নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বাসে করে যাচ্ছি রামপুরা। ভাগ্য ভালো বাসে জানালার পাশেই সিট পেয়েছি। বাস চলছে তো চলছে না। লোকাল বাস খুব ধীরে ধীরে যাচ্ছে। যাত্রী উঠাচ্ছে। নামাচ্ছে। আকাশের অবস্থাও ভালো না। এই রোদ, এই বৃষ্টি! আমি সমানে মোবাইলে গেমস খেলে যাচ্ছি। আমার মোবাইলে অনেক গুলো গেমস নামিয়ে রেখেছি। একটার পর একটা খেলতেই থাকি। গেমস খেলতে খেলতে একসময় আর ভালো লাগে না। মোবাইল বন্ধ করে বাইরে তাকিয়েছি, আর দেখি একটা সিএনজি। সিএনজির উপরে ছোট্র একটা বাগান। ব্যাপারটা ভালোই লাগলো।
গাছ লাগানো ছাড়া বাঁচার আর কোনো উপায় আমাদের নেই। তবু আমরা গাছ লাগাই না। সারাদিন শুধু টাকা টাকা করি। একসময় দেখা যাবে আপনার প্রচুর টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। তবু আপনি অক্সিজেনের অভাবে মারা যাবেন। কাজেই টাকা ইনকামের পাশাপাশি কিছু গাছ লাগান। এযুগে এসে গাছের উপকারিতা এমন কেউ নাই যে জানে না, বুঝে না। তবু কেন সেদিকে কারো কোনো লক্ষ্য নেই। আসুন প্রচুর গাছ লাগাই। সারা দেশটা গাছ লাগিয়ে ভরে ফেলি। তাতে কারো কোনো ক্ষতি হবে। বরং উপকার আর উপকার পাওয়া যাবে। কোথাও যেন একটূকরো খালি জায়গা পড়ে না থাকে।
আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি শেখ হাসিনা একবার ছাত্রলীগের পোলাপানদের বলে দেন- যে যার এলাকায় গাছ লাগাও। তোমারা গাছ লাগিয়ে সারা বাংলাদেশ ভরে ফেলো। আমার বিশ্বাস শেখ হাসিনার কথা তারা ফেলবে না। মন প্রান দিয়ে গাছ লাগাবে। কম পক্ষে তারা চার কোটি গাছ লাগাবে। এতে সারা দেশের মানুষ উপকার পাবে। তাদের বদনাম কমবে। বিশ্বজিতের কথা ভুলে গিয়ে, তখন তারা ছাত্রলীগের জয়জয়কার করবে। সারা জীবন মানুষ তাদের গাছ লাগানোর কথা মনে রাখবে। তাছাড়া তাদের কাম কাজ তো কিছু নাই। তবে তাদের মাঝে মাঝে দেখা যায় অন্যের হয়ে নির্বাচনের লিফলেট বিলি করতে। লিফলেট বিলি করার চেয়ে হাজার গুন বেশি ভালো গাছ লাগানো।
একজন সিএনজি চালক যদি গাছের মর্যাদা বুঝে, প্রয়োজনীয়তা বুঝে- তাহলে সারা দেশের মানূষ কেন বুঝবে না? আমার খুব ইচ্ছা করে গাছ লাগাই। গাছের যত্ন নিই। কিন্তু আমার কোনো জমি নেই। আমার জমি থাকলে আমি হুমায়ূন আহমেদের মতোন একটা নুহাশ পল্লী বানাতাম। সেখানে সব ধরনের গাছ লাগাতাম নিজের হাতে। গাছ লাগানোর গুরুত্ব কোরআন হাদীসেও আছে। আমার আপন চাচাকে বলেছিলাম, চাচা আপনার বেশ কিছু জমি খালি পড়ে আছে, যদি অনুমতি দেন তাহলে সেখানে আমি নানান রকম গাছ লাগাতে চাই। চাচা অনুমতি দেননি। বলেছেন সেখানে তিনি ঘর বানাবেন। পাঁচ বছর হয়ে গেল সেই জমি আজও খালি পরে আছে। সারা বাংলাদেশে বহু জায়গা জমি খালি পড়ে আছে।
ছোটবেলা থেকেই আমার ভবিষ্যৎ ইচ্ছা- বাংলাদেশের যে কোনো জায়গায়, কিছু জায়গা-জমি কিনবো। তারপর নিজের ইচ্ছা মতোন অনেক গাছপালা লাগাবো। বিশাল এক লাইব্রেরী বানাবো। মানূষকে সচেতন করবো। গাছের গুরুত্ব তুলে ধরবো গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় গিয়ে। স্কুলে গিয়ে-গিয়ে বাচ্চাদের বুঝাবো। বিশ্বসাহিত্য কেন্দ্রের মতো আমার থাকবে বিশ্ব গাছ লাগানোর কেন্দ্র। আমি সারা দেশে বিনা মূল্যে গাছের চারা, সার আর ওষুধ বিলাবো। ইনশাল্লাহ একদিন আমি পারবো আমার মনের ইচ্ছাটা পূরন করতে।
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
রাজীব নুর বলেছেন: সরকারের খুব মনোযোগ দেওয়া উচিত।
অন্য কোনো আর উপায় তো দেখি না।
২| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৪১
মোঃ আবু বকর ছিদ্দিক বলেছেন: অসাধারন লেগেছে ব্যাপারটা
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
রাজীব নুর বলেছেন: আপনিও অসাধারন কিছু করুন।
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
রাজীব নুর বলেছেন: আপনিও অসাধারন কিছু করুন।
৩| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৬
কাওসার চৌধুরী বলেছেন: রাজীব ভাই,
আমরা সবাই যদি অন্তত একটি করে গাছ লাগাতাম তাহলে আজ পরিবেশের এত বিরূপ অবস্থার সৃষ্টি হতো না। এজন্য নাই সরকারি, বেসরকারি কোনো উদ্যোগ। শুধু কিছু দিবস যেমন পরিবেশ দিবস, ধরিত্রী দিবস ইত্যাদি এলেই আমাদের গাছ লাগানোর কথা পড়ে। আর বছরের বাকি সময় যেন আমরা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে কাটাই।
অনেকেই বলে থাকেন—আমাদের দেশে গাছ লাগানোর জন্য উপযুক্ত জায়গা নেই। অথচ সড়ক, মহাসড়ক ও রেললাইনের পাশে প্রচুর ফাঁকা জায়গা পড়ে আছে। এগুলোতে যদি আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমলকি, বহেরা, হরতকি, সফেদা, বেদানা ইত্যাদি ফলের গাছ লাগানো হয় তাহলে এগুলো একদিকে যেমন আমাদের ফলের চাহিদা পূরণে বিরাট ভূমিকা রাখবে তেমনি আমরা তা থেকে পাব কাঠ।
এছাড়াও দেশের আনাচে-কানাচে, চর ও নদীরপাড়সহ প্রচুর খালি, অনাবাদি জায়গা পড়ে রয়েছে। আসুন খালি জায়গাগুলোতে গাছ লাগিয়ে দেশটা সবুজে ভরে তুলি।।
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
রাজীব নুর বলেছেন: আমরা বলছি, বলে যাচ্ছি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।
৪| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৪
চাঁদগাজী বলেছেন:
ওকে, আমি কয়েকটা গাছ লাগাবো।
ছাত্রলীগকে গাছ লাগানোর কথা বললে, সাথে সাথে 'কোন জমিতে' লাগাতে হবে, সেটাও বলে দিতে হবে; না হয়, গাছ লাগিয়ে অন্যের জমি দখল করার সম্ভাবনা আছে।
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
রাজীব নুর বলেছেন: ছাত্রলীগের তো কোনো কাম কাজ নাই। তাদের এই কাজ দিয়ে ব্যস্ত রাখলে তাতে দেশ ও জনগনের শান্তি। না তারা অন্যের জমি দখল করবে কেন? এটা আবার কোন নিয়ম। তারা এই দেশের সন্তান। না তারা এই কাজ করবে না।
৫| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৫
টারজান০০০০৭ বলেছেন: চাঁদগাজী বলেছেন:
ছাত্রলীগকে গাছ লাগানোর কথা বললে, সাথে সাথে 'কোন জমিতে' লাগাতে হবে, সেটাও বলে দিতে হবে; না হয়, গাছ লাগিয়ে অন্যের জমি দখল করার সম্ভাবনা আছে।
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী একেবারে ভুল কথা বলেন নাই।
৬| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
পবা (পরিবেশ বাচাও)!
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
রাজীব নুর বলেছেন: না তারা তেমন কাজ দেখাতে পারে নাই।
পোস্টার ফেস্টিন আর ব্যানারের মধ্যে তাদের কাজ সীমাবদ্ধ।
৭| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৫
সিগন্যাস বলেছেন: বরাবরের মতো আপনার এই লেখা পড়েও মুগ্ধ হলাম।খুব সাধারণ একটা বিষয়কে লেখনীর মাধ্যমে অসাধারণ করে তুলেছেন।আপনি রসুলপুর গ্রামে গাছ লাগান।ঐখানকার বাসিন্দারা নিশ্চয় অমত করবে না।
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
রাজীব নুর বলেছেন: রসুলপুর গ্রাম টা আমার না। আমার বন্ধুর গ্রাম। ঢাকা থেকে অনেক দূরে। একদম সুন্দরবনের কাছে।
ওই গ্রামে মোটামোটি গাছপালা আছে।
৮| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৫
রসায়ন বলেছেন: গাছ লাগান সাথে সাথে পরিচর্যাও করেন।
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
লোক রেগে পরিচর্যা করতে হবে।
৯| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪০
একদম_ঠোঁটকাটা বলেছেন: সারা গ্রীষ্মকালীন যত আম, কাঁঠাল, লিচু খেয়েছেন তার বীজ গুলো জমিয়ে রেখে ট্রেনে বা গাড়িতে যাওয়ার সময় পথে ছড়াতে ছড়াতে গেলেই বর্ষাতে সে বীজগুলো অঙ্কুরিত হয়ে একদিন মহীরুহতে পরিণত হবে।
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: কথা একেবারে ভুল বলেন নি।
অলরেডি আমি এই কাজ করেছি।
গত দুই মাসে আমি যত আম এনেছি। সেগুলোর আঁটি ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি।
১০| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৪
ফেনা বলেছেন: ভাল এবং সৎ চিন্তা।
আপনার এই চিন্তার (লক্ষ্যের) সাথে একাত্তা পোষন করলাম। আমি গাছ লাগাব।
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
খুব খুশি হলাম।
১১| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২
একদম_ঠোঁটকাটা বলেছেন: কোলকাতার রাস্তায় একজন ট্যাক্সি চালক-
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। গ্রেট জব।
১২| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
লায়নহার্ট বলেছেন: {হাজীপাড়া}
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
রাজীব নুর বলেছেন: জ্বী।
সিএনজি ওয়ালাকে আমি নতুন বাজার থেকে ফলো করছিলাম।
১৩| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০০
বিষাদ সময় বলেছেন: বাসে করে যাচ্ছি রামপুরা। ভাগ্য ভালো বাসে জানালার পাশেই সিট পেয়েছি। বাস চলছে তো চলছে না। লোকাল বাস খুব ধীরে ধীরে যাচ্ছে। যাত্রী উঠাচ্ছে। নামাচ্ছে।
আপনার বাইকটা কোথায়?
মার খুব ইচ্ছা করে গাছ লাগাই। গাছের যত্ন নিই। কিন্তু আমার কোনো জমি নেই।
আমার খালার বাসার এক ভাড়াটিয় ছাদে আম, পেয়ারা, আপেল, টমেটো আনারস সহ প্রায় ৪০ ধরনের গাছ লাগিয়েছে এবং সেই গাছে ফল হলে খালার বাসায়ও দিয়ে যায়। অতএব ইচ্ছা থাকিলে উপায় হয়।
গাছের প্রয়োজনীয়তা যে অপরিসীম তা যথার্থই বলেছেন। তবে শুধু গাছ লাগালে হবে না সেটাকে কষ্ট করে টিকিয়ে রাখতে হবে এবং গাছ লাগানোর চেয়ে টিকিয়ে রাখাটা অনেক কঠিন।
ভাল থাকুন আপনার নেক আশা আল্লাহ পূর্ণ করুন।
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
রাজীব নুর বলেছেন: বাইক নাই। বাইক খুব খারাপ জিনিশ।
আমার ছাদ খুব ছোট। একেবারেই ছোট। তারপরও তিনটা গাছ আছে। আম গাছে এখনও আম আসেনি। চার বছর হয়ে গেল। পেয়ারা গাছে নিয়মিত ফল পাচ্ছি। আর একটা লেবু গাছ।
গাছের যত্ন তো অবশয়ই নিতে হবে। মানুষের যেমন যত্নের প্রয়োজন আছে, তেমনি গাছেরও যত্নের প্রয়োজন আছে।
১৪| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
লাবণ্য ২ বলেছেন: অসাধারন পোস্ট।
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ লাবণ্য।
এবং আমিও চাই আপনি অসাধারন কিছু করুন।
১৫| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
কল্পদ্রুম বলেছেন: সিম্পলের ভিতর গর্জিয়াস।
২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: পো পো পো
১৬| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১৬
ক্ষুদ্র খাদেম বলেছেন: যদি এইভাবে কেউ আসলেই সিএনজি অটোরিক্সার ওপরে গাছ লাগাতে পারে, তাহলে আর আমরা কেন পারব না
আরেকটু সচেতন কি হওয়া যায় না???
২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: নিজেদের স্বার্থেই নিজেদেরকে সচএতন হতে হবে।
১৭| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:১৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: একদিন মহাখালি কাঁচা বাজার এলাকায় আমিও এই গাড়ি দেখেছি। সত্যি অনেক ভালো উদ্যোগ।
এই উদ্যোগ তখন-ই সার্থক হবে এখান থেকে শিক্ষা নিয়ে রাজধানীর বাড়িওয়ালারা নিজেদের বাড়ির ছাদে বাগান করবে।
২৯ শে জুন, ২০১৮ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: আমি চাই সারা বাংলাদেশে যেন একটুও জায়গা খালি না থাকে।
১৮| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা গাছ লাগাতে জানি না কাটতে জানি। গাছ লাগানো সওয়াবের কাজ। তবে গাছ লাগানোর জমি কমে যাচ্ছে। ঢাকা শহরে বলতে গেলে কোন গাছই নেই। এই দোষটা কার?
২৯ শে জুন, ২০১৮ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: আরে ভাই ইচ্ছা করলে এখনও ঢাকা শহরে তিন কোটি গাছ লাগানো সম্ভব।
১৯| ৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৩৬
শামচুল হক বলেছেন: গাছ লাগান পরিবেশ বাঁচান, সাথে চাঁদগাজী ভাইকেও ধন্যবাদ।
৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: আমাদের ব্লগাররাও যদি গাছ লাগায়। তা ও তো হয়।
২০| ৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৪২
হাসান রাজু বলেছেন: ছাত্রলীগের আইডিয়া একঝলকে বেশ ভালো মনে হয়। কিন্তু বাস্তবতা হল, এই সুযোগে তারা কয়েকশ কোটি টাকা চাঁদা তুলে ফেলবে গাছ লাগানর ছুতায়।
৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: না চাঁদা তুলবে না।
গাছ গুলো সরকার থেকে দেওয়ার ব্যবস্থা করবে।
২১| ৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৪৩
আখেনাটেন বলেছেন: জীবনের এ পর্যন্ত কয়টা গাছ লাগিয়েছেন?
আমি দেশের বাড়িতে বেশ কয়টা বাগান করেছি। নানা জাতের গাছ সেখানে। সামনে আরো লাগানোর ইচ্ছে রয়েছে। ঈদের পরের দিনেও সাতটা গাছ লাগিয়ে এসেছি। একটা গাছে হাড়িভাঙা আম ঝুলছিল।
৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: নিজের কথা নিজের বলা ঠিক না। সময় সুযোগ হলে আপনাকে একদিন দেখাবো।
জেনে ভালো লাগলো আপনি গাছ লাগিয়েছেন।
২২| ৩০ শে জুন, ২০১৮ ভোর ৬:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রতি ঈদে একটি করে গাছের চারা লাগানোর নিয়ম করা হোক। ঈদে না সম্ভব হলে জুলাই মাসের প্রথম দিন। এই দিন নতুন অর্থ বছর শুরু হয়। নতুন অর্থ বছর শুরু হোন নতুন গাছের চারা লাগানো দিয়ে।
৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের ১৮ কোটি মানুষ। এর থেকে তিন কোটি লোক গাছ লাগালেই তো হয়ে গেল।
২৩| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৭:৩৭
তারেক_মাহমুদ বলেছেন: এখন বর্ষাকাল গাছ লাগানোর মৌসুম, সবারই চেষ্টা করা উচিত গাছ লাগানোর, সুন্দর পোষ্ট, লাইক।
৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
২৪| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৫
নতুন নকিব বলেছেন:
এই পোস্টটি অসম্ভব ভাল লাগলো। গাছের সাথে আমাদের প্রানের সম্পর্ক।
৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: গাছ লাগানো ছাড়া অন্য কোনো উপায় নাই।
২৫| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৯
আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: নিজের কথা নিজের বলা ঠিক না। --হা হা হা। নুর ভাই বলে কি? আপনার গোটা ব্লগ কিন্তু নিজের কথাতে ভরপুর। কন্ট্রাডিকটরী কথাবার্তা।
সময় সুযোগ হলে আপনাকে একদিন দেখাবো। -- আশা করি আমাদের একদিন সুযোগ হবে।
৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:২২
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
২৬| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার এই ক্রিয়েটিভ ভাবনাটা খুবই ভালো লাগল! পোস্টে প্লাস!
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সম্রাট ভাই।
২৭| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: একটি গাছ, একটি প্রাণ। তাইতো বলি গাছ লাগান। আমাদের ছোটবেলা থেকেই এই স্লোগানটি শুনে আসছি। আজও একবার উচ্চারন করলাম।
শুভ কামনা প্রিয় ভাইকে।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন।
২৮| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৯
তারেক ফাহিম বলেছেন: ফলের গাছ লাগাতে ভালো লাগে কিন্তু ফল পাই না
রাজিব ভাই’র একপোষ্টে অনেক কিছুেই ফুটে উঠছে।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: আরে ভাই অনেক প্রতিভা নিয়েই জন্মেছিলাম- কিন্তু কিচ্ছু হলো না।
২৯| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:০২
দৃষ্টিসীমানা বলেছেন: আমরাও সেদিন দেখেছিলাম , দেখে খুব ভাল লেগেছিল । চমৎকার একটি পোষ্ট দিলেন অনেক ধন্যবাদ ।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৩০| ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
কথার ফুলঝুরি! বলেছেন: ঠিক এমন ই একটা সি এন জি আমি দেখেছি। কিন্তু সেটির ছাঁদে তো বাগান ছিল আর এটার তো জঙ্গল
৩০ শে জুন, ২০১৮ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: আসলে আমি ছবিটি ভালো ভাবে তুলতে পারিনি।
তাই মনে হয় আপনার জঙ্গল মনে হচ্ছে।
৩১| ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন "আসলে আমি ছবিটি ভালো ভাবে তুলতে পারিনি।
তাই মনে হয় আপনার জঙ্গল মনে হচ্ছে" আরে নাহ ভাইয়া, ছবি ভালোভাবেই তুলেছেন । তবে আমি যেটা দেখেছি ওইটা একটা ফুলের বাগানের মত ছিল তাই ওইটার কাছে এটা জঙ্গল লাগছে।
তবে গাছের প্রয়োজনীয়তা সবার ই বোঝা উচিত। ঢাকা শহরে তো গাছ দেখাই যায়না। তাও যদি এমন দু একজন কে দেখে অন্যরা ভালো কিছু অনুধাবন করে।
৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৩৬
রাজীব নুর বলেছেন: এবার মন্তব্য সুন্দর হয়েছে।
৩২| ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৪৫
কথার ফুলঝুরি! বলেছেন: @ লেখক বলেছেন "এবার মন্তব্য সুন্দর হয়েছে" হাহা ! মাঝে মাঝে ভুল হলে ছোট বোন হিসেবে ক্ষমাপ্রার্থী প্রিয় রাজীব নুর ভাই।
০১ লা জুলাই, ২০১৮ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: অবশ্যই অবশ্যই।
৩৩| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:০০
সুখী মানুষ বলেছেন: ভাই আমি একটা বিষয় খেয়াল করছি, যারা গাছ লাগায়, মাছ, পাখী ইত্যাদি পুষে, তাদের মন নরম হয়। কঠিন অপরাধ তাদেরকে দিয়ে কল্পনাই করা যায় না। গাছ লাগানোর ভিতর দিয়ে আমরা যদি জাতিকে নিতে পারি, অপরাধ কমবে। অতি অবশ্যই কমবে। ফাঁকে পৃথিবীরও অমূল্য উপকার হবে।
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন। আমি আপনার সাথে সহমত।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:২৭
রাকু হাসান বলেছেন: সিএনজি চালক একটা দৃষ্টান্ত ! এবং আমাদের জন্য একটা অনুপ্রেরণা । আমিও ব্যক্তিগতভাবে গাছ লাগায় যখন ই সময় পায় ...ছোট সময় এটা একটা শখের মত ছিল । এবারও বেশ কিছু গাছ লাগালাম । তাদের মধ্যে আম,বকুল , উল্লেখ যোগ্য ।
আপনারদেওয়া শিরোনামটি বেশ ভাল লাগছে । আগামির প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবীেউপহার দিতে হলে গাছলাগানোর বিকল্প নেই । এখনও আমরা পরিবেশের বিরুপ প্রভাব টা ঠিক মত বুঝতে পারিনি যদিও প্রভাব অনেক দিন ধরেই চলচে ইকন্ত যখন পুরোপুরি বুঝবো তখন গাছলাগিয়েও বেশি উপকার পাব না । তাই এখন থেকেই সবার উচিত...গাছ লাগানো । আমরা চির সবুজের দেশ বাংরাদেশ কে হারাতে চাই না ।