নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১ জন্মের সময় আমাকে যদি বলা হতো- 'তুমি কি পৃথিবীতে যেতে চাও?
আমি চিৎকার করে বলতাম- না, আমি যাব না।
এখন আমাকে প্রতিটা দিন যুদ্ধ করতে হয়, আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারি না। কোথাও শান্তি নেই। মানুষ আর মানুষ নেই, তারা পশুর চেয়ে বেশি নিষ্ঠুর। তাদের মন মানসিকতা নোংরা। হিংসুটে, লোভী, চতুর। যত খারাপ বিশেষণ আছে- সব বললেও কম বলা হবে। আমার বাবা-মা যদি আমাকে পৃথিবীতে না আনতো- তাহলে কি আমাকে প্রতিদিন যুদ্ধ করতে হতো? হিমসিম খেতে হতো? মিথ্যা বলতে হতো? প্রতারনার স্বীকার হতে হতো? কুকুরের মতো পরিশ্রম করতে হতো? অভাবে-অভাবে জীবন যাপন করতে হতো? টেনশনে থাকতে হতো? ভয়ে থাকতে হতো? কারো গোলাম হতে হতো? খাওয়া পড়ার চিন্তা করতে হতো? অসুখ বিসুখের চিন্তা করতে হতো? আরও কত কি...
২। শুধু অর্থ মানুষকে সুখী করে না।
অর্থ যে সুখী করে না এটা প্রমাণিত সত্য। তবুও মানুষ জ্ঞানশূন্য হয়ে অর্থের পেছনে ছুটছে কেন? এটা তো একটা ভুল দৌড় মাত্র। এই ভুল দৌড়ের ব্যাপারেও আমাদের ধর্মগ্রন্থ আল-কুরআনে অনেক কথা বলা আছে। মানুষ যদি বুঝত তার জীবনটা অতি সংক্ষিপ্ত, এরপর তার জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, তা হলে তো এই পৃথিবীতে আরো অনেক বেশি শান্তি বিরাজ করত।
৩। জোড়াসাঁকোতে থাকতে রবীন্দ্রনাথের ধর্মীয় চিন্তা-ভাবনা যে রকম ছিল শান্তিনিকেতনে যাওয়ার পর তা কিন্তু ধীরে ধীরে বদলে গিয়েছিল। বিশেষ করে বিভিন্ন ধর্মের অনুসারী ছাত্রদের কাছে বক্তব্য তুলে ধরতে গিয়ে তার ধর্মীয় ভাবনায় পরিবর্তন এসেছিল। গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, গুরু নানক প্রমুখ ধর্মগুরুর সম্মানে তিনি কবিতা ও গান রচনা ও পরিবেশন করেছেন। তাঁদের জীবন ও দর্শন সম্পর্কে আলোচনাও করেছেন।
হযরত মোহাম্মদ (সা -এর জন্মদিনে শান্তি নিকেতনের মন্দিরের অনুষ্ঠানে ‘কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো’ গানটি গাওয়া হতো।।
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: ব্লগাররা মন্দের ভালো।
২| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭
অপ্সরা বলেছেন: রাস্তায় পাওয়া ডায়েরীটা এত আধ্যাত্বিক গবেষনামূলক ভাইয়া!!!!
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: জ্বী, বোন।
৩| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩
মাহমুদুর রহমান বলেছেন: বাস্তবতাটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১
ভুয়া মফিজ বলেছেন: দামাদাম মাস্ত কালান্দার,
আলী দা পেহলা নাম্বার,
সাখি শাবাজ কালান্দার!!!
৫| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫
করুণাধারা বলেছেন: "কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো", এই গানটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর জন্মদিন উপলক্ষে শান্তিনিকেতনে গাওয়া হতো!! খুবই আশ্চর্য হলাম শুনে, জানা ছিল না এ কথা।
পোস্ট ভালো লেগেছে।
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২০
রাকু হাসান বলেছেন: আমাদের ভূল পথ ,ভুল রথ
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: ভুল পথ আর রথ আসুন সবাই মিলে সঠিক করি।
৭| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৬
বাকপ্রবাস বলেছেন: রাস্তার ডায়েরী টা সুন্দর। যেন ভাবনার ফুল বাগান
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমটা আক্ষেপ হলেও সবটুকুই খুব সুন্দর গঠনমূলক আলোচনা করা হয়েছে, ভালো লাগলো ভাই
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই।
৯| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষকে সরকার ও প্রতিবেশীদের সাথে সংগ্রাম করে বেঁচে তাকতে হয়; ফলে, মানুষ আর মানুষ নেই
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: আসলেই কিছু মানুষ, একেবারেই অমানূষ।
১০| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০
সনেট কবি বলেছেন: ভালো লিখেছেন ।
আর-রাজ্জাক
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।
১১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১. বান্দরবান থেকে ঘুরে এসে আবারও জীবন যুদ্ধ শুরু হয়ে গেল? আবারও হতাশা?
২. অর্থ থাকলে আপনিও এই হতাশার কথা(পৃথিবীতে আসার কথা) বলতেন না...
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন। তখন আমার জীবনটা অন্য রকম হতো।
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৯
ল বলেছেন: গবেষনামূলক নিবন্দন
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবীতে কেউ ইচ্ছে করে আসে না। আবার কেউ ইচ্ছে করে যেতেও চায় না। বিরাট মায়ার ব্যাপার জড়িত। বলে বুঝানো কঠিন। আপনি আমি কেউই এর ব্যতিক্রম নই।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০০
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
সব মানুষ খারাপ শুনে ভাবছি আমরা ব্লগাররাও তো মানুষের দলেই আছি । তাই একটু দুঃখ হচ্ছে ।
শুভকামনা