নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১।
১৩ এপ্রিল , ১৯৭১ ।ঢাকার রাস্তায় পাকিস্তানের পতাকা বিক্রি করছে এক ফেরিওয়ালা, হয়তো পাকিস্তানি বুলেট থেকে বাচতে।
ফটোগ্রাফারঃ মাইকেল লরেন্ট
২।
চোখের সামনে প্রচুর বই থাকলে, দেখতে ভালো লাগে। চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায় !!
৩।
ফটোগ্রাফার "রশিদ তালুকদার" "বঙ্গবন্ধুকে" ছবি তোলা শিখাচ্ছেন । ১৯৭১ এর পর।
উল্লেখ রশিদ তালুকদার ছিলেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত ফটোগ্রাফার। মুক্তিযুদ্ধের অনেক ছবি তিনি তার ক্যামেরা তে বন্দি করেন।
৪।
ডব্লিউ এ এস ওডারল্যান্ড : ভীনদেশী এক বীরপ্রতীক । ওডারল্যান্ড হলেন একমাত্র খেতাবপ্রাপ্ত বিদেশি যোদ্ধা। যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধ করেন। মুক্তিবাহিনীর ২নং সেক্টরের গেরিলাযোদ্ধা ছিলেন তিনি।১৯৭০ সালে নেদারল্যান্ডের ওডারল্যান্ড বাটা জুতা কোম্পানির প্রোডাকশান ম্যানেজারের চাকরি নিয়ে বাংলাদেশে আসেন।
১৮ই মে ২০০১ সালে মৃত্যবরন করেন ওডার ল্যান্ড। তিনি তার একমাত্র মেয়েকে বলতেন ‘বাংলাদেশ আমার ভালোবাসা।’
২৮ শে জুন, ২০১৮ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই অবশ্যই।
২| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:১১
কাওসার চৌধুরী বলেছেন: রাজীব ভাই,
(১) একটি বিরল ফটোগ্রাফি।
(২) চোখের সামনে এতো বই থাকলে মনযোগে ব্যাঘাত ঘটে। পাঠক সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন।
(৩) রশিদ তালুকদার সম্বন্ধে এই প্রথম জানলাম।
(৪) বাহ!! এই বিদেশির জন্য হ্যাট খুলে প্রণাম।
বরাবরের মত ভাল লাগা প্রিয় রাজীব ভাই।
২৮ শে জুন, ২০১৮ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: রশিদ তালুকদার গ্রেট ফোটোগ্রাফার।
৩| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:১৬
শামচুল হক বলেছেন: রশীদ তালুকদার অনেক বড় মাপের ফটোগ্রাফার ছিলেন।
২৮ শে জুন, ২০১৮ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: জ্বী।
তার অবদান অস্বীকার করার কোনো উপায় নাই।
৪| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:৫৩
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। ছবিগুলোর উৎস পোস্টে থাকলে ভালো হতো।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: উৎস যে কই আমি নিজেরই মনে নাই।
৫| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:৫৮
সিগন্যাস বলেছেন: চোখের সামনে প্রচুর বই কিভাবে পাব?
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: কিনে কিনে ঘর ভরে ফেলবেন।
৬| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
ওয়ান্ডারল্যান্ড বাংগালী জাতিকে ভালোযবেসেছিলে্ন।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৭| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৮| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৫১
রাকু হাসান বলেছেন: বাহং বিরল!! প্রথম ছবিটি দেখিনি ,এবং ৩ নম্বর টা জানা ছিল না । শেয়ার করার জন্য ধন্যবাদ ..
ভাই রাজীব নুর
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৯| ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:১২
নাজিম সৌরভ বলেছেন: ঢাকার রাস্তায় এখনো মানুষ পতাকা কিনে !
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: শুধু নিজের দেশের না অন্য দেশেরও কিনে।
১০| ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওডারল্যান্ডকে প্রথমবার দেখলাম...
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: আরও আগে দেখা উচিত ছিল।
১১| ২৯ শে জুন, ২০১৮ রাত ২:০০
চঞ্চল হরিণী বলেছেন: বিরল ছবিগুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বিষয়গুলো জানা ছিল আগে তবে ওডারল্যান্ড এর ছবি এই প্রথম দেখলাম। আর হ্যাঁ, কাওসার ভাই ঠিক বলেছেন, এত বই থাকলে তো কোনটা ছেড়ে যে কোনটা হাতে নেই !
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: অনেক বই থাকলে সুবিধা হলো- যখন যে বই পড়তে ইচ্ছা করবে হাতের কাছেই পাওয়া যাবে।
১২| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৭:০৪
সোহানী বলেছেন: অসাধারন লাগলো ছবি ব্লগ।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সোহানী।
১৩| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:১৭
কথাকথিকেথিকথন বলেছেন:
ছবিগুলো সুন্দর। ওডারল্যান্ডের বাংলাদেশের প্রতি প্রেম দেশের মানুষকে দেশপ্রেমে উজ্জীবিত করুক।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩২
ফজলুল কারিম বলেছেন: আসাধারন !!
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৫| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:২১
সুখী মানুষ বলেছেন: ওয়াও...
ভাই আপনি কি সমকালের রাজিব নূর ভাই?
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: না।
আমার নাম রাজীব নূর খান। উনি হিন্দু। আমি মুসলমান।
আমার বয়স অল্প তার বয়স বেশি।
উনি সাংবাদিক। আমি কামলা।
তবে রাজীব নূর কে আমি দাদা বলি। উনি খুব ভালো মানুষ এবং একজন পরিশ্রমী সাংবাদিক।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:১১
মোঃ আবু বকর ছিদ্দিক বলেছেন: অসাধারন হয়েছে লেখাটি।আমার নতুন ব্লগে সবাই আনন্দিত।সবাই আমন্ত্রিত