নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। সব সময় যারা বই পড়ে আর থিয়োরি কপচায়, তারা দেশের কোনো কাজে লাগে না-ঠিক এই কথা ভাবতে-ভাবতে, একজন কবি শাহবাগের ব্যস্ত রাস্তা পার হচ্ছেন। কবির বয়স এখন পঞ্চাশ, এই বয়সে ভালোবাসা রুপান্তরিত হয়- স্নেহ মমতায়। কবির ধারনা, ভালোবাসার চেয়ে স্নেহ ও মমতার শক্তি অনেক বেশি।
উদ্দেশ্যবিহীন হাঁটতে হাঁটতে কবি নিউ মার্কেট এলাকার দিকে চলে আসছেন-
একা একা তার রাস্তায় হাঁটতে মন্দ লাগে না, অনেক রকম 'মানুষ' দেখা যায়
দুঃখজনক ব্যাপার হলো- নদী কখনও থামে না, মানুষের জীবন হঠাৎ থেমে যায়।
কবির চায়ের পিপাসা পেয়েছে, রাস্তার পাশের দোকান থেকে এক কাপ চা হাতে নিলেন. চায়ের কাপে চুমুক দিয়ে তার মেজাজ বিগড়ে গেল, চা না গরুর মুত খাওয়াচ্ছে? কবি সহ্য করে গেলেন। কবিদের সহ্য করার ক্ষমতা অসীম। চা ফেলে দিয়ে একটা পান চাইলেন- খয়ার ছাড়া, জর্দা ছাড়া। বিয়ে বাড়িতে তিনি অনেককে দেখেছেন- খাওয়ার পর কেউ কেউ একসাথে তিনটা পান
মুখে দিয়ে জন্তুদের মতো চিবোয় সেই অবস্থায় আবার কথা বলেতে আসে। ছিঃ। পান মুখে দিয়ে কবির মেজাজ আবারও বিগড়ে গেল- পান দোকানদার বিরাট বদ, না করা সর্তেও জর্দা ও খয়ার দু'টোই দিয়েছে। এই দেশের এই জন্যই কোনো উন্নতি হচ্ছে না- কবি মনে মনে বললেন। তার ইচ্ছা করছে পানওয়ালার শার্টের কলার ধরে, কানের নিচে একটা দিতে। ঠিক এই মুহূর্তে কবির মাথায় একটা কবিতার লাইন চলে এলো-'নগরে যারা থাকে, তারা সবাই নাগরিক চেতনাসম্পন্ন হয় না।'
২। মন্দ কথা বলবেন না। মন্দ কথা ছাড়ুন। মন্দ কথায় কোনো লাভ নেই। উপকার নেই। এতে ক্ষতি আছে। এতে ক্ষতি আছে।মন্দ কথা আপনার জবান নষ্ট করে, আপনার ব্যক্তিত্ব বিলীন করে, আপনার মন ও চরিত্রকে কলুষিত করে। মন্দ কথা বন্ধুতা নষ্ট করে, সখ্যতা ছিন্ন করে, মানুষের সাথে সম্পর্কেরহানি করে। যে মন্দ কথা বলে, মানুষ তকে ঘৃণা করে-তাকে তুচ্ছজ্ঞান করে, তার থেকে দূরে অবস্থান করে, এমনকি মানুষ তার শত্রু হয়ে যায়।
৩। এক বৃদ্ধা আজরাইলের হাত থেকে বাঁচতে চায়। সে একটা কৌশল বের করলো যেন আজরাইল তাকে খুঁজে না পায়। কৌশল কাজ করলো। আজরাইল তাকে খুঁজে পেল না।
বলুন তো, কৌশল টা কি?
৪। রোযা মাত্র ৩০ টা।
কিন্তু ইফতারি করতে হয় কত মানুষের সাথে। একদিন বন্ধুদের সাথে। একদিন আত্মীয় স্বজনের সাথে। সাবেক কলিগদের সাথে। শ্বশুর বাড়ি তো একদিন ইফতারী করতে হবেই। তা না হলে বউ এর মুখের দিকে তাকানো যাবে না। এলাকার ভাই-ব্রাদারদের সাথে। চাচাদের সাথে, ফুপুদের সাথে, মামাদের সাথে। স্কুলের বন্ধুদের সাথে। একদিন শালার সম্বন্ধীর বাড়িতে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে- রোযা ৬০টা হলে ভালো হতো। সবাইকে খুশি করা যেত।
৫। আমি কি তা অন্যরা জানুক। কখনো কারো ক্ষতি যেনো না হয় সেই চেষ্টা থাকুক। গান শুনতে ভালোবাসি। আড্ডা দিতে ক্লান্তি নেই। চা আর সিগারেট হলে আর কিছু মনে থাকে না। চোখে ভালো দেখি। কারো কুটিলতা, জটিলতা, ভণ্ডামী চট করে চোখে পড়ে যায়। খুব করে চাই, চোখটা নস্ট হয়ে যাক, কারণ এসব দেখে ফেলি বলেই ঘুম আসে না।
৬। আমি ত্রিশ জন দুর্নীতিবাজদের তালিকা করেছি। তারা সবাই-ই রাজনীতি করেন। তারা সবাই পাঁচ শো কোটি টাকার মালিক। এদের সবার টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা আছে...আরও অনেক কিছু আছে এখন। এক সময় তাদের লুঙ্গি ছাড়া আর কিছুই ছিল না।দুদক কি করছে ? প্রতিটা সরকারী অফিসে ( রাজউক, নগর ভবন, সিটি কপোঃ অফিস ) প্রতিদিন ঘুষ আদান প্রদান হচ্ছে। ছোট ছোট ছাত্রনেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে।দরিদ্র মানুষের কপাল বেয়ে কি সারা জীবন ঘাম ঝড়বে? আর নেতারা সংসদে বড় বড় কথা বলবেন
১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
২| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৮
তারেক_মাহমুদ বলেছেন: নগরে যারা থাকে তারা সবাই নাগরিক চেতনা সম্পন্ন হয় না, একদম সত্যি কথা। বাস্তুক ভিত্তিক পোষ্ট, ভাল লাগলো।
১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।
৩| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: ১, কবি
২,মন্দ কথা,
৩, আজরাইলের হাত থেকে বাঁচার কৌশল,
৪, রোজা বা ইফতার
৫, অন্যের সামনে নিজেকে মেলে ধরা,
৬,সবশেষে দুর্নীতিবাজদের তালিকা।
পাঁচমিশালি ভাল লাগলো।
শুভ কামনা প্রিয় ছোট ভাইকে।
১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: এখনো বিস্মিত হই
জানি কোন বিস্ময়ই বিশুদ্ধ নয়
আমি আমারই খোঁজে
কড়া নেড়ে যাই শহরের প্রতিটি দরজায়
৪| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৪০
লাবণ্য ২ বলেছেন: আজরাইলের হাত থেকে রেহাই পাবার ও কৌশল আছে ভাইয়া!
১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: আছে আছে---
৫| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৪১
নাজিম সৌরভ বলেছেন: মন্দ কথা ছেড়ে দেয়া সহজ নয় । নিজের বংশের পরিচয় দিতে অনেকেই মন্দ কথা বলে থাকেন । অনেকে তো মন্দ কথাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছেন । ব্লগে এবং সোস্যাল মিডিয়ায় উনারা মন্দ কথা কপচাতে বেশ উৎসাহ বোধ করেন ।
১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: সকাল সকাল চমৎকার একটি লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ রাজীব নুর ভাইয়া।
১ নং টা খুব ই ভালো লেগেছে, ২ নং ও তাই।
আজরাইলের হাত থেকে বাচার কৌশল নিয়ে কিছুক্ষণ চিন্তা করলাম কিন্তু পেলাম না তো কিছু
রোজা ৬০ টা না হয়ে সারাবছর থাকলেই তো ভালো হতো, তাহলে প্রতিদিন এ দুই আড়াই ঘণ্টা আগে অফিস ছুটি হতো
আপনার সম্পর্কে জেনে ভালো লাগল।
৩০ জন দুর্নীতি বাজের তালিকা, কি বিশাল কাজ।
১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৭| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৭
বিজন রয় বলেছেন: +++++
১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন রাজীব ভাই।
১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ১২ ই জুন, ২০১৮ সকাল ১১:২৮
নীলপরি বলেছেন: দারুণ লাগলো প্রত্যেকটা। তবে উত্তরটা পারলাম নাহ!
১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: দেখি অন্য কেউ পারে কিনা!
১০| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শেখ সাহেব একবার তার শিক্ষক প্রফেসর সাইদুর রহমানকে ৩২ নম্বরে দাওয়াত দিলেন। রাতে খাবার পর আলাপচারিতার একপর্যায়ে শেখ সাহবে তার স্যারকে বললেন- স্যার আমাকে ১০ জন ভালো মানুষের একটি তালিকা দিন। আমি নতুন একটা কেবিনেট তৈরী করতে চাই।
প্রফেসর রাজী হলেন। দিন যায়। মাস যায়। বছর পেরিয়ে যায়। শেখ সাহেব আবার জিজ্ঞেস করলেন- স্যার, ১০ জন ভালো মানুষের তালিকা কি তৈরী করতে পেরেছেন?
১৯৭৫ সালের ১৪ আগস্ট রাত পর্যন্ত প্রফেসর সাইদুর রহমান শেখ সাহেবকে ১০ জন ভালো মানুষের তালিকা দিতে পারেননি। বেশী কিছু তো তিনি চাননি। মাত্র একটি সাদা পাতায় ১০ জন ভালো মানুষের নাম চেয়েছিলেন। যাদেরকে দিয়ে তিনি সোনার বাংলা গড়ার কেবিনেট গঠন করতে চেয়েছিলেন।
১৯৭৫ সালে ১০ জন ভালো মানুষের তালিকা তৈরি করা সম্ভব হয়নি। আজ ২০১৮ সালে ১০ জন ভালো মানুষের তালিকা কি তৈরী করা সম্ভব হবে। শেখ সাহেব নেই। নেই প্রফেসর সাইদুর রহমানও।
আমরা ১৭ কোটি আম জনতা আছি। আমরা সবাই তাকিয়ে আছি ১০ জন ভালো মানুষে কবে আসবেন?
১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: নাই নাই।
ভালো মানুষ নাই।
১১| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৫
অালপিন বলেছেন: কারো কুটিলতা, জটিলতা, ভণ্ডামী চট করে চোখে পড়ে যায়। --আপনি যে লেখা না পড়েই আবোল-তাবোল মন্তব্য করেন। সেটা কি ভণ্ডামী নয়। আবার বলবেন না যেন, 'না, আমি তো লেখা পড়ি'। এই কথা আগেও বলেছেন।
কীভাবে তিন চারটা বড় বড় পোস্ট দুই মিনিটে পড়ে মন্তব্য করা যায় আমাকেও একটু শিখিয়ে দিবেন প্লিজ...
১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: যেদিন আপনার সাথে দেখা হবে সেদিন আপনাকে শিখিয়ে দিব।
সত্যি বলছি।
১২| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৫
তাছনীম বিন আহসান বলেছেন: ভাল লাগলো।
আর হ্যা বাচার কৌশল পেলাম না ।
আর ভাই নেতারা যাই করুক, আমরা যে কিছুই করতেছিনা এটাই সবচেয়ে বড় ভুল আমাদের,
শুভ কামনা আপনার জন্য।
১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
নিশাচড় বলেছেন: নাই! ভালো মানুষ দেশে নাই! নিজেকে ভালো মানুষ বানানোর মিশনে আছি। কিন্তু এতো অমানুষের ভীরে নিজেকেও ভালো করতে পারছি না।
১৩ ই জুন, ২০১৮ রাত ১:০৮
রাজীব নুর বলেছেন: খুব কঠিন কাজ। তবে অসম্ভব কিছু না।
১৪| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:০২
সনেট কবি বলেছেন: ভাইপুত, অনেকগুলো বাস্তব বিষয় তুলে এনেছেন।
১৩ ই জুন, ২০১৮ রাত ১:০৯
রাজীব নুর বলেছেন: কল্পনার চেয়ে বাস্তব বিষয়ই ভালো।
১৫| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:৫৭
প্রামানিক বলেছেন: শেষের কথা সত্য কিন্তু করার কিছুই নাই।
১৩ ই জুন, ২০১৮ রাত ১:০৯
রাজীব নুর বলেছেন: এটাই আমার দুঃখ। কিছু করার নাই।
১৬| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:৩৭
চঞ্চল হরিণী বলেছেন: বৃদ্ধা কি কবরে গিয়ে শুয়ে থেকেছিল ?
১৩ ই জুন, ২০১৮ রাত ১:১০
রাজীব নুর বলেছেন: ঠান্ডা মাথায় ভাবুন।
১৭| ১৩ ই জুন, ২০১৮ রাত ১:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই, প্রথমটা খুব ভালো লাগলো, মাঝে সুন্দর কিছু পরামর্শ রেখেছেন, যা প্রয়োজনীয়।
একটা প্রশ্ন রেখেছেন তিন নম্বরে, সেটা আমি জানিনা।
১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: আমিও জানি না।
১৮| ১৩ ই জুন, ২০১৮ সকাল ৭:২৭
সিগন্যাস বলেছেন: ভাইয়া বৃদ্ধা নিশ্চয় নির্দিষ্ট সময়ের আগে সুইসাইড করে মরে গিয়েছিলো
তাই আর আজরাইল আসেনি।
১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: হা হা হা ---
১৯| ১৩ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
লুংগি থেকে শুরু করে ৫০০ কোটী আয় করতে হলে, ৫/৬ টি বস্তি পোড়ায়ে দখল করতে হয়েছে।
১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: ব্যবসা। বাঙ্গালী ব্যবসা ভালো বুঝে। মানুষের বুকে পাড়া দিয়েও তারা সুন্দর হাসি মুখে ব্যবসা করে যায়।
২০| ১৩ ই জুন, ২০১৮ সকাল ৯:৩০
মৌরি হক দোলা বলেছেন: ৩ নং এর কৌশলটা পারছি না। জানার অপেক্ষায়....
১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: বোন আমি নিজেও জানি না।
২১| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১১:২৩
শিখা রহমান বলেছেন: রাজীব ১ নম্বরটা খুব ভালো লেগেছে।
ভালো থাকবেন। শুভকামনা।
১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শিখা।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৫
একদম_ঠোঁটকাটা বলেছেন: সেই দুর্নীতিবাজদের তালিকা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিন।