নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গাড়ি

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫



যখন রাস্তা দিয়ে হেটে যাই, সুন্দর একটা গাড়ি দেখলেই আমি থেমে যাই। মুগ্ধ হয়ে গাড়িটার দিকে তাকিয়ে থাকি। চারপাশ থেকে গাড়িটা দেখি। আশে পাশে কেউ না থাকলে হাত দিয়ে ছুঁয়ে দেখি। বুকের মধ্যে যেন কেমন করে ওঠে! মনে মনে ভাবি এরকম একটা গাড়ি কি আমি কোনো দিনও কিনতে পারবো? মনে হয় না সম্ভব হবে। গাড়ি কিনতে না পারার কষ্ট বুকের মধ্যে হাহাকার করে ওঠে।

রাস্তা দিয়ে চলাফেরা করার সময় কিছু কিছু গাড়ি এত সুন্দর যে দেখে মাথা নষ্ট হয়ে যায়। শুধু ভাবি আমার যদি এরকম একটা গাড়ি থাকতো! ক্লান্ত বিধ্বস্ত হয়ে হাঁটছি, সারা শরীর ঘামে ভেজা। অনেকক্ষন দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছি না। তখন আমার সামনে দিয়ে আমার'ই বয়সী একটা ছেলে গাড়িতে করে যাচ্ছে- তখন আমার খুব কষ্ট হয়, রাগ হয়। ইচ্ছা করে ছেলেটাকে গাড়ি থেকে টেনে নামিয়ে বলি, আমি কষ্ট করে হেটে যাচ্ছি আর তুমি নবাবব্জাদার মতো আরামে যাচ্ছো। কেন? এখন তুমি হেটে যাও। আমি গাড়িতে এসি ছেড়ে আরামে বাড়ি ফিরবো।

আমার নিজের একটা গাড়ি থাকলে মন্দ হতো না। ড্রাইভার স্যার স্যার করতো। গাড়িতে করে সকালে অফিস যেতাম। আবার বিকেলে ড্রাইভার এসে আমাকে বাসায় নিয়ে যেত। ছুটির দিনে সুরভিকে নিয়ে বেড়াতে বের হতাম। ড্রাইভার গাড়ি চালাবে। আমি আর সুরভি পেছনে বসে থাকবো। তখন গাড়িতে গান বাজবে রবীন্দ্র সংগীত, '' যা না চাইবার তাই আজি চাই গো/ যা না পাইবার তাই কোথা পাই গো।/ পাব না, পাব না,/ মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।''

মাঝে মাঝে ইচ্ছা করে ধার দেনা করে একটা গাড়ি কিনেই ফেলি। অথবা ব্যাংক থেকে লোন নিয়ে। আবার ভাবি লোন শোধ করবো কিভাবে? কিন্তু কিছুতেই গাড়ির চিন্তা মাথা থেকে বাদ দিতে পারছি না। গোপনে মনের মধ্যে গাড়ি গাড়ি করতে করতে এক যুগ এর বেশি সময় পার হয়ে গেল। আমার বড় ভাইয়ের গাড়ি আছে। আমার ছোট ভাইও মনে হয় শ্রীঘই গাড়ি কিনবে। পোড়া কপাল শুধু আমার!

বন্ধুদের মাঝে মাঝে দুষ্টমি করে বলি, একটা গাড়ি কিনব। এবার কিনেই ফেলব। বন্ধুরা বলে, তুই একটা গাড়ির চাকাও কিনতে পারবি না। খুব মন খারাপ হয় আমার ওদের কথা শুনে। কিন্তু যখন ঠান্ডা মাথায় যখন ভাবি আসলেই তো, বন্ধুরা ঠিক কথাই বলেছে। লজিক দিয়ে চিন্তা করলে বুঝতে পারি গাড়ি তো দূরের কথা, গাড়ির একটা চাকাও কিনতে পারবো না। মন খারাপ হয়, খুব মন খারাপ হয়।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০১

শাহারিয়ার ইমন বলেছেন: ছেলেমানুষি মন খারাপ

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: মাথার চুল সাদা হতে শুরু করেছে।

২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

রাকু হাসান বলেছেন:


এভাবে নিরুৎসাহিত করলে কিভাবে! :-<

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: নিরুৎসাহিত না। ঠিক কথাই। অবাস্তব ভাবলে হবে?

৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জান্নাতে এর চেয়ে অনেক ভালো আর দামী পাবেন।
দুনিয়ার এই সব গাড়ী , বাড়ী নিয়ে আক্ষেপ করা ঠিক নয়।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: জান্নাতে গাড়ি দিয়ে কি করবো? গাড়ি দরকার আমার এই জগতে।

৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

ডার্ক ম্যান বলেছেন: নিজে ড্রাইভিং শিখে তারপর গাড়ি কিনুন। নাহলে ড্রাইভার আপনার গাড়ি কেনার মর্ম হাড়ে হাড়ে বুঝাবে

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: উদাহরন দিন দুই একটা।

৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

রাকু হাসান বলেছেন:



লেখক বলেছেন: নিরুৎসাহিত না। ঠিক কথাই। অবাস্তব ভাবলে হবে?

সবার ই ক্ষমতা হতেই পারে ,যে কোন কিছু কেনার ,আজ ও কাল । তাই বললাম আর কি । হয়তো বর্তমানে আলোকে আমাদের অনেক কিছু করার ক্ষমতা থাকে না ।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রাকু ভাই। ভালো থাকুন। সুস্থ থাকুন।
ভালোবাসা নিরন্তর।

৬| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭

বাকপ্রবাস বলেছেন: আমার একটা গাড়ি দরকার
বুঝলনাতো কেউ

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: মজা লস??
ফেসবুকে এই নামে একটা পেজ আছে।

৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪০

ডার্ক ম্যান বলেছেন: ড্রাইভার অনেক সময় নিজের পকেট খরচের টাকার জন্য আপনার গাড়ি সমস্যা ছাড়াই সার্ভিস সেন্টারে নিয়ে যাবে। ৯০ শতাংশ ড্রাইভার এক জায়গায় বেশিদিন কাজ করে না।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: রাইট।
গাড়ি চালানো আগে একবার শিখেছিলাম। ভুলে গেছি। আবার শিখব। কয়েক ঘন্টার মামলা।

৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

বিষাদ সময় বলেছেন:

এই গাড়িটা দেখে আরো বেশি মন খারাপ করেন.................

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: আমি এত বড় গাড়ি কিনব না।

৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের ড্রাইভারদের যেমন লাইসেন্স নেই, তেমনি বেশীর ভাগ ড্রাইভারের চরিত্রও নেই।
তেল চুরি করা, অকারণে গাড়ী সার্ভিসিং এর ঝামেলা করা এই সব তাদের কাছে পান্তাভাত।
উন্নত দেশে যার গাড়ি সাধারণত সেই চালায়।
বাংলােদেশে গাড়ী কিনলে আবার ড্রাইভারও কিনতে হয়, মানে নিয়োগ করতে হয়।
তেল চুরি করে পাগল বানিয়ে দেবে।
আপনি বড় লোক হলে টের পাবেন না।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: এখন অনেকেই গাড়ি গ্যাস করে নেয়।

আর ড্রাইভার তো অল্প টাকা বেতন পায় চুরী তো করবে।
যদি ড্রাইভারকে মাঝে মাঝে হাতে কিছু টাকা দেওয়া হয় তাহলে মনে হয় চুরী করবে না।

১০| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


অধিক সংখ্যক গাড়ী মানব জীবনকে বিষাক্ত করে ফেলেছে; গাড়ীর সংখ্যা কমানোর জন্য আন্দোলন শুরু করা দরকার।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: ওস্তাদ চমৎকার মন্তব্য করেছেন।

১১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১২

চাঙ্কু বলেছেন: রিকনডিশন্ড একটা গাড়ি কিনা আহামরি কিছু না কিন্তু গাড়ি কিনার পরে মেইন্টেন্সের খরচটা বহন করা গাড়ি কেনার চেয়ে কষ্টকর। তবে বাংলাদেশের প্রেক্ষপটে ব্যাক্তিগত গাড়ি কিনা নিরুৎসাহিত করা উচিত।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

তারেক ফাহিম বলেছেন: আমার এক বান্ধবী অমাায় একটি গাড়ীর ছবি দিয়ে বলল আমায় গাড়িটি কিনে দিবা?

পরের দিন তা প্রিন্ট করে খামে করে দিয়ে দিলাম ;)

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: ভেরি গুড আইডিয়া।

১৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: গাড়ির সঙ্গে ড্রাইভার ফ্রি দিলাম, দেখেন তো চলবে কিনা?

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

১৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: যদি গাড়ি কিনতেই না পারেন তবেই তার কষ্ট কে প্রশমিত করতে পারেন। বাংলাদেশে অনেক হাজার হাজার লোক আছে যারা ভাড়া বাঁচাতে হেঁটে অফিসে, বিশ্ববিদ্যালয় এ বা তাদের গন্তব্যে যায়। সবার সব কিছু থাকে না। আবার সব ইচ্ছা পূরণ হয় না। এটাই আমাদের পৃথিবী। এখানে কেউ থাকে খুব সুখে, একই সময়ে কেউ দুঃখে কাঁদে।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।

১৫| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪০

জাহিদ অনিক বলেছেন:

ঢাকা থেকে কয়েক লাখ গাড়ি বাজেয়াপ্ত করা উচিত। রিক্সাও। এত গাড়ি আর রিক্সা, সে তুলনায় গণপরিবহণ অনেক কম।
বেশী পরিমানে বাস থাকলে- রাস্তায় জ্যাম না থাকলে বাসের থেকে উত্তম আর নেই।
ঢাকার যা অবস্থা রাস্তায় গাড়ি কিনে চালাতে পারবেন না, দুই মিনিট চালালে ২ ঘন্টা বসে থাকতে হয়।


চাঁদগাজী বলেছেন:


অধিক সংখ্যক গাড়ী মানব জীবনকে বিষাক্ত করে ফেলেছে; গাড়ীর সংখ্যা কমানোর জন্য আন্দোলন শুরু করা দরকার।
- নো কার ডে,(no car day) নামে একটা কিছু চলেছিল কিছুদিন।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ প্রিয় জাহিদ ভাই।

১৬| ১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:২১

সোহানী বলেছেন: ডার্ক ম্যান এর উদাহরন আমি দেই। গাড়ি যখন সেল করবো ঘোষনা আসলো তখন বাসার ড্রাইভার চাকরী ছেড়ে দিল। তারপর বুঝতে পারলাম গাড়ির হাড্ডিই শুধু অাছে অন্য কিছু নাই...... :((

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

১৭| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: মধ্যবিত্তদের স্বপ্ন যেন কল্পনাতেই সীমাবদ্ধ থেকে যায়।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: সত্য কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.