নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মধ্য দুপুর।
মধ্য দুপুর সময়টা খুব অদ্ভুত! বুকের মধ্যে যেন কেমন করে! সূর্য ঠিক মাথার উপর থাকে বলে- নিজের ছায়াও খুঁজে পাওয়া যায় না। চারপাশে যা দেখা যায় সবই বড় ভালো লাগে। অথচ বুকের মধ্যে কেমন অস্থিরতা কাজ করে।
ঢাকা শহরের রাস্তার পাশের চায়ের দোকান গুলো আমার খুব প্রিয়। আসলে এই চায়ের দোকান গুলো জ্ঞানের ভান্ডার। আমি নিয়মিত রাস্তার পাশের চায়ের দোকান গুলোতে যাই। চা খাই আর আশে পাশের লোকজনদের কথা গুলো খুব মন দিয়ে শুনি। কত রকম বিষয় নিয়ে যে আলোচনা হয়- তা চায়ের দোকানে না গেলে বুঝা সম্ভব নয়। এখান থেকেই আমি আমার লেখার সরঞ্জাম পাই।
এক সময় আমার খুব ইচ্ছা ছিল- বড় করে একটা চায়ের দোকান দিবো। সারাদিন দুনিয়ার মানুষজন এসে আমার দোকানে চা খাবে-গল্প করবে। আর আমি খুব মন দিয়ে তাদের গল্প শুনব। এই ইচ্ছাটা আমার এখনও আছে। টাকার অভাবে ব্যবস্থা শুরু করতে পারছি না।
আজ দুপুরবেলা চারিদিকে কাঁচের মতোন স্বচ্ছ রোদ ছিল। আমি রোদে পুড়তে পুড়তে রাস্তার পাশের এক দোকান থেকে এক কাপ চা খেলাম। খুব মুগ্ধ হলাম। দারুন চা। আশ্চর্য ব্যাপার সাথে সাথে আমার রবীন্দ্রনাথের কথা মনে পড়ল। আমার এক সময় ধারনা ছিল রবীন্দ্রনাথ চা খেতেন না। বিশেষ করে রাস্তার পাশের কোনো দোকান থেকে। রবীন্দ্রনাথ কি কখনও এমন কড়া রোদে মধ্যদুপুরে রাস্তার পাশের দোকান থেকে চা খেয়েছেন? খেলেও আমার মতো মুগ্ধ কী হয়েছেন?
আমার চা খাওয়া শেষ। আরেক কাপ খাবো কিনা ভাবছি- ঠিক এই সময় আমার সামনে একটি ছেলে এসে দাঁড়ালো। হাসিখুশি মুখ। কাধে ক্যামেরার ব্যাগ । ছেলেটিকে আমার খুব অস্থির মনে হচ্ছিল। ছেলেটির সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছিল । মেয়েটিকে খুব রুপসী বলা যাবে না। আকাশি রঙের শাড়ি পরা। চোখে মোটা করে কাজল দেওয়া। দুই হাত ভরতি কাচের চুড়ি আর কপালে বড় একটা টিপ।
ছেলেটা, মেয়েটিকে বলল- শুনুন।
মেয়েটি এক আকাশ অবাক দৃষ্টি নিয়ে ফিরে তাকালো।
ছেলেটি বলল- আচ্ছা, ক’টা বাজে বলেন তো?
মেয়েটি বলল, আমার হাতে ঘড়ি নেই, জানি না কয়টা বাজে।
ছেলেটি বলল- আহ হা আন্দাজে বলুন।
মেয়েটি বলল- আমার আন্দাজ ভালো না।
ছেলেটি বলল- আচ্ছা, মোবাইলে সময় দেখে বলুন।
মেয়েটি হেসে বলল- আমার মোবাইল আজ ভুলে বাসায় রেখে এসে পড়েছি।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: না। এমনটা না।
২| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: শেষের অংশটুকো আপনার অন্যকোন লেখায় পড়েছিলাম মনে হচ্ছে। আকাশী রঙ্গের শাড়ি পড়া মেয়েটা আপনার মাথায় স্থায়ীভাবে স্থান করে নিয়েছে।
উপস্থাপন বরাবরের মতো ভালো লেগেছে।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
৩| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুন একটা জিনিস মাথার ভেতর ঢোকালেন আমার।
সেটা হচ্ছে রবীদ্রনাথের চা খাওয়া।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: ভালো ব্যাপার স্যাপার মাথায় ঢুলকে সমস্যা নাই।
৪| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১
মাহমুদুর রহমান বলেছেন:
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: !!! ????
৫| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২
বিজন রয় বলেছেন: উনি আবার কিছু মনে করবেন না তো?
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: না।
মনে করার কি আছে??
৬| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩
মাহমুদুর রহমান বলেছেন: চায়ের কথা পড়া মাত্রই বুঝে গেছি সামনে রবীন্দ্রনাথ আছেন।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান।
৭| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫
এ.এস বাশার বলেছেন: দারুন অভিজ্ঞতার ছোয়া পেলাম রাজীব ভাই.........
প্রীশু নিয়েন.......
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: প্রীশু প্রীশু
৮| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: আরেক কাপ চা কি খেয়েছিলেন?
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: বলব না।
৯| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮
মো: নিজাম গাজী বলেছেন: আপনার বুকের ভিতর ও কি এমন অস্থির অস্থিরতা কাজ করে নাকি লেখক?
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: হুম করে।
১০| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪২
অচেনা হৃদি বলেছেন: ছেলেটি ছেলেটি ছেলেটি...
ছেলেটির কোন নাম নেই?
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
বুঝতে পেরেছি।
১১| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২
আঁধার রাত বলেছেন: মেয়েটি খুব রুপসী এইটা স্বীকার না করলে মিথ্যা কথা বলা হবে। মাহশাল্লাহ অনেক সুন্দর। নীল শাড়ী তবে আকাশী সাদা পাড়, চোখে কাজল নাই বললেই চলে তবে মাসকারা আছে, কাঁচের চুড়ি নাই, তিনটা চুড়ি আছে বটে কিন্ত কিসের যে চুড়ি তা বুঝতেছি না, টিপ পড়ে নাই। আপনার বর্ণনার সাথে মডেলের রুপ ও সাঁজগোজের মিল না থাকলেও ছবিটা ভ্যাপসা গরমের বিকালে এক পশলা শান্তির পরশ বুলিয়ে গেল। সুবাহান আল্লাহ, আল্লাহর কি অপরুপ সৃষ্টি।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: হা হা হা ---
১২| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
রোদের নিচে দুটো সুর্য দেখেছেন মেবি!
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: হে হে হে ----
১৩| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮
তারেক_মাহমুদ বলেছেন: ভাল আইডিয়া, তবে চায়ের দোকানটা খেটে খাওয়া মানুষের জন্য দেবেন ভদ্রলোকের জন্য নয়,বেশী ভদ্রলোকেরা দেশ নিয়ে বেশি চিন্তা করেনা খেটে খাওয়া বেশি চিন্তা করে।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: সব শ্রেণির মানুষ চা খেতে আসাবে।
ধনী গরীব বুঝি না।
১৪| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩
বাকপ্রবাস বলেছেন: আপনা লেখা এমনিতেই দিঘির স্বচ্ছ জলের মতো টলমল করে, তার উপর এমন ছবি যোগ হলে মনের মধ্যে ছ্যাত করে উঠে, ফেইসবুকে হলে এই কমেন্ট করতামনা, উমামার আম্মু ব্লগের ধারে কাছে থাকেনা বলে ছ্যাত কমেন্ট করেই ফেললাম
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: হো হোহো ---
১৫| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
রাজীব নুর বলেছেন: ভয়াবহ গান !!!!
১৬| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাস্তার ধারে চায়ের দোকান থেকে এক চাপ কিনে তাতে শক্ত ও চিনি ছাড়া টোস্ট ভিজিয়ে খাবেন। অন্য রকম স্বাদ অনুভব করবেন। তখন কিসের রবীন্দ্রনাথ আর কিসের জীবনানন্দ , নিজেকে একজন কবি সম্রাট হিসেবে ফিল করবেন। একবার ট্রাই করে দেখুন না।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: আগামীকাল ট্রাই করবো।
১৭| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চা দোকান বা রেস্টুরেন্ট দেয়ার আমারও খুব শখ। কিন্তু সৎ লোকের খুব অভাব এই দেশে...
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: আপনি দোকান দেন। আমি সৎ মানুষ।
১৮| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টং দোকানের চা আমারও প্রিয়।
লিখা ভাল লেগেছে।
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: একদিন আমরা টং এ বসে চা খাবো। আড্ডা দিব। রাজী আছেন?
১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: একদিন আমরা টং এ বসে চা খাবো। আড্ডা দিব। রাজী আছেন?
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০১
ইব্রাহীম আই কে বলেছেন: এটা কি আসলে সময় না বলার কোন ফন্দী এটেছিল?