নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দু\'টি কথা

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০



এক
গ্রামের নাম রসুলপুর।
একেবারে সুন্দরবনের কাছে। অন্যসব গ্রামের মতোই একটি গ্রাম সুন্দর গ্রাম। এই রসুলপুর'ই আমাকে শিখিয়েছে কি করে পৃথিবীকে ভালোবাসতে হয়। এই গ্রামের লোকজন দিন-রাত ঝগড়া করে, দলাদলি করে, হাঙ্গামা করে, কুটকচালি করে, একটা ভাঙ্গা স্কুল ঘর আছে- সেই স্কুলের প্রতি কারো নজর নেই। তবে মসজিদ পাকা করার ব্যাপারে তারা একমত।

এই গ্রামে এক কৃষকের সাথে আমি জমিতে চাষ করেছি। বর্ষাকালে বিলে মাছ ধরেছি। সাইক্লোন বিন্ডিং এর চারপাশে নানান রকম গাছ লাগিয়েছি। রসুলপুর গ্রামের প্রতিটা গাছ, পুকুর, খাল-বিল, গরু আমার বন্ধু হয়ে গিয়েছিল। তাদের সাথে আমি কথা বলতাম। অনেকদিন রসুলপুর যাই না। ঈদের পরদিন যাবো। রসুলপুর আমাকে ডাকছে।

আধুনিক যন্ত্রপাতি আমাকে মজা দেয় কিন্তু আনন্দ দিতে পারে না। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, মোবাইল ফোন, এসি, ইন্টারনেট এগুলো ঠিক আমাকে নির্মল আনন্দ দিতে পারে না। গাছপালা, মাটির পথ, সবুজ ক্ষেত, নদী, খাল-বিল এসব আমাকে এক আকাশ নির্মল আনন্দ দেয়।

দুই
বিশাল রাজ প্রাসাদ।
রাজার বাড়ির সিংহ-দরজার পাশে, লোহার খাঁচার একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া-আসা করত, বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলত, ‘একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা!’
শুনে তারা বলত, ‘তা বইকি! দরজাটা খুলে দি, আর তুমি আমাদের ঘাড় ভাঙো।’

এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড়-বড় পণ্ডিত মশাইয়ের দলে-দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাঁদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারি ভালোমানুষের মতো ছিলেন।
বাঘ এই ঠাকুরমশাইকে বারবার প্রণাম করতে লাগল।
তা দেখে ঠাকুরমশাই বললেন, ‘আহা, বাঘটি তো বড় লক্ষ্মী! তুমি কি চাও বাপু?’
বাঘ হাত জোড় করে বললে, ‘আজ্ঞে, একটি বার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন! আপনার দুটি পায়ে পড়ি।’
ঠাকুরমশাই কিনা বড্ড ভালোমানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন।
তখন হতভাগা বাঘ হাসতে-হাসতে বাইরে এসেই বললে, ‘ঠাকুর, তোমাকে তো সবার আগে খাব!’

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

বিজন রয় বলেছেন: দুটি ++

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

২| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৯

চাঙ্কু বলেছেন: এইসব যন্ত্র ব্যাবহার করতে করতে আমরা নিজেরাই যন্ত্র হয়ে যাচ্ছি। আফসুস

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: এই যুগ যন্ত্র নির্ভর।

৩| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৭

এ.এস বাশার বলেছেন:

ভাই খুব গ্রামের কথা মনে পড়ছে.... বিবেককে নাড়া দেবার জন্য ধন্যবাদ.....
প্রীতি ও শুভেচ্ছা নিয়েন....

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: গ্রামে যান কিছু দিন বেড়িয়ে আসুন।

৪| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৩

রক বেনন বলেছেন: রসুলপুরের কথা সেদিনই প্রথম জেনেছিলাম যেদিন পল্লীকবি জসীমউদ্দিনের আসমানি কবিতা প্রথমবারের মত পড়েছিলাম।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: এটা অন্য রসুল পুর।
বাগের হাট। সুন্দরবনের পাশে একটা গ্রাম।

৫| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২০

নতুন নকিব বলেছেন:



প্রচুর লিখছেন। লেখার মানেও ক্রমশ: উন্নতি দর্শনীয় হয়ে উঠছে।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নকিব ভাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

৬| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দরম।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

৭| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ২য়টা মনে হয় রুপকথা পড়লাম। প্রথমটা এখন আর আগের মত নেই। মসজিদ এবং মসজিদ কমিটি নিয়ে এখন দলাদলি শুরু হয়ে গেছে।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী, স্কুল ও বাচ্চাদের লেখাপড়া দায়িত্ব সরকারের।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। সুন্দর মন্তব্য করেছেন।

৮| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০

বাকপ্রবাস বলেছেন: শহুরে বাঘের খাঁচা থেকে মাঝে মাঝে গ্রামে খোলা আকাশে স্নান করা উচিত

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: সহমত।

৯| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪

গরল বলেছেন: গ্রামও এখন আর গ্রাম নাই, গ্রামে গ্রামে পাকা ঘর-বাড়ি, কুড়ে ঘর আর দেখা যায় না। রাস্তা-ঘাটও পাকা হয়ে গেছে।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: তার মানে দেশ উন্নয়নের মহাসড়কে।

১০| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

মাহমুদুর রহমান বলেছেন: ১ম-<গ্রাম্য পরিবেশটা আমার মন ছুয়ে গেল।
২য়-<ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিও না।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: রাইট।

১১| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার লেখাতে হরি ঘোষের গোয়াল ঘর খুঁজে পাই..

১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

রাজীব নুর বলেছেন: আপনার কেমন জিএফ পছন্দ?
-- জ্বি, অনেক উঁচু চাই। যে জিএফ এ বৃষ্টিতে পানি উঠেনা। আর পার্কিংপ্লেস বড়। আর হ্যা হাই সিকিউরিটি গেইট হতে হবে। পারমিশন ছাড়া যেন কেউ এন্ট্রি না করতে পারে।
যা বেটা খাচ্চোর।
-- মানে? গ্রাউন্ড ফ্লোর তো সবাই এমনই চায়, নাকি?

১২| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ভ্রমরের ডানা বলেছেন: আপনি তো মশাই স্বাক্ষী গোপাল...

১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

রাজীব নুর বলেছেন: অরিজিন্যাল গুমেই মানুষের কোনো বিকার নাই, আপনি এর মধ্যে আসছেন ভেজাল গুম নিয়া!

১৩| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

ভ্রমরের ডানা বলেছেন: গ্রাউন্ড ফ্লোর বানায় নেন,টাকা লাগে দেবে গৌড়ি সেন...

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: গৌরি সেন অনেক আগেই মারা গেছেন।

১৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০১

ভ্রমরের ডানা বলেছেন:

আপনি বড়ই বেরসিক জনাব, উনার মেয়েকি মারা গেছেন, উনাকে খুঁজুন মশাই...

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: না আমি লোভ করবো না।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ!

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.