নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মনে করুন, ব্লগার চাঁদগাজী বা সনেট কবির লেখা আমার ভালো লাগে না। আমি স্পষ্ট তাদের পোষ্টে গিয়ে জানিয়ে দিলাম- 'দুঃখিত আপনার লেখা আমার ভালো লাগে না। বরং বিরক্ত লাগে।' এখন সনেট কবি বা চাঁদগাজী কি আমার উপর রাগ করবেন? হয়তো রাগ করবেন। কিন্তু আমি মনে করি- তাদের মোটেও রাগ করা উচিত না। তাদের চিন্তা করা উচিত, ভাবা উচিত কেন তাদের লেখা ভালো লাগছে না। সমস্যাটা কোথায়? সমস্যা খুঁজে নিয়ে সমাধান করা উচিত। রাগ করে যা-তা বলা মোটেও ঠিক না। ব্লগে অনেককেই দেখি, তার পোষ্ট নিয়ে কেউ বিরুপ মন্তব্য করলে সহ্য করতে পারে না। আমি মনে করি, তাদের করা কঠোর মন্তব্য থেকে শিক্ষা নেওয়া উচিত। তাতে বরং আপনার উপকার'ই হবে। একসময় ব্লগে আমি অনেক আকথা-কুকথা শুনেছি। কিন্তু আমি আমার সমস্ত মেধা দিয়ে, সমস্ত ভালোত্ব দিয়ে অনেক কিছু জয় করেছি। যারা একসময় আমাকে খোঁচা দিয়ে মন্তব্য করতো, তারাই আজ আমাকে বাহবা দেয়। এটা আমার জন্য অনেক বড় আনন্দের।
ধরুন, নায়ক ফেরদৌস বা ইলিয়াস কাঞ্চনের অভিনয় আমার ভালো লাগে না। এখন তাদের যদি আমি চিৎকার করে বলি, স্যরি স্যার আপনার অভিনয় আমার ভালো লাগে না। খুব বিরক্ত লাগে। আমার কথা শুনে যদি এই দুই নায়ক বুদ্ধিমান হয় তাহলে তারা রাগবেন না। বরং হাসিমুখে আমার মন্তব্য মেনে নিবেন। এবং বলবেন, ঠিক আছে আগামীতে আমরা অনেক সুন্দর অভিনয় করবো। সে অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাবেন! যদি তা না বলে দুই নায়ক রেগে মেগে আমাকে মারে বা কলার চেপে ধরে তাহলে তাদের সেটা অন্যায় হবে। বোকামো হবে। সহজভাবে মেনে নেওয়া অনেক বড় গুন, অনেকেই সেটা পারে না। সব অবস্থায় মাথা ঠান্ডা রাখতে হয়। রেগে গিয়ে চিৎকার চেচামেচি করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।
সব খারাপের মধ্যেও কিছু ভালো দিক থাকে। দেশের দুর্নীতিবাজদের আমি ধন্যবাদ দেই। তারা কোটি কোটি টাকা দুর্নীতি করেন। সেই টাকা দিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান করেন। সেই সব প্রতিষ্ঠানে অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থান হয়। যেমন ধরুন টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা অথবা ব্যাংক- এসব প্রতিষ্ঠান গুলোতে অসংখ্য লোকের কর্মসংস্থান হয়। অনেকে মিল ফ্যাক্টরি করেন সেখানেও প্রচুর বেকার মানুষের কর্মসংস্থান হয়। দুর্নীতিবাজের উছিলায় অনেক মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। দুর্নীতিবাজদের অনেক লোকবল প্রয়োজন। কাজেই দুর্নীতির ফলে বেশ উপকার পাওয়া যায়। আর অন্যদিকে দুর্নীতিবাজরা অপরাধবোধ থেকে মানুষের কল্যানের জন্য কিছু করতে চায়।
ঢাকা শহরের মানুষের মধ্যে মানবতা নেই। সবাই খুব অস্থির, সবার মধ্যে বড্ড তাড়াহুড়া ভাব। রাস্তায়, ফুটপাতে, শপিং মলে সব জাগায় মানুষের মধ্যে বড্ড ব্যস্ততা। যে লোকটি তার নিজ বাসায় ভদ্র-অমায়িক বলে গন্য, সে-ও রাস্তায় বের হলে অমানুষ হয়ে যায়। তার মনমানসিকতা তৃতীয় শ্রেণির হয়ে যায়। একজন বাসের ড্রাইভারের চেয়েও হোন্ডাওয়ালারা সবচেয়ে বেয়াদপ। তারা ফাঁক পেলেই ঢুকিয়ে দেয়। অপ্রয়োজনেই বিকট হর্ন দেয়। দিতেই থাকে। সিগনাল তারা একেবারেই মানে না। এবং তাদের কিচ্ছু বলা যাবে না। কিছু বলতে গেলেই তেড়ে মারতে আসবে। তাদের লজ্জাবোধও খুব কম, ব্যস্ত ফুটপাতে অবিবেচকের মতোন বাইক উঠিয়ে দেয়। সমগ্র বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল না। তারা আইনের তোয়াক্কা করে না। রংসাইড দিয়ে গাড়ি চালানোটা তারা ফ্যাশন মনে করে। ব্যস্ত রাস্তায় গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখে। ঘর থেকে বের হলেই মানুষ গুলো কেমন অমানুষে পরিনত হয়।
বাপ মা আমাদের কাছে জীবনের সবচেয়ে বড় শ্রদ্ধার পাত্র। কিন্তু সব বাপ মা ভালো হয় না। সমাজে খারাপ বাপ মার অভাব নাই। কিছুদিন আগে আমার এক বন্ধু মারা গেল সৌদিতে। এখন তারা লাশ ঢাকাতে আনবেন না। লাশ ঢাকা আনতে অনেক টাকা খরচ। অথচ আমার বন্ধু তার সারা জীবনের ইনকাম তার মায়ের হাতে তুলে দিয়েছে। জায়গা জমি কিনেছে। আমার বন্ধুর মা এখন, বন্ধুর বউ এবং বাচ্চাসহ তাড়িয়ে দিতে চাচ্ছে। কারন তাহলে সম্পত্তি ছেলের বউ আর সন্তান পাবে বলে। সে কিছুতেই জমি, বাড়ি কিছুতেই মৃত ছেলের বউ বাচ্চাকে দিবে না।
নিজের চোখে দেখা ঘটনা, এক, ছেলের পরীক্ষার ফিশ না দিয়ে বাপ রাতে মদ খেয়ে বাসায় ফিরে। ঘটনা দুই, যে ছেলের ইনকাম কম সে ছেলের সাথে মা এবং বাবা খারাপ ব্যবহার করে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬
রাকু হাসান বলেছেন: সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকা উচিত । নিশ্চয় সেটাও একটা বড় গুন । আমি ব্যক্তিগতভাবে চাই আমার সমালোচনা করুক যে কোনো বিষয়ে । এই কমেন্ট যারা পড়ছেন তাঁদের সবাই কে অনুরোধ করবো আমার সমালোচনা করুন । ভুলগুলো ধরিয়ে দিন । এমন মন্তব্য তো আর্শীবাদ মনে হয় আমার ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রাকু ভাই।
এখন থেকে আলোচনা সমালোচনা হবে।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮
জোকস বলেছেন: আপনার এই পোস্ট আমার ভালো লাগেনি
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
সামনের দিন গুলোতে আমি আরও সুন্দর করে লিখতে চেষ্টা করবো।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯
ডার্ক ম্যান বলেছেন: আজকে একটা বই পড়ছিলাম । সাংবাদিক জায়েদুল আহসান এর রহস্যময় অভ্যুত্থান ও গণফাঁসি । বইটির প্রথম সংস্করণ প্রকাশ করার উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য রাজীব নূর নামক এক সাংবাদিক এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আপনি কি সেই মানুষ ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: না আমি সেই রাজীব নূর না।
তিনি আমার থেকে বয়সে বড়, কর্মে বড়, দক্ষতায় বড়।
তাকে আমি দাদা বলে ডাকি। তিনি আমার ফেসবুকে আছেন।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
ঢাবিয়ান বলেছেন: খুব ভাল হয়েছে, দারুন হয়েছে এই জাতীয় একপেশে শব্দগুলো শোভা পায় কেবল ফেসবুকে, ব্লগে নয়। ব্লগিং এ তর্ক বিতর্ক না থাকলে ব্লগিং জনপ্রিয়তা হারাবে। তবে তর্কের নামে গালিগালাজ, ব্যক্তিগত আক্রমন কোনভাবেই কাম্য নয়।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
অবশ্যই আলোচনা, সমালোচনা হবে। কিন্তু শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে। আন্তরিকতার সাথে।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
মাহমুদুর রহমান বলেছেন: যৌক্তিক কথার বলার জন্য আপনাকে সাধুবাদ জানাই।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: ভালো থাকবেন।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: আমিও একটি সত্যি কথা বলছি,
আমার ভায়ের প্রায়ই দিন তিনটি পোস্ট দেখে আমিও একটু ক্লান্ত । দিনে একটি হলে যে আগ্রহ থাকতো, বেশি হওয়াতে নিয়ম রক্ষার তাগিদে যেন কমেন্ট করতে হয়। আমি একথাও বলবো কমেন্ট করা কারো বাধ্যতামূলক নয়। কিন্তু একটি আত্মার টানে নিজের মনোজগৎ এর অবস্থাটা জানালাম। ঠিক উল্টোদিকে আমার পোস্টে ভাইকে না দেখলে চিন্তিত হয়ে পড়ি।
আমার ভায়ের মত আরও দুজন কবি কমেন্টে শুধু,
সুন্দর, বা মনোমুগ্ধকর বলে চলে যান। আমরা জানি এমন কৃপন কমেন্টদাতারা পোস্ট পড়েননা। আবার প্রতিমন্তব্যেও ছোট্ট একটি, ধন্যবাদ বলে সৌজন্য দেখিয়ে চলে যান।
আমার ব্যক্তিগত ধারনা দিনে একাধিক পোস্ট দিতে গিয়ে ন্যূনতম সৌজন্য দেখানো ছাড়া ওনাদের আর কিছু করার থাকেনা।
আমি আজ ইলিয়াস কাঞ্চনের মত আইকনকে একাসনে বসিয়ে প্রিয়ভাইকে সমালোচনা করেছি। অবশ্য পোস্টের প্রকৃতি দেখে। আশাকরি আমি আজ তুলোধোনা থেকে ছাড় পাবো। হি হি হি ♥♥♥♥
তবে একেবারে শেষে বন্ধুর ব্যাপারটি হৃদয়বিদারক। উপরওয়ালা ওনার মাকে সুমতি দিন, অনাথ বাচ্চারা ও বন্ধু পত্নীর একটি ঠিকানা হোক দোয়া করি।
বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা প্রিয়ভাইকে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
রাজীব নুর বলেছেন: দাদা, আমি আপনার মন্তব্য গুরুত্বসহকারে গ্রহন করলাম।
আমি নিজেও জানি না আমি প্রতিদিন ২/৩ টা পোষ্ট দেই।
আসলে দাদা বেকার সময় কাটাচ্ছি বলে, হাতে অনেক সময়। তাই ব্লগেই থাকি।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের দুর্নীতিবাজেরা টাকা বিনিয়োগ করে না, তারা টাকা বিদেশে নিয়ে যায়; যদি কিছু টাকা তারা বিনিয়োগ করে, তা উৎপাদনে নয়, রিয়েলষ্টেইটে বিনিয়োগ করে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: কিছু টাকা বিদেশে নেয়, কিছু টাকা বিনিয়োগ করে।
আসলে সীমাহীন টাকা বস্তা বস্তা ভর্তি টাকা।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১
স্রাঞ্জি সে বলেছেন:
যাক বাবা আজ তাহলে সূর্য পশ্চিমে উঠল।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: কেমন আছেন? কি খবর?
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার নামাজী ফরহেজগার বন্ধু বিদেশ থেকে দেশে এসে বাংলাদেশী ব্যবসায়ীদের মত মিথ্যাবাদী, প্রতারক হয়ে গিয়েছে...
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: যে দেশে যে অবস্থা। এই দেশ হলো চোরের দেশ। মিথ্যুকের দেশ।
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২
ইফতেখারুল মবিন বলেছেন: কী যে বলি,ভাষা নাই!তবে কথাগুলো সত্য!আবার আংশিক সত্য!সবাই সবার কথার সাথে একমত হবে,তাও নয়!
কারো সামরিক শাসন ভালো লাগে!আবার কারো তথাকথিত গনতন্ত্র!
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মবিন ভাই।
সুন্দর মন্তব্য করার জন্য।
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
মেমননীয় বলেছেন: "যে ছেলের ইনকাম কম সে ছেলের সাথে মা এবং বাবা খারাপ ব্যবহার করে।"
আমিও কিছু বলতে চাইঃ
ভাই আপনার ইনকাম কেমন?
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: আপাতত আমার কোনো ইনকাম নাই।
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১
ল বলেছেন: শেষ দু' লাইনটা গোটা লেখাটাকে পরিপূর্ণতা দিয়ে দিল।
এক নব দর্শন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: আমি মিথ্যা লিখিনি। নিজের চোখে দেখা ঘটনাই লিখেছি।
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
আরোগ্য বলেছেন: আপনার লেখা ভালো হয়।সময় পেলে আমার পোস্টেরও মতামত জানাবেন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
অবশ্যই। অবশ্যই।
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৫
ঢাকার লোক বলেছেন: আল্লাহ আপনার মৃত বন্ধুর বাবা মাকে সুমতি/হেদায়েত দান করুন ! বিদেশে যারা থাকেন তাদের সব কামাই বাবা মাকে দিয়ে দেয়া উচিত না, একটা বড় অংশ স্ত্রী পুত্র এবং নিজের জন্য আলাদা করে রাখা কর্তব্য , যাতে দেশে ফিরে এসে কিছু করার ব্যাবস্থা থাকে !
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যের সাথে পুরোপুরি সহমত।
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৪
ওমেরা বলেছেন: আমিও পদাতিক ভাইয়ার সাথে একমত আপনি পোষ্ট বেশী দেন , দিনে একটার বেশী পোষ্ট দেয়া ঠিক না ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: ঠিক আছে।
অনেক ধন্যাবাদ।
আমি ধীরে ধীরে আমার ভুল গুলো সংশোধন করবো।
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
নজসু বলেছেন: ভাই, যদি কারও লেখা ভালো না লাগে আমার মনে হয় তাকে সরাসরি তা না বলাই ভালো। এতে তিনি মনে কষ্ট পেতে পারেন। আমরা কতজন হিসেব করে, নিয়ম মেনে লিখি বলেন তো। মনে যা আসে হয়তো তাই লিখে চলি। লিখতে গেলেও কত নিয়মের জালে আবদ্ধ হতে হয় তা আমরা জানলেও তার ধারে কাছে যাইনা। তাই আমরা যাই লিখিনা কেন তা মনের আনন্দ নিয়েই লিখি। সুতরাং তার লেখা ভালো না হলেও মুখের উপর বলা কি ঠিক? যদি ভালো না লাগে তাহলে তার ব্লগে না যাওয়াই ভালো। কি বলেন? শুধু শুধু বেচারীর মনে কষ্ট দিয়ে লাভ কি? তবে হ্যাঁ, অন্যায় কিছু কেউ লিখলে তার প্রতিবাদ তো অবশ্যই করা উচিত।
আর প্রকৃত লেখিয়ে যারা, তারা কিন্তু লেখার সমালোচনাটাই চান। কোথায় কোন ভুল হলো, কি করলে লেখার গ্রহণযোগ্যতা বাড়বে তা তারা জানতে চান। সেক্ষেত্রে তাদের লেখার খারাপ দিকগুলো অকপটে বলা যায়।
নায়ক ইলিয়াস কাঞ্চনের অভিনয় যদি ভালো না লাগে তাহলে আমি বেদের মেয়ে জোস্না ছবি দেখতে যাবোনা। রিয়াজ ভাইয়ের ছবি যে হলে বা চ্যানেলে চলছে সেখানে যাবো।
আপনার কথায় যুক্তি নেই তা বলবো না। আপনার চাওয়া হলো যার লেখা বা কাজ আমার অপছন্দ হবে সে আমার অপছন্দের কথা ভেবে সামনে ভালো করার চিন্তা করবে। এইতো? কিন্তু ভাই সবার ক্ষেত্রে কি সেটা করতে পারবেন?
যদি তার (যার লেখা ভালো লাগে না) লেখার উন্নতি করতে চাই তাহলে সেটা সবার সামনে না বলে ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ করে বলা যেতে পারে যে আপনার লেখার এই এই সমস্যা। এটা এটা ঠিক করেন। ব্লগে সবার সামনে কমেন্ট করে জানালে বেচারী ছোট হয়ে যাবেন।
রাজীব ভাই আপনি কি আমার উপর মন খারাপ করলেন? আপনি কিন্তু আমার পছন্দের একজন ব্লগার। আপনার প্রথম দুটো প্যারার বিষয়ে মতামত জানালাম। বাকি বিষয়ে অনেকেই অনেক বলেছেন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
বিশাল মন্তব্য করেছেন।
হাসি মূখে আপনার মন্তব্য গ্রহন করলাম। মেনে নিলাম। আমি সুযোগ পেলেই নিজেকে সংশোধন করি।
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
স্রাঞ্জি সে বলেছেন:
কেমন আছেন? কি খবর? ভাল আছি... খবর ভাল না।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: ভালো থাকার জন্য চেষ্টা করতে হয়। চেস্টা চালিয়ে যান।
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন জনাব।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ প্রভা।
২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া অনেক কিছু বলেছেন এবং ভালো বলেছেন ।
শুধু একটি কথা বলতে চাই, সমালোচনা আমার জন্য ভালো কিন্তু তা হতে হবে সুন্দর ভাষায়। একটি লেখা সবারই যে ভালো লাগবে তা অবশ্যই না, কিন্তু ভালো না লাগার ক্ষেত্রে কিছু উল্টা পাল্টা শব্দ না লিখে শুধু ভালো লাগেনি বলাটা ভালো ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: আপনি আমার মনের কথাটা বলেছেন। সমালোচনা হবে কিন্তু সুন্দর ভাষায়। সহমত।
২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
জাহিদ অনিক বলেছেন: আমার লেখায় কেউ সমালোচনা করলে আনদনিত হই
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: দুর্নীতিবাজদের সম্পর্কে আপনার ধারনা আমাকে ভাবাচ্ছে। যেসব দুর্নীতিবাজরা দেশের টাকা মেরে দেশে বিনিয়োগ করছে তাদের হালকাভাবে নেওয়া যায়। কিন্তু যারা বিদেশে পাচার করছে। তারা?
হতভাগা বন্ধুর মা'কে স্রষ্টা হেদায়ত দান করুক। এমন "মা" ও দুনিয়াতে আছে?
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: যারা বিদেশে পাচার করছে- কি বলব?? ভাষা নেই!!!
কাজেই পৃথিবীতে খারাপ বাপ মা অনেক আছে।
২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সামনাসামনি হলে ব্যাপারটা কে কিভাবে নেবেন বা আদৌ সেভাবে বলা উচিত কিনা, সেই তর্কে যাবোনা। যেহেতু ব্লগের কথা বলছেন, এটা কিন্তু পাবলিক ব্লগ, কমিউনিটি ব্লগ। এখানে আমি যা পোস্ট করছি তা সকলের জন্য উন্মুক্ত। সকলের তা পড়ার ও মতামত ব্যক্ত করার অধিকার আছে। আমরা এখানে লিখিই কিন্তু সেই কারণে- যাতে অন্যদের মতামত পেয়ে ঋদ্ধ হতে পারি, নিজের লেখার ত্রুটি থাকলে সেটা শুধরে নিতে পারি। একারনেই ব্লগ একটা জনপ্রিয় মাধ্যম সৌখিন লেখালিখির জন্যে- পত্রিকা বা কোন ক্লোজড এন্ড পোর্টালে লেখা ছাপা হলে সেই লেখার পাঠ প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়না আর। আর আমারতো মনে হয় কারো লেখা বিশেষ ভালো না লাগলেও আমরা সবাই বেশ সুন্দর ভাষা ব্যবহার করে সফটলি সেটা জানাই। সেটা আদৌ কারো খারাপ লাগা উচিত নয়, যদি কমিউনিটি ব্লগিং কে তিনি সৌখিন লেখালিখির মাধ্যম মনে করেন। তবে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে গেলে বেশ দৃষ্টিকটু হয় ব্যাপারটা। আর কারো প্রতি ব্যক্তিগত আক্রোশ না থাকলে তো তা হবার তেমন কোন সম্ভাবনা আসলে থাকেনা।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
আসলে ব্লগে এলো বাজারের মতোন একতা জায়গা। সেখানে হাজারো মানূষ। হাজার রকম তাদের মন মানসিকতা।
২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে সমালোচনা সবাই সহ্য করতে পারে না! তবে কিছু সমালোচনা আছে যা শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য! সেক্ষেত্রে আপনি পালটা জবাব না দিলে তারা আপনাকে পেয়ে বসতে পারে! আমি সেক্ষেত্রে নিজের মত করেই আন্তরিকতার সাথে কিংবা যেক্ষেত্রে কড়া জবাব দেয়ার সেক্ষেত্রে সেভাবে জবাব দেই!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: আপনি সাহসী ব্লগার।
আমি পারি না।
২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২২
প্রামানিক বলেছেন: গঠনমূলক সমালোচনা করা ভালো কিন্তু ঝগড়া করার মত সমালোচনা ভালো না। ধন্যবাদ রাজীব নুর।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: ইয়েস।
ভালো থাকুন।
২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
নীলপরি বলেছেন: সমালোচনা সামলানোটাও একটা আর্ট । ভালো লিখেছেন ।
২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
রাজীব নুর বলেছেন: আপনার যেকোনো প্রশ্নের জবাব কারো না কারো জানা রয়েছে। ওই মানুষগুলোকে খুঁজুন।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
সোনালী ঈগল২৭৪ বলেছেন: ঢাকা শহরের মানুষগুলি খুবই অসুখী, অসুখী মানুষের মধ্যে মানবিকতা , নীতিবোধ এসব কাজ করে না