নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
জীবনে প্রথম বাঘ দেখার আশায় সুন্দরবন গেলাম। কিন্তু বাঘের দেখা পেলাম না। বইতে কত বাঘের কাহিনি পড়েছি। দুবলার চর এলাকায় তিন দিন দুই রাত থাকলাম। তন্নতন্ন করে খুজেও বাঘের দেখা পেলাম না। তবে, খুব উপভোগ করলাম প্রকৃতি। কিন্তু হরিণ আর বানর খুব বেশি বিরক্ত করেছে। নিজের চোখে দেখেছি সাগরের পাড়ে অলস ভঙ্গিতে শুয়ে আছে কুমির। বঙ্গোপসাগরে যখন সূর্য ডুবে যায়, তা দেখার মতো ব্যাপার। এত সুন্দর, এত সুন্দর যে মরে যেতে ইচ্ছা করে।
বাঘ আমাকে দেখতেই হবে। দুই বছর পর আবারও সুন্দরবন গেলাম। এবার গেলাম হিরণ পয়েন্ট। এবারও মন খারাপ করে ফিরে এলাম, বাঘের দেখা পেলাম না। কিন্তু বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম। যে এলাকায় বাঘ দেখতে পাওয়া যায়, সেসব এলাকায় বন কর্মকর্তারা একটা বাশের আগায় লাল পতাকা ঝুলিয়ে রাখে। হাতির পিঠে চড়লাম। প্রকৃতি খুব উপভোগ করলাম। অদ্ভুত সুন্দর। মুগ্ধ! মুগ্ধ! আমি মুগ্ধ!
তৃতীয় বার গেলাম কটকা নামক এলাকায়। এবং অবিশ্বাস্য ভাবে বাঘের দেখা পেয়ে গেলাম। সেই গল্প'ই এখন বলব।
আমরা প্রায় একশো জনের একটা দল এমভি মাছরাঙ্গা নামে একটা জাহাজে করে সুন্দরবন গিয়েছি। খুব সুন্দর ব্যবস্থা। থাকা, খাওয়া-দাওয়ার কোনো সমস্যা নেই। যাই হোক, আমি সবার চোখ ফাঁকি দিয়ে একা উলটো দিকে হাঁটা শুরু করলাম। প্রায় এক ঘন্টা হেঁটে বনের অনেক গভীরে চলে গেলাম। চারদিকে এত গাছপালা যে দিনের বেলায় হঠাৎ অন্ধকার নেমে আসে।
অপ্রত্যাশিতভাবে দশ গজ দূরে এক বিশাল বাঘ দেখতে পেলাম। রয়েল বেঙ্গল টাইগার! আবেগে আনন্দে আমি হতবাক, একটা স্বপ্ন সত্যি হয়ে গেল, এই খুশিতে চোখে পানি চলে আসছে। বাঘের পায়ের তলায় সদ্য শিকার করা হরিণ। তখনও হরিণটা পুরোপুরি মরে যায়নি। তবে খুব ছটফট করছিল। এক আকাশ অবহেলা নিয়ে বাঘটি যেন হরিণটিকে ধরে রেখেছে। তাচ্ছিল্যের ভঙ্গিতে আমার দিকে একবার তাকালো। আমি একটুও ভয় পেলাম না। এক আকাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকলাম। পালানো বা লুকানোর কথা কিছুই মনে আসলো না। এক পৃথিবী বিস্ময় নিয়ে স্বাধীন এক নবাবজাদাকে দেখছি।
আমি জানি, বেশির ভাগ বাঘ'ই মানুষ খেকো নয়। বাঘ যে ক'জন মানুষ মেরেছে তার চেয়ে নব্বই গুন বেশি মানুষ বাঘ হত্যা করেছে। আমি আরও কয়েক পা এগিয়ে গেলাম। আমার সাথে কোনো অস্ত্র নেই। বাঘটি একবার পেছনের দিকে চেয়ে, পর মুহূর্তেই আবার আমার দিকে তাকালো। তখনও তার পায়ের নিচে শিকার ধরা।
আমি বললাম, অবশেষে তোমার দেখা পেলাম।
বাঘটা হাই তুলল।
আমি আবার বললাম, আমি তোমাকে বিরক্ত করবও না। একটুও বিরক্ত করবও না।
বাঘটা অসহায়ভাবে শুধু আমার দিকে চেয়ে থাকল।
আমি বললাম, আমাকে ভয় নেই, আমি তোমার বন্ধু।
(ঢাকা ফিরে এসে এই ঘটনা অনেককে বলেছি। কেউ বিশ্বাস করেনি। সবাই হেসে উড়িয়ে দিয়েছে। এরপর আমি আবার সুন্দরবন যাই তখন মারাতক এক ঘটনা ঘটে। এই ঘটনা আমার বন্ধুরা নিজ চোখে দেখেছে। তারপর তারা আমাকে 'টাইগার' উপাধি দিয়েছে। সেই ঘটনা অন্য কোনো দিন বলব।)
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: প্রকিতি ।
২| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এত সুন্দর, এত সুন্দর যে মরে যেতে ইচ্ছা করে।
..চলেন, বন দেখতে দেখতে দুজনে মইরা যাই।
আপনার গল্পতো ম্যাওপ্যাও, বিশ্বাস করবে কে??
হাতির পিঠে চড়ে আপনি যে জায়গায় ঘুরবেন, সেখানে জোয়ার-ভাটা হয় না। ওখানে বড়জোর হরিণ আর বানর দেখতে পাবেন। ব্যাঘ্র নয়....
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: মান্টো এবং গালিব দুজনেই মুসলমান। দুজন দু দেশে দুই কবরের বাসিন্দা। তাদের দুজনকে এক করেছেন প্রণব বল উনার "দোজখ নামা'' উপন্যাসে।
দুই পাপী কবরে নিজেদের পাপের ফিরিস্তি দিচ্ছে অনবরত....আহা! দোজখ নামা!
৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
ভাবছি বিয়ে করে মিসেস কে নিয়ে ব্লগিং করবো.......
,
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: করুন।
৪| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮
মিখু হোসাইন তিতু বলেছেন: টাইগার সাব পরবর্তি ঘটনার জন্য অপেক্ষায় রইলাম।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: গুড।
৫| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৮
বিজন রয় বলেছেন: ধ্যৎ!
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: কি হলো?
মাড়ি ক্ষয়ে দুর্বল হয়ে গেছে দাঁত?
৬| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫
বিথী আক্তার বলেছেন: সুন্দর পোষ্ট পড়ে ভাল লাগলো।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন বীথি।
৭| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬
সামিয়া আক্তার শেহা বলেছেন: খুব সুন্দর পোষ্ট।কিছুটা পড়েছি ।
পড়ে ভাল লাগল।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সামিয়া।
৮| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪
বাকপ্রবাস বলেছেন: বাঘের লেজ ধরে ঘুরানি দিয়ে ছুড়ে মেরেছিলেন সেই ঘটনা কবে লিখবেন তার অপেক্ষায় রইলুম।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: মিথ্যা লিখব না সত্যই লিখব।
৯| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রানু ভাই!
আপনার তারছেঁড়া মন্তব্য ও প্রতিউত্তর পড়তে দারুন লাগে...
ভাবছি তরিকাটা আমিও শুরু করবো.
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: ভালো জিনিস ফলো করা ভালো।
১০| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪১
রাকু হাসান বলেছেন:
ঘটনা সত্যি নাকি । আপনার সাহস আছে ,প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে যা সবার আগে লাগে । ইদানিং বেশ গল্প বা নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন। বিষয় টি খুব ভাল লাগছে । চলুক
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: ধনবাদ রাকু ভাই। ভালো থাকুন। সুস্থ থাকুন।
১১| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২
স্রাঞ্জি সে বলেছেন:
হে হে কবিরাজি
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: প্রীশু।
১২| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ কয়েক বছর আগে আমিও গেছিলাম ওনাদের দর্শন নিতে, তবে দিনের বেলা। রাতে আবার একেবারে খাবার হওয়ার আশঙ্কায় গুটিয়ে থাকতাম। বঙ্গোপসাগরের মোহনাস্থিত দোঁবাকি ক্যাম্পে চারদিকে নেট দেওয়া মাঝখানে ১৫/২০ ফুট উঁচু কাঠের রাস্তা দিয়ে দেখা যদিও পেয়েছিলাম, তবে তাদের অবস্থা আলিপুর যুর মত। এমন করুন বাঘ আমার দেখে জিজ্ঞেস করেছিল, তোরা আমাদের বেঁধে মারছিস, তবে আমাদের বংশধররা তোদের একা পেলে উচিত শিক্ষা দিয়ে দেবে। আমার দৃঢ় বিশ্বাস আমার ভায়ের বাসার অতিথি হয়েছিল এমনই একটি বাঘ।
শুভকামনা প্রিয়ছোটোভাইকে।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
ভালো থাকুন।
সুন্দর মন্তব্য করেছেন।
১৩| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২
ভাইয়ু বলেছেন: ছবি তুললেন না?? আর দ্বিতীয় ঘটনাটা শোনাবেন কবে?
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: ছবি আছে কিছু। তয় বাঘের ছবি নেই।
দ্বিতীয় ঘটনা শ্রীঘই বলব।
১৪| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০
ভুয়া মফিজ বলেছেন: আপনার 'টাইগার' উপাধির ঘটনা আমি জানি। আপনিই বলেছিলেন।
তবে ঘটনা হলো, স্বপ্নে বাঘ কেন ডায়নোসরও দেখা যায়। তাদের সাথে কথাও বলা যায়।
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৫| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৩
মেমননীয় বলেছেন: কে বেশী বোকা?
লেখক না বাঘ মামা?
না হলে তরতাজা, নাদুসনুদুস খাবার রেখে অস্থিচর্ম সার হরিণ খায়!
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
১৬| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫
কিশোর মাইনু বলেছেন: পরের মারাত্মক কাহিনী টি জানতে আগ্রহী।
অনেকেই দেখি বিশ্বাস করছে না ঘটনাটি। যার যার ব্যাপার অবশ্য সেটা।
@মেমননীয়,ভাল বলেছেন। আমি বাঘ হলে মনে হয় না, রাজীব ভাইয়ের মত লোভনীয় নাদুস্নুদুস খাবার বাদ দেওয়ার মত বোকামি করতাম।
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: পরের কাহিনি দুই এক দিন পরে দিব।
১৭| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
আপনি যেটা দেখেছেন, হয়তো টুরিষ্টদের জন্য "বাঘের পোশাকে ঢাকা ইউনিভার্সিটির বেকার বিবিএ গ্রেজুয়েট।
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: ও ওস্তাদ !!!!
কি যে বলেন !!!
১৮| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: তবে বিপদ যে হতে পারতো সে শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। যাইহোক, নিরাপদে থাকুন, ভালো থাকুন সবসময়...
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: জানি বিপদ হতে পারত কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে রিস্ক নিই।
১৯| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৬
তারেক ফাহিম বলেছেন: বিশ্বাস করার মত?
তবুও ধরে নিলাম আপনি অনেক সাহসি।
পরের ঘটনাটি পড়ার অপেক্ষায়।
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।
২০| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৭
কাইকর বলেছেন: ভাই!!!
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: হা হা হা !!!!
২১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন: বাঘ সামনা সামনি দেখলে সম্মোহিত / হিপনো টাইস হয়ে যেতে হয় - আপনি বাঘ দেখেছেন কি না জানি না, তবে বাঘ দেখার অনুভুতি এটি যা আপনি উল্লেখ করেছেন - কারণ আমি নিজে একজন বোকা দর্শক !!!
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: মনে হয় বাঘ দেখিনি। পুরো ব্যাপারটাই স্বপ্নে।
২২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১:১২
ভ্রমরের ডানা বলেছেন:
আপনিই পারবেন বিড়ালের গলায় ঘন্টি বাধতে বস!
✌✌✌✌✌✌✌✌✌
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য পড়ে সাহস পাচ্ছি।
২৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ২:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: পড়ে আনন্দ পেয়েছি। পরের কাহিনী পড়বার অপেক্ষায় রইলাম।
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: জ্বী, পরের কাহিনী লিখে ফেলব আজকালের মধ্যে।
২৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ২:০৫
আরণ্যক রাখাল বলেছেন: সত্যি নাকি?
মারাত্মক ব্যাপার। আমিতো টিভিতে বাঘ দেখতেও ভয় পাই!
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: বাঘ আসলে খুব ভালো প্রানী।
২৫| ১৪ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৯
নীলপরি বলেছেন: বাঘটা যে ভালো ছিল বুঝলাম ।
তবে , আপনার দলের বাকি সদস্যরা তো সাংঘাতিক! আপনাকে বাঘের সামনে একা যেতে দিল!
ভালো লিখেছেন
শুভকামনা
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: আমি লুকিয়ে গিয়েছি।
২৬| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৩২
জাহিদ অনিক বলেছেন:
হাঃহাঃহাঃ ---
ধরে নিলাম আপনি যা যা লিখেছেন তার সবটুকুই ঘটেছে আপনার সাথে, তবুও আপনার লেখার স্টাইলটা এমন যে মানুষ বিশ্বাস করতে চাহে না।
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: পোড়া কপাল আমার।
২৭| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার উপর আমার অগাধ আস্থা রাজীব ভাই!
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: এই তো বিপদে ফেলে দিলেন ভাই।
২৮| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
বিপদের কিছু নাই। আমরা আছি আশেপাশে! বাঘ কপচাইছেন, বিড়াল তো হাতের ময়লা!
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৯
রাজীব নুর বলেছেন: হা হা হা
২৯| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহা! আপনি বেশ ভাগ্যবান।
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: আমি আরও ভাগ্যবান হতে চাই।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: এত সুন্দর, এত সুন্দর যে মরে যেতে ইচ্ছে করে!!!!!!! মানে???