নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সারাটা দিন খুব ব্যস্ত ছিলাম।
হাবিজাবি কাজ নিয়েই সারাটা দিন ব্যস্ত। ব্লগে লিখব, লেখা ঠিক করে রেখেছি কিন্তু সময়ের অভাবে আর লিখতে পারিনি। যদিও দুপুরে একবার ব্লগে ঢুকেছি। বেশ কিছু পোষ্ট পড়েছি। সকালে ঘুম থেকে উঠেই বাজারে গিয়েছি (শেষ মুহূর্তের কেনাকাটা)। যদিও আমি এক সপ্তাহ আগেই ঈদের বাজার শেষ করে রেখেছি। তবু শেষ সময়তে দেখা যায় এটা নাই, ওটা নাই। এবং যে জিনিসটা নাই সেটাই খুব দরকারী জিনিস। তিনবার বাজারে গিয়েছি আজ। একটুও বিরক্ত লাগেনি। বরং হাসি মুখেই গিয়েছি।
ঘরেও তো অনেক কাজ। ফ্যান মুছতে হয়েছে। ছাদে পেয়ারা গাছটার যত্ন নিতে হচ্ছে। এবার মাশাল্লাহ অনেক পেয়ারা ধরেছে। প্রায় ষাট টা পেয়ারা ধরে ছিল। এখন ৩৩ টা বেঁচে আছে। মোটামোটি ভালোই বড় হয়েছে। ইফতারীর আগ মুহূর্তে মেয়ের অনুরোধে হাতে মেহেদি দিলাম। কিছুক্ষন আগে মায়ের অনুরোধে এপেক্স থেকে একটা স্যান্ডেল কিনলাম। দাম নিল ২৬৯০ টাকা। ভাবা যায়! একটা স্যান্ডেল ২৬৯০ টাকা! অবশ্য মা চ্যান্ডেল কেনার জন্য ৫ হাজার টাকা দিয়েছে। না কিনলে মা মন খারাপ করতো।
আজ পাঁচ বার মাংসের দোকানে গিয়ে ফিরে এসেছি। এত ভিড়! ভিড়ভাট্রা আমার ভালো লাগে না। টাকা দিয়ে মাংস কিনব, সেখানেও লাইনে দাঁড়াতে হবে! অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে মাংস কিনছে। সকাল থেকে এখনও মাংস বিক্রি চলছেই। ইফতারীর পরে দেখলাম পিকআপ এ করে আরও আটটা গরু এনেছে। কম করে হলেও আজ ৩৫টা গরু জবাই দিয়েছে। দেশ আসলেই উন্নয়নের মহাসড়তে। ৫৫০ টাকা করে কেজি নিচ্ছে। তবু মানুষ পাগলের মতো মাংস কিনেই যাচ্ছে। মানুষের হাতে এখন প্রচুর টাকা। ধন্যবাদ আওয়ামীলীগ সরকারকে।
চারপাশে মানুষের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। তবে সবার চোখে মুখে ব্যস্ততা। তাদের ব্যস্ততা দেখতেও ভালো লাগছে। তবে আজ পথেঘাটে প্রচুর ভিক্ষুক দেখলাম। অন্যদিন এত ভিক্ষুক চোখে পড়ে না। আমি সব সময়ই দরিদ্র মানুষদের আমার সাধ্য অনুযায়ী সাহায্য করি। কিন্তু মন খারাপ হয় যখন ভাবি আমাদের দেশে এত দরিদ্র লোক কেন? ঈদের সময় ভিক্ষুক এত বেড়ে যায়, তাহলে সারা বছর তারা করে কি? আমাদের দেশের মানুষ গুলো অনেক দুঃখী। তাদের জন্য আমার খুব মায়া হয়। তারা ভাতে এবং কাপড়ে সবচেয়ে বেশি দুঃখী।
আগামীকাল ঈদ। বিশেষ একটি দিন। বড় আনন্দের দিন। ছোটবেলায় ঈদের আনন্দ বেশি লাগতো, খুব বেশি উপভোগ করতে পারতাম। এখন আর ছোটবেলার মতো আনন্দ হয় না। আমার প্রিয় সামু ব্লগের প্রতিটা সদস্যকে জানাই ঈদ মোবারক। বিশাল এই উৎসবের আনন্দধারায় আমাদের মনের সমস্ত গ্লানি ও দুঃখকষ্ট ধুয়ে-মুছে যাক। শান্তি ও সৌভ্রাত্যের মাঝে কাটুক আমাদের আগামি দিনগুলো। আমরা যেন আরো ভালো হয়ে উঠি, আরো সুখি হই, আরও সহনশীল হই, মনে-প্রাণে আরো সুন্দর হই। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। ভালোবাসা নিরন্তর।
১৫ ই জুন, ২০১৮ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: ধন্যাবাদ প্রিয় তাজুল ভাই।
ঈদ মোবারক।
২| ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: ছোট বেলায় এভাবে মেহেদি দেওয়া হতো। যত বড় হচ্ছি ঈদের আনন্দ তত হারিয়ে যাচ্ছে ঈদ মোবারক ভাইয়া
১৫ ই জুন, ২০১৮ রাত ১১:৩৬
রাজীব নুর বলেছেন: একমাস সিয়াম সাধনা শেষে এলো খুশির ঈদ। এ এক অন্যরকম আনন্দ উৎসব। ধনী গরীব জাতি ধর্ম নির্বিশেষে ঈদ হোক সবার।
৩| ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: আমি আজ কাজেই যেতে পারিনি। সকালে গ্রিল ফ্যান সহ আরোও কাজ করেছি। আগামীকাল সকালে মাংসের দোকানে লাইন দেবো। কাজেই সবগুলির সঙ্গে মিলে গেল। ঈদ মোবারক ।
১৫ ই জুন, ২০১৮ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: ঈদ/ইদ? মোবারক
৪| ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: রমজানের ঐ রোজার শেসে এলো
খুশির ঈদ ----
৫| ১৬ ই জুন, ২০১৮ রাত ১২:১৪
মোঃ ইকবাল ২৭ বলেছেন: ঈদ মোবারক।
১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:০৮
রাজীব নুর বলেছেন:
Eid Mubarak
৬| ১৬ ই জুন, ২০১৮ রাত ১২:৫৭
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মানুষের আনন্দের রং চোখে মুখে লাগে আপনার দেখছি হাতেও লেগেছে!
ঈদ মোবারক
১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:০৯
রাজীব নুর বলেছেন: ইদ মোবারক। পরিবারের সাথে ইদ উদযাপনের অনুভূতিই আলাদা। আলহামদুলিল্লাহ্।
৭| ১৬ ই জুন, ২০১৮ রাত ১:১৬
তারেক_মাহমুদ বলেছেন: মাংশ কেনা নিয়ে আপনাকে বেশ ঝামেলা পোহাতে হয়েছে বোঝা যাচ্ছে এজন্য এই কাজটা আগেই সেরে রেখে রেখেছি
।আপনাকে ঈদ মোবারক।
১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:১২
রাজীব নুর বলেছেন: আজ ঈদ। মানবিক আলিঙ্গনে জাতি-ধর্ম নির্বিশেষে সবাই বাঁধা পড়ুক। সবাইকে শুভেচ্ছা।
৮| ১৬ ই জুন, ২০১৮ রাত ১:২৭
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা নেবেন।
১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: মেহনতি জনতার জীবনযাত্রায় সুফল বয়ে আনবে ঈদ এ কামনা করি।ঈদ মোবারক।
৯| ১৬ ই জুন, ২০১৮ ভোর ৬:৪৫
সিগন্যাস বলেছেন: ঈদ মোবারক
১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:১৬
রাজীব নুর বলেছেন: ঈদ মুবারক!!
১০| ১৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৩
কাওসার চৌধুরী বলেছেন:
ঈদ মোবারক, রাজীব ভাই। ভাবী ও মেয়েকে নিয়ে দাওয়াত খেতে আসবেন কিন্তু।
১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক ভাই।
এবছর আসতে পারবো না। আগামী বছর আসবো।
১১| ১৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৪
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: শুভেচ্ছা।
১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৬
ওমেরা বলেছেন: ঐটা আপনার কি হাত !! ইদ মোবারক !
১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: হুম আমার হাত।
ঈদ মোবারক।
১৩| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: সরলতাই সৌন্দর্য! আপনার এ লেখাটা সে সৌন্দর্যে অনুপম সুন্দর। ছোট ছোট অনুভূতির কথা, আনন্দ দেয়া ও নেয়ার কথা, পড়ে খুব ভাল লাগলো। + +
আপনাকেও পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা- ঈদ মুবারক!
১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৬
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক!
১৪| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৮
জাহিদ অনিক বলেছেন: ইদ মোবারাক রাজিব ভাই।
১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: ঈদ মুবারক।
১৫| ১৭ ই জুন, ২০১৮ রাত ১২:০৯
মনিরা সুলতানা বলেছেন: ঈদ মোবারক
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২১
রাজীব নুর বলেছেন: বোন কেমন আছেন?
১৬| ১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
নিশি মানব বলেছেন: আজকাল ঈদ হয়। কিন্তু মেহেদীময় ঈদ এখন আর হয়না। হলেও বাটাহীন।রসকষহীন। বড্ড ফ্যাকাশে।
ঈদ এলেই আগের ঈদ খুজি আজকাল।
১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:১৬
রাজীব নুর বলেছেন: না না। ঈদ আগের মতোই আছে। আপনি মনমরা হয়ে গেছেন।
১৭| ১৯ শে জুন, ২০১৮ রাত ১২:০১
মনিরা সুলতানা বলেছেন: ভালো আছি নুরভাই!
আপনাদের জন্য শুভেচ্ছা।
১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:২০
সৈয়দ তাজুল বলেছেন: আপনি মেহেদি লাগিয়েছেন!
ভাবীসহ আপনাকে ঈদুল ফেতরের শুভেচ্ছা। আর আমাদের মা-মনিটাকে অফুরান ভালবাসা।