নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ছোট বাচ্চাদের প্রশ্নের উত্তরদানে ধৈর্যশীল হোন। তাদের সব প্রশ্ন প্রাসঙ্গিক না-ও হতে পারে। তবুও উত্তর দিয়ে তাদের সন্তুষ্ট করতে সচেষ্ট হোন। এতে শিশু আনন্দে থাকবে এবং তার জানার আগ্রহ বাড়বে।
২। বই পড়তে না চাইলে পিছিয়ে পড়তে হয়, পিছিয়ে পড়তে না চাইলে বই পড়তে হয়।
৩। If u only tool is a hammer,then all your problems look like nails.
৪। মেয়ে সন্তানের ওপর অতিরিক্ত খবরদারি করবেন না। এটা তার আত্ম-সম্মানবোধে আঘাত করে।
৫। কলিং বেল টিপে ধৈর্যধারণ করা বাঞ্ছনীয়। দ্বিতীয়বার টেপার আগে গৃহের বাসিন্দাদের পর্যাপ্ত সময় দিন; শোনা, আসার প্রস্তুতি নেয়া, আসা এবং দরজা খোলার জন্যে কতটুকু সময় লাগতে পারে তা হিসেব করে নিন।
৬। তোমার কল্যাণের পথ তোমাকেই বেছে নিতে হবে।
৭। দশটা কাঠের বাক্সে ১০০ টা করে কাঁচের গুলি আছে।
প্রতিটি গুলির ওজন ১০ গ্রাম করে, শুধু একটা বাক্সের ১০০ টা গুলিই ৯ গ্রাম করে হলে, কি করে দাঁড়ি পাল্লায় একবার ওজন করে বলবেন কত নম্বর বাক্সে ৯ গ্রাম ওজনের গুলি গুলো আছে ?
৮। জিনিসটা ঠান্ডা। অথচ ফুঁ দিয়ে খাই।
সেটা কি?
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: দিলাম আপনাকে একশো তে একশো।
২| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৪
রাকু হাসান বলেছেন:
খুব সুন্দর বলেছেন । ভাল লাগলো ।
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
৩| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭
কাছের-মানুষ বলেছেন:
সবগুলো পয়েন্টই ভাল বিশেষ করে প্রথমটা খুবই গুরুত্বপুর্ন্য , শিশুদের গুরুত্ব দেয়া উচিৎ, পরিবার থেকে কেমন ব্যাবহার এবং পরিবেশ পায় তা তার ব্যাক্তিত্বকে প্রভাবিত করে ।
৭ আর ৮ নিয়ে মাথা ঘামাতে মন চাচ্ছে না ।
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: মাথা না ঘামিয়ে ভালো করেছেন।
৪| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪
স্রাঞ্জি সে বলেছেন: আটে বাদাম হবে ।
কিন্তু সাতে ১০ নম্বর প্যাকেট হবে।
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: সিউর??
৫| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাল লাগলো ।
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মামা।
৬| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩১
স্রাঞ্জি সে বলেছেন: তাই তো মনে হচ্ছে।
শিউর।
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন। দেখি অন্য কেউ কি বলেন?
৭| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: ১ থেকে ৬ পর্যন্ত প্রত্যেকটা নিজের নিজের দিক থেকে অসাধারণ। সবগুলি সমান গুরুত্বপূর্ণ ।
শুভকামনা প্রিয় ছোটোভাইকে।
১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
রাজীব নুর বলেছেন: দাদা অনেক ধন্যবাদ।
৮| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: খুব বেশি খবরদারী আমার একদম পছন্দ না আসলেই
১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
রাজীব নুর বলেছেন: চুপ করে সহ্য করে যান।
৯| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
৭ নং'এর উত্তর:
১) বাক্সগুলোকে ১ থেকে ১০ অবধি নাম্বারিং করুন: এরপর, ১ নং বাক্স থেকে শুরু করে, ৯ নং বাক্স অবধি, প্রতি বাক্সের যে আইডি নাম্বার, ঠিক সেই পরিমান বল বের করে আনুন: ১ নং বাক্স থেকে ১ টা, ২ নং থেকে ২টা, .. ৯ নং থেকে ৯ টি।
২) মোট বল হবে ৪৫ টি; ওজন করলে ওজন হওয়া উচিত ৪৫০ গ্রাম। এখন ওজন করুন, যদি ৪৫০ গ্রাম হয়, ১০ নং বাক্সের বলগুলোর ওজন ৯ গ্রাম করে।
৩) যদি ওজন ৪৫০ গ্রাম থেকে ১ গ্রাম কম হয়, ১ নং বাক্সেরগুলো ৯ গ্রাম করে; যদি ২ গ্রাম কম হয়: ২ নং বাক্সেরগুলো ৯ গ্রাম করে; এভাবে... ৯ গ্রাম কম হলে, ৯ নং বাক্সে সমস্যা
১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
রাজীব নুর বলেছেন: এই জন্যই আমি আপনাকে ওস্তাদ বলি।
আচ্ছা, আপনি আছেন কেমন? চোখের সমস্যাটা দূর হয়েছে?
১০| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
না, চোখের সমস্যা রয়ে গেছে; মনে হচ্ছে, এটা সহসা যাচ্ছে না।
১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭
রাজীব নুর বলেছেন: উন্নত দেশে থাকেন। উন্নত চিকিৎসা।
তারপরও কেন সমস্যা থাকবে?
চোখ খুব গুরুত্বপূর্ণ, যেভাবেই হোক দ্রুত ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিন। একজন না পারলে অন্যজনের কাছে যান।
আমার দাদা কিন্তু ৩৫ বছর বয়সে হুট করে অন্ধ হয়ে গিয়েছিলে। বাকি ৪৫ বছর তিনি আর চোখে দেখতে পান নি।
১১| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এবারের গুলো ঠিক আছে। আমিও বাচ্চাদের কথা মনোযোগ দিয়ে শুনি। আর শুধু কলিংবেল না আমার প্রতিটা পদক্ষেপই অপরজন কী ভাবে বা ভাববে এটা নিয়ে পরিচালিত হয়...
১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১২| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩১
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাল লেগেছে।
১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯
বাকপ্রবাস বলেছেন: ভাল প্রজেক্ট হাতে নিয়েছেন, আইডিয়াটা চমৎকার
১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২
বাকপ্রবাস বলেছেন: ভাল প্রজেক্ট হাতে নিয়েছেন, আইডিয়াটা চমৎকার
১৫| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১
মাহমুদুর রহমান বলেছেন: অত্যন্ত যুক্তিপূর্ণ কথা বলেছেন।
১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাই।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪০
আকিব হাসান জাভেদ বলেছেন: ছোট বাচ্চাদের সহজ প্রশ্ন অনেক ক্ষেত্রে কঠিন হয় । তবে উওর যাহায় হউক । উওর শুনে খুশি হয় । মিথ্যা উওর না দেওয়ায় ভালো । কারন ওরা উওর জেনে প্রশ্ন করে । সুন্দর কিছু তথ্য ।
শেষ প্রশ্নের উওর টা হলো বাদাম ।।আশা রাখি ১০০ তে ১০০ পেয়েছি।