নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৫৬

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৯



১। কুরআন অন্য আর দশটি গ্রন্থের মত নয়। আমাদের কুরআন জানা প্রয়োজন, কারণ এটি অবতীর্ণ হয়েছে সমগ্র বিশ্ব জগতের মালিক মহান আল্লাহর নিকট হতে। কুরআনের বাণী যেহেতু মহান আল্লাহর বাণী, সেহেতু কুরআন অধ্যয়ন জরুরি।
পবিত্র কুরআনে মহাগ্রন্থ কুরআন সম্পর্কে বলা হয়েছে, এটি মানব জাতির জন্য একটি সুস্পষ্ট সতর্কবাণী এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথ নির্দেশ ও উপদেশ। (সূরা আলে-ইমরান ১৩৮)
মানুষ যেন বিপথগামী না হয়, মানুষ যেন মানুষের মত আচরণ করে, মানুষ যেন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করে এই লক্ষ্যকে সামনে রেখে পবিত্র কুরআনে মহান আল্লাহ মানুষকে বারবার সতর্ক করে দিয়েছেন।
পবিত্র কুরআন মহান আল্লাহর নিকট থেকে মানুষের জন্য উপদেশ বাণী সম্বলিত একটি মহাগ্রন্থ। অতএব মানুষের উচিত এই মহাগ্রন্থের সকল উপদেশাবলী সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন এবং সেই সব উপদেশাবলী অনুযায়ী নিজের জীবন গঠন।
মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পূর্বে কুরআন শরীফ হাতে লেখা হত। মহান আল্লাহর বাণী সমূহ সাধারণত পাথরে, চামড়ায়, হাড্ডিতে, গাছের ডালে বা পাতায় লেখা হত। প্রথম কুরআন শরীফ ছাপানো হয় জার্মানীতে ১১১৩ ঈসায়ী সালে। অমুসলিমদের দ্বারা ছাপানো এই কুরআন শরীফ মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হয়নি। মুসলমানদের দ্বারা সর্বপ্রথম রাশিয়ায় (সেন্ট পিটার্সবার্গ) এবং ইরানে (তেহরান) ১৭৮৭ সালে মুদ্রণ যন্ত্রের সাহায্যে কুরআন শরীফ মুদ্রিত হতে থাকে।

২। পশ্চিমের দেশগুলোতে নাস্তিকদের সাধারণ ভাবে ধর্মহীন বা পরলৌকিক বিষয় সমূহে অবিশ্বাসী হিসেবে গণ্য করা হয়। কিন্তু বৌদ্ধ ধর্মের মত যেসব ধর্মে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় না, সেসব ধর্মালম্বীদেরকেও নাস্তিক হিসেবে বিবেচনা করা হয়। কিছু নাস্তিক ব্যক্তিগত ভাবে ধর্মনিরপেক্ষতা, হিন্দু ধর্মের দর্শন, যুক্তিবাদ, মানবতাবাদ এবং প্রকৃতিবাদে বিশ্বাস করে। নাস্তিকরা কোন বিশেষ মতাদর্শের অনুসারী নয় এবং তারা সকলে বিশেষ কোন আচার অনুষ্ঠানও পালন করে না। অর্থাৎ ব্যক্তিগত ভাবে যে কেউ, যে কোন মতাদর্শে সমর্থক হতে পারে,নাস্তিকদের মিল শুধুমাত্র এক জায়গাতেই, আর তা হল ঈশ্বরের অস্তিত্ব কে অবিশ্বাস করা।

৩। ভালোবাসা প্রেমের যেমন কোনো জাত হয় না, লেখকেরও কোনো জাত নেই। নেই কোনো দেশ। একজন লেখক, শিল্পী, সৃজনশীল মানুষ বিশ্বব্যাপী বিরাজমান। সে কারণেই শেক্সপীয়ার আমাদের, এরিস্টটল, অ্যালবার্ট আইনস্টাইন, প্লেটো, ওহেনরী. জ্যাঁ পল সার্ত্র্রে, মার্কেস, হেমিংওয়ে কিংবা ভ্যান গগ, পিকাসো এঁরা সবই আমাদের।

৪। এই কবিতাটা আগে ভালো লাগতো না। এখন লাগে-
আমার এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে
…রাত্রিবেলা ট্রেনের বাঁশি শুনতে আমার খারাপ লাগে
আমার এখন চাঁদ দেখলে খারাপ লাগে
এই যে মানুষ মুখে একটা মনে একটা. . .
খারাপ লাগে
খারাপ লাগে
মোটের উপর, আমি অনেক কষ্টে আছি.. কষ্টে আছি বুজলে যুথী

-----জয় গোস্বামী

৫। আমার মেয়ের জন্য একটি সুন্দর নাম দিন। অর্থসহ। টিভি চ্যানেলের জন্য নাম দিন। অমুক প্রতিষ্ঠানের জন্য নাম দেন। ইত্যাদি ইত্যাদি। অনেককেই দেখেছি ফেসবুকে ব্লগে নাম চায়। এদেরকে আমার গাধা বলে মনে হয়।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৬

নীলপরি বলেছেন: আপনার ডায়েরী সিরিজটা সবসময় ভালো লাগে । এটাও দারুণ লাগলো ।

শুভকামনা

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।

২| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

এ.এস বাশার বলেছেন: শুভ সকাল রাজীব ভাই... ভালো লাগলো সকালে ভাল কিছু পড়তে পেরে......
শুভকামনা জানবেন....

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

৩| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

সিগন্যাস বলেছেন: ৫ নং পড়ে দারুণ হাসি পেলো রাজিব ভাই । আমারও তাদেরকে গাধা মনে হয় ।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৬

মোগল সম্রাট বলেছেন: অনেকদিন পর আপনার পোস্টে দেয়া ছবিতে মাধবীলতা দেখলাম। ছবিটা কি আপনি তুলেছেন? আমার খুব প্রিয় একটা ফুল। গ্রামের বাড়িতে আমাদের ঘরের সামনে একটা মাধবীলতার ঝোপ ছিলো।ছবিটা দেখে পুরানো কতো কিছু মনে পড়ে গেল।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: ছবিটা আমিই গতকাল তুলেছি বৃক্ষ মেলা থেকে।

ধন্যবাদ ভালো থাকুন।

৫| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫০

জাহিদ অনিক বলেছেন:

অন্যের ডায়েরী পড়তে ভালোই লাগে

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: হা হা আহ ----

৬| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০১

বাকপ্রবাস বলেছেন: সুন্দর পোষ্ট। যেন ব্লগে বৈচিত্র আনার মতো পোষ্ট।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১০

আমিনা আক্তার লিমা বলেছেন: দারুন

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন লিমা।

৮| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

লাবণ্য ২ বলেছেন: বরাবরের মতই ভালো লাগল।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪

গরল বলেছেন: রাজীব ভাই, ব্যাবসা শুরু করবেন কবে?

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: টাকা পয়সার ব্যবস্থা করতে পারি নাই এখনও।

১০| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল ছোটোভাই,

আজকের ডায়েরিটা বেশ হয়েছে। ৩ নং প্রসঙ্গে চানক্যের একটি শ্লোক বলবো,

বিদ্বত্ত্বং চ নৃপত্বং চ নৈব তুল্যং কদাচন।
স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান্ সর্বত্র পূজ্যতে ।।

বিদ্বানের সঙ্গে রাজার কখনই তুলনা হয় না কারন রাজা কেবল নিজের দেশে / রাজ্যে পূজা পান। বিদ্বান সর্বত্র পূজিত হন।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন দাদা।

১১| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১০

এখওয়ানআখী বলেছেন: ডায়েরী পড়ে ভাল লাগল। ১নং এ কোরান সংরক্ষণের মুখস্থ পদ্ধতি থাকলে ভাল হত। ধন্যবাদ

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১২| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৫

ব্লু হোয়েল বলেছেন: ক্ষমা চেয়ে নিচ্ছি ! আল-আল-কুরআনের পাতা হতে , রাস্তায় পাওয়া ডায়েরী হতে নয়, সূরা আল-ইমরানর ৩১-৩২ নং আয়াতঃ

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ 3:31

৩১. বলুন, ‘তোমরা যদি আল্লাহকে ভালবাস তবে আমাকে অনুসরণ কর (১), আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ্‌ অত্যান্ত ক্ষমাশীল, পরম দয়ালু।

قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ ۖ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ 3:32

৩২. বলুন, ‘তোমরা আল্লাহ্ ও রাসূলের আনুগত্য কর। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না ।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:


পাথর, চামড়া, হাড্ডি, পাতায় লেখা কুরান কি পরবর্তী সময়ে পুরোপুরিভাবে সংগৃহিত ও সঠিভাবে সংকলিত হয়েছে?

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: অনেক রকম ভাবেই কোরআন সংকলিত হয়েছিল।

১৪| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪

অচেনা হৃদি বলেছেন: চমৎকার ভাইয়া, ১ম এবং শেষ পয়েন্টে প্লাস। ++

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া।

১৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ বিধাতার অসাধারণ সৃষ্টি।
কোন মানুষই গাধা নয়।
প্রতিটি মানুষই অসামান্য।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: প্রতিটি মানুষই বদমাশ।

১৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:১৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: কোরআনকে আমাদের বুঝা উচিত। এটা নিয়ে গবেষণা করা উচিৎ। অন্ধভাবে শুধু বেশি বেশি কোরআন না পড়ে বুঝে বুঝে অল্প পাঠ করলেও সেখানে নেকী বেশি পাওয়া যাবে বলে আমি মনে করি। আজ মুসলিমদের যত দুরাবস্থা এর প্রধান কারণ হলঃ কোরআনকে সঠিক ভাবে না বুঝা, এবং বুঝাতে না চাওয়া।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.