নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিবর

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৮



আমি তোমার দিকে তাকিয়ে আছি দীর্ঘশ্বাস গোপন করে
দেখ, এখন দারুন সময় হাত ধরাধরি করার, চুমু দেওয়ার
এখন খাবারেও বিষ, তার চেয়ে বরং আমরা নিরালায় বসি
জ্যোতিষী বলেছেন, আমার ভাগ্যে লেখা আছে অনেক সুখ
ঈশ্বর ছাড়া পৃথিবীর কারো উপর রাগ, ক্ষোভ, অভিমান নেই
হুট করে ঝুম বৃষ্টি নেমে গেল, কেউ কেউ ছেড়া ছাতার নিচে
আমি সংসদ ভবনের কাছে, ভিজছি বসে তোমার অপেক্ষায়
ঠান্ডায় কাঁপছি চা-কফিতে কাজ হবে না, উষ্ণতা লাগবে ভীষণ
চোখে কাজল, কপালে টিপ দিয়ে অপেক্ষা করো- আমি আসছি
আজ সন্ধি হবে আমাদের, ভ্রান্তি যাবে সব মুছে তারপর প্রলয়
সব বাধা আজ তুচ্ছ করে, হবে আজ নতুন নতুন কবিতার জন্ম
তোমার মাদকতায় ভেসে যাবো নীলজল দিগন্তে পরম তৃপ্ততায়।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: অপেক্ষা ----------------------

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: কিসের অপেক্ষায়? মৃত্যুর??

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: কিসের অপেক্ষায়? মৃত্যুর??

২| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:০২

ভ্রমরের ডানা বলেছেন:




সুন্দর ও নান্দনিকতা!

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: জ্ঞান বৃদ্ধি বা পাণ্ডিত্য বাড়াবার জন্য কখনোই বই পড়িনি। বই পড়ি নিজের জন্য।

৩| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৯

স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু নিয়েন ভাইজান।

আপনার প্রথম কবিতা পড়লাম। কবিতা পড়ার সাথে সাথে দেহ টাও উষ্ণে ছুঁয়ে গেল।

দাঁড়ি সাথে কি আপনার আড়ি।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: সারা বিশ্বে প্রায় ৪০০ কোটির মত মানুষ মোবাইল ব্যবহার করে। আর টুথব্রাশ ব্যবহার করে ৩৫০ কোটির মত মানুষ।

৪| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৯

তারেক ফাহিম বলেছেন: পদ্য লিখা শুরু করলেন দেখি রাজিব ভাই।


প্রথমবার পড়লাম আপনার কবিতা।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: একটু চেষ্টা করলাম।

৫| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

সাগর শরীফ বলেছেন: ”তোমার মাদকতায় ভেসে যাব নীলজল দিগন্তে পরম তৃপ্ততায়” ।
লাইনটা ভাল লাগছে অনেক ।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫২

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে। :)

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫২

এ এইচ বিকি বলেছেন: ভালো চেষ্টা, এগিয়ে যান।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৯

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো । শেষ লাইনটা খুব ভালো ।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।

৯| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৫

এখওয়ানআখী বলেছেন: কবিতার প্রতি আপনার ভালবাসা ফিরে এসেছে, খুশি হলাম। কবিতাকে পরবাসে রেখে ভাল থাকা যায় না।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

১০| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:



শেষে, একদিন আপনি কবি হয়ে যেতে পারেন।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: কবি হওয়া অনেক কঠিন ওস্তাদ।
অবশ্য কবি হলেও সমস্যা- না খেয়ে থাকতে হবে।

১১| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৩

রাকু হাসান বলেছেন: বাহ! চমৎকার লাগলো ভাইয়া ++। আমি জানতাম ই না কবিতা লিখেন যে ,আজই প্রথম পড়লাম । হুম নতুন কোন স্বর্গীয় কবিতার জন্ম হোক ....

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১২| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৭

চঞ্চল হরিণী বলেছেন: "আমি তোমার দিকে তাকিয়ে আছি দীর্ঘশ্বাস গোপন করে" ওহ! দারুণ শুরু, রাজীব ভাই। কিছু বাক্য একাই একটি কবিতা হয়। এটি তেমন একটি বাক্য । পরের বাক্যগুলোও সুন্দর। কিন্তু সমস্যা হল প্রথমে তার পাশাপাশি বসেছিলেন, এরপর হুট করেই তার জন্য অপেক্ষা করছেন এবং এরপর হুট করেই তাকে অপেক্ষা করতে বলছেন। আপনি আরেকটু ভাবতে পারেন, রাজীব ভাই। তাহলে অনায়াসেই এই সমস্যাগুলো সরিয়ে ফেলতে পারবেন। তাতে ভাবের সৌন্দর্য একটুও কমবে না বরং আরও নির্মল হবে, সুন্দর হবে। শুরুর দুই লাইন এবং শেষ লাইন খুবই অসাধারণ :)

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: চমৎকার বিশ্লেষন আপনার।
আসলে কবিতা তো আবেগ। আবেগের খেলা। কখন কি হয় বলা যায় না। আবেগে চাঁদকেও রুটি মনে হয়।

ভালো থাকুন।

১৩| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৯

চঞ্চল হরিণী বলেছেন: চাঁদকে রুটি মনে হয় প্রচণ্ড ক্ষুধার তাড়নায়। ক্ষুধা আবেগ নয়, মৌলিক প্রয়োজন। কবি সুকান্তর কাছে চাঁদকে নিয়ে আবেগী ভাবের চেয়ে জাগতিক রুটির উপমাই তুল্য মনে হয়েছে কারণ তিনি ভীষণ বস্তুবাদী কবি ছিলেন। তবে হ্যাঁ, বেশীরভাগ কবিতাই আবেগ থেকে জন্ম। কে কিভাবে আবেগ প্রকাশ করে সেটাই হল ব্যাপার। খেলুন আপনি আপনার আবেগের খেলা। ধন্যবাদ, রাজীব ভাই।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.