নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৫১

০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৭


এই ছবিটার ছোট্র একটা ইতিহাস আছে।
অফিসে বসে কাজ করছি। সব রুমে এসি আছে, আমার রুমে এসি নাই। ফ্যানে কাজ হয় না তাই জানালা খুলে রেখেছি। জানালা দিয়ে এই ফড়িং আমার রুমে ঢুকে পড়ল। বেচারা কি করবে বাইরে প্রচন্ড রোদ। মানুষই টিকতে পারে না। আমার সিমফনি পি-৬ দিয়ে ফড়িংটার একটা ছবি তুলে রাখলাম।


১। যে যাই বলুন, আমের মধ্যে সেরা জাত হচ্ছে হিমসাগর। মুখেই দিলেই মনটা খুশিতে ভরে যায়। প্রচন্ড মিষ্টি। দেখতেও খুব সুন্দর। এ পর্যন্ত আমি বাসার জন্য তেইশ কেজি হিমসাগর আমি কিনেছি। আরও কিনব। ফ্রিজ ভর্তি আম। গতকাল রাতে ভাত খাইনি। শুধু আম খেয়েছি। দামও সস্তা। হিমসাগর ছোট গুলো পাওয়া ৬০/৬৫ টাকা কেজি। বড় গুলো ৮০ টাকা কেজি। হিমসাগরের পড়ে আছে ল্যাংড়া আম। এই আমটাও বেশ ভালো। আমার ছাদে একটা আম গাছ আছে। চার বছর হয়ে গেল কিন্তু আম হয় না। বিক্রেতা বলেছিল সারা বছর আম পাবেন। আগামী বছর যদি আম না হয় তাহলে গাছটি ফেলে দিব।

২। ইফতারের আগে বাসায় ফিরতে সবার কি তাড়া! কি ব্যস্ততা! বাসের জন্য অনেক লোক অসহায় মুখ করে দাঁড়িয়ে থাকে। বাস আর আসে না। এলেও ধাক্কাধাক্কি করে সবাই সফল হতে পারে না।
লোকজন পাগলের মতোন ইফতারি কিনছেন। প্রচন্ড ধাক্কাধাক্কি, হইচই। বিক্রেতারাও পাগলের মতোন বিক্রি করছেন।
ফলের দোকানে কেউ আপেল কিনছেন, কেউ কিনছেন আম। সবাই খুব ব্যস্ত।
সবার এই ব্যস্ততা দেখতে আমার খুব ভালো লাগে। আমি রাস্তায় দাঁড়িয়ে তাদের ব্যস্ততা দেখি। মনে হয়, আমাদের দেশের মানুষ গুলো খুব মন্দ নয়।

৩। সরকার বাজেট ঘোষনার আগে যে জিনিসটার দাম বাড়ে তা হলো সিগারেট। গত দুই সপ্তাহ ধরে একটা সিগারেট বারো টাকা দিয়ে কিনে খাচ্ছি। স্বর্নের দামের সাথে তাল মিলিয়ে বাড়ছে সিগারেটের দাম। সেই সাথে বাড়ছে হাহাকার। হয়তো ২০২০ সালে- সিগারাটের মুল্য বৃদ্ধিতে জেলায় জেলায় হরতাল, মানবন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। দাবি মেনে না নিলে দেশ অচল করে দেওয়ার হুমকি আসবে। তা না হলে- ২০২৫ সালে- এক প্যাকেট সিগারেট ভাগাভাগির জের ধরে দুই পক্ষের মধ্য তুমুল সংঘর্ষ হবে।

৪। খিলগা- শাহজাহানপুর ওভার ব্রীজের আগে ছোট্র একটা মাংসের দোকান আছে। দোকানের নাম খলিল মাংস বিতান। প্রতিদিন তারা কমপক্ষে ১৫ থেকে ২০ গরু টা জবাই করে। বিশেষ বিশেষ দিনে গরু জবাইয়ের সংখ্যা দ্বিগুন হয়। খলিলের দোকান থেকে মানুষজন পাগলের মতো মাংস কিনে। অবিশ্বাস্য হলেও সত্য ঈদের আগে দেখা যায়- মানুষজন লাইন ধরে মাংস কিনছে। ব্যাংকে বিল দিতে গেলে যেমন লম্বা লাইন ধরতে হয় ঠিক মাংস কিনতে গেলেও লম্বা লাইন ধরতে হয়। অনেক পুরোনো দোকান। এই দোকানের মালিক এখন অনেক টাকার মালিক। সে তার মাংসের দোকানেরর পাশে চার কাঠা জায়গা কিনেছে। সেখানে একটা ছয় তলা বিল্ডিং তুলেছে। এক দুই তোলায় সে ফার্নিচারের ব্যবসা করে। আর উপরের সব ফ্লোর ভাড়া দেওয়া। যাই হোক, অসংখ্য লোক অনেক দূর থেকেও তার কাছে মাংস কিনতে আসে। এই লোক মানুষজনকে ঠকায়। আপনি যদি পাঁচ কেজি গরুর মাংস কিনেন- বাসায় এসে দেখবেন এক কেজি ফেলে দিতে হবে। আপনি যতই সামনে থাকুন। আপনার চোখে ধুলো দিয়ে তেল, চর্বি এবং অপ্রয়োজনীয় হাড় দিয়ে দিবেই। সব মাংস বিক্রেতারা (কসাই) এই কাজ করেই। আর আমার লেখার বিষয়ও এটা না। খলিল মাংস বিক্রি করুক, ফার্নিচার বিক্রি করুক তাতে আমার কিছু যায় আসে না। সমস্যা অন্য জাগায়।

খলিল তার দোকানের সামনে, রাস্তায় ফুটপাতে গরু জবাই করে। প্রতি দুই ঘন্টা পরপর একটা করে গরু জবাই দেয়। এই রাস্তা দিয়ে অসংখ্য লোক প্রতিদিন যাতায়াত করে। মাংসের দোকানের পাশেই কোচিং সেন্টার। ছোট ছোট বাচ্চারা সেখানে পড়ে। আমি দেখেছি, পথচারী ভয়ে চোখ বন্ধ করে ফেলে। ছোট ছোট বাচ্চারা ভয়ে বাবা মাকে জড়িয়ে ধরে। ব্যস্ত রাস্তায় অসংখ্য মানুষের চোখের সামনেই প্রতিদিন ঘন্টায় ঘন্টায় গরু জবাই হচ্ছে। খলিলের টাকার পয়সার উন্নতি দেখে ওই একই রাস্তায় আরও দুইটা মাংসের দোকান দেওয়া হয়েছে। তারাও রাস্তায় গরু জবাই করছে। পুলিশ কিচ্ছু বলে না। কেন কিচ্ছু বলে না তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন?

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৬

একদম_ঠোঁটকাটা বলেছেন: হিমসাগর আম আমারও পছন্দ।
যেকোনো পশু জবাই প্রকাশ্য স্থানে না হওয়াই উচিৎ। রক্ত-পাত অনেকের মনে বিশেষ করে শিশুদের মনে খারাপ প্রভাব ফেলে।

০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: এক যুগের বেশি সময় ধরে রাস্তায় জনসমক্ষ্যে পশু জবাই চলছে। সবাই দেখছে, কেউ কিচ্ছু বলছে না। আমি বলতে গিয়ে তাদের কটূ কথার স্বীকার হয়েছি। শাহজাহানপুর থানা থেকে পুলিশ এসে টাকা নিয়ে যাচ্ছে নিয়মিত।

২| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৬

শূন্যনীড় বলেছেন: আম খাওয়া ভালো, স্বাদও খুব লোভনীয়। আম ঘুম বাড়ায়, আমার ভালো লাগে।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

রাজীব নুর বলেছেন: ঠিক।

৩| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৮

একদম_ঠোঁটকাটা বলেছেন: একবার কাগজে এক খুনির স্বীকারউক্তির পড়ে ছিলাম যে - সে এত পশু জবাই করেছিলো তারফলে যখন নিজের প্রেমিকাকে ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করছিলো,কোন রকম ফিলিংসই হয়নি। যেন আরেকটা পশু জবাই করছিলো।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

রাজীব নুর বলেছেন: ভয়াবহ।

৪| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৫

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! ভাগ্যিস আপনার রুমে এসি নেই। নাহলে তো এই ফড়িং আসতো না।

আমি সব সময়ে চেষ্টা করি ইফতার টাইম কাছাকাছি থাকলে ইফতারের ভীড়টা কমে গেলে বাসায় যেতে। আজানের ঠিক পরপর বাস ও রাস্তা সবই ফাঁকা থাকে।

আগে প্রচুর সিগারেট খেতাম। এখন খাই না বললেই চলে। কেন যে খেতাম আর কেন যে এখন খাই না জানি না।
বাজেটে দাম বাড়িয়েছে শুনলাম। ভালো করেছে না খারাপ করেছে বুঝতেছি না

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০১

রাজীব নুর বলেছেন: ফডিং কোনো ঘরের ভেতর থাকলেই মুশলিক। উড়তে গিয়ে ফ্যানের পাখার সাথে বাড়ি খেয়ে মরবে।

হুম এসময়টা খুব নিরব থাকে।

সিগারেট খাওয়া খুবই বাজে একটা অভ্যাস।

৫| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:১২

বিষাদ সময় বলেছেন: আম না হয়ে কেন যে আমদের জাতীয় ফল কাঠাল হলো..............প্রতি বছর আমার সিনিয়র এর কাছ থেকে তার বাগানের ৫ কেজি মতো হিমসাগর বা তাদের ভাষায় ক্ষিরসাপাতি আম গিফট পাই। এরপর আর বাজারের আম ভাল লাগেনা।


আসলে গরু হলো দুপেয়ে জন্তু আর আমরা চারপেয়ে......................................

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০২

রাজীব নুর বলেছেন: জাতীয় ফল কাঠাল হলেও আম কিন্তু ফলের রাজা।

৬| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৬

সিগন্যাস বলেছেন: জানালা দিয়ে এই ফড়িং আমার রুমে ঢুকে পড়ল। বেচারা কি করবে বাইরে প্রচন্ড রোদ। মানুষই টিকতে পারে না।
পরেরবার হিমুকে নিয়ে লিখে ফেলুন।সেও প্রচন্ড রোদে চলাফেরা করে।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০২

রাজীব নুর বলেছেন: মনের কথাটা বলেছেন। হিমুকে নিয়ে অলরেডি একটা লেখা মাথায় ঘুরছে।

৭| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৯

দূর পাহাড়ে বলেছেন: ৬০ কেজি হিমসাগর রাজশাহী থেকে আনার প্লান করছি। কিন্তু ওরা বলল এখনও নাকি হিমসাগর বাজারে আসতে শুরু করেনি। ঈদের পরে হলে ভাল হবে। তাহলে ঢাকায় হিমসাগর কোথা থেকে আসছে?

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

রাজীব নুর বলেছেন: হিমসাগর কিছু বের হয়েছে। ঈদের পর আরও আসবে।

৮| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৩

বিজন রয় বলেছেন: আপনি আমাকে ফলো করে ব্লগার হয়েছেন, বা জাতে উঠেছেন।
আমি অনেক আগেই আপনাকে ব্লগিং এর কলা বলেছিলাম।

সেজন্য ধন্যবাদ।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

রাজীব নুর বলেছেন: গায়ে মানে না আপনে মোড়ল!!

১০০% ভুল কথা বলেছেন। মানুষ কত না ভুল নিয়ে থাকে!

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

রাজীব নুর বলেছেন: গায়ে মানে না আপনে মোড়ল!!

১০০% ভুল কথা বলেছেন। মানুষ কত না ভুল নিয়ে থাকে!

৯| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৩

অর্থনীতিবিদ বলেছেন: নাহ, প্রকাশ্যে গরু জবাই করা ঠিক নয়। আসলে প্রকাশ্যে হাঁস, মুরগী, ছাগল কোনোটাই জবাই করা ঠিক নয়। বিশেষ করে শিশুদের সামনে তো নয়ই।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

রাজীব নুর বলেছেন: ঠিক না। সবাই জানে, বুঝে। কিন্তু কেউ তো মানছে না।

১০| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমরা কোন নীতি মানছিনা। এজন্য দেশে এতো সমস্যা।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

রাজীব নুর বলেছেন: সমস্যা কেটে যাক।

১১| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আম আমারও খুব পছন্দের। আমিও রাতে বেশীরভাগ সময় ভাত না খেয়ে আমই খাই। হিমসাগর আসতে শুরু করেছে। ৮০ টাকা কিলো। ল্যাংড়াও খেলাম একদিন। ভালোই লাগল।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১২| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩০

কাওসার চৌধুরী বলেছেন: আমার প্রিয় ফল আম। তবে আমের নাম জানি না, দোকাদারকে বিশ্বাস করে কিনে আনি। :( :(। ফড়িংয়ের ছবিটা চমৎকার লাগলো। আর সিগারেট যেহেতু আমাকে খেতে পারেনি তাই উনার দাম বাড়া নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। B-)

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

রাজীব নুর বলেছেন: রাস্তায় যে গরু জবাই করে সে বিষয়ে কিছু বললেন না?

১৩| ০৯ ই জুন, ২০১৮ রাত ১২:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশে আধুনিক স্লটারিং হাউজ চালু করা উচিত। রাস্তা ঘাটে কোরবান ছাড়া গরু জবাই আসলে ভালো নয়। খলিলের গোশত'র দোকান দেখতে ইচ্ছে করছে। লাইন ধরে গোশত কেনা দেখিনি কখনো...

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: আপনবি ২৭ রোজায় আসলেই দেখতে পাবেন। অথবা আপনাকে ছবি তুলে আমি দেখাতে পারি।

১৪| ০৯ ই জুন, ২০১৮ ভোর ৪:০১

উদাসী স্বপ্ন বলেছেন: আপনি ধর্ম দেখিয়ে মানুষ হত্যা করতে পারবেন এবং বিশ্বাস করুন মানুষ আপনাকে বাহবা দিবে।

আসলে বাংলাদেশীরা মন্দ না এটা ভুল, তারা হলো স্বার্থপর নিমক হারাম। ভালো কথা তখনই বলে যখন পরের সাথে ঘটে যাওয়া কাজ গুলো নিজের সাথে ঘটে। তার আগে তার কাছে সব কুল

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৭:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার খারাপ লাগে যখন দেখি একটা গরুকে দাড় করিয়ে রেখে পাশে আরেকটাকে জবাই করছে। এটা খুবই অমানবিক দৃশ্য।

আর হ্যা, সিগারেটের দাম বাড়লে আমি খুব খুশী হ্ই। এই সব ক্ষতিকর জিনিস কেন যে মানুষ খায় আমার বুঝে আসেনা।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।

১৬| ১০ ই জুন, ২০১৮ রাত ১২:২১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ফড়িং দারুণ লাগছে।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: ধ ন্য বা দ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.