নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। একটা ছোটগল্প লিখবার জন্যে যে পরিশ্রম করতে হয়, তা অনেকটাই একটা নূতন উপন্যাস শুরু করবার মতই। বিশেষ করে গল্পের প্রথম প্যারাটা তৈরি করতে হয় খুবই যত্ন সহকারে। কারণ গল্পের গঠন, ভাষ্য, আঙ্গিক, রিদম বা ছন্দ, দৈর্ঘ, এমনকি মুখ্য চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলিও সেই প্রথম প্যারাতেই ফুটিয়ে তুলতে হয়। এই কাজটা ঠিকঠাক মত শেষ করতে পারলে গল্পের বাকি অংশ গল্প বলার আনন্দেই তরতরিয়ে এগোয়। সেটা বর্ণনাতিত এক আনন্দময় অভিজ্ঞতা!
----গ্যাব্রিয়েল গারসিয়া মারকেজ।
২। ''পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল''।
এই গানটা শুনলে রক্ত ঝিম ঝিম করে উঠে।
৩। হেমিংওয়ে বলতেন, তুমি চোখ দিয়ে যা দেখো, ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করো, আঙুল দিয়ে যা স্পর্শ করো তার সবটুকুই পাঠক পাঠিকাকে দিবে, এমনভাবে দিবে যেন কিছুই বাদ না থাকে।
৪। স্বপ্নে দেখি-
আমার ৫ বছর বয়স। আমার হাতে একটা বই, বইয়ের নাম- 'চলো যাই চিড়িয়াখানায়। বই পড়তে পড়তে আমার ইচ্ছা হলো চিড়িয়াখায় যাব, আমি বাবা আর মা।
সকাল ৯ টায় রওনা দিলাম চিড়িয়াখনার উদ্দেশ্যে। বাসে ওঠার আগেই শুরু হলো প্রচন্ড বৃষ্টি। বৃষ্টি আর থামে না। বাবা-মা সিদ্বান্ত নিলেন এই বৃষ্টির মধ্যে আজ আর যাওয়া যাবে না। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাসায় ফিরলাম।
চিড়িয়াখানায় যেতে না পেরে আমার অনেক মন খারাপ হলো। আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। আমার মা বলে উঠলেন, 'অ্যাই দ্যাখো! তোমার ছেলে কান্না শুরু করেছে।' আবার বাবা আমাকে বললেন, 'মন খারাপ কোরো না। আজ আমরা যেতে পারি নি সত্যি, কিন্তু পরের বার আমরা ঠিকই যাবো।'
৫। সে অনেক অনেক দিন আগের কথা। এক রাজ্যে ছিল এক রাজকুমারী। তার ছিল খুব গল্প, কবিতা আর গানের শখ।পাশেই বনে রোজ বসতো পাখিদের কবিতা, গান, গল্পের আসর। হাজার রকমের পাখি আসতো সেখানে। লাল পাখি, হলুদ পাখি, কমলা পাখি ,সবুজ পাখি সারা পৃথিবীর সুকন্ঠি সব পাখি।রাজকুমারী মুগ্ধ হয়ে শুনত পাখিদের গল্প, কবিতা আর গান। সেও মাঝে মাঝে পাখিদের সাথে গলা ছেড়ে গান ধরত, মিহি কন্ঠে আবৃত করে যেতো কবিতা, সবাইকে সুন্দর সুন্দর গল্প বলতো। এক দিন কি হল রাজকুমারী পাখিদের সাথে গান গাইছে এমন সময় দেখে চিহি চিহি করে তাকে দূর থেকে ভেঙাচ্ছে এক বাঁদর।রাজকুমারী বাঁদরের দুষ্টমি দেখে হেসেই খুন। আর বাদরটিও দেখতে ছিল খুব কিউট। অন্য সব বাঁদরদের থেকে দেখতে অনেকটাই আলাদা। মাঝে মাঝে সে মানুষের মত দু পায়ে দাঁড়াতে পারে, কুস্তি করতে পারে, ভিন্দেশী ভাষায় কুটকুট করে কথা বলতে পারে। রাজকুমারী বাঁদরকে দেখে তো অবাক!
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: ছবি গুলো আমিই তুলেছি চাচাজ্বী।
২| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৩
লাবণ্য ২ বলেছেন: সুন্দর লিখেছেন।
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: এই পোষ্ট লেখার সময় আপনার কথা মনে পড়ে।
৩| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৭
নতুন নকিব বলেছেন:
ভাতিজার পোস্টে সকাল সকাল প্রথমেই চাচাজির উপস্থিতি দেখে ভাল লাগলো। চাচা ভাতিজার সম্পর্ক তো মা-শাআল্লাহ, বেশ গভীর। শুভকামনা।
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: আমাদের জন্য দোয়া করবেন।
৪| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।
+++
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
ভালো থাকবেন।
৫| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪
সিগন্যাস বলেছেন: আপনার ডায়েরি পড়ে মজা পাই । সুন্দর সাবলীল ভাষার এক আলাদা মজা থাকে ।
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪
ভুয়া মফিজ বলেছেন: পাচ-মিশালী লেখা ভালো লাগলো।
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
৭| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪
তারেক ফাহিম বলেছেন: ছোটদের গল্প পড়া শুরু করলেন নাকি রাজিব ভাই।
ছবিগুলো সুন্দর লাগলো।
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: ছোটদের গল্প আমি সব সময় আগ্রহ নিয়ে পড়ি।
৮| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১২
শামচুল হক বলেছেন: ১নং টা ছোটগল্প লেখকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।
৯| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর । ডায়েরীর পাতা চলতে থাকুক। পাশাপাশি ছবিদুটি ভীষণ ভালো লাগলো।
অনেক শুভকামনা আমার প্রিয় ছোটোভাইকে।
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
১০| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪০
কৃষ্ণ কমল দাস বলেছেন: আপনার ছবি গুলো সুন্দর ছিলো......
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০
কাওসার চৌধুরী বলেছেন: রাজীব ভাই, ১-৫ সবগুলোই ভাল লাগলো। লেখায় ভাল লাগা।
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: আপনি এসেছেন তাই ব্লগটা প্রানবন্ত লাগছে।
১২| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
১৩| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৭
রায়হানুল এফ রাজ বলেছেন: হেমিংওয়ের কথাটার বাস্তব প্রতিফলন ঘটানো অনেক কঠিন। এই অল্প বয়সে এইটা বুঝে গেছি।
১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: ইয়েস।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৯
সনেট কবি বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে।