নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৬০

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫



১। "বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"
খুবই সুন্দর এবং বাস্তব একটি কথা।
দয়া করে কেউ পাখি কিনে বা অন্যায় ভাবে ধরে খাঁচায় বন্দি করে রাখবেন না।দেখতে হয়তো আপনার ভাল লাগতে পারে , কিন্তু যে খাঁচার ভিতরে ছটফট করছে তার কথা ভাবার কি সময় আছে আপনার?
একবার শুধু নিজেকে জেল খানার বন্দি অবস্থায় দেখুন। ঠিক বুঝতে পারবেন যে বন্দি জীবন কতটা কষ্টের।

২। সবাই যদি মানুষ হতো তাহলে মানব জাতি সুখে শান্তিতে থাকতো। আইন, আদালত, থানা, পুলিশ, পার্লামেন্ট কোন কিছুর প্রয়োজন হতো না।

৩।
সুরভি'র শিল্পকর্ম।

৪।আমরা বাংলাদেশীরা কোন এক বিচিত্র কারনে মানুষ কে তামাশা অথবা অপমান করে আনন্দ পাই। হয়ত কাউকে পছন্দ হচ্ছে না, তাকে নানা ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগে যাই। অন্যকে তামাশা হেয় অপমান, সমালোচনা আমাদের এক প্রকারের পৈশাচিক আনন্দ দেয়।
মানুষকে হেনস্তা করা আর অপমান করা যেন আমাদের সংস্কৃতি!

৫। তখন আমার ৭ বা ৮ বছর হবে।
সব ছেলেরা মাঠে ঘুড়ি উড়াচ্ছে। আমি খুব মন দিয়ে তাদের ঘুড়ি উড়ানো দেখছি। আমার নাটাই নেই, কাজেই অন্যদের ঘুড়ি উড়ানো দেখেই আমার আনন্দ।

সবচেয়ে বেশি আনন্দ হয়, যখন কারো ঘুড়ি কেটে যায়। আমি আকাশের দিকে তাকিয়ে সেই ঘুড়ির পেছনে ছুটি। সুতা কেটে যাওয়া ঘুড়িটাকে আমার ধরতেই হবে।

একদিন বিকেলে একটি ঘুড়ি কেটে দূরে জংলা মত একটা জায়গায় পেয়ারা গাছে ঝুলে ছিল। আমি পা টিপে টিপে খুব সাবধানে সেই পেয়ারা গাছের সামনে গিয়ে হাজির হই। পেয়ারা গাছটির পেছনে একটা দোতলা ভাঙ্গা বাড়ি।

ঘুড়ি ধরার জন্য পেয়ারা গাছে উঠতেই বাতাসে উড়ে উড়ে ঘুড়িটি মাটিতে পড়ল। ঠিক তখন দেখি, একটি খুব সুন্দর তরুনী মেয়ে মাদুর পেতে বসে আছে। তার মাথা ভর্তি চুল, দুই হাত ভর্তি কাঁচের চুরি। চোখে মোটা করে কাজল দিয়েছে। মেয়েটি একটু মিষ্টি হেসে বলল, এই বাবু, আসো কাছে আসো। তুমি কোন বাড়ির ছেলে?
হঠাত করে আমি খুব ভয় পেলাম। মাটি থেকে ঘুড়িটি তুলেই এক দৌড় দিলাম।

আজ বাংলামটর-এ এই মেয়েটিকে আমি দেখেছি। তার একটুও বয়স বাড়েনি। সেই আগের মতোই আছে। এক নজর দেখেই চিনে ফেলি। আমি মেয়েটির কাছে গিয়ে বললাম, তুমি কেমন আছো? তারপর ...

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: শিল্পকলা ভাল লাগলো। আর মেয়েটি তারপর কী বললো , জানতে আমার খুব ইচ্ছা করছে।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: অন্য কোনো লেখায় লিখব দাদা।

২| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

মৌরি হক দোলা বলেছেন: ভাবীর শিল্পকর্ম দারুণ!

তবে মেয়েটির ঘটনা আসলেই না কি.............?

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: শুধু শুধু মিথ্যা বলব কেন? লাভ কি?
আচ্ছা, আমার সত্য কথা গুলো কেউ বিশ্বাস করে না কেন?

৩| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

টুটুল বলেছেন: "দুই হাত দুই পা থাকলেই মানুষ হওয়া যায়না..."
আপনার ২ নং পয়েন্টের রেশ ধরে বললাম। ভালো লিখেছেন। সে সাথে যুক্ত করেছেন সুন্দর শিল্পকর্ম। নান্দনিক।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ টুটুল সাহেব।

৪| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: শিল্পকর্মটি দারুণ, তবে মেয়েটির সাথে আপনার আজ বাংলামটরে দেখা হল। তার বয়স একটু বাড়েনি, ভালই গুল মারতে পারেন, তবে বিশ্বাস হল না।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।

৫| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮

নীলপরি বলেছেন: সুন্দর লাগলো পোষ্ট ।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: 驚きました。ものすごい数のイイね!です。ありがとうございました

৬| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভিন্ন ধারার শিল্পকর্ম!!
ভাবীকে শুভেচ্ছা!!
মেয়েটির জন্য কেমন কেনম করছে ?

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: মানুষের চেয়ে অসহায় প্রাণী আর নেই। প্রিয়জন হারানোর ব্যথা নিয়েও, প্রয়োজনে ছুটতে হয়!

৭| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

লায়নহার্ট বলেছেন: {“ কম্যুনিজম মানুষকে নতুনভাবে দাসত্ব করতে শেখায়। কিন্তু তারপরও মার্কস পৃথিবীতে একজন মহান ব্যক্তি হিসেবে থেকে যাবেন। ” কার কথা?}

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: এই মুহূর্তে মনে করতে পারছি না।

৮| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

শ।মসীর বলেছেন: মেয়েটি বুঝি অধরায় রয়ে গেল :)

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: অধরাই থেকে যায়।

৯| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।

১০| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

বর্ণা বলেছেন: তারপর কি হল?!!!!!!!!!!!

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: অন্য কোনো সময় বলব।

১১| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বরাবরের মত ঠিক আছে...

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক ভালো লাগলো শিল্পকর্মটি।

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: তারপরটা নিশ্চই ইতিহাস।

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: জ্বী, ইতিহাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.