৌধুরী বলেছেন: বলা যাবে না, মেয়েটি আমার প্রথম..... :( এখন আমেরিকায় আছে। ক্লাস সিক্স থেকে সেভেনে উঠতে মাত্র ১ মার্কের ব্যবধানের জন্য আমি হয়েছিলাম ক্লাসে সেকেন্ড, আর সে হয়েছিল থার্ড।

আপনার এই পোস্ট পুরান স্মৃতি জাগিয়ে তুল্ল। B-) :( :((

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: পুরোনো সৃতি অতি মনোরম।

৯| ৩১ শে মে, ২০১৮ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ৪নমবরটা

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ৩১ শে মে, ২০১৮ রাত ১২:৩৮

নিশাচড় বলেছেন: প্রথমটা হাস্যময়। দ্বিতীয়টা উদাসী।তৃতীয় জীবনের সুখ এখানেই নিহিত। চতুর্থ প্রত্যয় টপকিয়ে যাওয়ার চেলেঞ্জ। পঞ্চম প্রশান্তি।

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। তবুও আছে শান্তি, তবু আনন্দ, তবু ভালোবাসা জাগে ...

১১| ৩১ শে মে, ২০১৮ রাত ১২:৪৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হাঁ, চিনিই তো মনে হয়। আমার সাথে যেথায় পরিচয়, আপনার সাথেও কি সেথায় ?

৩ : কোনদিন বেতন হয় সেটাইতো মনে থাকে না, তাই এত কিছু লক্ষ্য করিনি, দেখি এখন থেকে লক্ষ্য করবো তো.......

৪: জীবনানন্দ দাস আমার অসম্ভব প্রিয় কবি, তাই বলে আর কেউ তার চাইতে ভাল লিখতে পারে না, এটা বলার প্রশ্নই আসেনা, কারন ভাল বা সুন্দর আপেক্ষিক।

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১২| ৩১ শে মে, ২০১৮ রাত ১:৪২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ৩ নং টা বাস্তব।

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: তাকে দেখে মনে হয়, ফালি ফালি করে কাটা অভিমানী চাঁদ।
হুটহাট ডুবে যায়...

১৩| ৩১ শে মে, ২০১৮ সকাল ৮:১১

কলাবাগান১ বলেছেন: ম্যাও প্যাও মন্তব্য
১। জীবনে অনেক মাস্তান দেখেছি...পাড়ার মাস্তান.. ক্যাম্পাসের মাস্তান.... ঢাকা শহরের এলাকা ভিত্তিক মাস্তান.... জাতীয় মাস্তান (নিউজ পেপারে এদের নিয়ে খবর হয়).... কিন্তু কোনদিন চশমা পড়া কোন মাস্তান কে দেখি নাই....তাই নিজের ছেলেকে ৩ বছর বয়স থেকেই চশমা..

২। পুরা টাক মাথা ওয়ালা লোক দেখলেই গোফের দিকে তাকাই...বিদেশী দেখা যায় মাঝে মাঝে কিন্তু আজ পর্যন্ত্য কোন বাংগালী টাক ওয়ালাকে পুরু গোফ সহ দেখি নাই

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: হুম।

১৪| ৩১ শে মে, ২০১৮ সকাল ৯:৫৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া ম্যাও ম্যাও হবে না শিরোনামটা হবে ম্যাও প্যাও পোস্ট ! :P

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: হুম হুম---

১৫| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:০৫

তারেক_মাহমুদ বলেছেন: আমারো লজ্জা লাগছে ছবিটা দেখে।

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: লজ্জা পাওয়ার কিছু নাই। ছবিটা ভালো করে দেখুন ভালো লাগবে।

১৬| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১২

জুন বলেছেন: পুরাই ম্যাও প্যাও লেখা রাজীব নুর :`>

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: হুম ঠিক তাই।

১৭| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:০২

শিখা রহমান বলেছেন: রাজীব ৩ নম্বরটা ভালো লেগেছে। ১ নম্বর কৌতুকটা আগে শুনেছি আর ছবির মেয়েটা সুন্দর।

ভালো থাকবেন। শুভকামনা।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১৮| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: ভালো লেগেছে সবগুলই। তবে বেশী ভালো লেগেছে ৩ নং টা কারন আজকের মাসের শেষ দিন :P রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশ দুইজনের কবিতা ই অনেক ভালো লাগে।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: সিরাম লিখেছেন ।। ;)

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২০| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৪০

বৃষ্টি বিন্দু বলেছেন: শিরোনামটা বেশ সুন্দর।কিন্তু নামটা কেন ম্যাও ম্যাও সেটা জানার আগ্রহ হচ্ছে

৩১ শে মে, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: হা হা হা--
ম্যাও ম্যাও নামটা পেয়েছি শ্রদ্ধেয় চাঁদগাজী'র কাছ থেকে। উনি যখন কোনো পোষ্ট পড়েন। স্পষ্ট করে বলেন, পোষ্ট টি ভালো হয়নি মানে ম্যাও ম্যাও টাইপ। আবার কোনো পোষ্ট ভালো হলে মন থেকে প্রশংসা করেন, উৎসাহ দেন।

২১| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে। বেঁচে থাকাটা অনেক সুন্দর (খালি বউ আর টাকা ঠিক থাকলে)...

৩১ শে মে, ২০১৮ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: প্রচুর টাকা হয়ে গেলে তখন আর বউ ভালো লাগে না। নতুন নতুন বউ দরকার হয়ে পড়ে।

২২| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: এলোমেলো কথাগুলো পড়ে, ভালোই লাগল।

৩১ শে মে, ২০১৮ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

২৩| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:৪২

ইব্‌রাহীম আই কে বলেছেন: ১ নম্বরটা পড়ে অনেক হাসলাম।
৩ নম্বরটা পড়ে দূর থেকে অনেক কিছু উপলব্ধি করার চেষ্টা করলাম, এখনো কর্মজীবনে পা দেইনি বলে। কতইনা সুখের জীবন কাটাচ্ছি এখন!

৩১ শে মে, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: লেখা পড়া খুব ভালোভাবে শেষ করুন। তারপর চাকরি। চাকরি জীবন।

২৪| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:১২

তারেক ফাহিম বলেছেন: শিরোনামেই দেখি ম্যেও প্যাও স্থান পেলো B-)

৩১ শে মে, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: হুম।
ভালো হয়নি?

২৫| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: সবগুলাই কমবেশি ভালো লাগল। ধন্যবাদ

৩১ শে মে, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২৬| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:২২

লায়নহার্ট বলেছেন: ২য় প্রশ্ন

৩১ শে মে, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: ?

২৭| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:৩৮

জোকস বলেছেন: অনেক সময় ম্যাও প্যাও আনন্দ দেয়।

৩১ শে মে, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: সহমত।

২৮| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বেতন পাওয়া খুব ভা‌লো এক‌টি ব্যাপার। সবাই‌কে মা‌নে সব বেকার‌দের‌কে বেতন দেয়ার ব্যবস্থা নেয়া হোক।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে তা কি সম্ভব?

২৯| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:১৩

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন ।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩০| ০৫ ই জুন, ২০১৮ রাত ১২:০৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পড়ে ভালো লাগল, ছবি দেখে পুলকিত হলাম

০৫ ই জুন, ২০১৮ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: হে হে হে---

৩১| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্ট পড়ি নাই, কমেন্ট পড়েছি আপনার ছবির ব্যাপারে কে কী বলেছে তা জানতে। সালি'র ছবিটা খুব সুন্দর, ইনোসেন্ট লুক। কিন্তু এই সালি'কে কী মনে করে এখানে পোস্টাইলেন?

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: আপনার শালি বলেই তো ইনোসেন্ট লুক। তাই লেখার সাথে এই ছবি দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.