নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মেডিক্যালের এক ছাত্র উচ্চতর ক্যালকুলাসে ফেইল করে প্রফেসরের কাছে গিয়ে ক্ষোভ ঝাড়ে, “হেই, ছাতার এই অঙ্ক করে আমার কি লাভ? আমি কেন ক্যালকুলাস পড়ব? এমন তো না যে আমি ডাক্তার হলে ক্যালকুলাস আমার হাতি ঘোড়া উপকার করবে!”
প্রফেসর শান্তভাবে উত্তর দেন, “আসলে তুমি যা বলেছ ঠিক নয়। ক্যালকুলাস মানুষের প্রাণ বাঁচায়।”
“কীভাবে? দেখান দেখি!” ছাত্র জানতে চায়।
“খুব সোজা। ডাক্তার হওয়ার মতো যোগ্যতা যাদের নেই, ক্যালকুলাসের কারণে আগে থেকেই তারা মেডিক্যাল স্কুল থেকে ঝরে পড়ে।”
২। হুটহাট করে মাঝে মাঝে টুকরো টুকরো সৃতি খুব মনে পড়ে যায়। কত তুচ্ছ অর্থহীন সব ঘটনা।
তখন আমার চার কি পাঁচ বছর বয়স হবে-
একটা চকলেট হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে অসংখ্য পিঁপড়া আমাকে ঘিরে ধরলো। পিপড়ার কামড়ে ঘুম ভেঙ্গে গেল, চিৎকার করে কাঁদতে শুরু করলাম আমি। মা আলো জ্বালালো। দেখা গেল লাল পিপড়ে দিয়ে ভরে গেছে আমার বালিশ- বিছানা। আব্বা তো হই চই শুরু করে দিল। একটাকেও আস্ত রাখবো না। সব ক'টা পুড়িয়ে মারবো। আমার ছেলেকে কামড় দিয়েছে। কেরাসিন আনো, দিয়াশলাই দাও। মা বলল, এত রাতে চিৎকার চেচামেচি করো না। ......
আর আমি তখন বসে বসে ভাবছি- পিঁপড়েদের খবর দিল কে? কি করে তারা জানতে পারল আমার হাতে চকলেট আছে? পিপড়া'রা কি রাতে ঘুমায় না?
৩। গ্রিক দার্শনিক প্রবর নাকি দিনের বেলা বাতি জ্বালিয়ে কোনো কিছু খুঁজে বেড়াচ্ছিলেন। এক পথচারী তাকে জিজ্ঞাসা করেছিল, মহোদয় আপনি দিনের বেলায় এমন করে কী খুঁজছেন? উত্তরে দার্শনিক বলেছিলেন মানুষ। দার্শনিক প্রবরের খুঁজে বেড়ানোর ধারা আর উত্তরের মধ্যে বেশ অভিনবত্ব আছে এ কথা স্বীকার করতেই হবে। কারণ মানুষ যেখানে চারপাশেই ভিড় করে আছে সেখানে তাকে খুঁজে বেড়াতে হয় না। আবার দিনের বেলায় বাতি জ্বালিয়ে খোঁজা সে তো এক দেখার মতো ব্যাপার। কাজেই সব ব্যাপারটার মধ্যে যদি অন্য কোনো তাৎর্পয না থাকে তাহলে এটাকে পাগলামি বলা ছাড়া গত্যন্তর নেই।
বিচক্ষণ ব্যক্তি মাত্রই বলবেন, না, ব্যাপারটা পাগলামি নয় এর মধ্যে তাৎর্পয তো আছেই, তদপুরি আছে একটি শাশ্বত তথ্য। অর্থাৎ এমনি দিনের বেলায় বাতি জ্বালিয়ে মানুষ খোঁজার ব্যাপারটি দার্শনিকের সঙ্গেই শেষ হয়ে যায়নি। প্রতি যুগেই এমনি মানুষ খোঁজার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করে থাকি। অতীতেও তা ছিল, আর এখনো আছে। এতে বোঝা যাচ্ছে, মানুষ তাহলে মানুষ নয় আর দিনের আলোও আলো নয়। চারদিকে অজ্ঞানতার অন্ধকারে ছেয়ে আছে। এর সামনে দিনের আলো আর রাতের কালো সবই এক সমান। আর সেই অন্ধকারে মানুষের চেহারা নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে। তারা সবাই মানুষ নয়, ভিন্নতর কোনো জীব। দার্শনিক জ্ঞানের মশাল নিয়ে তাই মানুষ খুঁজে বেড়াচ্ছেন।
৪। সুনীল গঙ্গোপাধ্যায় একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সাংবাদিক ও কলামিস্ট।সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম বাংলাদেশের ফরিদপুরে। মাত্র চার বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। ১৯৫৩ সাল থেকে তিনি কৃত্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন।শিশুসাহিত্যে তিনি "কাকাবাবু-সন্তু" নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা।সুনীল গঙ্গোপাধ্যায় "নীললোহিত", "সনাতন পাঠক" ও "নীল উপাধ্যায়" ছদ্মনামেও লেখেন। তার পূর্ব-পশ্চিম, সেই সময় এবং প্রথম আলো সবচেয়ে বেশী জনপ্রিয় বৃহৎ উপন্যাস । আজ এই মহান লেখকের জন্মদিনে- জানাই এক আকাশ শুভেচ্ছা এবং ভালোবাসা ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
রাজীব নুর বলেছেন: এই পোস্টার আমাদের ব্লগার খলিল ভাই করেছেন। এখন পানি দিতে হলে উনাকেই দিতে হবে।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
শায়মা বলেছেন: আজকের পোস্টটা মজার হয়েছে ভাইয়া।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
রাজীব নুর বলেছেন: ব্লগার খলিল ভাই এই পোস্টার করেছেন।
আমার কোনো দোষ নাই।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪
অচেনা হৃদি বলেছেন: সিনেমায় মাত্র পাচজন কেন? নায়কের বাবা হিসেবে চাঁদগাজী সাহেব, চাচা ফরিদ চৌধুরী, নায়িকার বড় বেন শায়মা এবং কমেডিয়ান হিসেবে নিজাম মন্ডল থাকলে চরম মজা হত। এই সিনেমা কেউ দেখুক বা না দেখুক, অন্তত আমি টিকেট কেটে হলে গিয়ে ছবিটা দেখতাম।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
তবে আমার মনে হয় চাঁদগাজী অভিনয় করতে রাজী হবেন না।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
সূচরিতা সেন বলেছেন: পোস্ট পড়ে মনে হল এ সপ্তাহে আপনার রাশি চক্র ভালো কাটবে ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
ভালো কাটুক।
অনেকদিন ভালো কাটছে না।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০
মাহমুদুর রহমান বলেছেন: গ্রিক দার্শনিক প্রবরের ব্যাপাটা এই প্রথম জানলাম।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: প্রচুর পড়তে হবে। যত পড়বেন ততই জানবেন।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
চাঁদগাজী বলেছেন:
সব ধরণের অংক মানুষের ভাবনাশক্তিকে জীবিত রাখে
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
রাজীব নুর বলেছেন: ৩ নং মন্তব্যটা কি আপনার চোখে পড়েছে?
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
জাহিদ অনিক বলেছেন: এক পদার্থবিজ্ঞানী, এক রসায়নবিদ আর এক গণিতবিদ জাহাজ দুর্ঘটনায় এক জনমানবহীন দ্বীপে আটকা পড়লেন। সৌভাগ্যক্রমে তাঁরা জাহাজে রাখা একটি খাবারের বাক্স উদ্ধার করতে পেরেছেন। সমস্যা হলো, ধাতব বাক্সটা কীভাবে ভাঙা যায় তা বুঝতে পারছেন না। তিনজনই চিন্তা করতে লাগলেন, সমস্যাটার কীভাবে সমাধান করা যায় তা নিয়ে।
পদার্থবিজ্ঞানী হিসাব করছেন, বাক্সের কোন দিকে বল প্রয়োগ করলে সর্বনিম্ন বল লাগবে, কীভাবে বল প্রয়োগ করলে যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে ইত্যাদি। কোনো লাভ হলো না।
রসায়নবিদ খুঁজছেন দ্বীপে কী কী পদার্থ পাওয়া যায় এবং তা দিয়ে কোনো এক্সপ্লোসিভ তৈরি করা যায় কি না, যাতে বাক্সটা ভাঙা যায়। তিনিও কিছু করতে পারলেন না।
গণিতবিদকে দেখা গেল, এক গাছতলায় নিবিষ্ট মনে চিন্তা করছেন। হঠাত্ লাফ দিয়ে দাঁড়ালেন এবং চেঁচিয়ে উঠলেন, পেয়েছি... পেয়েছি!
সবাই সচকিত হয়ে তাঁর দিকে তাকাল। গণিতবিদ বলা শুরু করলেন, মনে করি আমাদের হাতে একটা কুড়াল আছে...।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪
কিশোর মাইনু বলেছেন: একটা পিপড়া ও আস্ত রাখব না,পুড়িয়ে মারব
হা হা হা হা হা হা হাহ
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
রাজীব নুর বলেছেন: হাসুন। হাসা ভালো।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫
কাওসার চৌধুরী বলেছেন:
@ অচেনা হৃদি বলেছেন: "সিনেমায় মাত্র পাচজন কেন? নায়কের বাবা হিসেবে চাঁদগাজী সাহেব, চাচা ফরিদ চৌধুরী, নায়িকার বড় বেন শায়মা এবং কমেডিয়ান হিসেবে নিজাম মন্ডল থাকলে চরম মজা হত। এই সিনেমা কেউ দেখুক বা না দেখুক, অন্তত আমি টিকেট কেটে হলে গিয়ে ছবিটা দেখতাম।"
আর নায়িকা হিসেবে রাজীব ভাইয়ের সাথে এই দুই নায়িকা মানানসই নয়; "অচেনা" কাউকে আইমিন নতুন কোন "হার্টথ্রুব" নিলে ছবিটি জমবে বেশ !!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমিও একমত। কিন্তু পরিচালক সাহেব ব্যাপারটা বুঝতে পারছে না।
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
শামচুল হক বলেছেন: লেখা যেমন তেমন পোষ্টারের পরিচালকের নামটা সুন্দর, নোয়াখাইল্যারা ভুল না বুঝলেই হয়।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: হা হা হা -----
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: হা হা হা -----
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন ভাই, আপনার আলোচনায় ভালো লাগা জানবেন, দিনের বেলায় আলো জ্বালিয়ে মানুষ খুঁজার সময় এসেই গেছে মনে হয় ভাই।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
রাজীব নুর বলেছেন: নয়ন ভাই পোস্টার টা কেমন হইছে?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
রাজীব নুর বলেছেন: নয়ন ভাই পোস্টার টা কেমন হইছে?
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
অচেনা হৃদি বলেছেন: কাওসার চৌধুরী বলেছেন: আর নায়িকা হিসেবে রাজীব ভাইয়ের সাথে এই দুই নায়িকা মানানসই নয়; "অচেনা" কাউকে আইমিন নতুন কোন "হার্টথ্রুব" নিলে ছবিটি জমবে বেশ !!!
আরে নাহ, অচেনা কেউ সহজে নায়িকা হবে না, অচেনারা স্টার সিনেপ্লেক্সে চুপি চুপি সিনেমা দেখে, তারপর ব্লগে মুভি রিভিউ দেয়!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
রাজীব নুর বলেছেন: আমাদের সামুতে এমন কেউ নাই- যে নায়িকা হতে পারে!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
রাজীব নুর বলেছেন: আমাদের সামুতে এমন কেউ নাই- যে নায়িকা হতে পারে!!!
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা...
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
রাজীব নুর বলেছেন: একজন গ্রেট কবি ও সাহিত্যিক।
১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
আখেনাটেন বলেছেন: সোনামিঞা পরিচালিত ছবিতে নায়ক হিসেবে আপনি পারফেক্ট।
অাশা করছি নায়ক হিসেবে ফুটপাতের উপর দিয়ে গুতো দিয়ে চলা বাইক চালকদের থাপড়ানোর দ্বায়িত্বটা আপনি এবার সুচারুভাবে পালন করতে পারবেন। যেটা আপনার বহুদিনের খায়েস।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
আমি যেন পারি।
১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮
এ.এস বাশার বলেছেন: রাজীব নূর.....খুব সুন্দর একটা নাম...
লেখনিতে জাদু আছে জানাই প্রণাম....
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালোবাসা নিরন্তর।
১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
লায়নহার্ট বলেছেন: {দুনিয়ায় যে কত কিছু দেখে মরতে হবে!}
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
রাজীব নুর বলেছেন: একটাই আফসোস মরতে হবে।
আহারে----
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
এস এম ইসমাঈল বলেছেন:
টিকেট কেটে পয়সা নষ্ট করতে যায় কে? আমি বরং ইউ টিউবে সার্চ দিয়ে দেখবো।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: বিশাল পর্দায় দেখা আর ইউটিব এ দেখা এক নয়।
১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
ব্লগ মাস্টার বলেছেন: হিহিহি ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: হে হে হে ----
১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
রাকু হাসান বলেছেন:
৩ নাম্বার টা আমি জানতাম না । অনেক ধন্যবাদ ভাই! শ্রদ্ধেয় সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম বার্ষিকীতে জানাই ফুলেল শুভেচ্ছা ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
রাজীব নুর বলেছেন: তার ''বিশাখার জন্মদিন'' বইটা পড়েছেন?
২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
করুণাধারা বলেছেন: পোস্টারে আপনাকে দারুন ড্যাশিং হিরো দেখাচ্ছে!!
তিন নাম্বারটা ভালো লেগেছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
ভালো থাকুন।
২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অচেনা ইদানিং দ্রুত অচেনা থেকে ঝাপসা হয়ে যাচ্ছে !!
নায়িকা নিয়ে হইচই! তার
শত শত পোস্ট গেলো কই।
তার প্রোফাইলে মড়ক লেগেছে মনে হয়!!
এন্ড্রিন ছিটাও তার ব্লগে!! বাঁচিয়ে রাখতে হবে তাকে!
ভাইয়াটাকে নায়িকা হতে বলোনা কিন্তু !!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১০
পদাতিক চৌধুরি বলেছেন:
আজ ছবিটা আমার কাছে সেরা বলে মনে হয়েছে। বাকি বিষয় অন্য দিনের জন্য তোলা রইল।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
সনেট কবি বলেছেন: খুব গুড।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।
২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪
সোনালী ঈগল২৭৪ বলেছেন: চলুন আমরা সবাই মুভিটার একটা শুভ মহরত অনুষ্ঠান করি
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: এ বিষয়ে সিনেমার পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি।
২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,
মেডিক্যালে এখন তবে ক্যালকুলাস পড়ানো শুরু হয়েছে ! জানা ছিলোনা ।
দার্শনিকের গল্পটা আসলেই তাৎপর্য পূর্ণ ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
রাকু হাসান বলেছেন:
লেখক বলেছেন: তার ''বিশাখার জন্মদিন'' বইটা পড়েছেন?
বইটি ব্যাপারে কিছু তথ্য জানলাম ,পড়তে হবে । দুঃখজনক হলেও সত্য বই ট এখনও পড়া হয়নি । আমি নতুন পাঠক ,অনেক বেশি পড়ার বাকি । এছাড়া সুনীল কম পড়েছি । তবে অবশ্যই পড়বো ,রবীন্দ্রনাথ আরেকটু পড়ে এগিয়ে নিই । স্রষ্টার কাছে একটা চাওয়া বাংলা সাহিত্য ও পৃথিবীর সেরা সাহিত্যকর্ম না পড়ে যেন মৃত্যু না দেয় ।
ভাল থাকুন ভাই ,শুভরাত্রি ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক।
২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০
মাহের ইসলাম বলেছেন: পোস্টারের সবাইকে চিনতে পারলাম না, আফসুস।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: আমাকে তো চিনেছেন??
আমি আমি।
আপনাদের ভাই। ব্লগার।
২৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কারো কারো কাছে ৩ নম্বরটা নতুন মনে হলেও একমাত্র এটাই আমার কমন পড়েছে
সুনীল, রবীন্দ্র, শরৎ, নজরুল, সুকান্ত, সুকুমার, হুমায়ূন আহমেদের লেখাই আমার বেশি পড়া হয়েছে, তবে আমার বাস্তব জীবন ও লেখালেখিতে সুনীল গঙ্গোপাধ্যায়-এর প্রভাব সবচাইতে বেশি। তাঁর 'কেউ কথা রাখে নি' পড়ার মধ্য দিয়ে তাঁর সাথে পরিচয়, বরুণা আমার বাস্তব জীবনেও বরুণা হয়ে গেলো। এমনকি সুগন্ধি রুমাল গল্পসহ একটা বইও হয়ে গেলো।
নীললোহিতের জন্য শ্রদ্ধাঞ্জলি।
মহান দার্শনিক ও চিত্রকর দমুহ্মা ললিখ বলেছেন, তোমরা দিনে ২ থেকে আড়াই লিটার পানি পান করিবে, তবেই তোমাদের মাথা খুসকিমুক্ত ও চুল উকুনমুক্ত থাকিবে এবং ব্লগিঙ করিতে পারিবে উপদ্রবহীনভাবে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
সব লেখকের বই পড়তে হবে। প্রচুর পড়তে হবে।
পানি কম খাই। এখন থেকে চেষ্টা করবো বেশি খেতে।
২৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
আসামে ভেসে গেল তাজমহলের মিনার! উচ্চতা ১২৮ ফিট!! সংকটে কুচবিহার!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: মন্তব্য পছন্দ হইছে ।
৩০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২২
জুনায়েদ বি রাহমান বলেছেন: পিপড়ারা খুব ইন্টারেস্টিং একটা প্রাণী। তাদের ঐক্য, শৃঙ্খলা মুগ্ধ করার মতো।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: পিপড়াদের কাছ থেকে মানূষের শিক্ষা নেওয়া উচিত।
৩১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৯
চাঙ্কু বলেছেন:
তালিপরে আপনিও নায়ক!! তবে বাস্তব একজন নায়ক ব্লগিং করলে ভালোই লাগত। আগে বন্যা মির্জার স্বামী ব্লগিং করত কিন্তু এখন মনে হয় না উনি সামুতে আসেন।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: আছে আছে, ব্লগে অনেকেই আছে।
সবার চোখ সামুতে আছে।
৩২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাল লেগেছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই এখন একটা চকোলেট নিয়া ঘুমাইয়েন । পিঁপড়ার সাথে মশা ও পাবেন । লেখাটা মজা পাইলাম ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: ভালো বুদ্ধি দিয়েছেন।
৩৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ঈশ্বরের কাছে সুমতি চাওয়া হল কেন তা তো বুঝা গেল না।।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ঈশ্বরের কাছে সুমতি চাওয়া উচিত।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
অচেনা হৃদি বলেছেন: ছবির পোস্টার দেখেই হৃদি অজ্ঞান হয়ে গেছে।
মন্তব্য করার আগে মাথায় পানি ঢেলে কেউ তার হুঁশ ফিরিয়ে আনো !