নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সরকারী প্রাইমারী স্কুল। আশে পাশের এলাকার দরিদ্র বাবা মায়ের ছেলে মেয়েরা এই স্কুলে লেখা পড়া করে। প্রিয় শিক্ষক চলে যাচ্ছেন, অন্য স্কুলে। খবরটা পেয়েই আর স্থির থাকতে পারেনি তার ছাত্রছাত্রীরা।
এদিকে সরকারি নিয়ম। তাই যেতেই হবে। তবু শিক্ষক গেট থেকে বেড়োনোর মুহূর্তেই গড়ে উঠল মানবপ্রাচীর। হাতে হাত রেখে ঘিরে দাঁড়াল ছাত্রছাত্রীরা। চোখে জল আর কাতর আবেদন, স্যার, যাবেন না প্লিজ। সে আর্তি শুনে তখন চোখে জল শিক্ষকেরও।
তামিলনাড়ুর একটি সরকারি হাই স্কুলে শিক্ষকতা করতেন জি ভগবান। তরুণ শিক্ষক। ছাত্র-ছাত্রীদের সঙ্গে দারুণ দোস্তি। ইংরেজি পড়াতেন তিনি। তবে শিক্ষকের থেকেও বেশি তিনি ছাত্রছাত্রীদের বন্ধু। অবসর সময়ে তাদের গল্প শোনাতেন। কার বাড়িতে কী অবস্থা সব খোঁজ খবর রাখতেন। কার কীসে অসুবিধা-সুবিধা তা তাঁর নখদর্পণে। ছাত্রছাত্রীরাও তাই মন খুলে শিক্ষককে বলতে পারত সব কথা। সেই শিক্ষক চলে যাচ্ছে দেখে আর বসে থাকতে পারেনি তারা। হাতে হাত রেখে তৈরি করেছে মানবপ্রাচীর। চোখের জলে আবেদন করেছেন, বলেছে, স্যার যাবেন না। কিন্তু কেন চলে যেতে হচ্ছে স্যরকে? আসলে যে স্কুলে ভগবান চাকরি করতেন ছাত্র অনুপাতে সেখানে শিক্ষকের প্রয়োজন নেই। তাই শিক্ষক কম এমন স্কুলে তাঁকে স্থানান্তরিত করা হচ্ছে। কিন্তু প্রিয় শিক্ষকের সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে পারছে না কেউই। পড়ুয়াদের এই অবস্থা দেখে কাতর শিক্ষকও। ছাত্রদের সঙ্গে সঙ্গে তাঁর চোখেও জল। তবু, চলে তো যেতেই হবে। সরকারি নিয়ম যে এটাই।
এ ছবি তাও দৃষ্টান্ত হয়ে থাকল। হাল আমলে শিক্ষাও নাকি ব্যবসা হয়ে গিয়েছে। কোথাও আবার ছাত্রছাত্রীদের শাস্তি দিতেও ভয়ে ভয়ে থাকেন শিক্ষকরা। কারণ হাজারো নিয়মের কড়াকড়ি। ফলে ছাত্র-শিক্ষক সম্পর্কের মাধুর্যটাই যেন নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এ ছবি প্রমাণ করল, এ মহাবিশ্বে কোথাও কিছু হারায় না। অন্তরের জিনিস থেকে যায় অন্তরেই।
শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষক যান নি।
২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: মিথ্যা হওয়ার কি কি কারন থাকতে পারে?
২| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:০৪
সিগন্যাস বলেছেন: না প্রথমে আমি ভাবছিলাম এইটা গল্প।তারপর মনে হলো এটা একটা নিউজ।কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাস করলাম আরকি
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
বেঁচে থাকুক ভালোবাসা মায়ার এ বন্ধন!
ভাবীকে নিয়ে একটা গান মনে পড়েছে!
শোনাবো? আমাকে আবার লাঠি নিয়ে তাড়া করবেন না তো?
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: গান তো ভালো জিনিস।
দেন লিঙ্ক, দুইজন মিলেই শুনি।
৪| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:১৪
নাহিদ০৯ বলেছেন: ভাল শিক্ষক এর জন্য সবার মনই কাদে ।
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: ঠিক।
৫| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:২৮
মোছাব্বিরুল হক বলেছেন: আমি জানি এ মায়ার বাঁধন ছেড়ে যাওয়া কত কঠিন।
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: শেষে শিক্ষক যায়নি।
৬| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:৩২
কামরুননাহার কলি বলেছেন: ভালো শিক্ষকদের জন্য সব সময়ই মন কাদে। প্রকাশে বা অপ্রকাশেও।
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: ঠিক কথা।
৭| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৫
কাওসার চৌধুরী বলেছেন: এমন শিক্ষাগুরু চাই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে।
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: প্রাইমারী স্কুলের শিক্ষকরা ক্লাশে ঘুমায়। এক যুগ আগেও ঘুমাতে দেখেছি, সেদিনও দেখলাম।
৮| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৫
ওমেরা বলেছেন: ভাল খবর।
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৬
রাফিন জয় বলেছেন: আমার ছোটবেলার শিক্ষককে আমি হারিয়ে ফেলেছি। কোথায় আছে জানি না। উনার কথা মনে করে খুব কান্না পাচ্ছে!
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: ভালো করে খোঁজ খবর নিন। পেয়ে যাবেন।
১০| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৩
জাহিদ অনিক বলেছেন:
এটা সত্যিই একটা দারুণ খবর। এমন শিক্ষকের জন্য শুভ কামনা
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১১| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বলেন কি স্যার!
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১২| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৯
শায়মা বলেছেন: ওদের জন্য ভালোবাসা আর শুভকামনা।
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আমার পোষ্টে আসার জন্য।
১৩| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: চোখে জল আসল
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: এত আবেগি কেন আপনি?
১৪| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫১
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: জ্বী এই নিউজটাই।
১৫| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:০৭
ইকরাম উল হক বলেছেন: পরিমলদের ভিড়ে এমন শিক্ষক বিলুপ্ত প্রায়
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: ভালো শিক্ষক অনেক আছে।
১৬| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:২৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: শিক্ষকের সাথে শিক্ষার্থীর সর্ম্পক রক্তের নয়, আধ্যাত্বিক। আত্নার সম্পর্ক এতো মজবুদ যে, যেকোন পরিস্থিতিতেই তা কথা বলে।
শিক্ষকের মর্যাদা যেন আমরা দিতে শিখি, সেই প্রত্যাশা করি।
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: আমার একজন স্যার আছে প্রফেসর আলতাফ। মানুষ হিসেবে তিনি অসাধারন।
১৭| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:০৩
কথার ফুলঝুরি! বলেছেন: আসলেই দৃষ্টান্ত মুলক ঘটনা।
আমি স্কুল এ পড়ার সময় আমাদের নিকট প্রিয় এবং খুব ই ভালো ও দক্ষ একজন শিক্ষক কে উপরমহলের চক্রান্তে স্কুল ছাড়তে হয়েছিল, তখন আমরা এর প্রতিবাদ করেছিলাম এবং প্রতিবাদ স্বরূপ একদিন সবাই স্কুল ইউনিফর্ম না পরে কালো পোশাক পরেছিলাম । এই ঘটনা দেখে বহুদিন পর আমার ও স্কুল জীবনের সেই ঘটনা মনে পরে গেল।
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: আপনারা খুব ভালো কাজ করেছেন।
১৮| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:১৩
কাইকর বলেছেন: আমারও খুব কাছের একজন এরকম শিক্ষক ছিল। এভাবেই একদিন স্কুল থেকে বিদায় নেয়।সেদিন মনটা অনেক খারাপ হয়েছিল।
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: আপনারা আপনাদের শিক্ষককে নিয়ে লিখে ফেলুন।
১৯| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:২৬
লাবণ্য ২ বলেছেন: ভালো খবর।শিক্ষকের জন্য শুভকামনা!
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: ছাত্রছাত্রী কি দোষ করলো?
২০| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:৩০
ম্যাড মাক্স বলেছেন: কারো ভালবাসা পাওয়া সহজ কথা না। আমি নিজেই যখন স্টুডেন্ট ছিলাম দেখতাম কত টিচারকে ছাত্ররা আড়ালে গালি দিয়ে আবার অনেক টিচার এর জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত আছে। যাই হোক, ভাল থাক ভালবাসারা, ভাল থাক ভাল মানুষেরা।
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: ভালো মানুহশেরা দুঃখে থাকে কিন্তু ভালো থাকে।
২১| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৯
মিঠু পারভেজ বলেছেন: কলেজে পড়া কালীন সময়ে আমাদের ডিপার্টমেন্ট প্রধান শহিদুল স্যারের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম।
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: গুড।
ভেরি গুড।
২২| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লিংকু দিতে পারিবেক লাই
আমি একা একাই গান গাই....
আপনিও ভাবীকে শোনান
১. তুমি পৃথিবী আমার
তুমি মাধবী আমার
তুমি সুরভী আমার ভালবাসার....
২. সুরভি
তুমি আমার মাধবী
ভালোবাসি বলে বলে
এনে দিলে প্রেমের পৃথিবী....
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৩| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে এই ঘটনা ঘটার সম্ভাবনা আছে?
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
অতীতেও ঘতেছে।
২৪| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:০৭
সৈয়দ মূসা রেজা বলেছেন: সফল শিক্ষক।
২৪ শে জুন, ২০১৮ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: আমাদের শিক্ষকরা কোচিং নিয়ে ব্যস্ত।
২৫| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো পোষ্ট ছোটো ভাই। তবে উনি এই আট বছর ছাত্র/ ছাত্রীদের সঙ্গে সময় কাটানো, খেলা টিফিন কিনে দেওয়া, ইংরেজি পড়ানো ও বলার কৌশল শেখানো সবকিছুতেই শিক্ষার্থীদের মনের গহীনে ঢুকতে পেরেছেন। সরকারী বিদ্যালয় হওয়ায় রুটিন বদলি শুধু মাত্র ভালোবাসার কারনে আটকে গেলেও এখানে একটি কথা বলতে হয়, ভগবান স্যার অবিবাহিত হওয়ায় যেভাবে সময় দিতে পারেন বাস্তবে কোনও বিবাহিত শিক্ষকের পক্ষে বোধহয় সম্ভব নয়।
ভারতে রামকৃষ্ণ মিশনের এমন অনেক শিক্ষক আছেন তারা সন্ন্যাস নেওয়ায় নিরলস ভাবে পাঠদান করে যাচ্ছেন। তারা সম্পূর্ণভাবে নিজেদেরকে সেবার কাজে ডিভোর্টি করায় ঘুম থেকে ওঠা আর জাগার সময় পর্যন্ত তাদের দ্বারা শিক্ষার্থীরা উপকৃত হয়। যেহেতু তারা সন্ন্যাস নিয়েছেন , প্রচারের আলোকের বাইরে থাকেন, তারাও দারুণ ভাবে শিক্ষার কাজে নিজেদের ব্রতী রেখেছেন।
সর্বোপরি নিঃসন্দেহে ভগবান স্যার আইকন। ওনাকে আমরা কুর্নিশ করতে বাধ্য।
শুভ কামনা রইল।
২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: গ্রেট।
২৬| ২৫ শে জুন, ২০১৮ রাত ১২:১১
পেন্সিলের আঁচড় বলেছেন: হুম এতো ভালোবাসা
২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: সব শিক্ষকদেরই এমন হওয়া উচিত।
২৭| ২৫ শে জুন, ২০১৮ রাত ১:৫৯
রাকু হাসান বলেছেন: উদাহারণ হয়ে থাকবেন তিনি !! প্রকৃত শিক্ষকরা শেষ হয়ে যায় নি । ভাল লাগলো ...আহ! কি মুহূর্ত ..
২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: মহৎ শিক্ষক।
২৮| ২৫ শে জুন, ২০১৮ ভোর ৫:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার বড় ভাই, জনাব পদাতিক চৌধুরী সাহেবের মন্তব্যটি ভেবে দেখার মতো। আমাদের শিক্ষকরা কি খুবই খারাপ। আমার তা মনে হয় না। আমাদের দেশের পরিবেশ কিছুটা নষ্ট হয়ে গেছে। কিন্তু ভালো মানুষ এখনো প্রচুর আছেন। আছেন অসাধারণ সব শিক্ষক। তাদের প্রতি আমার শ্রদ্ধা।
বি.দ্রঃ ছবিতে দেখছি শিক্ষক মহোদয় ছাত্রছাত্রীদের ঠেলায়/চাপে পড়ে কান্না করছেন।
২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: সহমত।
২৯| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৯
মোহিদ নজরুল বলেছেন: না এরকম দৃষ্টান্ত , আরও আছে , কিন্তু সব প্রকাশ পায় না l - যেমন টা আমার স্যার -
যার প্রতিদান দেয়া যায় না l ভাল থাকুক এই সব মানুষ গুলো l
২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: ভালো থাকুক, সব ভালো মানুষেরা।
৩০| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৪
আঁধার রাত বলেছেন: কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা অন্যান্য ভালোবাসা প্রত্যাশীদের বঞ্চিত করে। ভালবাসা সবসময় কুসুম কুসুম হওয়া উচিত। এটা তো টগবগে গরম ভালবাসা। পুড়ে ফোসকা পড়ে যাবে।
আরেকটা ছবি আছে ছাত্র ছাত্রীরা বসে আছে মাষ্টারের চেয়ারটি ফাঁকা। তারা বঞ্চিত অতিরিক্ত ভালবাসার জ্বালায়।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: ছবিটা দেন, দেখি।
৩১| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:১২
আঁধার রাত বলেছেন: ভাইজান ছবিটা আপনার কাছেই থাকার কথা। ঐ যে কম শিক্ষক আছে সে স্কুলের ছবিটা। বহুদিন আগে বিষটোপ নামে একটা নাটকের ডায়লগ আজো মনের মাঝে ঢং ঢং ঢং করে বাজে। পৃথিবীটা ভালবাসাময়। ভালবাসতে পারে এমন মানুষের ভালবাসার অভাব হয় না কখনও। তাই ভালবাসার মিছে মায়ায় এক জায়গায় আবদ্ধতা ভালবাসার জাল বিস্তারে অন্তরায়
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩২| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৬
আঁধার রাত বলেছেন: সে চলে গেলেই ভাল করত। নতুনদের সাথে পরিচয় হত। দেবদূত গুলো চোখের সামনে বেশী দিন থাকলে তারা মানুষ হয়ে ওঠে। বিষবৃক্ষের পাঁচটি ফল যুক্ত রক্ত মাংশের মানুষ
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: হুম।
৩৩| ২৬ শে জুন, ২০১৮ ভোর ৪:৫৭
নিশি মানব বলেছেন: আমার পরিচিত এক আংকেল ছিলেন এরকম টাইপের। তবে সেটা অবিবাহিত কালীন।
বিবাহিত কালীন সেই আংকেলকে আন্টি ঝাড়ি দিয়ে বলতেন, "ছাত্রীর বাবা কি করেন এটা তোমার জানা কি দরকার?"
" ছাত্রের মা অসুস্হ, এটা তারা বুঝবে। তুমি কেন যাবে?"
" সহকারী শিক্ষকের শালী যোতুকের জন্য মার খাক আর কৌতুকের জন্য মার খাক। তোমার মাতব্বরি করার দরকার আছে!"
স্কুলের জমি দখল হয়ে যাচ্ছে, এটা কমিটিরা বুঝবে।তুমি বুঝার কে?"
সেই আংকেলটা এই স্যারের মত ছিলেন।
একদিন রাগে অপমানে আত্মহত্যা করে ফেললেন।
তখন থেকে এই কবিতাটা কানে বাজতো। কার কবিতা মনে নাই।
"পৃথিবীতে যা কিছু তৈরী, অর্ধেক করিয়াছে পুরুষ, পুরোটা ভাংগিয়াছে নারী"...
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: তবু আমাদের আশাবাদী হতে হবে।
৩৪| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩৫| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:২৮
সুখী মানুষ বলেছেন: ভালোবাসা ছাড়া আর আছে কী!
আহা এমন ভালোবাসা সবার ভাগ্য জোটে না। অবশ্য যারা এর কাতর, এর জন্য কাজ করে যায়, তার পায়। আর যারা পায় না, তাদেরও সমস্যা নাই, মনের আত্মতৃপ্তিটাই বড় প্রাপ্তি।
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: এরকম ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৮
সিগন্যাস বলেছেন: সত্য নাকি?