নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ও বিজলি চলে যেও না...

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩



১। নেপোলিয়ান নিজের দাঁড়ি নিজেই কামাতেন। অন্য কারো হাতে দাঁড়ি কাটাতে তিনি ভয় পেতেন। তিনি বলতেন, অপরের হাতে অমন ধারালো অস্ত্রটির সামনে নিশ্চিত গাল-গলা এগিয়ে দেবো তেমন বোকা আমি নই| ”দাঁড়ি নিজে কামালেও তার সাহায্যকারী লোক লাগতো বেশ কয়েকজন। একজন সামনে ধরে রাখতো আয়না। আর একজন ধরতো পানির পাত্র। তিনি সারা ঘর হেঁটে হেঁটে দাড়ি কামাতেন। দাড়ি কামানোর ব্যাপারে সাবধান থাকলেও খাবার ব্যাপারে কিন্তু এত সাবধান থাকতে পারতেন না নেপোলিয়ান। খেতে বসলে জামা কাপড়ে তরকারীর ঝোল মেখে একাকার করতেন, ছুরি-কাটা সামলাতে পারতেন না। কাপ-ডিশ,গ্লাস অনবরত ভেঙ্গে ফেলতেন। অনেক সময় ছুরি কাটা ফেলে হাত দিয়েই খাওয়া শুরু করতেন। তাঁর প্রিয় খাবার ছিলো মুরগীর রোস্ট। আর তা গরম হওয়া চাই। কিন্তু তিনি কখন খাবেন তা নির্দিষ্ট না থাকায় পাচকেরা প্রতি ১৫ মিনিট পর পর একটি করে মুরগী রোস্ট করত।

২। বইঃ দি আলকেমিস্ট । লেখকঃ পাওলো কোয়েলহো । কোয়েলহোর সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় উপন্যাস এটি। এএফপির হিসেবে বাংলাসহ ৫৬ টি ভাষায় অনুবাদ হয়েছে আর বই বিক্রি হয়েছে ৩ কোটিরও বেশি। জীবিত কোনো লেখকের লেখা এত বেশি ভাষায় অনুদিত হয়েছে, ফলে তার রেকর্ড রয়েছে গিনেস বুকে।

৩। গরীবের জেলে যাওয়ার অনুভূতি বর্ণনা এমন, ‘শ্বশুর ঘর থেকে ফিরলুম দাদা। বেশ ছিলাম গো!’

৪। সিগারেটের গন্ধটা আমার সহ্য হয় না । সিগারেটের মধ্যে যে কী মধু আছে কে জানে বাবা ! লোকে সারাক্ষণ ফুসফুস করে টেনেই চলেছে- টেনেই চলেছে। পঁচা ঝাজালো গন্ধটা নাকে আসলেই বিচ্ছিরি অনুভব হয়- অস্বস্তি লাগে। কিন্তু তারপরও সইতে হয়। না সয়ে উপায় কি?
যার সঙ্গেই কথা বলতে হয়- সে দু'চার কথার পর ফস করে একটা সিগারেট ধরিয়ে ফেলে। সিসগারেটের ধোয়ায় চারিদিক ছয়লাপ। আর আমি বোকা'র মতোন মুখে শুধু একটু কষ্টের ভাব ফুটিয়ে রাখি। যেন তার কথায়-তার দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। যদিও অভিনয় সেও একটু জানে। আসলে অভিনয় সবাই-ই জানে। না জানলে কি জগৎ সংসার চলতো?

৫। দেশ স্বাধীন করার যুদ্ধে ১৯৭১ এ ঝাপিয়ে পড়েছিলো সব শ্রেনীর মানুষ।এইদেশের মানুষের পাশে খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছিলেন কিছু ভিনদেশী মহামানব ও মহামানবী।আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের সম্পর্কে বলতে হবে।আমরা স্বার্থপর জাতি নই। সেই সব মহা মানব- মানবীর হলে-ভারত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী জর্জ হ্যারিসন, প্রখ্যাত সেতারবাদক পন্ডিত রবিশংকর, সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের তৎকালীন প্রধানমন্ত্রী আলেক্সি কসিগান, যুক্তরাষ্ট্রের রিচার্ড টেইলর, মুম্বাইয়ের তৎকালীন প্রথম সারির নায়িকা ওয়াহিদা রহমান প্রমূখ।

মন্তব্য ৪৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী কেমন আছেন?
দেখেছেন হুট করে বৃষ্টি নেমে গেল।
এই বৃষ্টি আল্লাহর রহমত।
আল্লাহ খুশি হলে বৃষ্টি দেন।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো কিছু জানা গেল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন পাঁচ নম্বরে। বাঙালি হিসেবে সেই সব মহান লোকদের প্রতি কৃতজ্ঞতা থাকতেই হয়, হবে চিরদিন। বেলুচিস্তানের দিকে তাকালে আমাদের আরও বেশি বেশি কৃতজ্ঞ থাকতে হয় আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা দানকরা সেই সব মহৎ মানুষদের প্রতি।

সুন্দর পোস্ট

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করেছেন।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশতো। ১, ২, ৫ ভালো লাগলো।

শুভকামনা প্রিয় ছোটোভাইকে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: দাদা আছেন কেমন?
দিনকাল কেমন যাচ্ছে?

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা।

প্রচন্ড চাপে আছি। যেমন বাড়িতে তেমনি কাজের স্থলে। ব্লগে নুতন পোস্ট দেওয়াতো দূরের কথা ব্লগ খুলে পোস্টগুলি দেখারও সময় পাচ্ছিনা। আপাতত সামনের সোমবার না গেলে বুঝতে পারছিনা, কবে ফ্রি হবো।


বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা প্রিয় ছোটোভাইকে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: দাদা কাজ নিয়ে ব্যস্ত থাকা ভালো।
সবার আগে কাজ কে গুরুত্ব দিবেন।
পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।
মানুষ তার কর্ম দ্বারাই মহৎ হয়।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা, আমরা স্বার্থপর জাতি নই।
ভিনদেশী সেসব মহামানব/ মানবীদের আমরা সম্মান দিচ্ছি, দিয়ে যাব.....
ধন্যবাদ ভাই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: জর্জ হ্যারিসনকে এই প্রজন্মের বেশীরভাগই চিনে না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: এই প্রজন্ম তো লেখা পড়াই করে না।
সারাদিন থাকে ফেসবুক, গার্লফ্রেন্ড নিয়ে।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর লিখেছেন। জানা হল কিছু

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাসিব সাহেব।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাসিব সাহেব।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

জাহিদ অনিক বলেছেন:


আমিও আমার দাড়ি আমিই কাটি। তবে আফসোস চুল কাটাবার জন্য সেলুনে যেতেই হয়। নিজের চুল নিজে কাটতে পারি না। তাই নিজের মূল্যবান মাথাটি হত্যের হাতের কাঁচির তলে দিতেই হয় !
তবে আমাদের দেশের গুণী শিল্পী ডঃ মাহফুজুর রহমান নিজের চুল নিজেই কাটেন। তার একটা সাক্ষাৎকারে দেখেছিলেন তিনে বলেছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: মাহফুজুর রহমানের সাক্ষাৎকারটি দেখেছি।

ভালো থাকুন। কবি। কবিদের ভালো থাকতেই হয়। কবিরা দেশের আত্মা।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি ধূমপান পছন্দ করি না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: ১ নং টা ভাল,তবে ৩নং টা ঠিক নয়, কেউই জেলে যেতে পছন্দ করে না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তারেক ভাই আপনার সুচিন্তিত মতামতের জন্য।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


৫ নং, অনেক শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছেন; তবে, সব শ্রেণীর মানুষ এতে অংশ নেননি; ১৯৭১ সালে যাদের অবস্হা ভালো ছিলো, তারা এতে অংশ নেয়নি, সরকারে যারা ভালো চাকুরী করতো, তাদের কেহ অংশ নেয়নি, ইউনিভার্সিটি শিক্ষকেরা অংশ নেয়নি; ঢাকা শহরের লোকজন তেমন অংশ নেয়নি

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: সহমত।
কিন্তু তারা যুদ্ধে অংশ গ্রহন না করেও তাদের সার্টিফিকেট আছে। অনেকে যুদ্ধ অংশ গ্রহন না করেও মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে গল্প উপন্যাস লিখেছেন।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ভুয়া মফিজ বলেছেন: শিক্ষক: ইংরেজি ‘ওয়াইফ’ শব্দটি কিভাবে এলো?
ছাত্র: এটি আসলে অন্য দুটি শব্দের সংকোচন, স্যার!
শিক্ষক: মানে? বুঝিয়ে বল!
ছাত্র: স্যার, ইংরেজরা খুব কায়দাবাজ জাত। তারা দুটি শব্দ থেকে এই শব্দটিকে বানিয়েছে।
শিক্ষক: কিভাবে সেটা বল, গাধা?
ছাত্র: স্যার, ‘ওয়াইল্ড লাইফ’ শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফ।
শিক্ষক: বেতিয়ে তোকে লাল করে ফেলব বেয়াদব! তবে তা করছি না- কারণ, মনে হচ্ছে তোর কথা সত্যও হতে পারে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

লাবণ্য ২ বলেছেন: ভালো লিখেছেন ভাইয়া।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

বলেছেন: অভিনয় না জানলে কি জগৎ সংসার চলতো?
ভাললাগছে প্রিয় ব্লগিং যুবরাজের উক্তি।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রাকু হাসান বলেছেন: প্রথম টা জানতাম । জানালেন কৃতজ্ঞতা । শেষ টা সবাই মনে রাখা উচিত । আমরা অকৃতজ্ঞ জাতি হিসাবে বেড়েেউঠতে চাই না ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ৬। বেশ ভাল লেগেছে লেখাটি। গরীবের জেলে যাওয়ার অনুভূতি অনেকটা এমনই। প্রেমিক-প্রেমিকা নিয়ে লিখলে হয়তো বা প্রেম শিক্ষার গুরুত্ব বোঝা যেত। যাই হোক লিখেননি যখন তখন বলে লাভ নেই। তবে ভাল লেগেছে বেশ কিছু ঐতিহাসিক কথা গুলো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া।

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

প্যালাগোলাছ বলেছেন: আপনি কি অফিস টাইমে ব্লগিং করেন ? লেখা ভালো হয়েছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: আপাতত বেকার আছি।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিগারেটের মধ্যে কী মজা, কেন খামাখা ১০/১২ টাকা এই ধোঁয়ার পেছনে ফেলা তার সদুত্তর আমি এখনো কারো কাছে পাইনি। আসলে এটা একটা স্টাইল...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: স্টাইল?? মন্দ স্টাইল।

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৩

উম্মে সায়মা বলেছেন: নেপোলিয়ানের সম্পর্কে তথ্যগুলো জেনে মজা লাগল রাজীব নূর ভাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: লেখাগুলো ভাল লাগল কিন্তু কেমন খাপছাড়া মনে হল।ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

রাজীব নুর বলেছেন: আমার স্টাইল খাপছাড়া।
আমার লেখা মানেই বড্ড অগোছালো। আর লোমেলো।

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: আমার স্টাইল খাপছাড়া। আমার লেখা মানেই বড্ড অগোছালো। আর লোমেলো।
আপনার এরকম লেখাই পড়তে সব চেয়ে ভালো লাগে.............।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: আহা ভাই। যা বললেন। খুশিতে মনটা ভরে গেল।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: এতো সুন্দর করেও কি মানুষ লিখতে জানে ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: কি যে বলেন লজ্জা লাগে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.