নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একদিন রবীন্দ্রনাথ

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪



রাত তিনটা।
ঘুম আসছিল না। শুধু এপাশ আর ওপাশ করছিলাম। বুঝে গেলাম আর ঘুম আসবে না। ভাবলাম রান্না ঘরে গিয়ে এক কাপ চা বানিয়ে খাই। রান্না ঘরে গিয়ে আমি অবাক, দেখি- 'রবীন্দ্রনাথ'!!!
আমি বললাম গুরুদেব কি করছেন?
গুরুদেব বললেন, ওই, কতবার বলেছি আমাকে গুরুদেব বলে ডাকবি না। রবিবাবু বলে ডাকবি। তোর ঘুম আসছিল না, ভাবলাম তোর জন্য চা বানাই। আমার নিজেরও খেতে ইচ্ছা করছিল।
আমি বললাম, গুড। আপনি চা বানিয়ে বেলকনিতে আসেন, আমি গিয়ে বসি।

কিছুক্ষন পর কবি দুই মগ চা নিয়ে বেলকনিতে আসলেন। এক মগ আমার হাতে দিয়ে বললেন, আজ আমার মন ভালো নেই রে, তুই আমাকে একটা হাসির গল্প শুনিয়ে মন ভালো করে দে।
আমি চায়ে চুমুক দিয়ে বললাম আচ্ছা। তার আগে বলি চা ভালো বানিয়েছেন। যদি ভালো চায়ের জন্য নোবেল দেওয়ার নিয়ম থাকত তাহলে আপনি আরেকটা নোবেল পেতেন।
রবীন্দ্রনাথ বিরক্ত হয়ে বললেন, ওই বক বক বন্ধ কর, চায়ে তো চিনিই দেইনি। চিনির ডিব্বা খুঁজে পাইনি। গল্প বল। আমি রবি বাবুর মুখোমুখি বসে গল্প শুরু করলাম-

এক ছিল কাঠুরিয়া।
তার ছিল একটা মাত্র বউ। বউটির মেজাজ ছিল খুব কড়া আর মারমুখী। এক কথায় সাংঘাতিক দজ্জাল আর কী! কাঠুরিয়ার পরিবার ছিল নিঃসন্তান। চার পাঁচ বছরের সংসার। তা হলে কী হবে, তাদের ঘর আলো করে কেউ আসে নি। না আসলেও কী হবে। কাঠুরিয়া বনে সারাদিন ঘাম ঝরিয়ে রক্ত পানি করে কাঠ কাটে। তারপর বাজারে বিক্রি করে- চাল, ডাল, তরকারি নিয়ে বাড়িতে আসে। বউ কোথায় আদর যত্ন করবে, তা না করে, বলে এত দেরি কেন? এগুলো কোনো বাজার হলো? এসব তো গরু-ছাগলের খাদ্য। বাপ দাদা চৌদ্দগোষ্ঠির মন্ডুপাত করতে থাকে। বেচারা কাঠুরিয়া শক্ত গাছ হয়ে দাঁড়িয়ে থাকে। সে যেমন নির্মমভাবে গাছ কাটে ঠিক তেমনি তার বউ কথা দিয়ে গালিগালাজ দিয়ে তাকে কাটতে থাকে, ছিলতে থাকে। ডেইলি মানে প্রতিদিন এমন ভিটামিনবিহীন উত্তেজক একতরফা গালিগালাজ আর কতদিন সহ্য করা যায়। জবাব দিলে আগুন আরও দ্বিগুন হয়ে যায়। কাঠুরিয়া ছিল সহজ সরল নিরীহ গোবেচারা টাইপের। তো আর কাহাতাক সহ্য করা যায়। তার কামাই খাবে আর তার বাপ-দাদাকে, মা-দাদি, নানা-নানিকে গালিগালাজ করবে? আর কতদিন?

গল্পের এই পর্যায়ে চা শেষ।
আমার সিগারেটের জন্য হাস-ফাস লাগছিল। রবীন্দ্রনাথ ব্যাপারটা বুঝে বললেন- নো নেভার। গল্প শেষ কর। আমি একটু হাসি দিয়ে আবার গল্প শুরু করলাম-
কাঠুরিয়া একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। এসপার কী ওসপার। হয় আমি থাকব না হয় মুখরা দজ্জাল বউ থাকবে। তো কাঠুরিয়া কী করলো? বড় দেখে একটা মজবুত ছালা আর মোটা তাজা দড়ি সংগ্রহ করল।
তারপর?
কথা নেই বার্তা নেই তার হাত-পা বেঁধে বস্তায় ভরে বস্তার মুখটা ভালো করে টাইট বান্ধা বেন্ধে ঘাড়ে তুলে সোজা গহিন বনের মধ্যে চলে গেল। তারপর একটা বড় গর্তের খোঁজ পেয়ে সেই গর্তে ফেলে দিয়ে পিছনে না তাকিয়ে সোজা বাড়ি এসে ঘরে খিল দিয়ে এক ঘুমের রাজ্যে বিশ্রাম নিতে থাকে। টানা তিনদিন খুব আরামে ঘুম দিল।
চারদিনের দিন কাঠুরিয়ার মনে হলো বাড়িতে কী যেন নেই। বাড়িটা খালি খালি লাগে। সুনসান ফাঁকা বাড়ি। কেউ কোনো কথা বলে না। পাঁচ দিনের দিন কাঠুরিয়া চিন্তা করল, আর যেমনি থাক আমার একটা বউ ছিল, গালাগালি দিত। আচ্ছা আমার বউটা কি মরে গেল না বেঁচে আছে একটু দেখা দরকার তো নাকি! সাত পাঁচ চিন্তা করে একদিন সকালবেলা আস্তে আস্তে কাঠুরিয়া সেই গর্তের কাছে গিয়ে হাজির। যেই না কাছে গিয়ে দাঁড়িয়েছে অমনি অবাক কান্ড ....

রবীন্দ্রনাথ কখন আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন খেয়াল করিনি। গল্পের বাকি অংশ পরে বলা হবে। আকাশ ফরসা হতে শুরু করেছে। আমি রবীন্দ্রনাথের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০১

বিজন রয় বলেছেন: তারপর?

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: তার আর পর নেই।

২| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো , রাতদুপুরে চা যোগে কবিগুরুর চা আপ্যায়ন ও কাঠুরিয়ার দর্শন বেশ লাগলো। লাইকও দিয়েছি । তবে শেষে যেভাবে কাঠুরিয়াকে দেখে গুরুদেবকে ভায়ের কোলে ঘুমন্ত অবস্থায় দেখলাম তাতে আমার ভায়ের বাড়িতে খবর আছে। স্বপ্ন বিশ্লেষণ অনুযায়ী একটা ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে। যে হবে ভীষণ জ্ঞানী । হা হা হা ।

মিষ্টি খাওয়ার অপেক্ষায় থাকলাম।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: দাদা চমৎকার মন্তব্য করেছেন।

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

আরণ্যক রাখাল বলেছেন: তারপর?
মরা রবীন্দ্রনাথের মাথায় হাত বুলিয়ে লাভ কী?

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: অনেক দিন আগে বিটিভিতে একটি হাসির নাটক প্রচারিত হয়। নাটকের এক জায়গায় স্কুলটিচার ছাত্রদের জিজ্ঞেস করলেন, রবীন্দ্রনাথের মৃত্যুর তারিখ কে জানে?
এক ছাত্র বলল, স্যার, ২২শে শ্রাবণ।
শিক্ষক বললেন, গাধা, কানে ধরে দাঁড়া। রবীন্দ্রনাথের মৃত্যু নেই।

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:


এইডা কি ছিল রাজীব ভাই....



=p~

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: হা হা হা---
এটা ফাঁকি বাজি পোষ্ট।

৫| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



আগামীকাল মার্ক টোয়েন আসবেন, কফি বানাবেন

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: কফি আমি খাই না।

৬| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: কিন্তু রবীবাবু তো হাসির গল্প শুনতে চেয়েছিল ভাই। সেটা তো এখনো বাকি............

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: মাথায় এই গল্পটাই ছিল।
অন্য গল্প ছিল না।

৭| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮

রাকু হাসান বলেছেন: হাহাহা =p~ রাজীব ভাইয়া ফেমাস হয়ে গেলেন ;) । রবীন্দ্রনাথ চা বানিয়ে আসে ,গল্প শুনে তারপর আবার ঘুমিয়েও পড়ে ,হাত বুলিয়ে দেন ,বাহ বাহ ,কাল্পনিক হলেও খুব ভাল লেগেছে । :-B

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রাকু ভাই।

৮| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গতকাল রবীন্দ্রনাথকে নিয়ে কেউ পোস্ট দিলো না?

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: দেশের পরিস্থিতি ভালো না। মন মেজাজ ভালো নেই। তাই পোষ্ট দেই নি। তবে গতকাল একটা ফান পোষ্ট দিয়েছি রবীন্দ্রনাথকে নিয়ে।

৯| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২২

ভুয়া মফিজ বলেছেন: এত্তো লম্বা-চওড়া একজন মানুষ আপনার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো, আর আপনি খেয়ালও করলেন না? :||

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: স্বপ্নে সব সম্ভব।

১০| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ও হেনরিকে নিয়েও লিখতে পারেন।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: অবশ্যই লিখব।

১১| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০৩

জাহিদ অনিক বলেছেন: কি কাকতালীয় ! এখনও রাত তিনটা ! আমিও মাত্রই কিচেন থেকে চা বানিয়ে এলাম !
আমার রান্নাঘরেও কবিগুরু ছিলেন !

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ তাঁর সমস্ত শিল্পকর্ম দিয়ে একটি কথাই যেন বলতে চেয়েছেন-জীবন সুন্দর। রবীন্দ্রনাথের এই কথাটি কি সত্য?

১২| ০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৩

উদাসী স্বপ্ন বলেছেন: হাসলাম ভাই, আসলেই হাসলাম। যদিও কালকা একটা নিউজ শোনার পর হাসিটা উধাও হয়ে গেছিলো।

গল্পটা শেষ করবেন না?

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে একটি সংলাপ আছে যে, 'এইবার ফসল খুব বেশি হয়েছে। না জানি কৃষকের ভাগ্যে কী দুর্গতি আছে। 'আমার মনে হয় একশটি বাক্যে যা বলা যেত না, তিনি একটি মাত্র বাক্যে বা সংলাপে তা বলে দিয়েছেন।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪২

মাহমুদুর রহমান বলেছেন: B-)) লওল,মজা পাইলাম।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: এটাই চেয়েছিলাম।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬

খায়রুল আহসান বলেছেন: রবিবাবু আপনাকে চা বানিয়ে খাইয়েছেন, এটা কল্পনা করতেও সাহস লাগে।

১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে আমার সাহস খুব বেড়ে যায়।
এটা নিশ্চয়ই ভালো কথা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.