নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কিছু কিছু মানুষ আসলেই অমানুষ।
সৃষ্টির সেরা জীব অমানুষ হয়ে গেছে। চারিদিকে অমানুষের ছড়াছড়ি। একজন ভালো মানুষও এই অমানুষদের ভিড়ে অমানুষ হয়ে যাচ্ছে। শহর, গ্রাম, রাজধানী সব জাগায় ছড়িয়ে গেছে অমানুষে। ঘরের ভেতর সারাদিন বসে থাকলে এই অমানুষদের কাছ থেকে বেঁচে থাকা সম্ভব। কিন্তু সারাদিন ঘরে থাকা সম্ভব না। নানান কাজে বের হতে হয়। সব শ্রেনী পেশা মানুষের মধ্যে অমানুষ আছে। হয়তো পৃথিবীর সব দেশের অমানুষ আছে কিন্তু আমাদের দেশের মতো এত এত অমানুষ আর কোথাও নেই। আমি মানুষ দেখলেই বুঝে ফেলি, সে মানুষ না অমানুষ। যারা অমানুষ ওদের হাসিতে কুটিলতা দেখা যায়।
বাসে উঠবেন বেশ কয়েকটা অমানুষ পাবেন। কোনো অফিসে যাবেন- বেশ কয়েকটা অমানুষ পাবেন। পার্কে যাবেন অমানুষ পাবেন। লেখক-প্রকাশের মধ্যেও অমানুষ আছে। প্রতিটা এলাকা, পাড়া মহল্লায় অমানুষ পাবেন। মসজিদেও অমানুষ আছে। কথা হচ্ছে কিছু মানুষ কেন অমানুষ হয়? এই অমানুষ গুলোই অমানবিক কাজ করে বেড়ায়। মায়ের পেট থেকে শুদ্ধ পবিত্র হয়েই জন্ম নেয় মানুষ। তারপর কিভাবে একজন মানুষ অমানুষ হয়ে যায়? অমানুষ হওয়ার কারন কি? পরিবার থেকে সে কি ভালো হওয়ার শিক্ষা পায়নি? স্কুল থেকেও কি ভালো মানুষ হওয়ার শিক্ষা পায়নি? আচ্ছা, আমি যে এত পটর পটর করছি- আমি নিজে কি ভালো মানুষ? অবশ্যই আমি ভালো মানুষ। সহজ সরল ভালো মানুষ।
সেদিন নিজের কানে শুনলাম- চায়ের দোকানে দুইজন আলাপ করছিল, কনেস্টবল এর চাকরির জন্য দশ লাখ টাকা ঘুষ লাগে। এস আই পদের জন্য আরও বেশি। অনেক বছর আগে আমাদের পাশের বাসায় একজন পুলিশের লোক পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি পুলিশদের পরীক্ষা নিতেন। পরীক্ষার আগের দিন তার কাছে অনেকে আসতো। কেউ কুলি দিয়ে বাজার নিয়ে আসতো, কেউ হাতে টাকা গুজে দিত। আর একটা ছোট কাগজে রোল নাম্বার লিখে দিত। স্যারের হাত ধরে খুব অনুরোধ করতো তাকে পাশ করে দেওয়ার জন্য। আজকের ঘটনা গুলিস্তান থেকে খিলগা রেলগেট আসবো, রিকশা পাচ্ছি না। তাই একটা লেগুনাতে উঠে পড়লাম। লেগুনা ড্রাইভারের কাছ থেকে জানলাম। প্রতিদিন সাত শ' টাকা চাঁদা দিতে হয়। এই টাকার ভাগ অনেকে পায়, ''অনেকে''।
অমানুষ বলতে যে শুধু পুরুষ মানুষ তা কিন্তু না। প্রচুর মহিলা অমানুষও আছে। তারা ভয়াবহ পিশাচ শ্রেনীর অমানুষ। তাদের মন মানসিকতা ভয়াবহ নোংরা। আমাদের চারপাশে প্রতিদিন অসংখ্য মানুষ দেখি। তাদের নানান রকম চিন্তা। বেশির ভাগ চিন্তা ভাবনা হলো- কি করে মানুষকে ঠকানো যায়। সবচেয়ে বড় অমানুষ তারাই যারা রাস্তায় মেয়েদের দিকে কুৎসিতভাবে তাকায়। তারা কি তাদের মা-বোনদের দিকেও এভাবে তাকায়? বাজারে যাবেন, মাছ বিক্রেতা আপনাকে ওজনে কম দিবে। বাসে উঠতে যাবেন আপনাকে ধাক্কাধাক্কি করতে হবে। অফিসে চাকরি টিকিয়ে রাখার জন্য আপনাকে তেলামি করতে হবে। সহকর্মীদের কঠিন ছোবল থেকে নিজেকে রক্ষা করার কৌশল জানতে হবে। সহজ সরল সত্য কথা হলো- নিজের স্ত্রী আর সন্তান ছাড়া আর কোথাও পরিচ্ছন্ন স্বচ্ছ পবিত্র আনন্দ আর কোথাও পাবেন না। নো নেভার।
যদি পৃথিবীতে একটা গবেষনা করা হয়- কোনো দেশের মানুষ সবচেয়ে বেশি অমানুষ বা অমানবিক তাহলে বাংলাদেশের নাম এক নম্বরে আসবে। প্রচুর টাকা থাকলে আপনি যে কোনো অন্যায় কাজ করতে পারবেন। এবং অন্যায় করার পরও সবার কাছ থেকে বাহবা পাবেন। যে বাপ মা'র অনেক গুলো সন্তান থাকে। সেই সন্তান গুলো যখন বড় হয়ে যায় এবং বিয়ে করে, তখন দেখবেন বাপ মা বদলে যায়। তখন যে ছেলে বা মেয়ে টাকা বেশি দিবে বাপ মা তাকেই সাপোর্ট বেশি করবে। ভাবা যায় নিজের জন্মদাতা বাপ মা বদলে যায়! কাজেই শান্তিতে বাঁচতে হলে- উন্নত দেশে চলে যেতে হবে। তাহলে আপনি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন।
চার বছর আগে বৃক্ষমেলা থেকে একটা আম গাছ কিনি। ছাদের বড় ড্রামের মধ্যে গাছটা লাগাই। খুব যত্ন নিতে থাকি। কিন্তু ফল আর আসে না। অথচ গাছটা কেনার সময় বিক্রেতা বলেছিল- সারা বছর এই গাছ আম দিবে। চারিদিকে শুধু মিথ্যা আর গলাবাজি। নামাজ পড়ছে, নামাজ শেষ করেই- টুপি মাথায় রেখেই মিথ্যা বলছে। অন্যের ক্ষতি করছে। অসংখ্য মানুষকে আমি দেখেছি ধীরে ধীরে অমানুষ হয়ে যেতে। লোক দেখানো হজ করছে। বাইরে যথেষ্ট ভদ্র লোক সেজে থাকে কিন্তু বাসায় বউকে অকথ্য ভাষায় গালাগালি করে, পিটায়। মানুষ জানে তার মরতে হবে। তবু সে বদমাইশি ছাড়ে না। আমৃত্যু বদমাইশি করেই যায়। মানুষ তুমি কেন ভুলে যাও, তুমি সৃষ্টির সেরা জীব।
আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ তার ''অদ্ভুত আঁধার এক কবিতায় লিখেছেন-
অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই - প্রীতি নেই - করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
এখনো যাদের কাছে স্বাভাবিক ব'লে মনে হয়
মহত্ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
ধন্যবাদ আপনাকে।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
মনির হোসেন মমি বলেছেন: এ পৃথিবীতে মানুষ অমানুষের সংখ্যা জানা নেই তবে অমানুষ হয় তখনি যখন মনে লোভ জাগে।আপনি ভাল লিখেন।এ লেখাটিও চমৎকার।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মনির ভাই।
ভালো থাকুন।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
চিটাগং এক্সপ্রেস বলেছেন: মানুষরূপী অমানুষের ভিড়ে আমি মানুষ খুঁজে ফিরি
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: জীবন শেষ হয়ে যাবে কিন্তু ''মানুষ'' খুঁজে পাবেন না।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
স্রাঞ্জি সে বলেছেন: ভুল ---- বাদাম)
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছিলাম। ধন্যবাদ।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
সাধারন মানুষ যাতে ভালো না থাকতে পারে, সেটার চেষ্টা করে ব্যুরোক্রেটরা, ব্যবসায়ীরা, অনেক রাজনীতিবিদরা, পুলিশরা
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: মানে অরাজকতা তৈরি করে? তাও আবার ইচ্ছা করে?? !!
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭
ভুয়া মফিজ বলেছেন: কাজেই শান্তিতে বাঁচতে হলে- উন্নত দেশে চলে যেতে হবে। তাহলে আপনি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। কিছুদিন আগেই না এক পোষ্টে বললেন, যেমনই হোক, সবার দেশে থাকা উচিত!!!
যাইহোক, উন্নত দেশে আপনাকে কবে নাগাদ দেখতে পাবো? আনুমানিক বললেও চলবে!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: যথা সময়ে জানিয়ে দিব।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০
ল বলেছেন: চাঁদগাজী বলেছেন:সাধারন মানুষ যাতে ভালো না থাকতে পারে, সেটার চেষ্টা করে ব্যুরোক্রেটরা, ব্যবসায়ীরা, অনেক রাজনীতিবিদরা, পুলিশরা-
সুন্দর উপলব্ধি
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী আজাইরা কথা বলার মানুষ না।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: ভালো থাকবেন।
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। অমানুষের সংখ্যা বেশীই হয়ে গিয়েছে এই দেশে...
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: এখন কিভাবে অমানুষ হওয়া থেকে মানুষ হবে সেই ভাবনা চিন্তা করার সময় হয়েছে।
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭
আলআমিন১২৩ বলেছেন: গত দশ বছরে খারাপ মানুষের সংখা বেড়েছে। ভাল মানুষ হলে বারবার ঠগতে হয় তাই ভাল মানুষেরাও খারাপ হতে বাধ্য হয়েছে।এখন খারাপদের কোন শাস্তি হয়না -ভালোরা বিপদে পরে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ, সুন্দর মন্তব্য করেছেন।
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: "সহজ সরল সত্য কথা হল- নিজের স্ত্রী আর সন্তান ছাড়া আর কোথাও পরিচ্ছন্ন স্বচ্ছ পবিত্র আনন্দ আর কোথাও পাবেন না।"
একমত।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ স্বাধীন সাহেব।
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: "সহজ সরল সত্য কথা হলো- নিজের স্ত্রী আর সন্তান ছাড়া আর কোথাও পরিচ্ছন্ন স্বচ্ছ পবিত্র আনন্দ আর কোথাও পাবেন না।"
একমত।
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: না না ভাই, শুধু বাংলাদেশ বলে কথা,নয়, মানবজাতিটাই অমানুষ হয়ে গেছে। নিয়মানুবর্তিতা, ভদ্রতা, শিষ্টাচার প্রভৃতি শব্দগ
গুলি এখন য়েন ব্যকডেটেড হয়ে গেছে। কে কত বেশি অ্যাডামেন হতে পারে সে ততবেশি সপ্রতিভ । যেখানে সবশ্রেনীর মানুষের মধ্যে এই প্রবনতা বিদ্যমান । আর এশিয়ার দেশগুলিতে অবশ্য জনসংখ্যা বৃৃদ্ধি অন্যতম কারন বলে আমার মনে হয়।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করেছেন।
দাদা আজ তো আপনার জন্মদিন।
১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
ল বলেছেন: একজন মানুষের প্রকৃত পরিচয় বা রূপ ফুঠে উঠে তাঁর আচার-আচরণ বা চাল-চলনের উপর ভিত্তি করে I কেননা মানুষের বাহিরের রূপ বা পরিচয় যতই সুন্দর হোক না কেন আপন সত্তা বা ভিতরের রূপ যদি সুন্দর না হয় তাহলে সে রূপের পরিচয়ে সে নিজেই পরিচিত হতে পারবে কিন্তূ সমাজ বা দেশের কাছে নয়
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: দামী কথা বলেছেন।
১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
স্রাঞ্জি সে বলেছেন:
শুভ সকাল রাজীব ভাইয়া.... আপনার ফেইসবুকে রিকোয়েস্ট যায় না ক্যান....
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: কি কন ???
জানি না তো!!!
আচ্ছা, আপনি ম্যাসেজ দেন।
১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
স্রাঞ্জি সে বলেছেন: হু, দিছি ভাইয়া...
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: কোনো ম্যাসেজ আসেনি।
ইংরেজীতে আমার নাম লেখা আছে '[রাজিব নূর খান]
১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
সোনালী ঈগল২৭৪ বলেছেন: বাস্তবসম্মত লেখা , বাংলাদেশের মানুষেরা অনেক বেশি জটিল আর সমস্যা হল আমরা বাঙালিরা অন্যের ক্ষতি করে বা অন্যকে সমস্যায় ফেলে একটা অদ্ভুত আনন্দ পাই , পৃথিবীর আর কোনো দেশের মানুষেরা এরকম না ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: প্রজাপতি রঙ হারায় রেশম ডানায়
প্রেমিক যখন তার বন্ধু হয়ে যায়।
১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১
জাহিদ অনিক বলেছেন: আমি প্রথমে শিরোনাম পড়েছিলাম, মানুষ বাদাম অমানুষ
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: হাহাহা---
১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: মায়ের পেট থেকে শুদ্ধ পবিত্র হয়ে জন্ম নেয়। তারপর ক্রমান্বয়ে মা-বাবা,পরিবার, সমাজ অর্থাৎ বেড়েওঠার পরিবেশ এবং পরিস্থিতির ক্রিয়া-প্রতিক্রিয়া বা প্রভাবে মানুষ ভালো-মন্দ গুণাবলী অর্জন করে।
জঙ্গলে যেমন মাংসাশী প্রাণী বেড়ে গেলে তৃণভোজী প্রাণী কমে যায়, সমাজ-দেশে তেমন অমানুষ বেড়ে গেলে মানুষ কমে যায়।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।
২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭
শাহারিয়ার ইমন বলেছেন: অমানুষ গুলো দেখতে ঠিক মানুষেরই মত
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১
কাওসার চৌধুরী বলেছেন:
রাজীব ভাই, দারুণ একটি বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকের পৃথিবীর দিকে তাকান। ক্ষমতা আর অর্থ-সম্পদের জন্য মানুষ কেমন বেপরোয়া হয়ে উঠেছে। পৃথিবী এগিয়ে যাচ্ছে, মানুষ মঙ্গল গ্রহে আবাস গড়ার স্বপ্ন দেখছে। বাংলাদেশও উন্নয়নের মহাসড়কে। কিন্তু আমরা কী ভেবে দেখেছি মানুষ হিসেবে আমরা কোথায় যাচ্ছি?
আমাদের চারপাশ প্রতিনিয়ত হানাহানি, মারামারিসহ মানবিক মূল্যবোধের অবক্ষয়ে ছেঁয়ে গেছে। পশুরাও বুঝি আমাদের দেখে লজ্জ্বা পাচ্ছে! এই অবক্ষয় থেকে মুক্তির একটিই উপায়। সমাজে ভাল মানুষ তৈরি করা, যা কিছু ভাল তাকেই উৎসাহিত করা, প্রণোদনা দেয়া। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উল্টোটা ঘটছে, যা সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।
২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭
মাহমুদুর রহমান বলেছেন: চার বছর আগে বৃক্ষমেলা থেকে একটা আম গাছ কিনি। ছাদের বড় ড্রামের মধ্যে গাছটা লাগাই। খুব যত্ন নিতে থাকি। কিন্তু ফল আর আসে না। অথচ গাছটা কেনার সময় বিক্রেতা বলেছিল- সারা বছর এই গাছ আম দিবে। চারিদিকে শুধু মিথ্যা আর গলাবাজি। নামাজ পড়ছে, নামাজ শেষ করেই- টুপি মাথায় রেখেই মিথ্যা বলছে। অন্যের ক্ষতি করছে। অসংখ্য মানুষকে আমি দেখেছি ধীরে ধীরে অমানুষ হয়ে যেতে। লোক দেখানো হজ করছে। বাইরে যথেষ্ট ভদ্র লোক সেজে থাকে কিন্তু বাসায় বউকে অকথ্য ভাষায় গালাগালি করে, পিটায়। মানুষ জানে তার মরতে হবে। তবু সে বদমাইশি ছাড়ে না। আমৃত্যু বদমাইশি করেই যায়। মানুষ তুমি কেন ভুলে যাও, তুমি সৃষ্টির সেরা জীব।
স্বার্থপরতার কারনে মানুষের আজ এতো অধঃপতন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭
ইব্রাহীম আই কে বলেছেন: ছোটবেলায় শুনতাম মানুষের সংস্পর্শে আসলে অমানুষগুলো মানুষ হয়, এখন বুঝতেছি মানুষ অমানুষের সংস্পর্শে আসলে তারাও অমানুষ হয়ে যায়।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: ইয়েস।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২
স্রাঞ্জি সে বলেছেন:
বাদান দেখিয়া জিবে জল নিয়ে আইলেন
অমানুষ গুলো মানুষ হোক, আপনার মত।