নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আজ অফিস থেকে বাসায় ফিরতে অনেক দেরী হয়ে গেল। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকে দেখি সুরভি নেই। মনে পড়ল, সুরভি গিয়েছে তার বাবার বাড়ি। মনটা খুব খারাপ হয়ে গেল। মন ভাল করতে গেলাম মাছের বাজারে। মাছের বাজারে ঘোরাঘুরি করতে আমার খুব ভালো লাগে। একসময় প্রতিদিন কোন না কোনো মাছের বাজারে না গেলে ভাল লাগত না। খিলগা রেললাইনে প্রতিদিন সন্ধ্যায় মাছের বাজার বসে। খুব জমজমাট।
আজও সন্ধ্যার পর রেললাইনের পাশে বিশাল মাছের বাজার বসেছে। সেখানে কত্ত রকমের যে মাছ !! বাজারে কোনো মাছের অভাব নেই। মাছ দেখেই মনটা খুশিতে ভরে উঠল। সুরভির কথা একেবারেই ভুলে গেলাম। কুচি কুচি করে কাটা বরফের উপরে কি সুন্দর করেই না ইলিশ মাছ গুলো সাজিয়ে রেখেছে। সাদা লাইটের আলোতে ইলিশ গুলো ঝকমক করছে। মনে হচ্ছে এই মাত্র নদী থেকে তুলে আনা হয়েছে। অনেক দাম, তবু কেউ কেউ চারটা পাঁচটা করেই কিনছেন। কিছু মানুষের অনেক টাকা!
আমি লক্ষ্য করে দেখেছি, ইলিশ মাছ বিক্রেতারা সব সময় খুব হাসিখুশি হয়। মাছের মতোন তাদের চেহারাও ঝকমক করে। একলোক দেখলাম কোনো দরদাম না করে চারটা ইলিশ কিনে নিল তিন হাজার টাকা দিয়ে। আমি লোকটার পেছনে অনেকক্ষন ঘুরলাম, দেখার জন্য সে আর কি কি মাছ কিনে। সে বিশাল এক রুম মাছ কিনল। বড় বড় চিংড়ি কিনল। শেষে মাছ গুলো একজনকে কাটতে দিল। আজ অন্যান্য মাছের বিক্রীও খুব ভাল। ঘুরে-ঘুরে আমি মাছ দেখছি, মাছের বেচা-কেনা দেখছি। খুব ভাল লাগছে।
আমার সবচেয়ে ভাল লাগে মাছ কাটা দেখতে। রেললাইনের পাশে যে ছেলেটা মাছ কাটে তার নাম মকবুল। মকবুল আমার পূর্ব পরিচিত। আমি এক হাজার টাকা বাজি ধরে বলতে পারি সারা ঢাকা শহরে মকবুলের মতোন আর কেউ মাছ কাটতে পারবে না। মকবুল মাছের দিকে না তাকিয়ে খুব দ্রুত বড় বড় মাছ মুহূর্তের মধ্যে কেটে ফেলে। বাসা বাড়িতে মা খালারাও এরকম করে মাছ কাটতে পারে না। একজনকে দেখলাম বড় একটা কাতল মাছ কাটিয়ে নিল দুই শ' টাকা দিয়ে। কিন্তু পঞ্চাশ টাকা দিলেই হতো। কিছু কিছু মানূষের অনেক টাকা।
মকবুল আমাকে দেখে ইশারায় বসতে বলল। সে আমার উপর খুব রাগ। কারন অনেকদিন তার সাথে দেখা করিনি। মকবুলের এসিস্ট্যান্ট আমাকে চা টা এনে দিল। এসিস্ট্যান্টের কাজ হলো- জ্যান্ত মাছের মাথায় একটা বাড়ি দেয়া। পানিতে লাফানো মাছ মুহূর্তের মধ্যে মরে যায়, তারপর সে আঁশ ফেলে ওস্তাদের (মকবুল) কাছে দেয়। এক ঘন্টা মকবুলের মাছ কাটা দেখে আমি মুগ্ধ হয়ে বাসায় ফিরলাম। আড্ডা না দিয়ে মাছের বাজারে ঘুরাফিরা করা অনেক ভালো। মাছ কাটা দেখা অনেক বেশি আনন্দের।
অনেকদিন আগে একটা বই পড়েছিলাম, আর্নেস্ট হেমিংওয়ের 'দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি'। অত্যন্ত চমৎকার একটি উক্তি বুড়ো সান্তিয়াগোর মুখ দিয়ে হেমিংওয়ে আমাদের বলেনঃ ‘Man is not made for defeat. Man can be destroyed, but not defeated!' আসলেই, মানুষের জন্ম তো হার স্বীকারের জন্য নয়। মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু কখনো পরাজিত হয় না। শত প্রতিকূলতা, কুৎসিতের মুহূর্মুহু আক্রমণ, একে অপরের থেকে ক্রমাগত বিচ্ছিনতা, - এই চরম হতাশার মাঝেও তবু আমাদেরকে বেঁচে থাকতে হয়।
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: টাকা দরকার।
আমস্টারডাম বেড়াতে যাব।
২| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০২
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! ভালো লাগলো মাছ বাজারের চিত্রটি। শেষে হেমিংওয়ে দিয়ে শেষ করায় আরও ভালো লাগলো।
শুভকামনা রইল।
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
৩| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩
নাহিদ০৯ বলেছেন: অর্ধেক লিখেই কমেন্ট পোষ্ট করে ফেলেছি। মাছ দেখতে আমারো ভালো লাগে। বিশেষ করে মাছের বাজারে সকাল বেলা গেলে নতুন নতুন টাটকা মাছ আসতে থাকে, এ্ই দৃশ্য দেখার মতো।
ছেলে মেয়ে বাসায় গেলে বাবা মা রা মাস পোলাও রান্না করে পেট খারাপ করিয়ে ফেলে। আমার বেলায় বাসায় সব ভালো ভালো মাছ কেনা হয়। বাসায় যাবো শুনলেই ২-১ দিন আগে থেকেই মাছ কিনে ফ্রিজ করে রাখা হয়। মাছ আমার খুবই প্রিয়।
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করেছেন।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
৪| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩
শাহারিয়ার ইমন বলেছেন: আমাদের গ্রামের বাড়িতে ঈদে সবাই যখন আসত ,তখন পুকুরে সবাই একসাথে মাছ ধরত ।পরে বাড়ির ভাবীরা মাছ কাটত ,ভাগ করে দিত সবাইকে । তখন মাছ কাটা দেখতে ভাল লাগত ।একটা উৎসব ভাব থাকত ।
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: টাটকা মাছের স্বাদই আলাদা।
৫| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৭
স্রাঞ্জি সে বলেছেন:
আফসোস রাজীব ভাই ভাবির জন্য মাছ কিনতে পারেনি।
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: মি তো বাজার থেকে সব সময় বড় বড় মাছ কিনি। একমাসের মাছ একদিনে কিনে কেটে কুটে ফ্রিজে রেখে দেই।
গত পরশু দুইটা ইলিশ কিনেছি। অনেক বড় । দুইটার দাম নিল দুই হাজার টাকা।
৬| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২২
বাকপ্রবাস বলেছেন: আমি ভাবতাম শুক্রবারে ব্লগে কেউ লেখা দেয়না, সবাই ছুটির আমেজে থাকে, একটু আগে একটা মিষ্টি কবিতা লেখা শেষ করলাম কিন্তু ব্লগে দিইনি শুক্রবার বলে, এসে দেখি আপনার লেখাটা। মনটা ভাল হয়ে গেল, খুব সুন্দর লেখা এবং আইডিয়া। দারুণ লেগেছে।
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: নিয়মিত লিখবেন। কোনো বারের হিসাব করবেন না। নিজের মনের সব কথা লিখবেন। একটা লেখা লিখে অনেক শান্তি পাওয়া যায়।
৭| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
মাছেরঝোল খেতে খুব মজা! যদিও কাটাকাটি পোষ্ট তারপরও মাছ বলে কথা! ডিম ভুনা আরো টেস্টি! কি বলেন রাজীব ভাই?
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: টাটকা মাছের স্বাদ অসাধারন।
ইলিশ মাছের ডিম আমার খুব পছন্দ।
৮| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১
এহতেশাম আহমেদ বলেছেন: লেখাটি পড়ে বুঝলাম, ভাবীকে রাজীব ভাই কতটা মিস করছেন। অবশ্য এই কারনেই আমরা সুন্দর ও একটি ব্যাতিক্রমী লেখনী উপহার পেলাম। ভাল লাগলো।
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: আমার একা থাকতে ভালো লাগে না।
দুইজন থাকলে ভালো। নানান ফালতু বিষয় নিয়েও গল্প বলা যায়।
চায়ের কথা বললেই চা করে দেয়।
৯| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১১
সনেট কবি বলেছেন: ঝালকাঠি বাজারে যে মাছকাটে তার বটির দাম নাকি ছাব্বিশ হাজার টাকা। শুনে খুব অবাক হয়েছিলাম। মাছকাটাতেও অনেক টাকা ইনভেষ্ট করতে হয়।
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: মাছ কাটতেও অনেক টাকা লাগে।
বটি টার দাম মনেক। এই বটি শান দিতেও অনেক টাকা লাগে। যেখানে মাছ কাটে সেই জাগার ভাড়াও দিতে হয়।
১০| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৬
রাকু হাসান বলেছেন:
দ্যা অল্ড ম্যান এন্ড দ্যা সি বইয়ের উক্তিটি আামর কাছেও অনেক প্রেরনা দেয় । উক্তিটি লিখে রাখছিলাম । মানুষের সব বিচিত্র সব ভাল লাগা ।
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: লিখে রাখা কথা মালা গুলো আমাদের সাথে শেয়ার করেন।
১১| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৮
এ.এস বাশার বলেছেন: মাছ দেখার চেয়ে মাছ ধরতে অনেক বেশি ভাল লাগে আমার...... গল্পটি বেশ মজার হয়েছে.....
একদম সুখি মানুষের গল্প......
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: আমি গ্রামে গেলে মাছ ধরা দেখি।
১২| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: রুই মাছ <<
ভালো,,, আসলেই মাছের যা দাম। বিশেষ করে ছোট মাছ। শিং, টাকি, । তারপরেও মাছের মাজারের পরিবেশ অন্য রকম
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: মাছের অনেক দাম কথা সত্য।
তারপরও এক শ্রেনীর মানুষ এত দাম দিয়েই মাছ কিনছেন।
১৩| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৫
জোবাইর বলেছেন: আড্ডা না দিয়ে মাছের বাজারে ঘুরাফিরা করা অনেক ভালো।'-কথাটি আমার খুব লেগেছে।
আমি যখন ৯০-এর দশকে ঢাকায় থাকতাম তখন সেখানে বিনোদনের তেমন কিছু ছিল না। আমি ছুটির দিনে আড্ডা না দিয়ে আজিমপুর গোরস্থানে গিয়ে একা একা ঘুরতাম আর সমাধি-লিপিগুলো (এপিটাফ) পড়তাম, ভাবতাম সেইসব মানুষের জীবনকাল নিয়ে, বিকালে (ভিজিটিং সময়ে) মেডিকেল কলেজ হাসপাতালে যেতাম, বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে দূর থেকে বিভিন্ন রকমের রোগীদের দেখতাম। তাদের অনুভূতিগুলো বুঝার চেষ্টা করতাম। তাছাড়া রমনা পার্ক আর সোহরাওয়ার্দী উদ্যানেতো নিয়মিত যাওয়া হতোই। ব্যাপারটা অনেকের কাছে অস্বাভাবিক মনে হলেও আসলে এ ধরনের ঘুরাফিরার মধ্যে এক ধরনের মানসিক প্রশান্তি আছে।
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
১৪| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০
এহতেশাম আহমেদ বলেছেন: য্তই আড্ডা'র বিপক্ষে বলেন না কেন...ব্লগে কিন্তু ভালই আড্ডা হ্য়।
১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: আরে আমি তো কথার কথা বলেছি।
আড্ডার মজা অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না। আমি নিজেও আড্ডা দিতে খুব পছন্দ করি। কিন্তু আড্ডা দেওয়ার মতো মনের পতো আধুনিক মানুষ পাই না।
১৫| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮
এস.এম এরফান বলেছেন: মাছ বাজারের চিত্রটি বেশ ভাল লাগলো। সেই সাথে সময় কাটানোর নতুন একটা আইডিয়াও পেলাম।
১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
রাজীব নুর বলেছেন: আইডিয়া কাজে লাগান দেখবেন ভালো লাগবে।
১৬| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭
উদাসী স্বপ্ন বলেছেন: ভাই পোস্ট কি পড়বো? মাছের ছবি দেখেই আমি বেসামাল। দেশী মাছের মজাই আলাদা
১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৭| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: সত্যি রাজীব ভাই
কিছু মানুষের অনেক টাকা
হয়তো নিজেও জানেনা তার টাকার পারমান!!
এই টাকার উৎস কি? সাথে যাবে তো?
১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
রাজীব নুর বলেছেন: শেষ সম্বল সাড়ে তিন হাত।
১৮| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩
ভাইয়ু বলেছেন: মাত্রই ইলিশ মাছ দিয়ে খেয়ে এসে লেখাটা পড়লাম ৷ পেটের মাছটারে মনে হয় এসিসট্যান্ট ভালোমতন মারতে পারে নাই ৷ অদ্ভুত এক ফিলিংস হইতেছে ৷
১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
রাজীব নুর বলেছেন: আহা !
১৯| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১
জুনায়েদ বি রাহমান বলেছেন: মাঝেমধ্যে আপনার লেখা পড়লে হুমায়ূম স্যারকে মনে পড়ে।
উপস্থাপন ভালো লেগেছে।
১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
রাজীব নুর বলেছেন: আমি চেষ্টা করি তার মতো লিখতে।
২০| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে জেনারেল জিয়া একটা পথ করে গেছে, এতে টাকা-পয়সা, ধন সম্পদ "কিছু লোকের হাতে" চলে গেছে; বাকীরা টাকা আনতে বউ রেখে আরব গেছে; শেখ হাসিনাও সেটা বুঝলো না।
সালমান রহমান, ফালু, আমান উল্লাহ আমান, ড: খোন্দকার মোশারফ আপনার মাছে বাজারে এলে, প্রত্যেকে কয়টা করে "ইলিশ" কিনতে পারবে?
হাজার হাজার বুড়ো মানুষ, যাদের জন্য পুষ্টি খুবই দরকার, তাঁরা ১টা মাছও কিনতে পারবেন না
১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
রাজীব নুর বলেছেন: ফালু কি থেকে কি হয়ে গেল!!!
এখন তার গাড়ি বাড়ি আর টাকার অভাব নাই।
তার দাড়োয়ান'ই আছে কমপক্ষে দশ জন।
২১| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: আমি লোকটার পেছনে অনেকক্ষন ঘুরলাম, দেখার জন্য সে আর কি কি মাছ কিনে
লোকটা কি বুঝতে পারে নাই যে আমাদের মাছ-ভক্ত রাজীব ভাই তার পিছু নিয়েছে?
১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭
রাজীব নুর বলেছেন: সে বুঝেছে। এবং মনে হলো ব্যাপারটা সে এনজয় করেছে।
২২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৮
তারেক_মাহমুদ বলেছেন: রাজীব ভাই
মানুষের অনেক টাকা
কথাটা সত্যি অনেকেই বাজারে গিয়ে বড় বড় মাছ কিনে মাংশ কিনে আমার এসব জীনিষের প্রতি খুব বেশি লোভ নেই । আমার কাছে শাক ভাজি ডাল ই প্রিয় ।
ভাল লাগলো আপনার পোষ্ট ।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
যার চাহিদা কম সে সুখী মানুষ।
২৩| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯
নিশি মানব বলেছেন: জ্যান্ত মাছগুলো যখন থালা থেকে লাফিয়ে নীচে পড়ে, তখনকার দৃশ্যটা অন্যরকম। একটা সময় বেশ ইনজয় করতাম এগুলো।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: এখন কি এঞ্জয় করেন?
২৪| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫
নীলপরি বলেছেন: ভালো লাগলো।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।
২৫| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটা অনেক ভালো লাগলো। আটপৌরে জীবনের চিত্র।
(বিদ্রঃ ভয় নাই, প্যাঁদানি নাই)
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস একসময় যে আমাকে প্যাদানি দিয়েছে, সে'ই আমাকে ভালোবাসবে।
২৬| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১৭
জাহিদ অনিক বলেছেন:
পড়তে ভালো লাগলো রাজীব ভাই-- এরকম এক মাছ কাটা ছেলেকে নিয়ে আমারও একটা লেখা ছিল--
খুব ভালো লিখেছেন।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: সেই লেখাটা দেন পড়ি।
২৭| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৩
চাঙ্কু বলেছেন: কি কি মাছ কিনলেন, তার একটা লিষ্টি দেন!! মাছ খাইতে সেইরাম লাগে কিন্তু রান্না করা একটা পেইন বিশেষ করে কাটাকুটি!
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: আমি কোনো মাছ কিনি নাই।
মাছ এখন সবাই বাজার থেকেই কেটে আনে।
২৮| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বটি জিনিসটা এখনো আছে। কুয়ালালামপুরের পুদু বাজারে নরসিংদীর যে বাংলাদেশীরা মাছ কাটে তারা বটি নয় ধারালো চাপাতি ব্যবহার করে। তারা টনকে টন মাছ কেটে ফেলে প্রতি দিন।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: বাহ !!!
২৯| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪
বিজন রয় বলেছেন: ওগুলো সব পচাঁ মাছ।
১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২
রাজীব নুর বলেছেন: হতে পারে।
৩০| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪
রক বেনন বলেছেন: খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন রাজীব ভাই। আমারও মাছ কাটা দেখতে ভাল লাগে। তবে এর থেকেও বেশি ভাল লাগে মাছ ধরা দেখতে।
১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২
রাজীব নুর বলেছেন: গ্রামের মানুষ জাল দিয়ে মাছ ধরে দেখতে ভালো ।
৩১| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫
আছির মাহমুদ বলেছেন: 'মানুষের অনেক টাকা '- আমাদেরও অনেক টাকা আছে! তবে তা এখনও অন্যের পকেটে!
...
বাবা এখন অন্ধ! আমাদের দেখা হয়নি কিছুই! সেই লাঠি লজেন্স, সেই রয়েল গুলি, সেই রাশ উৎসব, কেউ আর আমায় ফিরিয়ে দেবে না!
১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
রাজীব নুর বলেছেন: সুনীল।
৩২| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুধু ঘুরে ঘুরে দেখলেনই, কিনলেন না?
১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
রাজীব নুর বলেছেন: আমি গিয়েছি মাছ দেখতে।
মাছ কিনতে যাই নি।
৩৩| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: আমি এখনো মাসে দুবার বাজারে গিয়ে বাজার ঘুরে ছোট-বড় অনেক মাছ কিনি। আগে মাসে চারবারই যেতাম।
মাছের বাজারে গেলে অর্থনৈতিক বৈষম্যটা আসলেই খুব নজরে পড়ে। কিছু মানুষের আসলেই অনেক টাকা। ভাল মাছগুলো সাধারণত তাদের জন্যই সংরক্ষিত থাকে!
তবে আপনার পোস্ট থেকে নতুন একটা মাছের নাম জানলাম সম্ভবত!!
১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
৩৪| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৪
তারেক ফাহিম বলেছেন: মাছ কাটা দেখতে ভালোলাগে।
কিন্তু গন্ধটা অসহ্য
১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: হুম।
ঠিক বলেছেন।
৩৫| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
হাঙ্গামা বলেছেন: "মাছ বাজারে ঘুরতে আপনার ভালো লাগে"
খুবই ইন্টারেষ্টিং।
তার চাইতে বেশি ইন্টারেষ্টিং আপনি একটা লোকের পিছু নিছেন এইটা দেখতে যে, সে আর কি কি মাছ কিনে .... হা হা হা।
আর একটা লোক ২শ টাকা দিয়ে একটা মাছ কাটায়া নিছে শুইনা আমি অবাক।
আসলেই কিছু মানুষের অনেক টাকা।
১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০০
নাহিদ০৯ বলেছেন: কিছু মানুষের অনেক টাকা! কথাটা একাধিকবার ব্যবহার করেছেন। বিষয় টা হতাশাজনক। আপনি সুখি মানুষ, এত টাকা টাকা করে কি করবেন?