নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বৃক্ষমেলা ২০১৮ (ছবি ব্লগ)

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

১।

আজ হুট কর চলে গেলাম বৃক্ষমেলায়। আগের কোনো পরিকল্পনা ছিল না। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি। এই বৃষ্টির জন্য মন ভরে ছবি তুলতে পারিনি।

২।
সারা বছর'ই আমাদের দেশে কোনো না কোনো মেলা লেগেই থাকে। বই মেলা আর বৃক্ষ মেলা ছাড়া আমি আর কোথাও যাই না।

৩।
বৃক্ষমেলা মানেই নানান রকম, ফুলের গাছ ফলের গাছ। ছোট গাছ তাতেই ফল ধরে গেছে। আজিব !!

৪।
এই বৃষ্টির মধ্যেও দর্শনার্থী অনেক। অনেকে তাদের ছেলে মেয়ে নিয়ে এসেছে। বাপ তার ছেলেকে বলছে- বলতো এটা কি ফল? মা তার মেয়েকে জিজ্ঞেস করছে- এটার নাম? বল? বলো?

৫।
ছোট ছোট গাছে বিদেশী আম। আর আম নাকি সারা বছর পাওয়া যাবে। তবে আমাদের দেশের মতো মজাদার আম আর কোথাও নাই।

৬।
এবছর ছবি তুলে আরাম পাই নাই। আজ মাত্র ১৯ টা ছবি তুলেছি। টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছিল।

৭।
তবে তুলনামূলক গাছের দাম অনেক বেশি এই মেলাতে। অবশ্য মানুষ বেশি দাম দিয়েই কিনছে। আজ সাইখ সিরাজ এসেছিলেন মেলাতে। আমি ঢুকছি আর উনি বের হচ্ছেন।

৮।
তবে বৃষ্টিতে একটা ব্যাপার- সব গুলো গাছ চকচক করছিল।

৯।
এগুলো মনে হয় বসার ঘরে সাজিয়ে রাখার জন্য।

১০।
প্রতিটা দোকান খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। যার যেটা প্রয়োজন কিনে নিয়ে যাচ্ছে। কুলি আছে। তারা ঝুড়িতে করে একদম গাড়ি পর্যন্ত দিয়ে আসে।

১১।
বৃক্ষ মেলায় হেঁটে বেড়াতেও ভালো লাগে।

১২।
সবাই একবার ঘুরে আসতে পারেন। ভালো লাগবে। ছোট ছোট গাছে টব আর ড্রামের মধ্যে কিভাবে এত ফল ফহরে বুঝি না।

১৩।
কি সুন্দর ছোট একট্রা গামলার মধ্যে এই ফুল ফুটেছে।

১৪।
ইচ্ছা আছে আরেকবার যাবো। আজ মন ভরে ছবি তুলতে পারিনি। মেলা চলবে আগামী মাসের ১৭ তারিখ পর্যন্ত।

১৫।
আমি একটা আম গাছের চারা কিনেছি। কিভাবে গাছের যত্ন নিবেন ইত্যাদি বিষয় নিয়ে নানান রকম বই পাওয়া যাচ্ছে। পোকা মাকড় মারার ওষুধ পাওয়া যাচ্ছে।

১৬।
মেলার প্রবেশ পথ। পুরো মেলাটা আমি দুইবার রাউন্ড দিয়েছি।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৯

করুণাধারা বলেছেন: ছবি তুলেছেন চমৎকার! বিশেষ করে ফলের ছবিগুলো। দেখে খেতে ইচ্ছে করছে।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৭

স্রাঞ্জি সে বলেছেন: খুবই চমৎকার ছবি। সবটার মধ্যে আমার মনে জায়গা করে নিয়েছে, সাত আর চৌদ্দ নং ছবি দুটো।

হে হে ভাল করছেন আম গাছ কিনে। ফর্মানিং মুক্ত আম খাইতে পারবেন।

আচ্ছা আপনি একটা কাজ করেন না, গাছের যত্ন নেওয়ার একটা ব্লগ আমাদের উপহার দেন।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
আগামীকাল লিখব।
আসলে কিছু লিখতে গেলে অনেক পড়তে হয়। না পড়ে আমি কিছুই লিখতে পারি না।

৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


বাহ....

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


শহরের কোন এলাকায় এই মেলা?

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: বৃক্ষ মেলাতো প্রতি বছর একই জায়গাতে হচ্ছে।
এখানে তো আবার বানিজ্য মেলাও হয়।
চীন মৈত্রীর পাশে। পাসপোর্ট অফিস পার হয়ে আরেকটু সামনে।
আই ডি বি ভবনের আগে। শেরে বাংলা নগরের আগে।
আগার গা।

৬| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪০

রাকু হাসান বলেছেন: দারুণ লাগলো , ছবি ব্লগ ,কতদিন চলবে আর ?

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: আর ছবি নাই।

৭| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৫

বনসাই বলেছেন: বৃক্ষমেলায় কোনো বৃক্ষ পাওয়া যায় না! নিজে কিনুন বা নাই কিনুন প্রত্যেকের অন্তত একবার সন্তানকে নিয়ে ঘুরে দেখা উচিত। কত কত বিচিত্র উদ্ভিদ যে আছে দুনিয়ায়! ভালো লাগবে নিশ্চিত।

আর একবার গেলে কেউ খালি হাতে ফিরে না, আউটডোর প্লান্ট না হোক নিদেনপক্ষে একটি ইন্ডোর নিয়ে আসুন। আপনার সন্তান প্রকৃতির প্রতি মমতাময়ী হবে তাতে।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।

৮| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩০

ইসমত বলেছেন: @ চাঁদগাজী
বৃক্ষমেলার স্থান হলো শের-এ-বাংলা নগর সেকেন্ড ক্যাপিটালে; চন্দ্রিমা উদ্যানের পরে বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টারের পশ্চিমে যেখানে জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়।
ফার্মগেট থেকে আসলে পাসপোর্ট অফিস কিংবা আইডিবি পর্যন্ত যেতে লাগে না। আগারগাঁও নয়।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৩

কাওসার চৌধুরী বলেছেন:



পরিবেশ সংরক্ষনে গাছের ভূমিকা অত্যন্ত বলিষ্ঠ ও সুস্পষ্ট। বায়ু মন্ডলের কার্বন-ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষায় যে পরিমান বৃক্ষরাজি থাকা দরকার সে পরিমান না থাকায় বায়ু মন্ডলে কার্বন-ডাই অক্সাইডের পরিমান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ১৯৫০ সনে বায়ু মন্ডলে নির্গত কার্বন-ডাই অক্সাইড এর পরিমান ছিল ২০০ কোটি মেঃ টন। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬০০ কোটি মেঃ টনে। ফলে ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগের সম্ভাবনাও বাড়ছে প্রতিদিন। বায়ুমন্ডলে কার্বন-ডাই অক্সাইড এর পরিমান বেড়ে গেলে গ্রীন হাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাবে। মরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে। ফলে সমুদ্র উপকূলীয় বহু অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে। যার পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখনই।

রাজীব ভাই, এতো ব্যস্ততার মাঝেও বৃক্ষমেলায় গেছেন; পাশাপাশি চমৎকার কিছু ছুবি তুলেছেন এজন্য ধন্যবাদ আপনাকে।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১০| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর ছবিগুলোর সাথে চমৎকার কথামালা, মনোমুগ্ধকর

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৮

নীলপরি বলেছেন: ছবিগুলো ভালো লাগলো ।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।

১২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪০

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৪| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২২

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! খুব সুন্দর ------ দেখলেও চোখ জুড়ায়

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই।

১৫| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফুল ও ফলের দারুন সমাহারময় ছবি।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:১২

পুকু বলেছেন: আপনি তো ব্লগের পরিচিত মুখ।তবে এতো সুন্দর ছবি তুলেন এটা অজানা ছিল।আসলে কে কোন profession জানা নেই কারো।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.