নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কেউ আমাকে একটু কষ্ট করে বুঝাবেন, জীবনের উদ্দেশ্য কি? সত্যি বলছি, এই ব্যাপারে বিশেষ অজ্ঞ আমি। বিশেষ সন্দিহান।
আদিম সমাজে মানুষ সারাদিন মাইলের পর মাইল চষে বেড়িয়েছে খাবারের সন্ধানে, সারা জীবন'ই থেকেছে আধপেটা খেয়ে। অধিকাংশ সময়ই কেটেছে হিংস্র প্রাণীদের মোকাবেলায়। জীবনের উদ্দেশ্য খোঁজার মত অবসর ও মস্তিষ্কের বিকাশ তাদের ছিল না।
বিবর্তনীয় দৃষ্টিতে যদি দেখি তবে আমাদের জীবনের আসলে উদ্দেশ্য একটিই, তা হচ্ছে নিজের জিনকে রক্ষা করা এবং এর বংশবৃদ্ধি নিশ্চিত করা।
ধর্ম বলে মানুষকে বিভিন্ন কাজ দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে! কারো জীবনের উদ্দেশ্য রাজা হয়ে রাজ্য শাসন করা। কারো জীবনের উদ্দেশ্য সারাজীবন মাছ মেরে অন্যদের খাওয়ানো। কারো জীবনের উদ্দেশ্য স্বামীর সেবা করা ইত্যাদি।
আসলে “জীবনের কোন অর্থ বা যৌক্তিকতা নাই। তাই বলে জীবন উপভোগ না করারও কোন কারণ নাই। যারা জীবনের অর্থ পেয়েছে বলে দাবী করে তারা হয় মিথ্যে বলছে অথবা কোন মিথ্যা ভূয়া বিষয়ে বিশ্বাস করছে। দুটো ক্ষেত্রেই তারা মানব জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে বিফল হয়।”
আপনি রাস্তার উপর দেখতে পেলেন একটা কুকুর গভীর নিদ্রায় মগ্ন, তার পেটটা স্বাস প্রশ্বাস নেওয়ার জন্য উঠছে আর নামছে। এই দৃশ্যটি আপনি গভীর মনোযোগের সাথে দেখ্তে দেখতে যদি প্রশ্ন করেন এই কুকুরটার পৃথিবীতে কি উদ্দেশ্য আছে? এর উত্তর আপনি কি দেবেন আমি জানিনা, কিন্তু আমি বলব ওই সময়ের জন্য কুকুরটির উদ্দেশ্য ঘুমানো এবং সেটাই তার ওই সময়ের পরম উদ্দেশ্য। ঘুম ভাঙ্গলে সে আরেকটি কাজে নিয়জিত হবে এবং সেটাই হবে তার ওই সময়ের পরম উদ্দেশ্য।
আইনস্টাইন মরে গিয়েও তার চিন্তার মাধ্যমে জীবন্ত থাকেন আমাদের কাছে, মানে, জীবিতদের কাছে। বস্তুত এই যে আইনস্টাইনকে নিয়ে আমরা এত মাতামাতি করছি, রবীন্দ্রনাথের সার্ধশতবার্ষিকি পালন করছি সাড়ম্বরে, তাকে শ্রদ্ধা জানানোর কথা বলছি, এতে ঐ মহামানবদের আসলেই কিছু এসে যায় না, কারণ তারা এই সন্মান দেখতেও পাচ্ছেন না, ভোগ করতেও পারছেন না! তাই আইনস্টাইনের বা রবীন্দ্রনাথের বেঁচে থাকা বলতে তাদের নিজেদের বেঁচে থাকা বোঝায় বলে মনে হয় না, বরং জীবিত মানুষের নিকট তাদের চিন্তার বেঁচে থাকা বোঝায় সম্ভবত! এখন একটা মানুষ বেঁচে আছেন কিনা, আমরা কিভাবে বুঝব? সে যদি চিন্তা করতে পারে, কথা বলতে পারে, তাহলে তাকে জীবিত বলা যায়! আইনস্টাইন বা রবীন্দ্রনাথ কি প্রত্যহ আমাদের সাথে কথা বলছেন না, বা তাদের চিন্তাগুলো কি আমাদের ভাবনার সাথে মিথস্ক্রিয়া করছে না? এইজন্যই তারা জীবিত, এইজন্যই তারা সচল!
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।
২| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: এটা আসলেই এক বড় গোলকধাধা.....
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
৩| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি কি দর্শনিক হইতে চান????
গান শুনেনঃ
মনে প্রেমের বাত্তি জ্বলে , বাত্তির নিচে অন্ধকার।
এই জীবনে চাইলাম যারে, হইলো না সে আমার।
প্রেমে সৃষ্টি জগৎ -সংসার, সৃষ্টি আদম- হাওয়া।
সেই প্রেমেরি দেখা পাইলে, হইতো সবি পাওয়া।
প্রেমে স্বর্গ প্রেমে নরক, প্রেমে বাঁচা -মরা।
প্রেম কইরো না দেহের সনে , আত্মার সনে ছাড়া।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০
রাজীব নুর বলেছেন: বছরের তিন মাস আমি দার্শনিক থাকি।
৪| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩
চাঁদগাজী বলেছেন:
জীবন নিজেই প্রকৃতির চক্রের অংশ; মানুষের প্রেচেষ্টা জীবনকে সুন্দর ও অর্থবহ করা
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
৫| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬
স্রাঞ্জি সে বলেছেন:
আমার উদ্দেশ্য কবে মরে যাবো।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১১
রাজীব নুর বলেছেন: সময় হলে সব মানুষই মরবে।
৬| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭
বিজন রয় বলেছেন: আমি আপনাকে বলছি জীবনের উদ্দেশ্য কি......... জীবনের উদ্দেশ্য হলো মৃত্যু।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১১
রাজীব নুর বলেছেন: না। মানি না।
৭| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৪
রক বেনন বলেছেন: একেক জনের জীবনের উদ্দেশ্য এক এক রকম!!
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: কিন্তু সবারই রক্তের রঙ লাল।
৮| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭
কাওসার চৌধুরী বলেছেন:
আসলে জীবনের কোন উদ্দেশ্য নেই; কারণ, এই জীবনটা আমরা চেয়ে নেইনি। কিংবা এ জীবনের সৃষ্টিতে আমাদের কোন হাত নেই। এটি প্রকৃতি/ঈশ্বর দ্বারা সৃষ্ট। মানুষের কাজ হলো যার যার পরিবেশের সাথে খাপ খাইয়ে জীবনকে পরিচালিত করা, জীবীকার সন্ধান করা, সমাজ ও পরিবার নিয়ে বসবাস করা, মহাবিশ্বকে বুঝার ব্যর্থ চেষ্টা করা। সংসারের মিথ্যা মোহে আটকে থেকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর বলেছেন।
৯| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন। যার মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন। পৃথিবীটা পরীক্ষার কেন্দ্র। এখানে সবাইকে পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে আল্লাহর কাছে পরীক্ষার সম্মুখীন হবে। পৃথিবীতে অনেক মানুষের অনেক কিছু অপূর্ণ থাকে, আবার কেউ অনেক বেশি অন্যায় করেও সে শাস্তি না পেয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। কিয়ামতের দিন আল্লাহ এসব বিষয়ের ক্ষমতা দান করবেন। পৃথিবীটা আমাদের জন্য একটা সুযোগ । মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: চমৎকার বলেছেন।
১০| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪
সনেট কবি বলেছেন: আল্লাহ বলেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন- নিশ্চই আল্লাহর জন্য এবং তাঁর কাছেই ফিরে যেতে হবে। সৃষ্টিকে সৃষ্টি করে আল্লাহ স্রষ্টা। এক সৃষ্টির জন্য অন্য সৃষ্টি। অতঃপর ন্যায় অন্যায়ের হিসেব দিতে স্রষ্টার কাছে ফিরে যাওয়া। এরপর কারো জন্য পুরস্কার আর কারো জন্য শাস্তি। এ হলো আল্লাহর বলা মানব জীবনের রহস্য।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী। সুন্দর বলেছেন।
১১| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন। আপনার ব্যাখ্যার সাথে সহমত।
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: খুব খুশি হলাম।
১২| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
ল বলেছেন: অন্য একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়।
কখনো কোন ব্যাপারে স্থিতি নেই।
বিশ্বাস থেকে অবিশ্বাসী আবার বিশ্বাস করতে বাধ্য
হয়েছি। এখন মনে হচ্ছে সব কিছুই আপেক্ষিক।
বেঁচে থাকাটাই আসল যদিও অবশ্যই মরতে হবে।
অথচ আমাদের আসল ঠিকানাটাই ভুলে যাই।
বহু বছর পর মৃত্যুকে কি আসলেই মানুষ অতিক্রম
করতে পারবে?!
যদিও নয়,হলে মানুষ আরো অসহায় হয়ে যাবে। প্রযুক্তির উৎকর্ষতা সৃষ্টিকর্তার
প্রয়োজনীয়তা আরো বাড়িয়ে দিবে।
মাঝ সমুদ্র থেকে দিগন্ত কাছে ঠেকলেও উপকূল বহু দূর।
ডুবন্ত অবস্থায় বাঁচার জন্য অনেকেই অনেক মিথ
এনে হাজির করবে,হয়তো হুমড়ি খেয়ে পড়বো মরিচিকার
পেছনে। দিন শেষে কি হবে,ধ্বংস?
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২২
রাজীব নুর বলেছেন: জীবন আসলে কিছুই না আবার অনেক কিছু।
১৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: তিন মাস দার্শনিক বাকি নয় মাস?
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: আমার পোষ্টের সাথে সংযুক্ত থাকেন টের পাবেন।
১৪| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রহস্য বুঝলে তো আপনিই রবীন্দ্রনাথ, আইনস্টাইন হয়ে যেতেন ...
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪
রাজীব নুর বলেছেন: আইনস্টাইন রবীন্দ্রনাথ কি জীবনের রহস্য বুঝতে পেরেছিলেন?
১৫| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫
রাকু হাসান বলেছেন:
বেশ ভাল লিখেছেন । প্রতিদিন ই রবীন্দ্রনাথের সাথে কথা হয় বলতে গেলে । কৃত কর্ম জীবিত রেখেছে তাদের । সু চিন্তার কোন মৃত্যু নেই । যেগুলো বৃহৎ জনগোষ্ঠী কে প্রভাব বিস্তার করতে পারে ।
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর মন্তব্য করেছেন।
১৬| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবই আল্লাহ পাকের ইচ্ছা।
মানুষ তো কিছুই জানে নাভ
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের সহায় হোন।
১৭| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪
মোঃ ইকবাল ২৭ বলেছেন: বর্তমানে পৃথিবীর যত মানুষ জীবিত আছে কেউ জানেনা তাদের জীবনের উদ্দেশ্য।কারণ মানুষের চাহিদার শেষ হচ্ছে না।
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: অর্থনীতির জনক এডাম স্মিথ অনেক আগেই এই কথা বলে গেছেন।
১৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৬
কিশোর মাইনু বলেছেন: সুন্দর বলেছেন।
সত্যকথন।
ধন্যবাদ।
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১৯| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৯
জাহিদ অনিক বলেছেন:
ভালো লিখেছেন রাজীব ভাই---
তৃতীয়বিশ্বের হতদরিদ্র দেশের মানুষের কোন উদ্দেশ্য থাকতে নেই-- তারা জন্মাবে কলে কারখানায় কাজ করবে - মরে যাবে
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: সঠিক কথাই বলেছেন কবি।
২০| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০২
মাহমুদুর রহমান বলেছেন: জীবনের অর্থ ঠিক তখনই খুজে পাবেন যখন দেখবেন আপনার কিডনি দুটোই নষ্ট আর আপনার কাছে সময় বেশী নেই।
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: চরম বলেছেন।
২১| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪১
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,
"নো দাইসেলফ" - নিজেকে জানো । এই নিজেকে জানা হলে তো জীবনের উদ্দেশ্য কি বোঝা যেত ! কিন্তু এই "নিজেকে জানা" হয়ে উঠলো কি আমাদের ?
আপনার এই রহস্য ভেদ খারাপ হয়নি ।
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
২২| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭
শাহারিয়ার ইমন বলেছেন: কারো কাছে জীবন অভিশপ্ত আবার কারো কাছে জীবন বিলিসিংময় । জীবনের মানে দাড়িয়েছে এখন যত পার টাকা আয় কর , জীবন্টাকে যত পার উপভোগ কর ।
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
জীবন মানেই উপভোগ ।
টাকা আয় করো আর উপভোগ করো।
২৩| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ইসলাম ধর্ম মতে -
আমাদের সৃষ্টি করা হয়েছে এক আল্লার উপাসনার জন্য।
পৃথিবীতে আমরা কর্ম করবো আর আখেরাতে এর ফল ভোগ করবো।
এটা বোঝার পর যার যার উদ্দেশ্যে সে সে কাজ করুক।
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: এই যুগে ইচ্ছা থাকলেও পুরোপুরি ইসলাম মানা যায় না।
২৪| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯
নয়ন বিন বাহার বলেছেন: জীবনের উদ্যেশ্য একটাই:
অপেক্ষা করা।
-কোন কিছু পাওয়ার(সফলতা) জন্য অপেক্ষা
-মৃত্যুর জন্য অপেক্ষা
১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: গণিত অলিপিয়াডের জন্য নিচের জটিল সমস্যাটি অন্তর্ভুক্ত করা হোক।
মোহাম্মদপুর থেকে বনানী বাসে (৮ কিলোমিটার) আসতে সময় লাগে ১ ঘণ্টা ৫০ মিনিট। কিন্তু সুরত আলীর কোকিলাকে নিয়ে ডেটিং করার জন্য পায়ে হেঁটে একই রাস্তায় মোহাম্মদপুর থেকে বনানী আসতে সময় লাগে ১ ঘণ্টা ২০ মিনিট। তাহলে বাসের গতি বেশি না সুরত অালী আর কোকিলার গতি বেশি?।
উভয়ের গতি প্রতি ঘণ্টায় কত কিলোমিটার?
ঢাকাবাসীর কি এখন সুরত অালীর মতো ডেটিং করে কোনো কোকিলাকে নিয়ে পায়ে হাঁটাই উত্তম?
২৫| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২১
নয়ন বিন বাহার বলেছেন: অপেক্ষা করেন। কোন একদিন হতে পারে।
২৬| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: জ্বী আমি অপেক্ষায় আছি। অপেক্ষা করতে আমার ভালোই লাগে।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫
বাকপ্রবাস বলেছেন: প্রথমে যে প্রশ্নটা করেছেন শেষে তারই উত্তর দেয়া আছে। আমাদের কাজ হল শুধু পড়া। জীবনটাই আপেক্ষিক মনে হয় আমার কাছে, এক এক সময় এক এক রকম, যখন যেটা তখন সেটাই সত্য। শিশুর জীবন তার মতো প্রৌড় এর এর জীবন তার মতো। সময় এর সাথে জীবন ও জীবনের রং রূপ পাল্টায় এটাই জীবন। যে যেভাবে ভাবে ও নিজেকে চালাতে চায় সেটাই জীবন।