নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মধ্যরাতে চা বানিয়ে ছাদে দাঁড়াতে যে কি ভালো লাগে !
২। পচা আলুর পাশে থাকলে ভালো আলুও নষ্ট হয়ে যায়।
৩। মানুষ চোখ কান মুখ নিয়ে সারাদিন যুদ্ধ করে যেতে পারে কিন্তু মনের শান্তি ছাড়া রাতের ঘুম খুঁজে পায় না।
৪। নির্বাচন একটি মায়াজাদুর নাম। এ জাদুতে আমজনতা এতটাই আচ্ছন্ন হয় যে, রাজনীতিবীদ যখন বলে জয়ী হলে আমি বৈদ্যুতিক বাতির পরিবর্তে আকাশ থেকে চাঁদ পেরে এনে সবার ঘরে ঘরে ফিট করে দিবো, আমজনতা তখন গভীর আবেগ আর আনন্দে চিৎকার করে ওঠে।
৫। শয়তান যদি পাঞ্জাবি-পাজামা-টুপি পরে এসে বলে, ইসলামকে রক্ষার জন্য তোমরা একজন আরেক জনের বাড়িতে আগুন ধরিয়ে দাও, মানুষজন তাই করবে। ধর্ম সম্পর্কে এদেশের মানুষ এতটাই মূর্খ।
৬। পৃথিবীর সবচে ছোট চিঠি লেখা হয়েছিল ১৮৬২সালে ফ্রান্সে। ভিক্টর হুগো "লা মিজারেবল" বই লেখা শেষ করে ছুটি কাটাচ্ছেন। বই প্রকাশ এর পর কেমন বিক্রি হচ্ছে জানার জন্য প্রকাশকে তিনি চিঠি পাঠালেন, পুরো চিঠিতে শুধু মাত্র লেখা, "?"
প্রকাশক ও মজার মানুষ ছিলেন, তিনি ও সংক্ষিপ্ত চিঠির উত্তর দিলেন, পুরো চিঠিতে শুধু মাত্র লেখা "!" মনে হয় ভিক্টর হুগো এরকম উত্তর পেয়ে খুশিই হয়েছিলেন।
৭। রিফাত প্রিয় ক্রিকেট টিমের ফাইনাল খেলা দেখার জন্য অনেক কষ্টে তার বান্ধবী পুষ্পকে রাজি করলেন।
যথারীতি নির্দিষ্ট দিনে বান্ধবী পুষ্পকে নিয়ে মাঠে গেলেন খেলা দেখার জন্য। তারা বসলেন। খেলা শুরু হল। খেলা চলছে।
পুষ্প এর মোবাইলে ফোন এল। সে মোবাইলে আষাঢ়ে গল্প শুরু করল।
হঠাৎ এক খেলোয়ারের শর্টে বলটি ১২০ কি.মি. বেগে পুষ্প মুখ বরাবর আসতে লাগল। রিফাত হতাশ হয়ে উঠে দাঁড়াল। কিছুক্ষন পর দেখা গেল পুষ্পের কিছু হয়নি বরং সে তখন ও আষাঢ়ে গল্পে মগ্ন।
পুষ্প কোন আঘাত পেল না এটা কিভাবে সম্ভব??
৮। বর্ষা মানেই গুচ্ছ গুচ্ছ কদম ফুলের সুবাস। পথ চলতে কিংবা বাসে ছোট শিশু কিংবা কিশোরীর হাতে শোভা পায় তরতাজা একগুচ্ছ কদম ফুল। হাত বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করে ‘আফা নিবেন?’ মাত্র ১০ টাকা। কদম ফুলকে বলা হয় বর্ষা ঋতুর হাসি।
২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: না গোলাপ।
২| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের প্রিয় ফুল ছিলনা কদম? ছয় নম্বরটা আগেও পড়েছি। তবে আজও পড়ে বেশ লাগলো।
শুভ কামনা প্রিয় ভাইকে।
২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
৩| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১১:০৪
সিগন্যাস বলেছেন: এখন কি বর্ষাকাল?
৭ নং এর উত্তর জানিনা
২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: জ্বী এখন বর্ষা কাল।
৪| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:০১
আকিব হাসান জাভেদ বলেছেন: এ দেশ মানুষ র্মুখ্য নয় । মূর্খ্য তৈরী করে । চিলে কান নিয়ে গেছে তাই তাড়া করতে হবে এ শ্রেণীর লোক এখনো আছে।
ভালো লাগলো পড়ে ।
২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আকিব ভাই।
৫| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:২১
মৌরি হক দোলা বলেছেন: ৭ নং এ রিফাত হতাশ হয়ে উঠে দাঁড়ালো
সে পুষ্পের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। যে কারণে পুষ্পের বলটা লাগে নি আর সে কথা বলায় নিমগ্ন থাকার কারণে বিষয়টি লক্ষ্যও করে নি।
????
২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: আপনার বুদ্ধি আছে।
বুদ্ধিতে সব সময় শান দিয়ে রাখতে হয়।
৬| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৯
কথার ফুলঝুরি! বলেছেন: ১ নং, আসলেই অনেক ভালো লাগে ।
২ নং, সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সংগে সর্বনাশ এই আর কি ।
৩ নং, আসলেই ভাইয়া মনে শান্তি না থাকলে কোন কিছু তেই শান্তি নাই আর ঘুম তো সবার আগে পালায়।
৪ নং, হাহাহা! আসলেই নির্বাচন একটি মায়াযাদু।
৫ নং, হা আমরা মূর্খ তাইতো আমাদের কে ধোঁকা দেওয়া সহজ।
৬ নং, একটা তথ্য জানা গেল। চিঠি লিখতে খুব ভালো লাগে, কতদিন লেখা হয়না। আহারে যদি লিখতে পারতাম একটা চিঠি সাথে পেতাম সুন্দর একটি জবাব ।
৭ নং, হাহা! মজা পেলাম। আসলে কিছু কিছু মেয়ে আজাইরা আষাঢ়ে গল্পে এতটাই মগ্ন হয়ে যায় যে পৃথিবী ধংস হয়ে গেলেও মনে হয় ওদের হুশ হবেনা।
৮ নং, ভাইয়া, বর্ষার আরও একটি ফুল আছে যেটি সাধারণত চোখে পরেনা। ফুলটির নাম কেয়া
২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: এটা কি কেয়া ফুল?
৭| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৮
নাজিম সৌরভ বলেছেন: ৫ নং এর জন্য ++
এদেশের মানুষ ধর্ম না চিনলেও গেট আপ চিনে !
২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন নাজিম ভাই।
৮| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
আমি একটু চা বসায়ে আসি, তারপর আবার পড়বো।
২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: বাসায় এমন কেউ নাই, যে আপনি বললে চা বানিয়ে এনে সামনে দিবে?
৯| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
কদম ফুলের কথা মনে আছে, বাকীগুলো কঠিন
২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: আপনার সৃতি শক্তি খুব ভালো।
১০| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন: এটা কি কেয়া ফুল? ... আমাদের গ্রামের বাড়ীতে এই ফুল গাছ টি ছিল। ঘ্রাণ অসম্ভব সুন্দর। তখন জানতাম না ফুল টার নাম। আমি সঠিক বলতে পারবোনা ভাইয়া, এটা সম্পর্কে কিন্তু গুগুল এ এই ছবি টা আসে। আর সেন্ট মারটিন যে কেয়া গাছ দেখেছি সেটা এটা @লেখক বলেছেন: এটা কি কেয়া ফুল? ... আমাদের গ্রামের বাড়ীতে এই ফুল গাছ টি ছিল। ঘ্রাণ অসম্ভব সুন্দর। তখন জানতাম না ফুল টার নাম। আমি সঠিক বলতে পারবোনা ভাইয়া, এটা সম্পর্কে কিন্তু গুগুল এ এই ছবি টা আসে। আর সেন্ট মারটিন যে কেয়া গাছ দেখেছি সেটা এটা
২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: এটা কি ফুল নাকি? আপনি যে ছবিটা দিয়েছেন সেটা কোনো ফুলের নয় ফলের।
১১| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
জাতির বোঝা বলেছেন: লেখক বলেছেন: ভাইজান, বাংলাদেশের ৩ জন সৎ মন্ত্রী, সৎ সচিব, সৎ অফিসার বা কর্মচারীর নাম বলুন। আমি তাদেরকে নোবেল পুরস্কার দিব।
২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: হা হা হা
১২| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
জহিরুল ইসলাম সেতু বলেছেন: খুব ভাল লাগলো।
৭ নম্বরটায়ঃ ১২০ কিমি বেগে বল আসলো গ্যালারীতে। রিফাত তখন কত বেগে উঠে দাঁড়ালো। পুষ্পর সামনে, নাকি পাশে গিয়ে দাড়িয়েছিল জানি না। শুধু জানি আষাঢ়ে গল্পে সবই সম্ভব। ভাল থাকুক রিফাত, পুষ্প। ভাল থাকুক আমাদের প্রিয় রাজীব নুর ভাই।
২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান।
১৩| ২৩ শে জুন, ২০১৮ রাত ৮:৫৩
তারেক ফাহিম বলেছেন: ভালোলাগা।
২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ২৪ শে জুন, ২০১৮ রাত ১২:০৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন: বাহ ! তাহলে নিশ্চয়ই আমার সাথে আড্ডা দিতে আপনার ভাল লাগবে
২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: আড্ডাতে অংশ গ্রহন আমি আগ্রহ নিয়ে করি।
কিন্তু আডদায় আমি চুপ করে থাকি। সবার কথা মন দিয়ে শুনতে চেষ্টা করি।
১৫| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৬
মৌরি হক দোলা বলেছেন: ভাইয়া, ৭ নং এ আসল উত্তর কোনটা???
২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: আমি জানি না।
১৬| ২৫ শে জুন, ২০১৮ রাত ২:০২
নিশি মানব বলেছেন: আমাদের এক রুমমেট ছিলেন। দুনিয়ার সবাই জানে, টাকা নেওয়ার পর সে ফেরত দেওয়ার কথাটা স্হায়ীভাবে ভুলে যান।
তবুও প্রতিবার সে সবার কাছে টাকা চায়। আর প্রতিবারই পাওনাদারেরা নির্বাচন কালীন জনগনের মত আচ্ছন্ন হয়ে যান। পুর্বের টাকা আর এই টাকা দ্বিগুন পাওয়ার কথা শুনে খুশীতে চিৎকার দিতে থাকেন। পারলে পকেট খালি করে ফেলেন। দিন কয়েকের জন্য দিবা স্বপ্নের ঘোরে ডুবে থাকেন।
বাসার বুয়া আর বাড়িওয়ালা থেকে শুরু করে মোড়েের চা দোকানদার আর রিক্সাওয়ালা পর্যন্ত কেউ বাদ যায় নাই।
২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: হুম কিছু মানুষের স্বভাবই এই রকম।
আমাদের অফিসে এক লোক এসেই সবার কাছে টাকা ধার চাইছে। অথচ সে এসেছে দুই সপ্তাহ হয় নাই।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৪
ন্যায়দন্ড বলেছেন: কদম?