নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই বর্ষায় আপনি কি কোন গাছ লাগিয়েছেন?

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬



পৃথিবীর আসন্ন বিপদ নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই।
সব বুদ্ধিমান মানুষেরা, বিদ্বান মানুষেরা গ্রাম ছেড়ে শহরে চলে আসে। ফলে গ্রাম ফাঁকা আর অন্ধকার হয়ে যায়। তখন আজেবাজে লোকেরা গ্রামে রাজত্ব করে। দিনের পর দিন ভুল শিক্ষা, ভুল রাজনীতি, ভুল ধর্ম, ভুল নৈতিকতা নষ্ট করে দিচ্ছে আমাদের গ্রাম গুলোকে। হায়ার এডুকেশন, বেটার জব অপরচুনিটি, হায়ার স্ট্যাটাস- এইসব মানুষকে গ্রাম থেকে টেনে আনে শহরে দিকে। আমি ঠিক করেছি গ্রামে চলে যাব। কৃষক হয়ে যাবো, নিজের কাঁধে লাঙ্গল তুলে নিব। জমিতে সেচ দিব, ঘর আর উঠান মাটি দিয়ে নিজ হাতে লেপে দিব। আমি জানি, একদিন আমাদের সবাইকেই গ্রামে ফিরে যেতে হবে।

এইসব শহরের বড় বড় দালান তৈরি করা মানুষের খুব বড় ভুল হয়েছে। ঢাকা শহরের বাতাস বিষিয়ে গেছে। দূষনের শেষ মাত্রায় পৌঁছে গেছে। মানুষের ভুল যেদিন ভাঙবে সেদিন মানুষ এইসব বড় বড় দালান ভেঙ্গে ফেলবে। কলকারখানা বন্ধ করে দেবে। আজ থেকে পঁচিশ/ত্রিশ বছর পর প্রকৃতি তার কঠিন প্রতিশোধ নিবে মানুষের উপর। কোনো এক প্রাকৃতিক বিপর্যয়ে ঘটিয়ে একসাথে কমপক্ষে এক কোটি লোক মারা যাবে। তখন এত মৃত দেহ কবর দেয়ার লোকও খুঁজে পাওয়া যাবে না। সবচেয়ে দুঃখের বিষয় সমাজপতিরা এইসব নিয়ে ভাবছে না! রাজনীতিবিদরা কুটকচালিতে ব্যস্ত, আমলারা ব্যস্ত প্রশাসনিক কাজে আর সাধারন মানুষ ব্যস্ত অন্ন বস্ত্র ও বাসস্থানের ধান্দায়।

এই পৃথিবীর জন্য, মাটির জন্য, গাছের জন্য- কারো কোনো মায়া নেই, চিন্তা নেই। মানুষের এই উদাসীনতা আমার অসহ্য লাগে। আমার হাতে ক্ষমতা থাকলে- কেউ যদি গাছ কাটতো তাহলে আমি তাকে মরুভূমিতে পাঠিয়ে দিতাম। দু'টা বাচ্চা থাকার পরও যেন কেউ আর সন্তান নিতে না পারে তার জন্য জন্ম নিরোধোক পিল খাইয়ে দিতাম। যেসব কলকারখানা পরিবেশ দুষিত করে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতাম। মাটির নীচে তেল-গ্যাস ফুরিয়ে আসছে- এইসব নিয়ে কেউ ভাবছে না! মানুষ এত নির্বোধ কেন?

বিজ্ঞানীরা তাদের ইচ্ছা মতো কাজ করতে পারে না। তারা রাজনীতিবিদ আর প্রশাসনের শিকার। বিজ্ঞানীরা আমাদের হাতে খেলনা দিয়ে আর রুপ কথার গল্প বলে আমাদের ভুলিয়ে রাখছে। রকেট উৎক্ষেপণ না করে, অস্ত্র না বানিয়ে অথবা এটম বোমা না বানিয়ে, সেই টাকা দিয়ে একটা মরুভূমিকে কিভাবে সবুজ বানানো যায় সেই কাজে খরচ করলে পৃথিবীর বেশী উপকার হয়, বা আফ্রিকার প্রাচীন রাষ্ট্র ইথিওপিয়ার দরিদ্র দেশের মানূষের কল্যাণে খরচ করা অনেক বেশী ভালো।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:


শুধু বর্ষায় গাছ লাগামু আর বাকি ১০ মাস কি করমু কন রাজীব ভাই? আর শুধুই গাছ লাগাইতে হইবে। যতন নেওয়া যায় না?

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: যত্নের কথা বলার কি আছে?
এটা তো সবাই বুঝে। জানে।

২| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:
প্যাঁচা ডা কি আপনি তুলছেন? সুন্দ্র হৈসে...

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: প্যাচা টা আমি তুলেছি কিন্তু আমি তুলিনি।
ঘটনা হলো এক একজিবিশনে গিয়েছি। সেখানে দেয়ালে টানানো ছবি থেকে আমার ক্যামেরা থেকে তুলেছি।

৩| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: ঢাকা শহরে বসবাস করে গাছ লাগানোর জায়গাই তো নাই :( গ্রামের বাড়ীতে একবার লাগিয়েছিলাম কিছু ফুল গাছ । মিস করি সেই গাছ আর গাছের ফুলগুলো ।

যা বলেছেন সত্যি ভাইয়া, যে বেটার এডুকেশন, জব সুবিধা এসব মানুষকে টেনে শহরে আনে। কিন্তু করার কি । এইসব সুবিধা তো গ্রামে নেই। বিজ্ঞানীরাও যদি মাঝে মাঝে একটু গাছপালা নিয়ে ভাবে তবে খুব ভালো হয়।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

স্রাঞ্জি সে বলেছেন: স্যার আহমদ ছফার গন্ধ পাচ্ছি।


এই বর্ষায় বৃক্ষ না লাগালেও বৃক্ষের গোড়াতে খাল থেকে কাদা মাটি এনে দিয়েছি।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

৫| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

এখওয়ানআখী বলেছেন: সুন্দর পোস্ট। এই পৃথিবীর জন্যে আসলেই কারো কোনো মায়া নেই। রাজনীতিবীদ, বৈজ্ঞানিক সবাই স্বার্থপর হতে পারে, কবিরা কিন্তু মঙ্গলদ্বীপ জ্বালিয়ে রাখবে চিরকাল

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৬| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


এই বর্ষায় আমি কোন গাছ লাগাতে পারিনি

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: ঠিক আছে আগামী বর্ষায় হরতকি আর বহেরা লাগাবেন।

৭| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘর ভাড়া দেয়ার চিন্তায় ঘুম আসে না আবার গাছ?

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: ঢং ।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: ঢং ।

৮| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:২০

কথাকথিকেথিকথন বলেছেন:





গাছের প্রতিশোধ নেবে দূর্যোগ। এখনকার বাচ্চাদের তো একটু বড় হলেই মোবাইল, প্যাড, কম্পিউটার এসব ধরিয়ে দেয় বাবা মা। তারা আর কোথা থেকে শিখবে গাছ লাগানো আর সবুজ ঘাসের বিস্তৃত মাঠে খেলাধুলা করা!

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: এখানে আমাদের দায়িত্ব নিতে হবে। শিশুদের শেখাতে হবে, বুঝাতে হবে।

৯| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোভাই,

এবার বর্ষায় কিছু সিঙ্গাপুরী কলাগাছ লাগানোর ইচ্ছা আছে, দেশের বাড়িতে।

শুভকামনা রইল।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: আপনার গ্রামের বাড়ি কোথায়? নাম কি?

১০| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪০

রাকু হাসান বলেছেন: হুম :-B , বকুল ১টি, নিম দুটি, আম চারটি :-B , আরও লাগানোর পরিকল্পনা আছে ...।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: গুড। ভেরি গুড।

১১| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫১

পৌষ বলেছেন: আমি এবার ১৫/২০টা মেহেগুনি গাছ লাগাবো ৩/৪দিন পরে ইনশাআল্লাহ্

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: শুনে অনেক খুশি হলাম।

১২| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩২

হাঙ্গামা বলেছেন: গত ৫ বছর ধরে লাগাতে লাগাতে আমি হয়রান ;)
কোন যায়গা বাদ রাখিনি.....খালি ও নাই।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.