নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অফিস ওয়ার্ক

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬



অফিসে আমার পাশে এক মেয়ে বসে। বেশ সুন্দরী। সুন্দরীর নাম রোজী। এই অফিসে আমিও নতুন, রোজীও নতুন। রোজী আমার সহকারী। আমার কাজ HR এডমিন। জীবনের প্রথম চাকরি। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করেই চাকরি টা পেয়ে যাই। আমার বন্ধু রমিজ এসে বলল, দোস্ত চাকরি করবি? আমি বললাম, হুম করবো। জয়েন করে ফেললাম এই এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানীতে। এই কোম্পানী বিদেশ থেকে নানান রকম মেশিনারীজ যন্ত্রপাতি আনে। অফিস গুলশানে। সেই রকম একটা অফিস। পুরো অফিস সেন্টাল এসি। সব চকচকে ঝকঝকে। চা-কফি বিস্কুট কেক সমুচা ইচ্ছা করলে সারাদিনই খাওয়া যায়। কোনো বাধা নিষেধ নেই। জীবনের প্রথম চাকরি খুব উপভোগ করলাম। এডমিনে রকাজ কি কি তা-ও ঠিকমত জানি না। বেতন বেশ ভালো। আমি প্রায় দশ বছর আগের কথা বলছি। মিথ্যা বলব না, রোজীর জন্যই চাকরিটা বেশি উপভোগ করতে পেরেছি।

আমার বড় ভাই এর সাথে কথা বলে সব জেনে নিলাম এডমিনের কাজ কি কি? এবং কিভাবে করতে হয়। আমার সহকারী রোজী বলল, স্যার আপনি চুপ করে বসে থাকেন। চিন্তার কিছু নাই। যা করার আমি করবো। সমস্যা হলো মেয়েটা সারাদিন কোনো কাজ করে না। অফিসের ফোনে ঘন্টার পর ঘণ্টা কথা বলে যায়। ডায়েরীতে ছবি আঁকে। ছবি বেশ ভালো আঁকে। আমারও বেশ কিছু ছবি এঁকেছে। রোজী একটু পরপর খায়। বাসা থেকে দুনিয়ার খাবার নিয়ে আসে। পাঁচ সাত টা বক্স ভরে নানান রকম খারার, এবং অফিসে অনেক গুলো ডিব্বার মধ্যে নানান রকম খাবার রাখতো। বিস্কুট, চানাচূর। একবার রোজীকে বলেছিলাম, ডাইজেস্টিক বিস্কুট টা আমার খুব পছন্দ। এরপর থেকে সে ডাইজেস্টিক বিস্কুট রাখা শুরু করলো। সারাদিন বসে বসে সেসব খাবার খায়। প্রথম প্রথম আমাকে খাবার সাধতো না। কয়েক সপ্তাহ পর সে আমাকে ছাড়া কোনো খাবার খেত না। আমরা দু'জন এক রুমে পাশাপাশি বসতাম।

রোজী একটার পর একটা বক্স বের করতো। তাতে নানান রকম খাবার। এই মূরগীর রোষ্ট খাচ্ছে, ডিম সিদ্ধ খাচ্ছো, বিশাল এক ভাজা রুই মাছের পিছ খাচ্ছে, আবার কখনও সাদা পোলাউ, বড় চিংড়ি মাছ ফ্রাই। রোজী আর আমি আমরা দু'জন মিলে সারাদিন খেতেই থাকলাম। খাবার গুলো খুব সুস্বাদু। দারুন রান্না। রোজী যে পরিমান খাবার অফিসে আনতো সে খাবার অনায়াসে চারজন খেতে পারতো। কিন্তু রোজী আর কাউকে দিত না। আমরা দু'জন খেয়ে যেটুকু খাবার বাচতো- পিয়ন খেয়ে ফেলতো। পিয়ন আমীনূল প্রতিদিন বাটি গুলো ধুয়ে দিত। এমনও হয়েছে রোজী অফিসে আসেনি কিন্তু আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আমাদের অফিসে ক্যান্টিনে খাবারের ব্যবস্থা ছিল কিন্তু আমরা কখনও অফিসের ক্যান্টিনে খাইনি।

খাওয়ার কথা বাদ দিয়ে এখন অফিসের কাজের কথায় আসি। HR- এর কাজ খুব প্যারার কাজ। সত্য কথা বলতে কি আমার কোনো বেগ পেতে হয়নি। রোজী সব সুন্দরভাবে ম্যানেজ করে নিয়েছে। দেখতে দেখতে এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানীতে আমাদের ছয় মাস কেটে গেল। এই ছয় মাসে রোজী সম্পর্কে জানলাম, তার বিয়ে হয়েছে। এক বছর হয়ে গেছে। কিন্তু তার স্বামী তাকে নেয় না। রোজী থাকে তার বাবা মায়ের সাথে। তাদের যৌথ পরিবার। রোজীরা তিন ভাই। তিন ভাইয়ের বিয়ে হয়েছে এবং তাদের বাচ্চা কাচ্চা আছে। তিন ভাইয়ের একমাত্র বোন রোজী। খুব আদরের। সবাই রোজীকে খুব ভালোবাসে। রোজীর স্বামী রোজীকে কেন নেয় না তা আমি জানতে পারিনি। রোজীর সাথে আমার সম্পর্কটা বেশ গভীর হয়।

একদিন অফিস ছুটির দিনে রোজী আমাকে ফোন দিয়ে ধানমন্ডি ৩২ নম্বর আসতে বলে। আমি গেলাম ৩২ নম্বর। রোজী আমাকে নিয়ে অনেক কেনাকাটা করলো। আমাকে একটা হাত ঘড়ি কিনে দিল অনেক দাম দিয়ে। পাউফিউম কিনে দিল দুইটা। সে-ও নিজের জন্য অনেক কেনাকাটা করলো। আমরা ধানমন্ডির 'ক্যান্ডেল লাইট' রেস্টুরেন্টে ডিনার করলাম। সেদিনকার খাবারের মেন্যু কি ছিল আজও আমার মনে আছে। থাই স্যুপ, অনথন। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বিফ সিজিলিং, ফিশ ফ্রাই। সাথে ফানটা মেরিন্ডা কিছু একটা ছিল। খাবার বিল মনে হয় আমিই দিয়েছিলাম। অনেক খাবার বেঁচে গিয়েছিল। সেগুলো পেকেট করে নিয়ে রাস্তার এক ভিক্ষুককে দিয়েছিলাম। বলতে লজ্জা নেই সেদিন আমি প্রথম রোজীর হাত ধরি।

কোনো ভনিতা না করে রোজী আমাকে বলেছিল, স্যার আমাকে বিয়ে করবেন? আমি বিনা দ্বিধায় বলেছিলাম, হুম করবো। সেদিন রোজীকে আমি তার বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি আমার মা বাবাকে রোজীর কথা বললাম। আমার মা বাপ দুইজনই রোজীর কথা শুনে ভয়াবহ রেগে গেলেন। আমার বাপ বললেন, তুমি আমার সন্তান হয়ে তোমার রুচি এত খারাপ হলো কিভাবে? একটা বিবাহিতা মেয়েকে বিয়ে করতে চাও? এই শিক্ষা তুমি কোথায় পেলে? মা বললেন, ছিঃ। তুই আমার ছেলে হয়ে- তোর এত অধপতন? রোজীকে আমার আর বিয়ে করা হয়নি। বর্তমানে রোজী কানাডা থাকে। সেখানে সে একটা বাঙ্গালী ছেলেকে বিয়ে করেছিল, কিন্তু সেই বিয়ে ছয় মাস টিকেছিল। এখন রোজী একা।

বিঃ দ্রঃ আমার বন্ধু রোজী এই সামু ব্লগে আছে। কি নামে আছে সেটা বলব না। সে মাঝে মাঝে লিখে। আমি তাকে অনেক অনুরোধ করে সামুতে নিয়ে এসেছিলাম। তবে, রোজী নামটা ছদ্মনাম। আসল নাম বলাটা ঠিক হবে না। তবে বুদ্ধিমান ব্লগাররা আশা করি 'রোজী কে' বুঝতে পেরেছেন? অবশ্য এই লেখা পোষ্ট করার আগে রোজির অনুমতি নিয়ে নিয়েছি।

মন্তব্য ৮৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৪

বিজন রয় বলেছেন: এটি আপনার ২০২৪তম পোস্ট, আর এই ব্লগের ৩,০২,৪৯,৭৬৪ তম।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: ওয়াও।

২| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫

অপু দ্যা গ্রেট বলেছেন: ভাল লাগল

ভিন্ন স্বাধ পেলাম । তবে এরকম একজন আমার দরকার । আমারও একটু পর পর খেতে হয় ।

কিন্তু বহন করার ইচ্ছে নেই ।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: চারপাশে অনেক আছে খুঁজে নিন।

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কথায় আছে, কপালের লিখন না যায় খণ্ডন। আপনারও হয়তো তাই হয়েছে। রোজী আপনার ভাগ্যে ছিল না।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: কিন্তু রোজীর সাথে আজীবন যোগাযোগ থাকবে।

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১

ভুয়া মফিজ বলেছেন: আপনাদের দু'জনের যে ছবিটা দিয়েছেন, খুবই সুন্দর। দু'জনকে বেশ মানিয়েছে। :)

তবে 'চিড়িং মাছ' টা চিনতে পারলাম না, আমাদের দেশী মাছ? :(

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: টাইপ ভুল করেছি। চিংড়ি হবে। এডিট করে ঠিক করে দিয়েছি।

ধ ন্য বা দ।

৫| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: মন খারাপ হয়ে গেল পড়ে৷

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: মন খারাপ করবেন না।

৬| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্! চমৎকার সময় কাটিয়েছেন আপনারা!
আপনি আসলেই ভাই লাকি........
আহা...............

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: এক আকাশ দুঃখ বুকে ধারন করে বেঁচে আছি।

৭| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ইশ! আমি যদি রোজি আপুর বড় হতুম!!!!:P

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

৮| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭

বাকপ্রবাস বলেছেন: পড়ে খুব ভাল লাগল। আপনি পুরোটা ঢেলে দিয়েছেন। সব খোলশা করে দিয়েছেন, আমি হলে দিতামনটা, পুরোটাই গল্পে চালিয়ে দিতাম, কোন প্রকার হিন্টস দিতামনা। তাতে করে দুইটা ফল
১) সবাই দ্বন্দে থাকবে ঘটনা সত্য নাকি গল্প
২) আপনি আর রোজি কেবল এই গল্পের আসল স্বাদ পেতেন আর অন্যদের স্বাদও উপভোগ করতেন

কী জানি হয়তো আমারও বুঝার ভুল হতে পারে, গল্পকে সত্য ঘটনা ভেবে বকবক করছি এমনও হতে পারে, কারন আমি সর্বদা ঘোরের উপর থাকি, যা পড়ছি তা পড়ছিনা এমন টাইপ।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: আচ্ছা, এটাকে গল্প হিসেবে নেন।

৯| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২২

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ ! খুব ভালো লাগলো লেখাটা । রোজী আপুর সাথে যদি আপনার বিয়ে হতো তাহলে হয়তো আমরা আপুটা কে ব্লগে পেতাম না :P তবে ভাইয়া কি সুন্দর সৎ সাহস নিয়ে সত্যিটা বলেছেন, ভালো লাগলো ।

আপনাকে দেখে, আমিও একদিন বলবো এমন কিছু ভাবছি :P

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
লিখে ফেলুন।

১০| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

অপু দ্যা গ্রেট বলেছেন: থাক তার দরকার নাই ।

তবে এক্স কে ব্লগ চালানো শিখানো যাবে না ।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: এক্স বলছেন কেন?
বন্ধু বলতে পারেন।

১১| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: রোজি আছে??? তা আবার সামুতে? ওরে বাবা!!

এবার না গৃহযুদ্ধ না বাঁধে।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: শান্তি কাম্য।

১২| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

রাকু হাসান বলেছেন: সর্বনাস :|| ম্যাডাম জানলে আপনার ১২ টা বাজিয়ে দিবে #:-S

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল জীবনয আপন করলে কোনো সমস্যা হয় না।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

মাহের ইসলাম বলেছেন: বাস্তবতা !
নির্মম, আবেগ বহির্ভূত।

আপনার লেখা অসাধারণ, খুব পছন্দ হয়েছে।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

১৪| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০

জাহিদ অনিক বলেছেন:
আমরা এখনো কেন নিজের পছন্দমত বিয়ে করতে পারি না ?

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: বাপ মা ক্যাচাল করে।
বাপ মাদের বুঝা উচিত।

১৫| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪২

কাছের-মানুষ বলেছেন: লেখাটা ঝরঝরে হয়েছে!! লেখাটা পড়ে ব্লগারদের রোজির ব্যাপারে কৌতূহল তৈরি হয়েছে, এখন থেকে মনে হয় কানাডা প্রবাসি নারী ব্লগাররা বিশেষ নজরদারিতে থাকবে ব্লগারদের!

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

স্বাভাবিক ভাবে নিতে হবে।
এটা একটা গল্প। আর কিছু না।

১৬| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৮

লাবণ্য ২ বলেছেন: অসাধারন লিখেছেন ভাইয়া।তবে জানতে ইচ্ছে হচ্ছে আপুটা কে?

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: হয়তো রোজীও লিখবে। তখন সব দিনের আলোর মতো পরিস্কার হবে।

১৭| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪

করুণাধারা বলেছেন: আমার মনে হচ্ছে রোজী আপনার কল্পনা!!

রোজী কল্পনা হোক, বা বাস্তব- আপনার গল্প ভালো হয়েছে।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

১৮| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নুর ভাই,
আমার খুব শখ ব্লগারকে বিয়া করবো। আপনাদের অগ্রীম দাওয়াত....:P

আচ্ছা, আপনার জানা মতে কোন ব্লগার জুটি কি আছে??

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: আছে সেই জুটি বিয়ে করার পর ব্লগিং ছেড়ে দিয়েছে।

১৯| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



রোজী কোন না কোনভাবে সুখী হোক

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: আমি মনে প্রানে চাই সে সুখী হোক।

২০| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

ঢাকার লোক বলেছেন: "রোজি এখন একা। " ভাবছি নেক্সট টাইম কানাডা গেলে খোঁজ নিবো কি না, আমরা ভালো খাওয়া দাওয়া বেশ পছন্দ !!

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: খোজ নিন দেখা করুন।

২১| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

ঢাকার লোক বলেছেন: 'আমরা' নয় 'আমারও' হবে,

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি।

২২| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:

বাহ: একদমে পড়ে ফেললাম।খুব ভালো লাগল আর আপনি মনে হয় খুব সাহসী

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: গোপন করার কি আছে।
মানুষ হবে খোলা বইয়ের মতোন।
কয়দিন পর তো মরেই যাবো।

২৩| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: জীবনের গল্প বলেছেন কিন্তু মনে হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি - আপনি তো ভাই প্রবলেম !!! আজকাল গল্প লিখেন চোখে নাটকের মতো দেখতে পাই !!! - এই জন্য আপনার কিছু জরিমানা করা উচিত রাজীব ভাই, এই যেমন মনে করেন - এক মগ লাচ্ছি আর আর আর মনে পড়ছে না এই মুহর্তে মনে করে জানাই !!!

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: সময় করে আমার বাসায় আসবেন। আপনার ভাবী রান্না করে খাওয়াবে।

২৪| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশে চাকুরির এইটাই মজা!...

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: দেশে চাকরিতে কোনো মজা নাই। শুধু টেনশন। এই বুঝি চাকরি চলে গেল।

২৫| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২

ঢাকার লোক বলেছেন: অল্প কিছুদিন আগে ইন্টেলের প্রধান এক সহকর্মীর সাথে সম্পর্কে জড়িয়ে চাকরি হারিয়েছেন ! 'বিচার মানি তালগাছ আমার ' এর মতো যারা বিদেশে থাকেন তারা সাবধান ।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: দেশেও সাবধান থাকতে হবে।

২৬| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি তো মহা পাগল, আমার ছোট বোনটাকে বিয়ে করে এখন বলতেছেন আমার ভাবী !!! আমার ছোটবোনের প্রতি রইলো অনেক অনেক দোয়া ও শুভ কামনা। রান্না করে আমার ছোট বোন কষ্ট করবে !!! - এই কারনে ডাবল জরিমানা লাচ্ছি খাবো - রেডিসন ব্লু তে !!!

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।

২৭| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনে হয় হুমায়ূন আহমেদের একটা গল্প পড়লাম (এ ধরনের কথা আপনাকে আগেও বলেছি)। রোজীর ট্র্যাজেডি মনটাকে ব্যথিত করলো খুব।

এই ট্র্যাজেডির ভেতর থেকে সমাজের একটা কঠিন বাস্তবতা উঠে এসেছে- আগে বিয়ে হওয়া মেয়েকে বিয়ে করার ব্যাপারটা। ঠিক এমনই আরেকটা ব্যাপার হলো- আমরা ছেলের চেয়ে মেয়ের বয়স বেশি হওয়া মেনে নিতে পারি না। যাই হোক, এগুলো বিস্তর আলোচনার বিষয়।

লেখাটা খুব প্রাঞ্জল এবং করুণ রসে সিক্ত।

অসাধারণ।

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: আমার কপাল ভালো।
আমি তো ভয়ে ভয়ে ছিলাম আবার নাকি প্যাদানি খাই।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।

২৮| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১৮

অনল চৌধুরী বলেছেন: এটা লেখার উদ্দেশ্য কি বুঝলাম না।
বিয়ে করতে বড়দের অাবার পরিবারেরর অনুমতি লাগে নাকি?
অাসল কর্ম তো অনুমতি ছাড়াই সম্ভব!!!!!

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের ছেলে মেয়েরা আজও বাপ মার কথা মতো চলে।

২৯| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: শেষ প্যারা দুটো পড়ার পর বুকে কেমন জানি একটা ধাক্কা লাগলো।পুরো কাহিনীটা এক কথায় বলতে গেলে অসাধারন ভাই।

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৩০| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩০

শিবলী মিঁয়াও বলেছেন: একটি 'হতে পারত মহাকাব্ব্যের' অসাধারন ভুমাকাংশ। ভালো লাগলো, কেন লাগলো জানিনা কিংবা আসলেই জানি কিন্তু বুঝিনা।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩১| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

তারেক_মাহমুদ বলেছেন: সবার জীবনেই এমন কিছু গল্প থাকে, অনেক সময় চাইলেই লিখে প্রকাশ করা যায় না। ভাল লাগলো কাহিনীটা।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।

৩২| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৪

মোহাম্মেদ মুহসীন বলেছেন: এভাবেই প্রেম কাহিনী গুলি টিকে থাকে, সেদিন রোজিকে বিয়ে করে ফেললে আজ হয়তো এই প্রেম থাকতো না।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

৩৩| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এটা কি সত্যি ঘটনা? সুরভী ভাবি কি এই লেখাটা পড়েছেন?

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: পাগল হয়েছেন??

৩৪| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৮

প্রামানিক বলেছেন: সুন্দর কাহিনী। ধন্যবাদ

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: আপনি আমার পোষ্টে এলে আমার খুব খুশি খুশি লাগে।

৩৫| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২২

কাওসার চৌধুরী বলেছেন:



রাজীব ভাই, এতো চমৎকার একজন জীবনসঙ্গী পেয়েও হারিয়ে ফেললেন? যেদিন অফিসে আসতো না সেদিনও খাবার পাঠিয়ে দিত! এতো মেয়ে নয়, সাক্ষাৎ একজন দেবী। আমি হলে তো মেয়েটি বলার আগেই বুঝে ফেলতাম তার মনের কথাটি; আর বাবা মাকে বুঝাতাম বিয়ে একটি ঘটনা মাত্র; এজন্য বিবাহিত একটি মেয়েকে বিয়ে করা মোটেও অসম্মানের কিছু নয়। কানাডা প্রবাসী এই ম্যামের জন্য অনেক শুভ কামনা রইলো।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: আমার বাপের এক কথা- বংশ বংশ বংশ।

৩৬| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৬

রানার ব্লগ বলেছেন:




রোজি আপনি ভাল থাকুন !!!!

একটা নিরব কান্না লুকিয়ে আছে গল্পে ।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: প্রতিটা মানূষের বুকে নিরব কান্না আছে।

৩৭| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছুটা সুন্দর, কিছুটা রোমান্টিক, কিছুটা অপূর্ণতা সব মিলে ভাল লাগলো।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩৮| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬

খায়রুল আহসান বলেছেন: গল্পটা বেশ ভাল লাগলো। সত্য কিংবা কল্পনা - যাই হোক, গল্পটা ভাল লেগেছে। + +
রোজীর ভাল হোক!

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

৩৯| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

মিথী_মারজান বলেছেন: খুব মিষ্টি একটা ভালোবাসার গল্প।
খুব নির্মল একটা বন্ধুত্বের গল্প।
আনন্দ, বেদনা, বাস্তবতা,স্মৃতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ সব মিলিয়ে দারুণ লাগলো!
ভালো থাকুক রোজী, ভাল থাকুন আপনি।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: আপনিও ভালো থাকুন। সুস্থ থাকুন।

৪০| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২০

খায়রুল আহসান বলেছেন: ওয়া আলাইকুম আসসালাম! আপনিও ভাল থাকুন এবং সুস্থ থাকুন!

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: একদম আমার বাপের মতো কথা বললেন।

৪১| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫০

লিযেন বলেছেন: গল্পের শুরু টা দারুন হলেও,শেষটা বেদনা দায়ক!


অত:পর তাহারা ....................................

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৩২

অনল চৌধুরী বলেছেন: আমাদের দেশের ছেলে মেয়েরা আজও বাপ মার কথা মতো চলে। কতো %?

৪৩| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: ৪৫%

৪৪| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১১

অনল চৌধুরী বলেছেন: একমত হতে পারছি না।
তাহলে প্রেম করে বিয়ে করে কিভাবে বেশীরভাগ লোক?
জরীপের সূত্রটা জানাবেন?

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ প্রেমের বিয়ে দীর্ঘ স্থায়ী হয় না।
সিটি করপোরেশনে খোজ নিয়ে দেখেন হাজার হাজার ডিভোর্স এর কাগজ।

৪৫| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১৩

অনল চৌধুরী বলেছেন: এটা তো সবাই জানে।কিন্ত অামি বলছিলাম আমাদের দেশের ছেলে মেয়েরা আজও বাপ মার কথা মতো চলে অার ৪৫% তাদের ইচ্ছায় বিয়ে করে এর সূত্র কি?

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: আপনি তো এই সমাজেই বাস করে।
চারপাশে দেখেন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.