নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সময় সকাল দশটা।
এয়ারপোর্টের ঠিক উল্টো পাশে এক চায়ের দোকানে আমি বসে আছি। অলরেডি দুই কাপ চা খেয়ে ফেলেছি। কই যাবো, কি করবো কিছুই বুঝতে পারছি না। চায়ের দোকানের মালিক মাঝারি বয়সের হবে। চারপাশ থেকে লোকজন পাগলের মতো এসে চা খেয়ে চলে যাচ্ছে। আমি সবার ব্যস্ততা দেখছি। আমার কোনো ব্যস্ততা নেই। ঠিক এসময় চৌদ্দ পনের বছরের এক ছেলে চায়ের দোকানের সামনে আসতেই চায়ের দোকানের মালিক চোখ মুখ খিচিয়ে বলে উঠলো- কি রে শালার ব্যাটা, ফোন ধরিস না ক্যান? জমিদার হয়ে গেছিস? তারপর কুৎসিত দুইটা গালি দিল।
গালি খেয়ে ছেলেটা বলল, আব্বা তুমি ফোন দিছো আমি বুঝতেই পারি নাই। শুনি নাই।
বুঝবা না ক্যান, মিসকল উঠে নাই? মোবাইল চেক করো নাই? তারপর আবার দুইটা কুৎসিত গালি। শোনো দুইটা কথা মনে রাখবা, ফোন দিলে যারা ফোন ধরে না তারা অমানুষের বাচ্চা। যদি কোনো কারনে ফোন না-ই ধরতে পারো, (এমনই হতে'ই পারে) কিন্তু পরে মিসকল দেখা মাত্র কল ব্যাক করবা। এটা ভদ্রতা। আর যদি মোবাইলের সঠিক ব্যবহার না'ই করো তাহলে দরকার নাই তোমার মোবাইল ব্যবহারের।
সময় দুপুর বারোটা পাঁচ।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতি, মহাকাশ বিজয়, গ্লোবাল ওমেন্স লিডারশীপ এওয়ার্ড ও আসানসোল কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি লিট অর্জন করায় মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা, মাদার অব হিউমিনিটি, দেশরত্ন শেখ হাসিনার গণসংবর্ধনা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। যেখানেই থাকি না কেন দেশের খবর রাখতে চেষ্টা করি। এটা আমার দায়িত্ব। খিলক্ষেত রেল লাইনের পাশে একটা চায়ের দোকানে বসে আছি। এই চায়ের দোকানে টক শো বসেছে। উপস্থাপক হচ্ছেন চায়ের দোকানের মালিক। আর কাস্টমার'রা হচ্ছেন আলোচক। প্রচুর দর্শকও উপস্থিত।
একজন চায়ে চুমুক দিতে দিতে বলছেন, প্রধানমন্ত্রীর স্যাটালাইট আমাদের কি উপকার দিবে? এখন কি রাস্তায় যানজট হবে না?
তার কথা শুনে আরেকজন বলছে, হাসিনার বিদেশের ড্রিগ্রী দিয়ে আমরা কি করবো? তাতে কি চালের দাম কমবে?
একজন ড্রাইভার বলছে, ভাই যত যাই হোক, দেশ উন্নয়নের মহাসড়কে চলে যাক- আমদের কোনো লাভ নাই। আমাদের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেই ভাত খেতে হবে। কাজেই স্যাটালাইট বা ডিগ্রী দিয়ে আমাদের কিছু হবে না। শুনেন, গরীব মাইনষের কথার তো কোনো দাম নাই তবু একটা কথা কই- দলের লোকজন তাকে খুশি রাখতে চায়। উনিও খুশি হইতে চান।
সময় দুপুর দুইটা।
এখন আমি আছি বসুন্ধরা। কোনো কাম কাজ নাই। সারাদিন রাস্তায় টোটো করে ঘুরি। বেকার মানুষ বাসায় বসে থাকতে লজ্জাবোধ করে। প্রচন্ড ক্ষিদে পেয়েছে। সকাল থেকে কয়েক কাপ চা ছাড়া আর কিছুই খাইনি। এখানে একটা পুরান ঢাকার হাজীর বিরানীর শাখা আছে। বিরানীর দোকানে বসলাম। প্রচন্ড ভিড়। এখানেও প্রধানমন্ত্রীর সংবর্ধনা নিয়ে আলোচনা চলছে।
একজন বলছে, আজ প্রধানমন্ত্রীর জন্য ঢাকা শহরে গজব অবস্থা।
অন্যজন বলল, এই অনুষ্ঠানটা যদি রাত বারোটার পর করতো তাহলে শহরের মানুষের কষ্ট হতো না।
পাশের টেবিল থেকে এক বয়স্ক লোক বললো, এই সংবর্ধনা থেকে দেশ ও দেশের মানূষ কি পাবে?
অনেকক্ষন দাঁড়িয়ে থাকার পর বসার সুযোগ পেলাম। একটা প্লেটে অল্প একটূ খাবার দেয়, দাম নিচ্ছে ১৬০ টাকা! দুপুরবেলা এতটূকু খাবারে পোষায়? এত কম খাবার, তিন প্লেট খেতে পারলে মোটামোটি পোষায়। কোক ফানটা না হয় বাদ'ই দিলাম। একটা পানির বোলত কিনতে হয় ১৫ টাকা দিয়ে। টিপস দিতে হয় কমপক্ষে ১০ টাকা। খাওয়া শেষে একটা সিগারেট তো খেতেই হয়। সব মিলিয়ে দুই শ' টাকার মামলা। যদিও দুই শ' টাকা আহামরি কিছু না। কিন্তু পকেটে টাকা না থাকলে দুই শ' টাকাই অনেক টাকা। যাই হোক, আমি আধা পেট খেয়ে উঠলাম।
বিকেল চারটা।
আমি তখন রুপসী বাংলা (শেরাটন) হোটেলের সামনে। মনে মনে চিন্তা করছি সোহরাওয়ার্দী উদ্যান যাবো কিনা। শুনেছি ত্রিশ হাজার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। বসার জায়গা নিশ্চয়'ই পাবো। অবশ্য আয়োজকরা আশা করছেন কমপক্ষে তিন লক্ষ লোকের আগমন ঘটবে। সিদ্ধান্ত নিতে পারছি না। কি করব! গান বাজনার ব্যবস্থাও আছে। অনেকদিন গান বাজনা শুনি না। এদিকে আমি বড্ড ক্লান্ত। মন স্থির করে ফেললাম, প্রধানমন্ত্রীর বক্তব্য টিভিতে শুনে নিবো অথবা আগামীকাল খবরের কাগজে পড়ে নিব। আবার হঠাত মনে হলো- প্রধানমন্ত্রীর বক্তব্য আমার শুনেই বা কি হবে? অথবা না শুনেই বা কি হবে? তখন কি আমি তিন প্লেট বিরানী খেতে পারবো? বুঝতে পারছি আমি হাস্যকর চিন্তা করছি। এইসব ছেলেমানুষী চিন্তা বাদ দিয়ে বাস্তবে ফিরে আসা দরকার। এখন বাসায় যাবো। সুগন্ধি সাবান দিয়ে ভালো করে ডলা দিয়ে গোছল করতে হবে।
হেঁটেই বাসায় ফিরতে হবে। আমার ছোট্র মেয়েটা আমার অপেক্ষায় আছে। এদিকে রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ। চারিদিকে ভয়াবহ জ্যাম। বাস মটরসাইকেল, গাড়ি, রিকশা সব কিছু থেমে আছে। বাসের ভিতর যাত্রীরা বিমর্ষ অবস্থায়। বাসের কয়েকজন যাত্রী আওয়ামীলীগকে কুৎসিত গালাগাল দিল। অসংখ্য মানুষ বাস থেকে নেমে হাঁটা শুরু করেছে। সবাই আমার মতো ক্লান্ত, বিধস্ত। আজ যারা বাইরে বের হয়েছে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।
এখন, রাত সাড়ে আটটা।
বাসা থেকে বের হয়েছিলাম সকাল সাড়ে আটটায়। টোটাল বারো ঘন্টা আমি পরিবার থেকে বিচ্ছিন্ন। মোবাইল ফোনটাও নষ্ট। আমি আমার বাসার গলির মুখে ডুকতেই মুদি দোকানদার জাফর ভাই ডাক দিলেন- এই যে সাংবাদিক ভাই। উনি কেন আমার নাম দিয়েছেন সাংবাদিক ভাই কে জানে! অথচ আমার নাম শাহেদ। আমার সাথে দেখা হলেই জাফর ভাই রাজনৈতিক আলাপ শুরু করেন। দেশ নিয়ে কঠিন সব মন্তব্য করেন। জাফর ভাই বললেন, দেশ নাকি বদলে গেছে? দেশ এখন উন্নয়নের মহাসড়কে? কথা কি সত্য?
আমি কি বলবো বুঝতে পারছি না।
জাফর ভাই বললেন, একদিন রাতে ঢাকা শহরের রাস্তায় হেঁটে দেইখেন কত লোক রাস্তায় ঘুমায়। কত লোক না খেয়ে আছে। দেশে কম করে হলেও চার কোটি বেকার আছে। রাস্তাঘাট ভাঙ্গা। ফুটপাত দিয়েও শান্তিতে হাঁটা যায় না। চুরী ছিনতাই- আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সরকারি হাসপাতালের বেহাল অবস্থা। এইসব হিসাব আছে আপনাগো কাছে? গ্রামে বিদ্যুতের খবর জানেন? এক ঘন্টা দাঁড়িয়ে থাকলেও বাসে উঠা যায় না। বাসে উঠলে সিট পাওয়া যায় না। বানরের মতো ঝুলে থাকতে হয়। বাজারে গেলে মাথা ঘুরে মাটিতে পরে যেতে হয় জিনিসপত্রের দাম শুনে। সরকারি হাসপাতালে গেলে কান্না পায়। আর আপনারা কন দেশ উন্নয়নের মহাসড়কে। এইসব ফাজলামো বাদ দেন। তলা ছাড়া বাক্সের মতো অবস্থা হয়েছে দেশের। আবার বড় বড় কথা কন মিয়াঁ।
আমি কি বলব বুঝতে পারছি না। বাঁচি না নিজের জ্বালায়। সকালে বাসা থেকে বের হওয়ার সময় মেয়েটা বলেছিল বাবা আসার সময় আনার নিয়ে এসো। এদিকে পকেটে নাই টাকা। জাফর ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, জাফর ভাই আমি যাই। পরে আবার আপনার সাথে কথা বলব।
২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
২| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৯
সয়ূজ বলেছেন: আনারের দানা খোলার মত করে স্বপ্নগুলোও কেউ যেন খুবলে খুবলে তুলছে...
২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: এমনই হয়। এমনই ঘটে।
৩| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫২
স্রাঞ্জি সে বলেছেন:
বাস্তবতা আজ বড়ই কঠিন, বড়ই কায়ক্লেশ।
২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৪| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১১
কাইকর বলেছেন: আপনার লেখা কিন্তু সুন্দর।
২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: কাইকর নামে বাংলাদেশে একটা গ্রাম আছে। তাই না?
না না গ্রাম না,মনে হয় থানা অথবা ইউনিয়ন।
কি ঠিক বললাম?
৫| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:২১
কলাবাগান১ বলেছেন: ২০০ টাকায় বিরিয়ানি খেলেন আর মেয়ের জন্য আনার কিনতে ভুলে গেলেন!!!!!!
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: হুম।
কথা সত্য।
৬| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকা ছাড়া জীবনের কোন সুখ নেই। এক কালে বলা হত, টাকাই সব কিছু নয়। কিন্তু টাকাই অনেক কিছু...
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: সত্য। সঠিক।
৭| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৯
সূচরিতা সেন বলেছেন: আপনার প্রতিটা লেখাই অন্যরকম।
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সূচরিতা।
৮| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি একজন কথাশিল্পী! আপনার লেখা অনেক সাবলীল ও হৃদয়গ্রাহী! আমি আপনার সহব্লগার বলে গর্ব বোধ করি!
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
৯| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৪
আবদুল মমিন বলেছেন: হা হা যারা ফোন ধরেনা তারা অমানুষের বাচ্ছা .।.।। আইমিন আত্ম সমালোচনা আর কি ।
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: অনেকটা তাই।
১০| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৮
কাওসার চৌধুরী বলেছেন:
রাজীব ভাই, আজকের লেখাটি বেশ পরিপাটি ও সাবলীল। ভাল লেগেছে।
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: বড় ভাই অনেক অনেক ধন্যবাদ।
১১| ২২ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৩৭
বিদ্যুৎ বলেছেন: দেশের বাস্তব চিত্র। উন্নয়নের ষ্টীম রোলারের নিচে সবাই চাপা পড়েছে। খুব ভাল লাগল।
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
তার মানে আমি যা লিখেছি সব সত্য।
অনেক ধন্যবাদ।
১২| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮
বিদ্যুৎ বলেছেন: লেখার মধ্যে হয়ত কিছু নাটকীয়টা আছে , হয়ত লেখার ধরণ এটা তবে প্রেক্ষাপট তো নিরেট বাস্তব। তাই নয় কি?
২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: এ ব্যাপারে আমার কিছু বলার নাই।
১৩| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪
পবিত্র হোসাইন বলেছেন: লাইক দেয়ার মতো ।
২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
দেশের প্রধানমন্ত্রীকে যদি সংবর্ধনা দিতে হয়, দেবে কোন প্রফেশাল গ্রুপ, যেমন ইন্জিনিয়ারিং এসোচিয়েশন, কিংবা কোন ইউনিভার্সিটি; নিজ দল সংবর্ধনা দিলে দিবে পার্টি অফিসে। কতগুলো ব্যাপারে, শেখ হাসিনার মাথা কাজ করে না, তার মাঝে একটা হলো সংবর্ধনা
২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: ঢাকা শহরে রাতে হেঁটে জাফরভাই দেখবেন কতলোক রাস্তায় ঘুমায়। আমিও কোনও একবার ভোট করে বাড়ি ফেরার শেষ ট্রেন না পেয়ে শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছি । খবরের কাগজ বিছিয়ে। রাত তিনটার সময় প্রথম ট্রেন ধরে বাড়ি আসি। অদ্ভূট ভাবে গতকাল আর আজ দুটি অভিজ্ঞতা আমার ভায়ের পোষ্টের সঙ্গে শেয়ার করলাম।
অনেক শুভকামনা প্রিয় ভাইকে।