নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কানা মাছি সত্য, কানা মাছি মিথ্যা

১৪ ই জুন, ২০১৮ সকাল ৯:৪১



দেশটা বেশ বোরিং হইয়া গেল...নাকি আমিই বোরিং হয়ে গেলাম?
সবাই খালি জোকস বলে- আমার রাগ লাগে, আবার বিনোদনও পাই।

১. উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ।
২. দেশে কোন গরীব নাই।
৩. দেশে কোন অভাব নাই।
৪. বড় বড় দেশে একটু আধটু ক্রসফায়ার, গুম হত্যা হতেই পারে..
৫. জঙ্গীবাদ সমুলে উৎপাটনই আমাদের লক্ষ্য।
৬. হজুররা ছাড়া সবাই নাস্তিক।
৭. দেশে আইন শৃংখলা বাহিনী তাদের কর্তব্য সঠিকভাবে পালন করছে..
৮. নারীর হাতে দেশ, তাই নারীর মর্যাদা সবার আগে..
৯.দশ বছরে কোন জিনিসের দাম বাড়ে নাই।
১০. ঈদের পর কঠিন আন্দোলন।
১১. দুর্নীতি দমন করছি আমরা কঠোর হাতে।
১২. দেশে চিকিৎসা ক্ষেত্রে অনেক বেশি উন্নত হয়েছে।
১৩. বর্তমানে সরকারী দলে কোনো দুর্নীতিবাজ নেই।
১৪. ছাত্রলীগের পোলাপান সহজ সরল ভালো মানুষ।

আমার চোখ খারাপ, আমার মগজ গোবরে ভর্তি.. আমি খালি উল্টা দেখি...

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ সকাল ৯:৫১

লাবণ্য ২ বলেছেন: জিনিয়াস ভাইয়াটার মগজ গোবরে ভর্তি কেন হবে? পাঁচমেশালি লেখায় অনেক ভালোলাগা।

১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

২| ১৪ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নির্বিঘ্নে দেশ চালানোর যে সুযোগ পেয়েছেন, তা কাজে লাগাতে পারছেন না; কারণ, তিনি মগজহীন মাসলম্যানদের কেবিনেটে নিয়েছেন। মুহিত অর্থনীতির জন্য নাসির উদ্দিন হোজ্জার মতো; ইনফরমেশনে ইনু হচ্ছে জলহস্তীর মতো, পরিকল্পনায় লোটাস কামাল হোজ্জার গাধার মত, শিক্ষায় নাহিদ দফতরহীন মন্ত্রির মতো।

১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন:

৩| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:১৪

কাইকর বলেছেন: কয়েকদিন আগে এই লীগ সেই লীগ নিয়ে পোস্ট করেছিলাম। আমাদের এলাকায় তো আবার নেতার অভাব নেই! আমাদের এলাকায় কি শুধু, এখন ছাত্রদলের নেতা হাজার হাজার। প্রতিটা গ্রামে ৮ থেকে ১০ টা করে।তাড়া সবাই ধোয়া তুলসী পাতা

১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: সবাই বুঝে বুঝে।

৪| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন সব জোকস শোনালেন ভায় ;)

মাইরি আগামী শতেক বছরে এমন জোকসের আর জন্ম হয় কিনা! কে জানে?

ঈদে আপনার ভ্রমনের নিরাপদ, দ্রুত, যানজটবিহীন, হয়রানী বিহীন কিনা- জানতে তাকিয়ে থাকুন
ফাটাকেষ্টর বানীর দিকে!
বানী পড়বেন! আর সব যাতনা ভুলে যাবেন!
অথবা মনে হবে - আসলেইতো- আপনি বোধহয় স্বপ্নেই এত, যানজট, এত ধকল আর যাতনা সয়েছেন! :-/

আজই বোধ করি শেষ অফিস। ঈদ মোবারক!
:)

১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: জ্বী অফিস শেষ।

৫| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১১:৩২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: দেশের অনেক উন্নতি, অগ্রগতি হয়েছে নিঃসন্দেহে।
তবে আপনার উল্লেখিত জোকস গুলিও দারুণ বিনোদনের।
মন্দ কি আমরাও একটু বিনোদিত হই, আর মাঝেমাঝে এরকম বিনোদন দেয়ার জন্য তাদেরেকে একটু ধন্যবাদ দেই।
সেইসাথে আপনাকেও ধন্যবাদ ভাই, সাথে অগ্রিম ঈদ মোবারক।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
ভালো থাকুন।

৬| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৫

মোঃ ইকবাল ২৭ বলেছেন: কি আর করার দেখতে থাকুন আর লিখতে থাকুন সামনে আরো কি যে হয়।পাঁচ মিশালি ভাল হয়েছে।++

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: পাঁচ মিশালিই ভাল । দেখবেন মাছের ক্ষেত্রেও পাঁচ মিশালী ভালো।

৭| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: আজ আমি বরং উপরের ছবিটা দেখেই যাবো। আহা!! রাজপথে নৌকা বিষয়টা বেশ লেগেছে।


শুভ কামনা রইল, প্রিয় ছোট ভাইকে।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: রাজপথে গাড়ির বদলে নৌকা ব্যাপারটা খুব দুঃখ জনক।

৮| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১১:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কি আর বলবো। এই সব দেখে আর ভালো লাগে না। মনে হয় প্যালেস্টাইনদের মতো রাষ্ট্র বিহীন নাগরিক হলেও ভালো হতো।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: না না।
আশাবাদী হোন। একদিন সব ঠিক হয়ে যাবে।

৯| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৯

নাজিম সৌরভ বলেছেন: বর্ষা আসার আগেই যদি নৌকা নেমে যায় ভরা মৌসুমে হবেটা কি ? মনে হয় আরএমএস টাইটানিক নামাতে হবে ।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: দেশে উন্নয়নের মহাসড়কে এটা কি তাহলে ফাঁকা বুলি?

১০| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৮

সিগন্যাস বলেছেন: আপনি আমেরিকা চলে যান।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: আমেরিকা যাওয়ার মতো কোনো পথ নাই।

১১| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৯

সৈয়দ তাজুল বলেছেন: দেশ আজ চতুর্মুখি সমস্যায় নিমজ্জিত।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: যদি তাই হয়, তাহলে সরকার কেন বলছে 'দেশ উন্নয়নের মহাসড়কে'?

১২| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:১২

একাল-সেকাল বলেছেন:

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: কিচ্ছু বলতে হবে না। বুঝে গেছি।

১৩| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

নীলপরি বলেছেন: এককথায় দারুণ ।
ঈদের শুভেচ্ছা রইলো ।

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।

১৪| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাবিশ! টোটালি রাবিশ!

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইয়েস।

১৫| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৫

শায়মা বলেছেন: ভাইয়া কামা মাছি কি !!!! B:-)

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: কানা মানে যার চোখ নাই। না না চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে কিচ্ছু দেখে না।

১৬| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৩

শায়মা বলেছেন: কামা মাছি সত্য, কানা মাছি মিথ্যা

আর কামা মানে কি!!!

এই কানামাছির মামা!!!!!!! :-/

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: আরে ভাই টাইপ করতে গিয়ে ভুল করেছি।
আর যেখানেই ভুল সেখানেই আমি।

১৭| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনি ও আপনার পরিবারের সবার জন্য ঈদের শুভেচ্ছা রলো!

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।

১৮| ১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

জাহিদ অনিক বলেছেন: ইদ উপলক্ষে দারুণ জোকস

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক জাহিদ ভাই।

১৯| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৪

টোনাল্ড ড্রাম্প বলেছেন: জেল জরিমানার বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছ মন্ত্রিপরিষদ। আইনটি সংসদে পাস হলে আইসিটি অ্যাক্টের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা পুরোপুরি বিলুপ্ত করা হবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে বিকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

কেন এই আইন করতে হলো- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সাইবার ক্রাইমের আধিক্য এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো ঘটনা ঘটেছে। ফলে এ আইন করার প্রয়োজন হয়েছে। আগে সাইবার ক্রাইমের জন্য কোনও আইন ছিল না। এখন এই জাতীয় সব অপরাধের বিচার এই আইনের আওতাভুক্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনে ডিজিটালের সংজ্ঞা, ডিজিটাল ফরেনসিক ল্যাব করা, ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের একটি ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। নতুন আইনের ১৭ থেকে ৩৮ ধারায় বিভিন্ন অপরাধ ও শাস্তির বিষয় উল্লেখ করা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কেউ যদি বেআইনিভাবে কারও ওয়েবসাইটে প্রবেশ করে তাহলে তাকে সাত বছরের জেল ও ২৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। বেআইনিভাবে অন্য সাইটে প্রবেশ করার পর যদি ওয়েবসাইটের মাধ্যমে কেউ যদি ক্ষতিগ্রস্ত হন তবে ১৪ বছরের জেল ও এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। আবার কেউ যদি বেআইনিভাবে কারও ডিভাইসে প্রবেশ করে তাহলে এক বছরের জেল ও তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড। কেউ যদি কারও ডিভাইসে প্রবেশে সহায়তা করে তাহলে তাকে তিন বছরের জেল ও তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি কারও কম্পিউটারের সোর্স কোড পরিবর্তন বা ধ্বংস করে তাহলে তিন বছরের জেল ও তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কেউ যদি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কোনও ধরনের প্রপাগান্ডা চালায় তাহলে ১৪ বছরের জেল ও এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে আইনটিতে।’

ডিজিটাল নিরাপত্তা আইনের ১৭ ধারায় বলা হয়েছে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কেউ যদি জনগণকে ভয়ভীতি দেখায় এবং রাষ্ট্রের ক্ষতি করে তাহলে ১৪ বছরের জেল ও এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।

২৫ ধারায় বলা হয়েছে, কেউ যদি ওয়েবসাইট বা ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ভয়ভীতি দেখায় তাহলে তাকে তিন বছরের জেল ও তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।

২৮ ধারায় বলা হয়েছে,কেউ যদি ধর্মীয় বোধ ও অনুভূতিতে আঘাত করে তাহলে তাকে ১০ বছরের জেল ও ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।

২৯ ধারায় বলা হয়েছে, কেউ মানহানিকর কোনও তথ্য দিলে তার বিরুদ্ধে তিন বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

৩০ ধারায় বলা হয়েছে, না জানিয়ে কোনও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে ব্যাংক-বীমায় ই-ট্রানজেকশন করলে পাঁচ বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

৩১ ধারায় বলা হয়েছে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কেউ অরাজকতা সৃষ্টি করলে সাত বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

৩২ ধারায় বলা হয়েছে, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কেউ যদি বেআইনিভাবে প্রবেশ করে কোনও ধরনের তথ্য উপাত্ত যে কোনও ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে গোপনে রেকর্ড করে তাহলে সেটা গুপ্তচরবৃত্তির অপরাধ হবে। এর জন্য ১৪ বছরের জেল ও ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

আইসিটি অ্যাক্টের ৫৭ ধারাটিই ডিজিটাল আইনের ৩২ ধারা হিসেবে ফিরে এলো কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না’।

ডিজিটাল নিরাপত্তা আইনের ৬২ ধারায় উল্লেখ করা হয়েছে, আইসিটি অ্যাক্টের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা পুরোপুরি বিলুপ্ত করা হবে।

ধর্মীয় অনুভূতির সংজ্ঞা কী হবে এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘ পেনাল কোডে ধর্মীয় অনুভূতির যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা এখানে প্রযোজ্য হবে।’

৫৪ (ক) ধারায় বলা হয়েছে, ১৭, ১৯, ২১, ২২, ২৩, ২৪, ২৬, ২৭, ২৮, ৩০, ৩১, ৩২ ও ৩৪ ধারার সব অপরাধ জামিন অযোগ্য।

তবে ৫৪(খ) ধারায় বলা হয়েছে, ২০, ২৫, ২৯ এবং ৪৮ ধারার সব অপরাধ জামিনযোগ্য।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ আইনে কোথাও কোনও ধারায় সাংবাদিকদের টার্গেট করা হয়নি।’

ইতোমধ্যেই ৫৭ ধারার করা চলমান মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে− জানতে চাইলে তিনি বলেন, ‘অতীতের মামলাগুলো যথারীতি চলবে। তবে আদালতকে মনে করতে হবে এ সংক্রান্ত কোনও আইন নেই। তিনি যে রায় দেবেন সেটাই চূড়ান্ত।’

এছাড়াও মন্ত্রিপরিষদ সভায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এবং সংবিধান সংশোধন প্রস্তাবের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে।

১৫ ই জুন, ২০১৮ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: খাইছে আমারে।

২০| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:১৩

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ভাই, সত্য বলতে নেই। চাকরি থাকবে না কিন্তু।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: আর বলব না।
মনে থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.