নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এই ছবিটা আমার মেয়ে তুলে দিয়েছে। সে আজ সকাল থেকেই পাগলের মতো ছবি তুলছে। এ পর্যন্ত প্রায় সাত শ' ছবি তুলে ফেলেছে। কিছুক্ষন আগে জানতে পারলাম সে আমার ক্যামেরাটা নষ্ট করে ফেলেছে। আমার একটাই ক্যামেরা। ঈদের দিন মনটা বেশ খারাপ হয়ে গেল। মেয়েকে তো বকা দেওয়ার প্রশ্নই আসে না। ওর দোষ নেই। ক্যামেরার দোষ। এটা আমার ৩য় ক্যামেরা। প্রথম ক্যামেরা ছিলতাই হয়েছিল। ২য় টা বাসা থেকে চোর চুরী করে নিয়ে গেছে। ৩য় টা আজ নষ্ট হয়ে গেল। আমার ধারনা ক্যামেরাটা একা একাই নষ্ট হয়েছে। ক্যামেরাটা কিনেছি তিন বছর আগে। তা-ও কম কি, টানা তিন বছর সার্ভিস দিয়েছে। আমার ধারনা লেন্সে সমস্যা হয়েছে। কত টাকা লাগবে ঠিক করতে কে জানে!
ঈদ মোবারক। ঢাকায় আজকের আবহাওয়াটা চমৎকার ছিল। মেঘলা আবহাওয়া। ঢাকার আশে পাশে অনেক জায়গায়'ই বৃষ্টি হয়েছে। ঢাকায় এখনও বৃষ্টি হয়নি। তবে আকাশ কালো হতে শুরু করেছে। আমার ধারনা সন্ধ্যার পর বৃষ্টি নামবে। অবশ্য এটা বৃষ্টির মাস। আজ আষাঢ় এর ২ তারিখ। সকাল থেকেই বৃষ্টি হবে- বৃষ্টি হবে, এমন একটা ভাব। আজ আমার ঘরে কোনো রান্না-বান্না হয়নি। সকাল থেকেই দাওয়াত এর উপরে আছি। আজ সারাদিন মার ঘরে দাওয়াত। আগামীকাল ভাবীর ঘরে দাওয়াত। প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। মনে হয় প্রচুর খাচ্ছি দেখেই মাথা ব্যাথা শুরু হয়েছে। মাথা ব্যাথা নিয়েই আপনাদের জন্য লিখতে বসেছি। আজ ঈদের দিন। তাই লেখার সাথে নিজের ছবি দিলাম, দয়া করে কেউ রাগ করবেন না।
আজ সারাটা দিন বাসায়। কোথাও যেতে ইচ্ছা করে না। ছোটবেলা থেকেই আমি ঘরকুনো স্বভাবের। বাইরে গেলে আমার একটাই চিন্তা কখন বাসায় ফিরবো। কাল বাসায় সুরভিদের বাসা থেকে সবাই আসবে। অবশ্য আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু সুরভি অসুস্থ। কাজেই তাদের সবাইকে চলে আসতে বলেছি। রান্না বান্না করবে ভাবী। গতকাল রাতে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি, একতালা দোতালা মিলিয়ে বিশাল এক লাইব্রেরী দিয়েছি। লাইব্রেরী ভর্তি নানান রকম বই। অসংখ্য মানুষ আমার লাইব্রেরীতে বই পড়তে আসে। যারা বই পড়তে আসে তাদের জন্য চা কফির ব্যবস্থা আছে। পরিস্কার পরিচ্ছন্ন আধুনিক একটি লাইব্রেরী। একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, আপনি মসজিদ না করে লাইব্রেরী করলেন কেন? আমি বললাম, আমাদের দেশে অনেক মসজিদ আছে। প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ২/৩ টা করে মসজিদ কিন্তু লাইব্রেরী নাই।
আজ সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি ঘুমিয়ে আছি। কারা যেন আমাকে ডাকছে। চোখ মেলে তাকিয়ে দেখি- খুব সুন্দর একটা মেয়ে সুরভির বয়সী আমাকে ডাকছে। তার পাশে একটা ছোট্র মেয়ে। ছোট্র মেয়েটাও আমাকে ডাকছে। এরা কারা? আমার ঘরে কি করে? সুরভি কই? আমার মেয়ে কই? ছোট মেয়েটা এসে আমাকে চুমু দিল। বলল, বাবা উঠো। আমি অবাক মেয়েটা আমাকে বাবা ডাকছে কেন? আমার মেয়ে কই? আমি চোখ বন্ধ করলাম। ব্যাপারটা কি বুঝতে চেষ্টা করলাম। নাকি আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি! না, স্বপ্ন না। সত্য। এরা বাইরের কেউ না। অপরিচিত কেউ না। সুরভি আর আমার মেয়ে। তারা এত সুন্দর করে সেজেছে। চোখে কাজল দিয়েছে। আর আমিও কাঁচা ঘুম থেকে উঠেছি। তাই কিছুক্ষন বিভ্রমে ছিলাম।
১৬ ই জুন, ২০১৮ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২০
সিগন্যাস বলেছেন: মজাদার পোষ্ট।আজ মনে হচ্ছে সন্ধ্যার পর প্রচুর বৃষ্টি হবে।হুমায়ুন আহমেদের মিসির আলির কোন বই নিয়ে বসে পড়বেন।
১৬ ই জুন, ২০১৮ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: মিসির আলীর প্রতিটা বই অসংখ্যবার করে পড়া।
৩| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা, আপনার দিনটি ভালো কাটুক।
১৬ ই জুন, ২০১৮ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
স্রাঞ্জি সে বলেছেন: ঈদের শুভেচ্ছা
১৬ ই জুন, ২০১৮ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক
৫| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক
১৬ ই জুন, ২০১৮ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: ঈদের শুভেচ্ছা।
৬| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: ক্যামেরাটা নষ্ট হওয়ার জন্য দুঃখিত। ঠিকই আমাদের এমন কিছু প্রিয় জিনিস থাকে যেগুলি কখনও মানবিক স্বত্বা নিয়ে আমাদের জীবনে বিরাজ করে, হঠাৎ তাদের একটা খসে গেলে আমরা সাময়িক ছন্দ হারিয়ে ফেলি।
ঢাকার আবহাওয়াটা ভালো শুনে খুশি হলাম। কিন্তু কলকাতায় প্রচন্ড গরম। সকাল থেকে বাড়েতে লোকজনের আসা যাওয়া। সব মিলিয়ে যা তা অবস্থা।
সবশেষে কাঁচা ঘুমে পরিবারকে অন্যরুপে দেখে মুগ্ধ হলাম। আর এমন দেখার মধ্যেই পৃথিবীটা আমাদের কাছে এমন ছন্দময় হয়ে উঠেছে।
অনেক অনেক শুভ কামনা প্রিয় ছোট ভাইকে।
১৬ ই জুন, ২০১৮ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: আষাঢ় মাস শুরু হয়েছে। কাজেই গরম কমে গেছে। কয়েকদিন আগেও চরম গরম গেছে। গরমে রাতে ঘুমাতে পারতাম না।
৭| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নুর ভাই!
ঈদ মোবারক
চলেন দুজনে মিলে ব্যবসা শুরু করি!
@! "লেখার সাথে নিজের ছবি দিলাম, দয়া করে কেউ রাগ করবেন না।"
-- লেখাটার জন্য একটু কষ্ট পেলাম!
আপনি আমাদের অলরাউন্ডার লেখক! দু-একটা অর্বাচীন হিংসে করলে করুক! আপনি নিজের মত চলুন!
পুনশ্চঃ আজকে আর্জে টিনার খেলা আছে!
১৬ ই জুন, ২০১৮ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: ভাইজান আপনাকে পাই না কেন? আপনাকে ছাড়া ব্লগ জমে না।
আজকের দিনটি আর্জেন্টিনার না। ক্যামেরা এবং আজকের খেলা নিয়ে মনটা বেশ খারাপ।
৮| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
বিষাদ সময় বলেছেন: ঈদ মুবারক। সুন্দর, একেবারে শুভ্র কপোত................................
১৬ ই জুন, ২০১৮ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
৯| ১৬ ই জুন, ২০১৮ রাত ৮:১৪
সনেট কবি বলেছেন: খুশী হয়েছি।
১৬ ই জুন, ২০১৮ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী সালাম।
ঈদ মোবারক।
১০| ১৬ ই জুন, ২০১৮ রাত ৯:১০
কথার ফুলঝুরি! বলেছেন: আজকের আবহাওয়া টা আসলেই অনেক সুন্দর ছিল
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১১
রাজীব নুর বলেছেন: হুম।
১১| ১৬ ই জুন, ২০১৮ রাত ৯:৪৫
আছির মাহমুদ বলেছেন: ঈদ মোবারক!!
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই।
ঈদ মোবারক।
১২| ১৬ ই জুন, ২০১৮ রাত ১০:৩৪
সৈয়দ তাজুল বলেছেন: মিয়া ভাই,
গ্রামে আসছিলাম ঈদ পালন করতে। যা বৃষ্টি দিল! মোটেও ভাল না। তবে এই বৃষ্টি আমায় তিন বছর পূর্বের এক স্মৃতি স্বরণ করিয়ে দিল! যা প্রতি বৃষ্টিময় ঈদে স্বরণ হবে।
আপনার এই ছবিটি প্রো পিকে দিতে পারেন! লাইক দিলাম!
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১২
রাজীব নুর বলেছেন: তাজুল ভাই আসসালামুয়ালাইকুম।
ভালোবাসা নিরন্তর।
১৩| ১৬ ই জুন, ২০১৮ রাত ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আবারো ঈদ মুবারক । আপনার মেয়ে ছবি তুলেছে সেটা দিয়ে যথার্থ কাজ করেছেন। সুন্দ পোস্ট । স্বপরিবারে ভালো থাকুন সুখে থাকুন ।
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
১৪| ১৬ ই জুন, ২০১৮ রাত ১১:৪৯
হবা পাগলা বলেছেন: আপনার পাঞ্জাবী টা বড়ই সৌন্দর্য হয়েছে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
রাজীব নুর বলেছেন: পাঞ্জাবী টা বানিয়েছি।
১৫| ১৭ ই জুন, ২০১৮ রাত ১২:৩৭
তারেক_মাহমুদ বলেছেন: আর্জেন্টিনার জয় বঞ্চিত হয়েছে বুঝতে পারছি ইদের আনন্দ কিছুটা হলেও মাটি হয়েছে , সামনের ম্যাচের জন্য শুভ কামনা।
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
রাজীব নুর বলেছেন: আরজেন্টিনা ফাইনালে যাবে। যাবেই।
১৬| ১৭ ই জুন, ২০১৮ ভোর ৬:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পরিবারের সবাইকে সুন্দর ঈদ করেছেন মনে হয়। ঈদ শুভেচ্ছা।
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৭| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৪
বৃষ্টি বিন্দু বলেছেন: রাজিব ভাই, আপনাকে জানাই ঈদুল ফিতর এর অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
১৮| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৪
ভুয়া মফিজ বলেছেন: বেশ কিছুদিন পর আপনার চেহারা দেখলাম, পান্জাবীটাও সেরাম হয়েছে!
ইচ্ছা করছে কোলাকুলি করি।
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
রাজীব নুর বলেছেন: পাঞ্জাবিটা বানিয়েছি।
১৯| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৪
জাহিদ অনিক বলেছেন: পোষ্টটা পড়তে ভালো লাগলো।
আপনার ক্যামেরাটা নষ্ট হয়ে গেল ! আহা ! বিগ এ্যাসেট বিগ ম্যাইন্টেইনেন্স !
রোজার ছবি তোলার হাত বেশ ভালো। ভালো ছবি এসেছে। পিতা হিসেবে আপনার জন্য এটা খুব গর্বের।
আজ বিশ্ব বাবা দিবস, আমার বাবাকে বললাম আজ বিশ্ব বাবা দিবস। বাবা বলল, বিশ্ব পুত্র দিবস নেই !
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
রাজীব নুর বলেছেন: জাহিদ ভাই আপনাকে আমি অনেক পছন্দ করি।
২০| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১২
নতুন নকিব বলেছেন:
ক্যামেরার জন্য দু:খ হয়। আহা বেচারা ক্যামেরা!
মা মনিকে নিয়ে ভাল সময় কাটুক আপনার পরিবারের সকলের। অনেক শুভকামনা। ঈদ মোবারক।
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নকিব ভাই।
অনেকদিন পর আপনাকে পেলাম।
২১| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৮
কাইকর বলেছেন: ইদ মোবারক
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
রাজীব নুর বলেছেন: কি অবস্থা কাইকর সাহেব?
২২| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৮
কাওসার চৌধুরী বলেছেন: রাজীব ভাই, ঈদের শুভেচ্ছা।
ঈদের দিন ক্যামেরা নষ্ট হয়েছে জেনে খারাপ লাগলো। যাক, সমস্যা নেই ঠিক হয়ে যাবে।
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
রাজীব নুর বলেছেন: ক্যামেরা ঠিক করে ফেলব। এখনও দোকান পাঠ খুলেনি।
২৩| ১৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইরে, ক্যামেরা তো ক্যামেরা। মানুষই তো নষ্ট হয়ে যায়।
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
রাজীব নুর বলেছেন: হা হা হা
ঠিক বলেছেন।
২৪| ১৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৬
দৃষ্টিসীমানা বলেছেন: ঈদ মুবারক , পোষ্টে ভাল লাগা রইল ।
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৫| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০০
বৃষ্টি বিন্দু বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।।।
১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
২৬| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৬
নিশি মানব বলেছেন: আমার ঈদের দিনটা কাটে অন্য রকমভাবে।ঘরের কাজ-টাজ করে।
বিছানা ঝাড়া থেকে শুরু করে রান্না-বান্না সব কিছু।
১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: এর মধ্যেই আনন্দ খুজে নিতে হবে।
আপনাকে কেউ যেচে এসে আনন্দ দিয়ে যাবে না।
আনন্দ নিজেকে বানিয়ে নিতে হবে।
২৭| ২৪ শে জুন, ২০১৮ রাত ১:১৬
নিশি মানব বলেছেন: এর মধ্যেই আনন্দ খুজি আমি।
ফ্যামিলীতে ছোট আপু আছেন। কিন্তু ওনাকে কাজ করতে দেইনা।
প্রতিবার ঈদে সে প্লান করে, সব কাজ নিজের হাতে করবে। প্রতিবারই সে হেরে যায়।
সে যখন ভাবে সে ফ্রী। তখনই আমার তৃপ্তি।
বাসার বুয়ারা যখন ভাবে, ভাইয়াতো আছেই। সে সামলাবে। আমরা আরামে ঈদ করতে পারবো।
তাদের আনন্দতেই আমার আনন্দ
২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
২৮| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ২:১১
রাকু হাসান বলেছেন: বাহ চমৎকার ছবি ,প্রথম দেখলাম আপনাকে ,রাজীব নুর ভাইয়া । কোথাও দেখলে চিনে ফেলবো এখন
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: দেখা হলে চা খাওয়াতে হবে।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১
জুন বলেছেন: ভালোলাগলো আপনার ঈদের দিনপন্জী । আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ।