নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নীলার বেলকনি

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫



সব মানুষের একান্ত কিছু সময় লাগে। দিনের শেষে নিজের সাথে বোঝাপড়া করতে হয়। বিবেক আর আবেগকে শাসন করতে হয়। নিজের ভুল গুলো খুঁজে বের করে সংশোধন করতে হয়। পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে হয়। একটু একটু করে ভবিষ্যতের চিন্তা করতে হয়। মানব জীবন বড় মূল্যবান। তাই অনেক হিসেব নিকেশ করে নিজের জীবন সাজাতে হয়। সর্বদা জাগ্রত থাকতে হয়। দিনের বেলা নানান কাজে মানুষ নানান রকম ব্যস্ততার মধ্যে থাকে। তাই অবসর সময়টাকে অবহেলা না করে, সময়কে যারা কাজে লাগাতে পারে তারাই জীবনে সাফল্য পায়। যে মানুষের কাজ সুন্দর, তার সব সুন্দর। কাজ দিয়েই মানুষের মন জয় করে নিতে হয়। মৃত্যুর আগে প্রতিটা মানুষের উচিত তার মহৎ কাজের মাধ্যমে নিজের ছাপ রেখে যাওয়া।

বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে নীলা তার ছয় তালার বেলকনিতে এসে বসে। বেলকনিটা খুব ছোট। তবে তার ভাগ্য ভালো বেলকনিতে বসলে বাইরের অনেকখানি দেখা যায়। ঢাকা শহরের বেশির ভাগ বেলকনিতে দাড়ালে কিছুই দেখা যায় না। দেখা যায়- পাশের বাড়ি টয়লেট, রান্না ঘর অথবা শুধুই দেয়াল। রাত এগারোটা। বেলকনির বাতি বন্ধ। নীলা মগ ভরতি চা নিয়ে বসে আছে। ইচ্ছা থাকলেও বাতি জ্বালিয়ে রাখা যায় না। বাতি বন্ধ থাকলে আশে পাশের কেউ তাকে দেখতে পারে না। সে সবাইকে দেখে। গত পাঁচ বছর ধরে সে আশে পাশের সব ফ্লাটের খবর জানে। কে রাত জেগে পড়ছে, কেউ সিগারেট খাচ্ছে, কাউকে দেখা যায় রান্না করে চা বানাচ্ছে, কেউ মোবাইলে কথা বলছে, কেউ টিভি দেখছে বা কম্পিউটার চালাচ্ছে।

নীলা গত পাঁচ বছর ধরে দেখছে- এক হুজুর সারারাত জেগে মাথা নেড়ে নেড়ে বই পড়ে। থুতনিতে দাড়ি, পায়জামার উপর গেঞ্জি পরা। প্রতিদিন রাতে এক রুটিন। হুজুর এত কি পড়ে? হুজুরের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ এর মধ্যে। দিনের বেলা কিছুই দেখা যায় না। কিন্তু রাতের বেলা একই রুটিন- হুজুর মাথা নেড়ে পড়েই যাচ্ছে। এই হুজুর জঙ্গি নাতো? তাদের রুমে আরও বেশ কয়েকজন হুজুরকে দেখা যায়। কিন্তু সারারাত জেগে একজনই মাথা দুলিয়ে পড়ে। নীলার খুব জানতে ইচ্ছা করে হুজুর এত কি পড়ে? মাঝে মাঝে ইচ্ছা করে একবার গিয়ে দেখে আসতে। হুজুর আবার তার বেলকনিতে পর্দা জুলিয়ে রেখেছে। কিন্তু বাতাসে পর্দা সরে গিয়ে যে ঘরের ভেতর সব দেখা যায়, সেদিকে হুজুরের হুশ নাই।

এক বুড়ো সারারাত জেগে বসে থাকে। টিভি দেখে দেখে আর একটু পরপর সিগারেট খায়। তার বুড়ি বউ বিছানার উলটো শুয়ে থাকে। বুড়িকে এক ঘন্টা পরপর ওয়াশরুমে যেতে দেখা যায়। বুড়োর মনে হয় ঘরের ভেতর সিগারেট খাওয়া নিষেধ। ঘরে সোফায় বসে টিভি দেখছে কিন্তু সিগারেট খাচ্ছে বেলকনিতে এসে। বুড়োর মাথার চুল সাদা। বুড়ো বুড়ি মনে হয় তার ছেলে আর ছেলের বউ এর সাথে এ ফ্ল্যাটে থাকে। কারন বিকেলে দেখা যায় বুড়োবুড়ি তাদের নাতনীকে নিয়ে ছাদে গল্প করছে। অথবা নাতনীকে সাইকেল চালানো শিখাচ্ছে। এই বুড়ো বুড়ির জন্য নীলার অনেক মায়া লাগে। নীলার খুব শখ তাদের একদিন বাসায় দাওয়াত দিয়ে নিয়ে আসবে। নিজের হাতে রান্না করে খাওয়াবে। এই ইচ্ছা কি তার পূরন হবে?

নীলার বেলকনির বাম পাশে নতুন একটা ফ্ল্যাট উঠেছে। মনে হয় তাদের গ্যাস সংযোগ নেই। অবশ্য নতুন সংযোগ সরকার বন্ধ রেখেছে। সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করতে হয়। তাদের কাজের মেয়েটা রান্না ঘরে পাতলা চাঁদর বিছিয়ে ঘুমায়। ডান পাশের ফ্ল্যাটে দেখা যায় একটা মেয়ে মধ্যরাতে বেলকনিতে রাখা গাছ গুলোতে পানি দেয়। তখন তার কানে হেডফোন লাগানো থাকে। মনে হয় গান শুনে। গাছে পানিতে দিতে হয় বিকেলবেলা, রাতে নয়- মেয়েটা কি জানে না? নীলার বেলকনির বাম দিকের শেষ মাথার ফ্ল্যাটে নতুন এক দম্পতি উঠেছে। তারা প্রতি শুক্রবার রাতে মিলিত হয়। তারা কখনও বাতি নিভায় না, জানালা লাগায় না। আজিব!

রাত তিনটা। নীলার ঘুম পাচ্ছে, ঘুমাতে যাবে। হঠাৎ চোখ পড়লো গলির মুখে ল্যাম্প পোষ্ট। বছরের বেশির ভাগ সময়ই ল্যাম্প পোষ্ট নষ্ট থাকে। আজ ল্যাম্প পোষ্টটি জ্বলছে। সুন্দর আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে কে যেনে ল্যাম্প পোষ্টের নিচে দাঁড়িয়ে আছে! শাহেদ নাতো? সে নীলাকে অবাক করে দেওয়ার জন্য প্রায়ই ঐ ল্যাম্প পোষ্টের নিচে এসে দাঁড়িয়ে ফোন দেয়। একটা ছেলে বিষন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মাথা ভর্তি চুল। নীলার ইচ্ছা করে ছুটে যেতে ঐ ল্যাম্প পোষ্টের ধারে। নীলা একটু পর বুঝতে পারলো, সে ভুল দেখেছে। ল্যাম্পের পোষ্টের নিচে কেউ দাঁড়িয়ে নেই।

মন্তব্য ৫৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০২

সিগন্যাস বলেছেন: প্রিয় রাজিব ভাই,
নীলার কি ইনসমনিয়া আছে?রাত জেগে জেগে অনেকেই বই পড়ে।তাই বলে কি ধরে নিতে হবে লোকটা জঙ্গি

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: নীলার ঘুম আসে না। সে ভয়াবহ এক সমস্যায় আছে।
নীলা প্রচুর বই পড়ে।
না লোকটা জঙ্গি না। স্টুডেন্ট।

২| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৯

সিগন্যাস বলেছেন: আহা এটা কি আজব দেশ।জীবনের পঁচিশ তিরিশ বছর লেখাপড়া করেই কেটে যায়।অথচ কিছু শেখা হয়না।চাকরিরও নিশ্চয়তা নেই

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: দেশটা ভাই খুব সুন্দর। কিন্তু দেশের মানুষ গুলো নষ্ট হয়ে গেছে।
যোগ্যতা থাকলে চাকরি পাওয়া যায়। নিজেকে যোগ্য করে তুলতে হবে।

৩| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছবির নায়িকা তো দেখি বিরাট সৌন্দর্য্য!

পোস্ট ভালো হয়েছে।

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

এখওয়ানআখী বলেছেন: অসাধারণ নীলার বেলকনিটা! রাজীব ভাই, নীলাকে বলবেন ওর মত আমারও একটা বেলকনি আছে। লেখাটি প্রাণবন্ত । ধন্যবাদ

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: আমি মনে করি সবারই বেশ কিছু সময় বেলকনিতে কাটানো উচিত।

৫| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪০

অচেনা হৃদি বলেছেন: :(

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন:

৬| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮

অচেনা হৃদি বলেছেন: রাজিব নুর ভাইয়া, একটা নতুন নিক বের হয়েছে আমার নাম নকল করে । প্লিজ সেটাকে আমি মনে করবেন না । সেই নিক থেকে প্রতিটি পোস্টে আপনাকে অবমাননা করে মন্তব্য করছে । এই মাত্র দেখেছি ।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: হায় হায়-----

৭| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

অচেনা হৃদি বলেছেন: ভাইয়া প্লিজ ওই নিক ব্যান করতে দরকারি পদক্ষেপ নিন । আমার ভয় হচ্ছে সবাই ভাববে ওই নিক আমার ।

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: না, ঠিক আছে।
বুঝতে পেরেছি।

৮| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: লেখার প্রথম অংশটুকু অনেক অনেক ভালো লেগেছে ।
রাতের বেলা বারান্দায় বসে বসে ভাবাভাবি করা, অন্ধকার দেখা, আকাশ দেখা, আমার খুবই পছন্দের একটি কাজ । তবে হা, ইদানিং ঢাকা শহরে বারান্দায় বসে পাশের বাসার মানুষের সংসার দেখার বদলে আকাশ দেখা যাবে এমন বাসার সংখ্যা খুব কম।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নীলা বেলকুনিতে থাকুক, না ঘুমাক, চা পান করুক সমস্যা নাই
তাই বলে যা না দেখার তা কেন দেখবে, প্রতি শুক্রবার কি তার
নজর ওই দিকেই যেতে হবে ?? থামো নীলা সব কিছু দেখতে হয় না !!

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: নূর ভাই সব কিছুই দেখতে হবে, জানতে হবে। বুঝতে হবে।

১০| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটো ভাই,

নীলাকে আমার ভীষণ ভালো লেগেছে, মায়াও হচ্ছেে আবার হিংসাও হচ্ছে। প্রথমত রুপে আমি মুগ্ধ । দ্বিতীয়ত- সারারাত ধরে সে শুধু চারপাশ দেখে। তৃতীয়ত - রাতে ওর ঘুম না পাওয়াটা ও ওর আপনজনের অভাবটা বেশ বেদনার। চতুর্থত - আমারও যদি নীলার মত দুটি চোখ থাকতো। আমিও বোধহয় রাতে না ঘুমিয়ে চারপাশ দেখতাম।


নীলার জন্য ও আমার প্রিয় ভায়ের জন্য অনেক শুভকামনা রইল।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: দাদা, আপনার একজন নীলা তো আছে।

১১| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

মিথী_মারজান বলেছেন: দিনশেষে সবারই একটা নিজস্ব জায়গা প্রয়োজন অন্তত: নিজেকে খুঁজে পেতে।
সেক্ষেত্রে নীলা ব্যালকনির মত সুন্দর একটা জায়গা হলে তো বেশ্ চমৎকার হয়।:)

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: আপনার ঘরে বেলকনি নেই?

১২| ০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

অর্থহীন জ্ঞানী বলেছেন: ব্যালকনি থাকুক না থাকুক এমন ২ টা চোখ যদি থাকতো আমার,, খুব আপসোস হচ্ছে,,,, নীলা সব কিছুকে আপন ভাবে বলেই নিজের মত করে সবাই কে ভালবাসার চেষ্টা করে, আর নিজেকে আবিষ্কার করে। চিন্তাজগত এ হারিয়ে যাবার মত গল্প খুভ ভাল হয়েছে ভাই।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৩| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


পরিবেশ, ঢাকার পরিবেশে মানুষের জীবন

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: ঢাকায় আমার থাকতে মন চায় না। বাধ্য হয়ে আছি।

১৪| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২২

পবন সরকার বলেছেন: রাত জেগে এত কিছু দেখতে নেই, নুরু ভাইয়ের সাথে আমিও এক মত।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: দেখলে সমস্যা কি?
আমাদের চোখ আছে- দেখার জন্য।

১৫| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:০২

ওমেরা বলেছেন: সুন্দর !!

০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগতটাকে,
কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণিপাকে...

১৬| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৮

চঞ্চল হরিণী বলেছেন: হা হা নব দম্পতি আসলেই আজিব :-P

ভালো লিখেছেন রাজীব ভাই। ঢাকায় চারপাশে টয়লেট, রান্নাঘর আর দেয়াল দেখার ভীরে নীলার ব্যালকনিটা সত্যিই ভালো জায়গা। আমার আরও বেশি ভালো লেগেছে এই জন্য এমন অভ্যাস আমারও ছিল একসময় =p~ । কিন্তু এখনের বাসাটা তেমন নয় বলে কিছু দেখা হয় না |-)

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:০০

টেকনিক্যাল এনালিসিস বলেছেন: রানু পাগ্লিটা গেল কোথায়? সারাক্ষণ ব্লগে থাকত, এখন অনেকক্ষণ নাই। বক্রি দেখে ভয় করতে নেই পাগ্লি

১৮| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নীলার কথা বেশ ভালো লাগল।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

ভাই ছবিটা কার? খুব সুন্দরী উনি। লেখাও সাবলীল! কিন্তু কমেন্টে কোন হাম্বার হাম্বা শিং মারল বুঝলাম না!

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

২০| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: এত ছবি মন্তব্যে ! যাই হোক গল্পটা ভাল লেগেছে। মাঝ বয়সী নারী হলে গল্পটা চেয়ে নিতাম আপনার কাছে।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২১| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৯

অর্থনীতিবিদ বলেছেন: অচেনা বকরী এবং টেকনিক্যাল এনালিসিসকে বলছি, এগুলো করবেন না প্লিজ। আর নীলার গল্পটা ভালো লেগেছে। এত জীবন্ত বর্ণনা, সত্য বলে মনে হলো।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
ভালো থাকুন।

২২| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

তারেক ফাহিম বলেছেন: হুজুরের ব্যাপারটি নিলাও জানলো না, আপনিও না আমরা পাঠকরা না,
জানার আগ্রহ রয়ে গেলো না B-)

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: হুজুর ছাত্র মানুষ। দিনের বেলা হয়তো চাকরি করে। রাতে পড়ে।

২৩| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

নতুন নকিব বলেছেন:



@অচেনা বকরী এবং টেকনিক্যাল এনালিসিস,

ব্লগে কারও মতের সাথে দ্বিমত হতেই পারে। ধারনা করছি, সম্ভবত: রাজীব নূরের সাথেও আপনার/ আপনাদের তেমন কিছু হয়ে থাকবে। দয়া করে এসব না করে আলোচনায় আসুন। দেখবেন, আলোচনা সমাধানের পথ বের করে দিবে। আপনার/ আপনাদের জন্য শুভকামনা।

গুড পোস্ট। লাইক উইথ ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: নকিব ভাই সামুতে কারো সাথে কোনো দিন সামান্য কথাকাটিও হয় নাই। আমি কোনো দিন কাউকে কটু কথাও বলি নাই। আমি লেখার সময় খুব সাবধান থাকি। যেন আমার লেখা কাউকে কষ্ট না দেয়।

২৪| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অচেনা বকরী, সামনে কোরবান, সাবধান!!!!
সুরভি ভাবী থাকতে অন্যের ছবির দরকার কি? :P
লিখাটি ভাল হয়েছে।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: সুরভির ছবি দেওয়া নিষেধ।

২৫| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাল্লাগছে! কিন্তু নীলার বেলকনীতে নীলময় সবকিছু আশা করেছিলাম... পেলাম না!

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: ছোট করে লিখে তাই ইচ্ছা থাকলেও অনেক কিছু লেখা হয় না। দেখা যাবে পোষ্ট বড় হয়ে যাবে।

২৬| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: লেখার এতো সময় পান কি করে? ভালো হয়েছে।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: সময় বের করে নেই। সবচেয়ে বড় কথা সময়ের যেন অপচয় না হয় সেদিকে খুব নজর দেই।

২৭| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটো ভাই,
প্রতিমন্তব্যে আবার এলাম।
আমার নীলাকে ভীষণ ভালো লেগেছে মানে সেটা সর্বদা আমার জন্য কেন হবে?? তবে একেবারে ঠিক কথা বলেছো যে আমার বাড়ির নীলা প্রচন্ড অ্যক্টিভ। ব্লগ করতে বেশ সমস্যা করে। আমি আমার ভায়ের চয়েজকে মান্যতা দিয়েছি। তবে এই নীলা ব্লগে কারো না কারোর কাজে আসবে বলে আমি আশাবাদী।

শুভকামনা রইল।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

২৮| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০

নতুন নকিব বলেছেন:



আপনার এই পোস্টের মন্তব্যটি (২৩ নং) করার পরে আমার অনেক পোস্টে আবার কোনো একটি ঝড় বয়ে গেছে মনে হচ্ছে। ওসব মন্তব্যে কী ছিল, জানি না। আসরের নামাজে গিয়ে মসজিদে ছিলাম কিছুক্ষন। এসে দেখি, সন্দেহজনক সদ্য খোলা একটি আইডি থেকে আমার বিভিন্ন পোস্টে কৃত অনেক কমেন্টস মুছে দেয়া হয়েছে। তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করে আইডিটি ব্যান করায় ব্লগের সম্মানিত কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: কর্তৃপক্ষের প্রতি ভালোবাসা নিরন্তর।
তারা সব দেখে, শুনে, বুঝে এবং সঠিক সিদ্ধান্ত নেয়।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: কর্তৃপক্ষের প্রতি ভালোবাসা নিরন্তর।
তারা সব দেখে, শুনে, বুঝে এবং সঠিক সিদ্ধান্ত নেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.